
মাসিমপুর এ.এল.এম উচ্চ বিদ্যালয়ের আমাদের সবার প্রিয় স্যার, জনাব আহছান উল্লাহ স্যার এর সাথে পবিত্র মক্কায় দেখা করেছে ২০১৩ ব্যাচের মোঃ পারভেজ হোসেন।
শিক্ষাই জাতির মেরুদন্ড।
মাসিমপুর এ.এল.এম উচ্চ বিদ্যালয়ের আমাদের সবার প্রিয় স্যার, জনাব আহছান উল্লাহ স্যার এর সাথে পবিত্র মক্কায় দেখা করেছে ২০১৩ ব্যাচের মোঃ পারভেজ হোসেন।
~মাসিমপুর এ.এল.এম উচ্চ বিদ্যালয়
এর ইউনুস মিয়া ও তার যাপিত জীবনের গল্প।
একটি মানবিক আবেদনঃ
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
মোঃ আলমগীর হাজী (৩৫) বাড়িঃ মাসিমপুর হাজী বাড়ি,রামগঞ্জ, লক্ষীপুর।
আলমগীর হাজীর দিন দিন মৃত্যু তার দিকে এগিয়ে আসছে।
বিগত কয়েকবছর আগে উনি অসুস্থ হওয়ার কারনে ডাক্তারের রিপোর্টে উনার পেটের পাকস্থলীতে টিউমার ধরা পড়ে। তখনখার অবস্থায় অনেকবার চিকিৎসা করানো হলেও এর প্রতিফলন ভালো হয় নি, যা ক্ষতিসাধন টাই বেশি হয়েছে। ইনফেকশন এর কারনে এখন আবার নতুন করে অফারেশন করাতে হবে যা তার বর্তমান অবস্থায় আর্থিক বলতে কিছুই নাই। তাই মানবিক দৃষ্টিতে আমাদের এই ভাইটাকে বাচানোর জন্য আপনাদের ক্ষুদ্র প্রচেষ্টায় না হয় উনার একটি নতুন আলো আসবে। কতটা নিরুপায় হয়ে সে তার নিজের ফেসবুক আইডিতে পোষ্ট করে সাহায্যের আবেদন করেছেন।
তাই সমাজের হৃদয়বান দানশীল ও মানবিক ব্যক্তিদের কাছে ভাইকে বাঁচাতে এগিয়ে আসার আকুল আবেদন জানাচ্ছি।
যোগাযোগঃ
রুগির নাম্বারঃ 01780780618
বিকাশ, নগদ, রকেট, ইউফ্রেঃ 01602809404
- এ মানবিক আবেদনে সাড়া প্রদানের জন্য আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ করছি। এবং অবশ্যই পোস্ট'টা সবাই শেয়ার করবেন।
🥰🥰🥰
#দৈনিক_সমাবেশ
#মাসিমপুর_আব্দুল_লতিফ_মেমোরিয়াল_উচ্চ_বিদ্যালয়
রামগঞ্জ, লক্ষ্মীপুর।
২০-১১-২০২২ইং
#দৈনিক_সমাবেশ
#মাসিমপুর_আব্দুল_লতিফ_মেমোরিয়াল_উচ্চ_বিদ্যালয়।❤️❤️
১৫-১১-২০২২ইং
শুভ সকাল,
মাসিমপুর আব্দুল লতিফ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। 😘🥰❤
মাসিমপুর আব্দুল লতিফ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
বৃষ্টির দিনে এমন দৃশ্য সাথে এই গানটা হলে তো আর কোন কথাই নাই? 🥰
মাসিমপুর আব্দুল লতিফ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
মাসিমপুর, কামারহাট, রামগঞ্জ, লক্ষ্মীপুর
মাসিমপুর এ.এল.এম উচ্চ বিদ্যালয়ের অধ্যায়নরত সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য..........
মাসিমপুর এ.এল.এম উচ্চ বিদ্যালয় আগামী ১৩-০২-২০২২ইং রোজ রবিবার, ইউনিক আইডির জন্য সকল ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্নয় করা হবে।
স্থানঃ বিদ্যালয় মিলনায়তন
সূচীঃ এসএসসি+ষষ্ঠ সকাল ৯:০০টা
সপ্তম+দশম সকাল ১১:০০টা
অষ্টম+নবম সকাল ১২:০০টা
নির্দেশক্রমে
মুহাম্মদ রাজিবুল হাসান
প্রধান শিক্ষক
মাসিমপুর এ.এল.এম. উচ্চ বিদ্যালয়
মাসিমপুর এ.এল.এম উচ্চ বিদ্যালয়'র এস.এস.সি. ২০২২ইং সালের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট আগামী ৩১-০১-২০২২ইং রোজ সোমবার সকাল ৯টায় অত্র বিদ্যালয় প্রদান করা হইবে। তাই সকল কে নির্দিষ্ট সময় উপস্থিত থাকার জন্য বলা হইলো।
বিঃদ্রঃ সকল ছাত্র-ছাত্রীদের কে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে আসার জন্য আদেশ দেওয়া হলো।
আদেশক্রমে
মুহাম্মদ রাজীবুল হাসান
প্রধান শিক্ষক
মাসিমপুর এ.এল.এল. উচ্চ বিদ্যালয়।
মাসিমপুর এ.এল.এম উচ্চ বিদ্যালয়'র এ.এস.সি-২০১০ইং সালের মেধাবী ছাত্র বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সন্তান, লেফটেন্যান্ট
মোঃ পারবেজ আলম বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন। ❤🥀