Creators Dhaka University Admission Coaching
Effective and standardized preparation for Dhaka University Admission Test .
Operating as usual
Creators Story
আসসালামু আলাইকুম। ক্রিয়েটরস্ পরিবারে আপনাকে স্বাগতম।
ক্রিয়েটরস্ কেবল একটি কোচিং নয়, এটি একটি বিশাল পরিবার। শিক্ষার্থী থেকে শুরু করে সকল শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবাই এই বিশাল পরিবারের একেকজন গর্বিত সদস্য এবং সকলেই সকলের প্রতি আন্তরিক, আর এই পরস্পরের প্রতি আন্তরিকতাই ক্রিয়েটরস্-কে অন্য কোচিং গুলো থেকে একটি আলাদা পরিচয় দিয়েছে বলে আমরা মনে করি। প্রতি বছরই হাজারো স্বপ্নবাজ শিক্ষার্থীর পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন পূরনে ক্রিয়েটরস্ সদা প্রতিজ্ঞাবদ্ধ। ক্রিয়েটরস্ থেকে প্রতি বছরই উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষার্থী বিইউপি, জাবি, ঢাবিসহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজেদের সেরা প্রমাণ করতে পেরেছে যা ক্রিয়েটরস্ পরিবারকে করেছে গর্বিত এবং জোগিয়েছে ভবিষ্যতে আরো ভালো করার প্রেরণা। প্রতি বছরই আমাদের এই সাফল্য ঈর্ষান্বিত হারে বৃদ্ধি পাচ্ছে, যা ক্রিয়েটরস্-কে নিয়ে যাচ্ছে এক অনন্য উচ্চতায়।
ক্রিয়েটরস্ প্রধানত সেকেন্ড টাইমারদের প্রাধান্য দিয়ে করা। তাই গোটা বছর শত শিক্ষার্থীর পদচারণায় মুখরিত থাকে ক্রিয়েটরস্ প্রাঙ্গণ। তাই বিইউপি ও জাহাঙ্গীরনগরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাদের ইচ্ছে, তাদের স্বপ্ন পূরনের প্লাটফর্ম হতে পারে ক্রিয়েটরস্ পরিবার। আপনার পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন পূরনে আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছি।