স্বর্ণের দোকানেও এতো লাইটিং করা হয়না, যতটা সোনালী আলো ফেলা হয় আড়তের পচা মাছের উপর।
Abrar's Diary
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abrar's Diary, Education Website, .
Operating as usual
রিসেন্টলি একটা বই পড়ছিলাম, The Coming Wave
বইয়ের লেখক ডীপমাইন্ড এর ফাউন্ডার। ডিপমাইন্ড হচ্ছে গুগলের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর রিসার্চ ল্যাবরেটরি। বইটা মূলত আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর ছড়ানো, প্রভাব, এবং এর নিয়ন্ত্রন নিয়ে লিখা। কোন এক প্রসঙ্গে চায়নার ব্যপারে ইন্টারেস্টিং কিছু ডিসকাশন আসে। ভাবলাম ফ্যাক্ট এন্ড ফিগার গুলা একটু সামারাইজ করে লিখি। চায়না এমন একটা দেশ, জনসংখ্যা আর আয়তন ছাড়া চায়নাকে মানুষ আর কোন কারনে চিনতো না। এই চায়নাই এখন গ্লোবাল লিডারে রূপ নিতে যাচ্ছে।
- ২০০৭ সালেই চায়নার পিএইচডি হোল্ডারের সংখ্যা আমেরিকাকে ছাড়িয়ে যায়।
- এই শতাব্দীর শুরুতে চায়নার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর খরচ ছিল আমেরিকার তুলনায় ১২ পারসেন্ট, ২০২০ সালে তারা আমেরিকার তুলনায় ৯০ পারসেন্ট ইনভেস্ট করে R&D তে।
- আর্টিফিশিয়াল ইন্টিলেজেন্স নিয়ে চায়না ২০২২ সালে ১৫৫,৪৮৭ টা পেপার পাবলিশ করে যেখানে ইউ এস ৮১১৩০ টা আর ইউরোপিয়ান ইউনিয়ন ১০১৪৫৫ টা।
- চায়নাই একমাত্র দেশ যারা চাঁদের অন্ধকার পৃষ্ঠে তাদের Change 4 probe পাঠাতে পেরেছে।
- পুরা পৃথিবীতে যে পরিমান রোবট আছে, চায়নাতে ততগুলা বা তারও বেশী রোবট আছে।
- ইন্টারনেট স্পিড এর খেলায় চায়না সবচাইতে এগিয়ে, খুব তাড়াতাড়ি সম্ভবত তারা 6G বাণিজ্যিকিকরণ শুরু করবে।
- চায়না টেন্সেন্ট (PUBG এর আঁতুড়ঘর), আলিবাবা, DJI, Huawei, ByteDance (TikTOk) এর মত প্রতিষ্ঠান এর জন্মস্থান।
- ড্রোন এর কথা উঠলে DJI এক কথায় অপ্রতিরোধ্য। পৃথিবীর অনেক দেশই তার ডিফেন্স সিস্টেমে DJI ব্যবহার করে। আর টিকটক মেবি একমাত্র ননওয়েস্টার্ন এন্টারটেইনমেন্ট মিডিয়া যা এত বাধা-স্যাংশন স্বত্বেও টিকে আছে। টিকটকের হুক করে রাখার ক্ষমতা, টিকটকের এলগরিদম এর ধারে কাছে কোন ভিডিও স্ট্রিমিং কোম্পানী নেই।
- কোয়ান্টাম টেকনোলজিএর ক্ষেত্রে চায়নার পেটেন্ট আমেরিকার দ্বিগুণ। চায়নার দুই হাজার কিলোমিটার কোয়ান্টাম নেটওয়ার্ক আছে সিকিউর ইনফরমেশন পাস এর জন্য। চায়না দাবি করেছে গুগল এর কোয়ান্টাম কম্পিউটার (sycamore) এর চাইতে তাদের ১০^১৪ গুণ পাওয়ারফুল কম্পিউটার আছে।
- সিনথেটিক বায়োলজি, ডি এন এ নিয়ে গবেষনায় চায়না সেরা কয়েকটা দেশের একটি।
- এখন মিডল ইস্টের দেশগুলার মাঝে মধ্যস্থতাকারী দেশ হচ্ছে চায়না। চায়নাই কেবলমাত্র পারছে সৌদি ইরানরে এক টেবিলে মিটিং করাইতে। আফ্রিকা মহাদেশে চায়নার প্রভাব এবং ইনভেস্টমেন্ট অপ্রতিরোধ্য।
- সিলিকন চিপ এ তাইওয়ান দুনিয়াসেরা। এখন তাইওয়ান চায়নার অংশ (বা প্রভাবিত) কিনা এর উপর নির্ভর করে এর ক্রেডিট চায়না পাবে কি না।
চায়না এমন দেশ, প্রথমে কপি করে করে শিখছে, এখন নিজেরা এর চাইতেও ভালো জিনিস বানাচ্ছে। কারও সাথে ঝামেলায় নাই, নীরবে নিজেদের মত করে আগাচ্ছে। আমাদের নিজেদের জীবনে এর থেকে কিছু শিখার থাকতে পারে।
আগর গাছের গায়ে পেরেক পুতা হয়, যাতে তার ভিতরটা ফাংগাল ইনফেকশনে পচে যায়। তারপর যখন তার পচে যাওয়া অংশকে পুড়ানো হয়, তখনও সে সুগন্ধিই ছড়ায়।
কিছু মানুষও এমন আছে, যারা আঘাতকে ভালোবাসায় ফিরিয়ে দিতে পারে।