HAPPY MOTHER'S DAY
Rampur Government Primary School,Burichang, Comilla
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rampur Government Primary School,Burichang, Comilla, Elementary School, .
আলহামদুলিল্লাহ, আমরা আনন্দিত, আমরা গর্বিত!!
রপ্তানি বানিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য জনাব শাহজাদা আহমেদ বানিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সি আই পি) নির্বাচিত হয়ে আনুষ্ঠানিক ভাবে সনদপ্রাপ্ত হয়েছেন। আমরা অভিনন্দন জ্ঞাপন করছি, তার উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি।
একটু স্মৃতি চারণ করছি।
মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যতম ক্ষমতাধর ও ধনী রাষ্ট্র। অথচ বারাক ওবামা যখন প্রথম বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন, তখন তিনি তার অনুসারীদের বলেছিলেন, কোন একটা এলাকার উন্নতি করতে চাইলে, ঐ এলাকার প্রাথমিক বিদ্যালয় দিয়ে শুরু করতে হবে, যেটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু ও স্বাধীনতা উত্তর বিধ্বস্ত দেশকে পুনর্গঠনে সকল প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার মাধ্যমে স্বাক্ষর রেখেছিলেন।
বলছিলাম জনাব শাহজাদা আহমেদ এর কথা, অবচেতন মনেই অত্র এলাকায় তার কাজ করার শুরুটাও হয়েছিল এই প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমেই। এস এম সি (২০১০) গঠনের দিন সাধারণ সভায় পিছনের দিকে অতি বিনয়ের সাথে বসে বসে মুরুব্বিদের কথা শুনছিলেন, শেষের দিকে এসে সবিনয়ে দাঁড়িয়ে জানালেন তিনি দায়িত্ব নিতে ইচ্ছুক, কাজ করতে চান। উপস্থিত সবাই একবাক্যে তাকে স্বাগত জানান। তারপর তো বাকীটা ইতিহাস। আজ রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বুড়িচং এর শ্রেষ্ঠ বিদ্যালয় গুলোর অন্যতম। তিনি চার টার্মে সভাপতি থাকাকালীন একাধিক বার উপজেলার শ্রেষ্ঠ সভাপতি ও দুইবার জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছিলেন। সেই শুরু আর শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতায় অত্র এলাকা বানিজ্য নগরীর রূপ নিয়েছে, অগণিত আর্ত মানুষের কর্মসংস্থান দোরগোড়ায় এসেছে।
অনেক অনেক মানুষের দোয়া আর ভালোবাসাই আপনার আজকের রাষ্ট্রীয় স্বীকৃতি। বহমান থাকুক আপনার কর্মকুশলতা আর সাফল্য।
পবিত্র ঈদ উল ফিতর ও জাতীয় উৎসব নববর্ষ উপলক্ষ্যে আলোকসজ্জা।
শুভ জন্মদিন বাংলাদেশ!
বঙ্গবন্ধুর জীবনী নিয়ে উপস্থিত বক্তৃতা আর দেশের গানের প্রতিযোগিতার আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হলো।
মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ন রাখার প্রত্যয়ে ও ৫২র ভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পালিত হলো শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/২০২৪।
নতুন ভবনে প্রবেশঃ আলহামদুলিল্লাহ, কাকতালীয়ভাবে হলেও তাঁর হাত ধরেই শিশুরা নতুন ভবনে প্রবেশ করেছে যিনি দৃষ্টিনন্দন, আধুনিক রামপুর জিপিএস এর স্বর্নালীযুগের উদ্যোক্তা। বলছিলাম জনাব শাহজাদা আহমেদ এর কথা। যিনি (সভাপতি, ২০১০-২০২২) এখনো এলাকায় আসলে বিদ্যালয় ঘুরে যান, সুবিধা-অসুবিধার খোঁজ খবর নিয়ে থাকেন। স্যালুট আপনাকে।
আহা কি আনন্দ আকাশে বাতাসে......
অভিভাবক সংযোগঃ আলোচনার বিষয় ছিলো, শিশুর নৈতিক ও সুশিক্ষা, শারীরিক স্বাস্থ্য, মনোসামাজিক স্বাস্থ্য, ইউনিক আইডি,শিশু জরিপ, শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ,বিদ্যালয়ের নির্দিষ্ট পোশাক আর সর্বোপরি রামপুর জিপিএস এ শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে বিদ্যমান আয়োজন।
গভীর আগ্রহে অভিভাবকদের তার সন্তানের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের উত্তর পত্র পর্যবেক্ষণ।
আলোকসজ্জা, দেয়ালিকা,বউছি,গোল্লাছুট,টি-টুয়ান্টি ক্রিকেট ম্যাচ আর নাচিয়েদের নুপুরের ঝংকারে বিজয়ানন্দ/২০২৩।
বিদায় দিলাম আমাদের বিদ্যালয়ের এক কৃতি শিক্ষার্থী -- ফাবিহা বুশরা তাইফাকে। বহুমূখী প্রতিভার অধিকারী তাইফার জন্য অনেক অনেক দোয়া রইলো যেন আলোকিত মানুষের মিছিলে শামিল হতে পারে। উল্লেখ্য তাইফা নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সুযোগ পেয়েছে।
তৃতীয় প্রান্তিক মূল্যায়ন/২০২৩। নতুন শ্রেণিতে প্রমোশনের ব্যারিকেড পাড়ি দেবার মনোযোগী চেষ্টা।
পঞ্চম শ্রেণির ক্লাস পার্টি /২০২৩
প্রাক-প্রাথমিকের কর্ণারেরা..
যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস/২০২৩ পালন।
শুভ জন্মদিন!!
উদযাপন করা হলো বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামালের জন্ম দিন।
আলহামদুলিল্লাহ!! অনেক বছর পর চ্যাম্পিয়নের জোড়া ট্রফি জিতেছে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে খেলোয়াড় শিক্ষার্থীরা।
আজ সোন্দ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যাশার বৃষ্টি ভেজা মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট /২০২৩
ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট /২০২৩ এর ইউনিয়ন পর্যায়ের চূড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন তোমাদের!!!
অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!!
অত্র বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ফাবিহা বুশরা তাইফা জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা -২০২৩ এর (জেলা পর্যায়) বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে। অন্যদিকে দৌড়বিদ তানভীর হাসান সায়মন দ্বিতীয় স্থান অর্জন করেছে।
উল্লেখ্য উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় আল মুনতাকিন নাফি, জুনায়েদ আল রাইয়ান, মাইমুনা আক্তার, মৃদুলা আক্তার, মোঃ ফারহান, আয়শা আক্তার জুঁই বিভিন্ন ইভেন্টে বারোটি সনদপত্র অর্জন করেছে।
তোমরা এই সৃজনশীলতা লালন করে আরও সাফল্য অর্জন করো, দোয়া রইলো।
"আমি ওচ্চুলে যাবো"-- আপকামিং স্টুডেন্ট ( এম এল এস এস সাদেক তনয়া)।
আজ নবযোগদানকৃত উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে কুসুমপুর ক্লাস্টারের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করা হয়।
প্রথম প্রান্তিক মূল্যায়নের উত্তর পত্র দেখছেন অভিভাবকগণ।(৩০/০৫/২০২৩)
শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত হিসেবে বঙ্গবন্ধুর "জুলিও কুরি" শান্তি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন। ( ২৮/০৫/২০২৩)
ম্যাডাম গীতা রানীর মতো বয়ফ্রেন্ড, আমার ও আছে!!!
আমাদের নববর্ষ, আমাদের মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর "Intangible Cultural Heritage" এর তালিকাভূক্ত হওয়ায় আমরা গর্বিত।
শুভ নববর্ষ, ১৪৩০।
সবুজের বুকে লাল
সে তো উড়বে চিরকাল।
.....এভাবেই প্রজন্মান্তরে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন।
বর্ণাঢ্য জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ/২০২৩ উদযাপন।
খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখতে রামপুর জিপিএস এর ক্ষুদ্র প্রয়াস।
অভিভাবক সংযোগ।