
হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ফলাফল-২০২৩।
Teacher life start First in this School.
Operating as usual
হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ফলাফল-২০২৩।
হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯৫ ব্যাচের একাংশের পুনর্মিলন।
শুভ জন্মদিন সাম্যের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম!
জাতীয় কবির ১২৪ তম জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা।
হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক!
"হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়" এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।
শুভ নববর্ষ ১৪৩০
আলোর ফেরী নিয়ে The Business Standard এর প্রতিবেদন।
(ইউটিউব লিংক কমেন্টে)
হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থী Babul Mirdha এর উদ্ভাবন "আলোর ফেরী" নিয়ে সময় টেলিভিশনের সংবাদ।
(ইউটিউব লিংক কমেন্ট)
হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থী ও সিংহেরাকাঠী তথা কালিশুরী ইউনিয়নের কৃতি সন্তান "জনাব সুজিত হাওলাদার উপসচিব মর্যাদায় পদোন্নতি লাভ করেছেন।"
তাকে হাজী পঞ্চমী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
১৫ ই আগস্ট, জাতীয় শোক দিবস উপলক্ষে হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাম: পদ্মা সেতু
দৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিটার
ভায়াডাক্ট (স্থলভাগে সেতুর অংশ) সহ দৈর্ঘ্য: ৯.৮৩ কিলোমিটার
প্রস্ত: ২১.৬৫ মিটার
মোট পিলারের সংখ্যা: ৪২টি
স্প্যানের সংখ্যা: ৪১টি
প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য: ১৫০ মিটার
পাইলের ব্যাস: ৩ মিটার
পাইলের সর্বোচ্চ দৈর্ঘ্য: ১২৮ মিটার
মোট পাইলের সংখ্যা: ২৬৪টি ( ভায়াডাক্টের পিলারের পাইলসহ ২৯৪টি)
জমি অধিগ্রহণ: ৯১৮ হেক্টর
নির্মাণ কাজ শুরু: ৭ই ডিসেম্বর ২০১৪
মূল সেতুর নির্মাণ কাজ শুরু: মাওয়া প্রান্তে ৬ নম্বর পিলারের কাজ দিয়ে
সক্ষমতা: দৈনিক ৭৫ হাজার যানবাহন
পানির স্তর থেকে সেতুর উচ্চতা: ১৮ মিটার
পদ্মা সেতুর আকৃতি: ইংরেজি এস (S) অক্ষরের মতো
ভূমিকম্প সহনশীলতা: রিক্টার স্কেলে ৮ মাত্রার কম্পন
এপ্রোচ রোডের দৈর্ঘ্য: ১২ কিলোমিটার
নদীশাসন: ১৬.২১ কিলোমিটার
সেতুর আয়ুষ্কাল: ১০০ বছর
সেতুর মোট ব্যয়: ৩০,১৯৩.৩৯ কোটি
ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে এমন জেলার সংখ্যা: ২১টি
সরাসরি উপকারভোগী মানুষের সংখ্যা: দক্ষিণপশ্চিমাঞ্চলের ৩ কোটি মানুষ
প্রকল্পের অঙ্গ(component) ভিত্তিক ব্যয় বিভাজন:
ক) মূল সেতুর ব্যয়: ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন টাওয়ার ও গ্যাস লাইনের ব্যয়সহ ১১,৯৩৮.৬৩ কোটি টাকা (বরাদ্দ ১২,১৩৩.৩৯ কোটি টাকার বিপরীতে)
খ) নদীশাসন কাজ: ৮,৭০৬.৯১ কোটি টাকা (৯,৪০০ কোটি টাকার বিপরীতে)
গ) অ্যাপ্রোচ রোড: ২টি টোল প্লাজা, ২টি থানা বিল্ডিং ও ৩টি সার্ভিস এরিয়াসহ ১৮৯৫.৫৫ কোটি টাকা (১৯০৭.৬৮ কোটি টাকার বিপরীতে )
ঘ) পুনর্বাসন ব্যয়: ১,১১৬.৭৬ কোটি টাকা (১,৫১৫ কোটি টাকার বিপরীতে)
ঙ) ভূমি অধিগ্রহণ: ২৬৯৮.৭৩ কোটি টাকা
চ) পরিবেশ: ২৬.৭২ কোটি (১২৯.০৩ কোটি টাকা)
ছ) অন্যান্য বেতন ভাতা, পরামর্শক, সেনা নিরাপত্তা ইত্যাদি: ১৩৪৮.৭৮ কোটি (২৪০৯.৫৬ কোটি টাকার বিপরীতে)
প্রকল্পের মোট অনুমোদিত ব্যয়: ২৭,৭৩২.০৮ কোটি টাকা (৩০১৯৩.৩৯ কোটি টাকার বিপরীতে)
সেতু উদ্বোধন: ২৫ জুন ২০২২।
(তথ্যসূত্র: পদ্মা সেতু প্রকল্প অফিস, ক্যাবিনেট ডিভিশন, সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতার কপি; আপডেট: ২৩ জুন ২০২২)
২০২২ সালের এসএসসি পরীক্ষার সংশোধনী সিলেবাস।
আলোর ফেরীর সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানে হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ ব্যাচের শিক্ষার্থী ও আলোর ফেরীর পাঠক সুদীপা হালদার এর কণ্ঠে গান- "যেখানে সীমান্ত তোমার"
মূল শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
গীতিকারঃ কাওসার আহমেদ চৌধুরী
সুরকারঃ লাকী আখান্দ
(ইউটিউব লিংক কমেন্টে)
আলোর ফেরীর সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তৃতায় হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাগরিকা আক্তার, পাঠক, আলোর ফেরী পাঠাগার।
(ইউটিউব লিংক কমেন্টে)
আলোর ফেরীর সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তৃতায় হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আসফিয়া আক্তার, পাঠক, আলোর ফেরী পাঠাগার।
(ইউটিউব লিংক কমেন্টে)
আলোর ফেরীর সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তৃতাঃ ফারজিন খন্দকার, পাঠক, আলোর ফেরী পাঠাগার।
(ইউটিউব লিংক কমেন্টে)
আলোর ফেরীর সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তৃতাঃ হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ ব্যাচের শিক্ষার্থী "পূজা কর্মকার", কার্যনির্বাহী পরিষদ সদস্য, আলোর ফেরী পাঠাগার।
(ইউটিউব লিংক কমেন্টে)
আলোর ফেরীর সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানে বাউফল উপজেলা পরিষদের সম্মানিত মহিলা ভাইস-চেয়ারম্যান ও ছিটকা মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক "মরিয়ম বেগম নিসু" ম্যামের বক্তব্য।
(ইউটিউব লিংক কমেন্টে)
আলোর ফেরীর সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তৃতায় অধ্যক্ষ মোহাম্মদ নেছার উদ্দিন সিকদার জামাল স্যার, চেয়ারম্যান ০২ নং কালিশুরী ইউনিয়ন পরিষদ।
আলোর ফেরীর সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানে শ্রদ্ধেয় শিক্ষক "সমরেশ্বর দাস" স্যারের বক্তৃতা।
(ইউটিউব লিংক কমেন্টে)
আলোর ফেরীর সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তৃতাঃ "সাইদুর রহমান (সোহেল)" স্যার, প্রধান শিক্ষক, হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়।
(ইউটিউব লিংক কমেন্টে)
আলোর ফেরীর সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তৃতাঃ জনাব মোঃ আল-আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাউফল, পটুয়াখালী।
স্থানঃ হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়।
(ইউটিউব লিংক কমেন্টে)
আলোর ফেরীর সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠান।
স্থানঃ হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়, বাউফল, পটুয়াখালী।
বক্তব্যঃ হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থী "মোঃ বাবুল মৃধা" প্রতিষ্ঠাতা, আলোর ফেরী।
(ইউটিউব লিংক কমেন্টে)
গত ২১ শে মে হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোর ফেরীর ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিংহেরাকাঠীর কৃতিসন্তান, হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থী "সুজিত হালদার" এর অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য। যিনি বর্তমানে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব পালন করছেন।
(ইউটিউব লিংক প্রথম কমেন্টে)
আলোর ফেরী সপ্তমবর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখছেনঃ মোঃ আল-আমিন, উপজেলা নির্বাহী অফিসার, বাউফল।
https://youtu.be/uN1Jsp7Us40
সপ্তম বর্ষপূর্তি - ২০২২: মোঃ আল-আমিন, উপজেলা নির্বাহী অফিসার, বাউফল মোঃ আল-আমিন, উপজেলা নির্বাহী অফিসার, বাউফল, পটুয়াখালী
আলোর ফেরীর সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠান আগামী ২১শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সকলে আমন্ত্রিত।