সুরা আত-মুতাফ্ফিফীন এনালাইসিস। ধাপেধাপে একটু দেখি-
কাফের 🆚 মুমিন
⛔দুনিয়াতে কাফেররা যা করে-
🔺পরিমাপে কম দেয় কিন্তু নিজেরা নেয়ার সময় পূর্ণমাত্রা য় নেয়। তাদের ধ্বংসের কথা আল্লাহ নিজে বলতেছেন!
🔺তারা আখিরাত ও বিচার দিবস সম্পর্কে গাফেল। এককথায় অস্বীকার করে। তাই তারা সীমালঙ্ঘনকারী। তাদের ধ্বংসের কথা আবার বলেন আল্লাহ। তারা কখনো মাথায় ই নেয় না যে তাদেরকে একদিন সবকিছু র জন্য জবাবদিহিতা করতে হবে রবের সামনে। তখন কোনো চালাকি চলবে না।
🔺মুমিনরা যখন তাদেরকে আল্লাহ র পথে ডাকতো। তাদের কাছে আল্লাহ র আয়াত পাঠ করতো তখন ওরা রুপকথার গল্প বলে এড়িয়ে যেত। আসলে মাত্রাতিরিক্ত পাপের কারণে তাদের অন্তর সমূহে মোহর মারা হয়েছে।
🔺তারা মুমিনদের সাথে ব্যঙ্গ বিদ্রূপ করতো। এসব করে তারা পরিবারের কাছে ফিরতো মিথ্যে প্রফুল্ল নিয়ে।
⛔আখিরাতে কাফেরদের প্রতিদান-
🔺সিজ্জীনে লিপিপদ্ধ থাকবে এ পাপীদের আমলনামা।
🔺তারা আল্লাহ র দীদার পাবে না।
🔺তারা জাহান্নামে যাবে। তখন বুঝতে পারবে আল্লাহ র আয়াত অস্বীকার করার ফল।
🟢আখিরাতে মুমিনদের প্রতিদান-
✅তাদের আমলনামা ইল্লিয়্যীনে থাকবে। কারণ তারা আল্লাহ র নৈকট্যপ্রাপ্ত।
✅তারা আল্লাহর দীদার লাভ করবে।
✅ তারা জান্নাত পাবে আর পাবে তার অফুরন্ত নিয়ামত ভোগ করার সৌভাগ্য। তার কিছু বিবরণ এ সূরায় আছে যেমন- সেখানে তারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে। সুসজ্জিত আসনে বসে দেখতে থাকবে। ওইদিন তারা হাসবে। তাঁদের চেহারা লাবণ্যময় থাকবে। পান করানো হবে সীলমোহর করা বিশুদ্ধ পানীয় থেকে। এইসব নিয়ামত লাভের জন্য প্রতিযোগীতা করা উচিত আমাদেরকে। এটি বলতেছেন আল্লাহ! না জানি আরো কতকিছু আছে জান্নাতে।
হে আল্লাহ, আমাদেরকে জান্নাত আর জান্নাতের নিয়ামত লাভের তৌফিক দিন আমিন।
Quran & Hadis; A satisfied life.
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Quran & Hadis; A satisfied life., Education, .


#মুলক #আয়াত২৩

#মুলক #আয়াত১৬-১৭

#মা'ইদাহ #আয়াত৩

আল্লাহ 'র রং সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য পবিত্র আল কুরআনের সূরা আল বাকারাহ এর ১৩৮ নং আয়াতের তাফসীর পড়তে হবে।

Want your school to be the top-listed School/college?