National University study and JoB info

National University study and JoB info

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from National University study and JoB info, Education Website, .

Photos from National University study and JoB info's post 31/07/2022

বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী, আসনবিন্যাস ও নির্দেশাবলী প্রকাশ- ০৬/০৮
পরীক্ষার তারিখঃ ৬ আগস্ট ২০২২

🔴 পরীক্ষার নোটিশ 🔴
👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ রেলওয়ে
👉 পদের নামঃ সহকারী স্টেশন মাস্টার (৫৬০ পদ)
👉 পরীক্ষার তারিখঃ ৬ আগস্ট ২০২২

দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার 27/07/2022

https://www.facebook.com/163059227060505/posts/6084760494890319/?extid=a&mibextid=baczqb

দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪, নারীর সং...

27/07/2022

দেশে এখন পুরুষের তুলনায় নারী ১৬ লাখ বেশি
🌼ইত্তেফাক অনলাইন রিপোর্ট
প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ১১:১৮
দেশে এখন পুরুষের তুলনায় নারী ১৬ লাখ বেশি
মাঠ পর্যায়ে মূল শুমারি শেষ হওয়ার মাত্র এক মাসের মাথায় জনসংখ্যা গণনার তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এতে দেশে প্রথমবারের মতো পুরুষের চেয়ে বেড়েছে নারীর সংখ্যা।

ষষ্ঠ ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন। এতে পুরুষের তুলনায় নারী ১৬ লাখ ৩৪ হাজার ৩৮২ জন বেশি।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ ফলাফল জানানো হয়। সারাদেশে গত ১৫ জুন একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। গত ২১ জুন জনশুমারি শেষ হওয়ার কথা থাকলেও উত্তর-পূর্বাঞ্চলের জেলায় বন্যা শুরু হওয়ায় এসব জেলায় শুমারি কার্যক্রম ২৮ জুন পর্যন্ত চলে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

২০০১ সালে চতুর্থ আদমশুমারি ও গৃহগণনা করা হয়, এসময় জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ কোটি ২৪ লাখ। ২০১১ সালে অনুষ্ঠিত পঞ্চম জনশুমারিতে দেখা যায়, দেশের জনসংখ্যা বেড়ে হয়েছে ১৪ কোটি ৪০ লাখ। ষষ্ঠ ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।

বিবিএসের প্রতিবেদনে দেখা গেছে, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ২২ শতাংশ, এক দশক আগে যা ছিল ১ দশমিক ৪৬ শতাংশ। দেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা ঘনত্বের হার ১ হাজার ১১৯ জন এক দশক আগে যা ছির ৯৭৬ জন। এছাড়া ৯৮ জন পুরুষের বিপরীতে নারীর সংখ্যা ১০০ জন। ১০ থেকে তার বেশি বয়সী জনগোষ্ঠীর মধ্যে ২৮ শতাংশ অবিবাহিত এবং বিবাহিত ৬৫ শতাংশ। মোট জনংখ্যার ৯১ দশমিক ০৪ শতাংশ মুসলিম, হিন্দু ৭ দশমিক ৯৫ শতাংশ। দেশে মোট সাক্ষরতার হার ৭৬ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া প্রতিবন্ধিতার হার ১ দশমিক ৪৩ শতাংশ।

এছাড়া দেশে মোবাইল ব্যবহারকারীর হার ৫৫ দশমিক ৮৯ শতাংশ এবং ইন্টারনেট ব্যবহারকারী ৩০ দশমিক ৬৮ শতাংশ। দেশে মোট খানার সংখ্যা ৪ কোটি ১০ লাখ ১০ হাজার ৫১টি। গড়ে খানার আকার ৪ জন, এক দশক আগে যা ছিল সাড়ে ৪ জন।

বিবিএসের শুমারি অনুসারে, দেশের মোট জনসংখ্যার ১১ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৫৮৭ জন গ্রামের বাসিন্দা। আর শহরের বাসিন্দা পাঁচ কোটি ২০ লাখ নয় হাজার ৭২ জন। দেশে জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার ১ দশমিক ২২ শতাংশ। ২০১১ সালের শুমারিতে এই হার ছিল ১ দশমিক ৪৬। দেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব এক হাজার ১১৯। যা ২০১১ সালে ছিল ৯৭৬। দেশে স্বাক্ষরতার হার ৭৪ দশমিক ৬৬। পুরুষ জনগোষ্ঠীর স্বাক্ষরতার হার ৭৬ দশমিক ৫৬ শতাংশ, নারী জনগোষ্ঠীর এ হার ৭২ দশমিক ৮২।

প্রসঙ্গত, স্বাধীনতার পর ১৯৭৪ সালে অনুষ্ঠিত প্রথম শুমারিতে দেশের জনসংখ্যা ছিল ৭ কোটি ১৫ লাখ। এরপর ১৯৮১ সালে জনশুমারি অনুষ্ঠিত হয়। ওই সময় মোট জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জনে। ১৯৯১ সালে দেশে মোট জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ কোটি ৬৩ লাখে।

Photos from National University study and JoB info's post 27/07/2022

🌼🌼জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর মৌখিক পরীক্ষার সময়সূচী- ৩০/০৮
পরীক্ষার তারিখঃ ৭- ৩০ আগস্ট ২০২২

জেজিটিডিএসএল -এর অফিস সহকারি (গ্রেড-১২) পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী।

26/07/2022

☠️জামালপুর জেলার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচী- ০৩/০৮
পরীক্ষার তারিখঃ ১-৩ আগস্ট ২০২২☠️

Photos from National University study and JoB info's post 26/07/2022

🌼🌼জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স (নতুন সিলেবাস) পরীক্ষার সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি।- ২৫/১০

Photos from National University study and JoB info's post 26/07/2022

🌼🌼জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের মাস্টার্স ১ম পর্ব পুরাতন সিলেবাস (বিশেষ) পরীক্ষার সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি।-২৫/১০
পরীক্ষার তারিখঃ ১৪ সেপ্টেম্বর - ২৫ অক্টোবর ২০২২

26/07/2022

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণ সংক্রান্ত পুনঃসংশোধিত বিজ্ঞপ্তি।- ১১/০৮

26/07/2022

নৌপরিবহন মন্ত্রণালয়ে মৌখিক পরীক্ষার সময়সূচী - ০৪/০৮
পরীক্ষার তারিখঃ ৩ ও ৪ আগস্ট ২০২২

নৌপরিবহন মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে নিয়োগের নিমিত্ত মৌখিক পরীক্ষার সময়সূচী; স্মারক:৪১৩

25/07/2022

২৯ পদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি- ২০/০৮

Photos from National University study and JoB info's post 25/07/2022

নেত্রকোনা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ এর ২য় ধাপের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময়সূচী- ১৫/০৯
পরীক্ষার তারিখঃ ১০ আগস্ট - ১৫ সেপ্টেম্বর ২০২২

Photos from National University study and JoB info's post 25/07/2022

ময়মনসিংহ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ এর ২য় ধাপের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময়সূচী- ২১/০৯
পরীক্ষার তারিখঃ ১৭ আগস্ট - ২১ সেপ্টেম্বর ২০২২

24/07/2022

নিয়োগ বিজ্ঞপ্তি
☠️ প্রতিষ্ঠানঃ প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়
☠️পদের নামঃ বিভিন্ন পদ
☠️ পদ সংখ্যাঃ ১৫৩টি
☠️ আবেদন ফীঃ ১১২/- ও ৫৬/- টাকা
☠️ আবেদনের লিংকঃ http://dcd.teletalk.com.bd/
☠️ আবেদনের শেষ তারিখঃ ৪ আগস্ট ২০২২

24/07/2022

🔴 প্রবেশপত্র ডাউনলোড নোটিশ 🔴
👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ ব্যাংক
👉 পদের নামঃ সহকারী পরিচালক (সাধারণ)
👉 পরীক্ষার তারিখঃ TBA
👉 প্রবেশপত্রঃ https://erecruitment.bb.org.bd/onlineapp/print_admit.php
👉 প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখঃ ২৫ জুলাই ২০২২

22/07/2022

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি- ২২/০৮

Photos from National University study and JoB info's post 22/07/2022

নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর

Want your school to be the top-listed School/college?

Website