Ukhiya University College Department Of Islamic History And Culture

Ukhiya University College Department Of Islamic History And Culture

share important news and notice day by day in college campas

Operating as usual

02/12/2023

নতুন শিক্ষা কার্যক্রম,, জাতিকে ধ্বংসের দিয়ে ঠেলে দিচ্ছে।।।মর্যাদাপূর্ণ পেশাকে টিকটকার দের মত নিচু পর্যায়ে নিয়ে যাচ্ছে।

08/11/2022

গত ২ নভেম্বরে প্রকাশিত ডিগ্রি ভর্তির আসন বৃদ্ধি সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছিলো! ওই নোটিশে কলেজসমূহকে ১০ নভেম্বর পর্যন্ত আসন বৃদ্ধির আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। একারণে,
ডিগ্রি ১ম বর্ষ(২০২১-২২) ভর্তি কার্যক্রমের মেধা তালিকা প্রকাশে বিলম্ব হচ্ছে।
✅ আগামী ১০ নভেম্বরের পর মেধা তালিকা প্রকাশ হতে পারে। আপডেট পেতে গ্রুপে চোখ রাখুন।

Photos from Ukhiya University College Department Of Islamic History And Culture's post 21/09/2022

অনার্স ১ম বর্ষের রুটিন প্রকাশ।

21/05/2022

.🎯🎯 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের (২০২১-২২) ভর্তির প্রাথমিক আবেদনের নিয়মঃ

👉 ইতিমধ্যেই NU অনার্স ভর্তির প্রাথমিক আবেদনের তারিখ প্রকাশ করেছে😌 আবেদন চলবে ২২ মে ২০২২ বিকাল ৪.০০ টা হতে ৯ জুন ২০২২ রাত ১২.০০ টা পর্যন্ত 👈

💠আবেদন করতে যা যা লাগবে-

✅ অনলাইন আবেদন ফরম
✅ SSC ও HSC পরীক্ষার রোল ও রেজিষ্ট্রেশন নম্বর
✅ ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
✅ একটি সচল মোবাইল নম্বর

💠আবেদনকারী কে যা করতে হবে-

🥀১ম কাজ:
-------------------
তোমার ১ম কাজ হবে অনলাইনের কাজ করে এমন দোকানে যাওয়া️😊️ সেখানে গিয়ে অনার্স ভর্তি আবেদন করবো বললে বাকি কাজ তারাই করে দেবে🤗 সাথে উপোরোক্ত জিনিস গুলো নিতে ভুলনা কিন্তু🔔 আর যে ফোন নম্বর দিবে ঐ ফোনটা সাথে নিয়ে যাবা📱 সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তোমার স্বাক্ষর লাগবে তাই পারলে নিজে স্ব-শরীরে গিয়ে আবেদন করো🙂 যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তোমার স্বাক্ষর করা চিরকুট তার সাথে পাঠাই দিতে পারো👍🏻 তবুও বলবো নিজের কাজ নিজে করাই উত্তম😉
আবেদন করতে ২৫০ টাকা লাগবে😶

মনে রেখো, কোনো কারণে ভুল তথ্য দিয়ে আবেদন করে ফেললে শুধুমাত্র একবারই তুমি সেটা পরিবর্তন করে আবার নতুন করে আবেদন করতে পারবে কিন্তু সেটাও কলেজে কাগজপত্র জমা দেওয়ার আগ মূহুর্ত পযর্ন্ত👈 একবার কলেজে কাগজপত্র জমা দিতে আর কিছুই করার থাকবে না😪 তাই আবেদনের সময় ভালো মতো সমস্ত তথ্য চেক করে নিও🧐

🥀২য় কাজ:
------------------
অনলাইনে আবেদন শেষ করে আবেদন ফরমটি নিয়ে সোজা ঐ কলেজে চলে যাবে যে কলেজের জন্য আবেদন করেছো😀 কলেজে গিয়ে আবেদন ফরম, তার সাথে তোমার এক কপি ছবি স্ট্যাপলার করে ( ছবির পেছনে নিজের নাম লিখে দিও), এসএসসি + এইচএসসি এর এডমিট কার্ড ও মার্কশীটের ফটো কপি ( কলেজ যে কয় কপি চায়) ইত্যাদি কাগজপত্র কলেজ কতৃপক্ষের কাছে জমা দেবে☺ ব্যাস তোমার কাজ এখানেই শেষ😇
এখন শুধু তোমার একটাই কাজ আর সেটা হলো রেজাল্টের জন্য অপেক্ষা করা.....................................

বাকি কি করতে হবে সেটা না হয় রেজাল্ট বের হওয়ার পরেই বলবো আপাদত এইটুকুনই থাক 🙃

আর শোনো কম্পিউটারের দোকানে যখন আবেদন করবে তখন কলেজ চয়েসের সাথে সাবজেক্টও চয়েস করতে বলবে, তুমি সেই সাবজেক্ট গুলোই আগে সিলেক্ট করবে যে সাবজেক্টে তুমি পড়তে বেশি ইচ্ছুক📣 কারণ চান্স পাওয়ার পর যদি চান্সকৃত সাবজেক্ট পরিবর্তন করতে চাও..তখন যেটা হবে_ তোমার চান্সকৃত সাবজেক্টের উপরে যে সাবজেক্ট গুলো আছে শুধু ঐ গুলোই আসতে পারবে নিচের গুলো কিন্ত নয়🚫 যেহেতু সম্পূর্ণ কাজ কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত💯
আর সাবজেক্ট পরিবর্তনের এই প্রক্রিয়াকে বলে "মাইগ্রেশন" ll

উদাহরণসরূপ যদি বলি, ধরো তুমি সাবজেক্ট চয়েস দিছো এইভাবে- ১.পদার্থ, ২.রসায়ন, ৩.গণিত
এখন যদি তোমার সাবজেক্ট আসে 'রসায়ন' তবে তুমি মাইগ্রেশন করলে 'পদার্থ' পেতে পারো অথবা সাবজেক্ট পরিবর্তন নাও হতে পারে✔ কিন্তু কখনোই 'গণিত' আসবে না❌ যদি তোমার সাবজেক্ট আসে 'পদার্থ' তবে তোমার মাইগ্রেশন করে কোনো লাভ নেই কারণ 'পদার্থ' তোমার 1st চয়েস ছিল☝ সুতরাং সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না❌ আর আগেই বলেছি নিচের গুলো আসা সম্ভব না.. না.. না..😐 তাই ভেবে চিন্তে সাবজেক্ট চয়েস দিও❣
আশা করি বুঝেছো!

সাবেজেক্ট যে কয়টা খুশি চয়েস দিতে পারবে🤩 সাইন্স, আর্টস্, কমার্সের সাবজেক্ট মিশিয়েও চয়েস দিতে পারো সমস্যা নাই🥳 কিন্তু প্রাথমিক আবেদনের সময় কলেজ যেকোনো একটাই চয়েস দিতে পারবে😕

💥[বি:দ্র: NU ভর্তি যদিও ৩ ধাপে সম্পন্ন করা হয় কিন্তু কেউ যদি প্রাথমিক আবেদন না করে সে বাকি ২ বারের আবেদনে আর ভাগ নিতে পারবে না🚫
আর একটা কথা সব সময় মনে রেখো যেটা আগেও বলেছি আবারও বলছি, NU ভর্তি পদ্ধতি সম্পূর্ন কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত🔥 কোনো কলেজ কতৃপক্ষ বা শিক্ষক বা অন্য কেউ চাইলেই কাউকে কোনো কলেজে ভর্তি করাতে পারে না❌ টাকার বিনিময়েও না🌚 কারণ এটা তাদের হাতে থাকে না😒 তাই সাবধান!⚠ কারো ফাদে পা দিও না]☠

21/04/2022

শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ইফতারের পর অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ হবে।

21/04/2022

উখিয়া কলেজের সাচিবিদ বিদ্যা বিষয়ের প্রভাষক জনাব শাহ আলম কাজল দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে কিছুক্ষণ আগে কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

20/04/2022

আগামী ১৫ মে থেকে শুরু হতে যাচ্ছে অনার্স ১ম বর্ষ (২০২১-২২) সেশনের ভর্তির আবেদন।

সময় কিন্তু বেশি নাই, আপনাকে দ্রুত সিদ্ধান্তে উপনীত হতে হবে।😎

যদি তারিখ পরিবর্তন না হয় তাহলে ১৫ মে থেকেই আবেদন শুরু হচ্ছে।

⭕প্রথমে একটি কলেজে আবেদন করতে হবে।
আবেদনের সময় আপনার পয়েন্ট অনুযায়ী সাবজেক্ট শো করবে। ওখান থেকে সাবজেক্ট চয়েস দিতে হবে।

আপনার পয়েন্ট অনুযায়ী সাবজেক্ট এবং কলেজ চয়েস করবেন।
পয়েন্ট কম কিন্তু দেশ সেরা কলেজে আবেদন করলেন তাহলে কিন্তু চান্স হবে না।

প্রয়োজনে যারা সিনিয়র আছে তাদের নিকট থেকে পরামর্শ নিতে পারেন।

⭕সাবজেক্ট নির্বাচন নিয়ে চিন্তার শেষ নেই আর থাকবেও না। চিন্তা ভাবনা করতে থাকেন।

আমার তরফ থেকে কিছু নোট আপনাদের জন্য উপহার দিলাম। মনোযোগ দিয়ে পড়েন উপকৃত হবেন আশাকরি।

👉 যে সাবজেক্ট আপনি পড়বেন না ভূল করেও ঐ সাবজেক্ট তালিকায় রাখবেন না।

👉আপনার সব থেকে পছন্দের সাবজেক্ট সবার ১ম এ রাখবেন। তারপর আর কোনো পছন্দের সাবজেক্ট থাকলে পর্যায়ক্রমে সিরিয়ালে রাখবেন।

👉নিজের জিপিএ অনুযায়ী কলেজ ও সাবজেক্ট নির্বাচন করবেন।
সাবজেক্টের আসন অনুযায়ী তালিকা করবেন।

👉একটা কথা মনে রাখবেন, আপনি যে সাবজেক্টে অনার্স করবেন ঐ সাবজেক্টেই আপনাকে মাস্টার্স করতে হবে।

👉আপনি ভর্তি হওয়ার পর আর কোনোভাবেই সাবজেক্ট পরিবর্তন করতে পাবেন না এমনকি আর আবেদনো করতে পাবেন না।

👉পছন্দের সাবজেক্ট না পেলে মাইগ্রেশন করলে নতুন সাবজেক্ট পাওয়া যায়।
এই আশায় থেকে সাবজেক্ট চয়েস করবেন না। কারন এটা ভাগ্যের বিষয়। অনেক সময় পরিবর্তন হয় অনেক সময় হয়না।

👉 অনার্সের পাশাপাশি যদি চাকরির ইচ্ছা থাকে তবে হালকা সহজ সাবজেক্ট নেয়া উত্তম। অর্থনীতি, পরিসংখ্যান, ইংরেজি, গনিত, পদার্থ, রসায়ন হিসাববিঃ ইত্যাদির মত সাবজেক্টের পিছনে সময় দিতে হয় + প্রাইভেট পড়তে হয়।
চাকরি করে এগুলা সামলানো অনেক কঠিন হবে।

👉আপনার ফ্রেন্ড রা ইংলিশ নিছে, তাই বলে আপনিও ইংলিশে নিয়েন না। কারন ওরা ইংলিশে খুব পটর পটর করে উহুঃ অসহ্য। এদিক আপনি ইংলিশে কিছু পারেন না! তাহলে কিন্তু পরে পস্তাতে হবে।

👉 সংসারের পাশাপাশি অনার্স করার ইচ্ছা থাকলে কঠিন সাবজেক্টে না যাওয়া উত্তম।কারন সংসার সামলাবেন না পড়বেন?

👉সব সাবজেক্টই ভালো। শুধু আপনাক কোনটা ভালো লাগে সেটা খুজে নিতে হবে।

👉আপনি বিজ্ঞান ও ব্যবসা থেকে মানবিকের সাবজেক্টে চয়েস দেয়ার আগে মাথায় রাখবেন ৫% পাবে।

আরো বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা সরাসরি ম্যাসেঞ্জারে কল করুন আইডি তে ফলো দিয়ে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। কারো কোন প্রশ্ন থাকলে।

20/02/2022
Want your school to be the top-listed School/college?

Videos (show all)

নতুন শিক্ষা কার্যক্রম,, জাতিকে ধ্বংসের দিয়ে ঠেলে দিচ্ছে।।।মর্যাদাপূর্ণ পেশাকে টিকটকার দের মত নিচু পর্যায়ে নিয়ে যাচ্ছে।#n...

Website