Pouro Model GPS

Pouro Model GPS

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pouro Model GPS, Education, .

Operating as usual

29/08/2024

শ্রেনি :চতুর্থ
বিষয় : গণিত
পাঠ : জ্যামিতি (কোণ)

29/08/2024

তৃতীয় শ্রেণি
বিষয় : ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা
পাঠ: নৈতিক ও মানবিক গুনাবলি

29/08/2024

পঞ্চম শ্রেণি
বিষয় : গণিত
পাঠ - জ্যামিতি (বৃত্ত)

13/08/2024

অবাক জলপান।

13/08/2024

অবাক জলপান

13/08/2024

অবাক জলপান
পঞ্চম শ্রেণি

Photos from Pouro Model GPS's post 13/08/2024
Photos from Pouro Model GPS's post 24/06/2024

সম্মানিত অভিভাবক বৃন্দ। আপনারা এখন থেকেই মোবাইলে নগদ একাউন্ট চেক করতে থাকুন।আজ থেকে উপবৃত্তির টাকা ঢুকতে শুরু করেছে। টাকা রেখে না দিয়ে দ্রুত তুলে ফেলবেন। তা না হলে অনেক সময় সমস্যায় পড়তে হয়।

প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিচের চিঠির আলোকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

সকলের জন্য শুভকামনা রইল।

Photos from Pouro Model GPS's post 06/06/2024

যেতে নাহি দিব হায়,
তবু যেতে দিতে হয়,
তবু চলে যায়।
আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব জাহানারা বেগম এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব খলিলুর রহমান খান, মাদারীপুর পৌরসভার সম্মানিত মেয়র জনাব মো: খালিদ হোসেন ইয়াদ,উপজেলা সহকারী শিক্ষা অফিসার বৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়েছে বিদায় অনুষ্ঠান।

24/05/2024

প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিচের চিঠির আলোকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

Photos from Pouro Model GPS's post 24/05/2024

দ্বিতীয় শ্রেণীর অভিভাবক সমাবেশ।

Photos from Pouro Model GPS's post 20/05/2024

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচটি পুরস্কার লাভ করে।
অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা।

16/05/2024
09/05/2024

প্রিয় শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী চতুর্থ ও পঞ্চম শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন চলাকালীন সময়ে অন্যান্য শ্রেণীর শ্রেনি কার্যক্রম নিচের সময়সূচি অনুযায়ী চলবে।

প্রি-প্রাক ও প্রাক শ্রেণী আগের সময়সূচী অনুযায়ী।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী ১২:৪৫ থেকে শুরু হবে।

চতুর্থ ও পঞ্চম শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন চলবে ১২/০৫/২০২৪ থেকে ২০/০৫/২০২৪ তারিখ পর্যন্ত।

09/05/2024

প্রিয় শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্রচন্ড তাপদাহের কারণে পরিবর্তনকৃত শ্রেনি সময়সূচী বাতিল করে পূর্বের সময়সূচি অনুযায়ী শ্রেণী কার্যক্রম চলবে।

শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কার্যক্রম সকাল ৯ঃ০০ টা থেকে ১২ টা পর্যন্ত চলবে।

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কার্যক্রম ১২ টা থেকে ৪টা ১৫ পর্যন্ত চলবে।

প্রথম প্রান্তিক মূল্যায়নের সময়সূচী নিচে দেয়া হল।

পরীক্ষা হবে শুধু চতুর্থ ও পঞ্চম শ্রেণীর।

30/04/2024

প্রিয় শিক্ষার্থীরা নিচের চিঠির আলোকে তোমাদের বিদ্যালয় আজ ৩০-৪-২০২৪ থেকে ২/৫/২০২৪ পর্যন্ত বন্ধ থাকবে।

27/04/2024

প্রিয় শিক্ষার্থীরা আশা করি মহান আল্লাহতালার ইচ্ছায় সবাই ভালো আছ।
দীর্ঘ ছুটির পরে আগামীকাল ২৮-৪-২০২৪ রবিবার থেকে বিদ্যালয় শ্রেণী কার্যক্রম শুরু হবে। তীব্র তাপদাহের কারণে ক্লাসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ক্লাস সকাল ৮.০০ টা থেকে ০৯:৩০ পর্যন্ত চলবে। এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস ৯ঃ৪৫ থেকে ১১:৩০ পর্যন্ত চলবে।
প্রিয় শিক্ষার্থীরা আগামীকাল থেকে তোমরা নিয়মিত বিদ্যালয়ে আসবে। সাথে অবশ্যই পানির বোতল নিয়ে আসবে।

এ নির্দেশনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।

বিদ্র: প্রি প্রাক ও প্রাক প্রাথমিক (শিশু) শ্রেণীর ক্লাস ২৮/৪/২০২৪ ইং তারিখ সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

Photos from Pouro Model GPS's post 14/04/2024

বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন। কিছু আলোকচিত্র -

Photos from Pouro Model GPS's post 26/03/2024

মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Photos from Pouro Model GPS's post 18/03/2024

জাতির পিতা বন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিদ্যালয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার কিছু আলোকচিত্র।

Photos from Pouro Model GPS's post 14/03/2024

প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই পত্রের আলোকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

02/03/2024

প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই পত্রের আলোকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

Want your school to be the top-listed School/college?

Videos (show all)

শ্রেনি :চতুর্থ বিষয় : গণিত পাঠ : জ্যামিতি (কোণ)
তৃতীয় শ্রেণি বিষয় : ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ: নৈতিক ও মানবিক গুনাবলি
পঞ্চম শ্রেণিবিষয় : গণিত পাঠ - জ্যামিতি (বৃত্ত)
অবাক জলপান।
অবাক জলপান
অবাক জলপানপঞ্চম শ্রেণি
আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ের র‍্যালি

Website