
পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ২৩৫ জন বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (গ্রেড-৫) পদে পদোন্নতি পেলেন ২৩৫ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাগণ। ০৭...
Visit to get alll kinds of exam , result and admission information of Bangladesh .
পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ২৩৫ জন বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (গ্রেড-৫) পদে পদোন্নতি পেলেন ২৩৫ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাগণ। ০৭...
*বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু-বঙ্গবন্ধু সেতু
*বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু-হার্ডিঞ্জ ব্রীজ
*বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত-কক্সবাজার
*বাংলাদেশের দীর্ঘতম নদ-ব্রহ্মপূত্র
*বাংলাদেশের দীর্ঘতম নদী-মেঘনা
*বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ-সিলেট
*বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা-নারায়নগন্জ্ঞ
*বাংলাদেশের ক্ষুদ্রতম থানা-কোতয়ালী
*বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন-সেন্টমার্টিন
*জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম থানা-জুড়াইছড়ি
আচ্ছা আপনারা কি আইসোটোপ, আইসোবার, আইসোটন এর নিয়ে কখনো প্যাচঁ লাগিয়েছেন? এবার আমরা এগুলো সহজে মনে রাখার উপায় দেখব আশা করি এটা দেখার পর জোর করেও ভুলতে পারবেন না...
দেখুন ,
➟ আইসোটোপ এর শেষে "প" আছে, আইসোবার এর শেষে "বার" আছে R আইসোটন এর শেষে "ন" আছে অর্থাৎ আইসোটোপ এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান, আইসোবার এর ক্ষেত্রে ভর সংখ্যা এবং আইসোটন এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান.... আশা করি বুঝতে পেরেছেন ।
পর্যায় সারণীর প্রথম 22টি মৌল মনে রাখার উপায় -
H HeLi Be B C N O F Ne Na Mg Al Si P
হায় হেলি বেবিকে নিয়ে ওখানকার ফুল নিয়ে নাও ম্যাকাইভার আলসি ফেলে
S Cl Ar K Ca Sc Ti
সেই কালো আর কমলা ক্যামেলিয়ায় সাজাবো তোমায়
(অবশ্য এটি মনে রাখার চেয়ে মূল বিষয়টা মনে রাখা উচিত এবং সহজ)
ধাতুর সক্রিয়তা সিরিজ -
K Na Ca Mg Al Zn Fe Sn Pb H Sb Bi As
কে না কে ম্যাকাইভার এল যেন ফিরে সুস্মিতাকে পাবে হায় সবই বিফলে আজ
Cu Hg Ag Pt Au
কাপুরুষ হাবলু আজি পেটাবে আমায়
➟ উজ্জল ধাতু -
Ca Na Mg Ag Al
কানা ম্যাকাইভার আগে এল
➟ নরম ধাতু -
Pb Na Ca K
পাব না কেয়া কে
➟ D ব্লকের মৌল -
Cu Mn Cr Co Fe Ni Zn
কাজল মার্সিটিজ কারে করে ফেনী যাবে
আসুন জেনে নিই ( এই বছর) কোন
দেশে
কত ঘন্টা রোজা রাখতে হবে ।।।।
১। বাংলাদেশ- ১৫ ঘন্টা oo মিনিট
২। ইংল্যন্ড - ১৮ ঘন্টা ১৭ মিনিট
৩। ইতালি- ১৮ ঘন্টা
৪। ফ্রান্স - ১৮ ঘন্টা ২২ মিনিট
৫। আমেরিকা - ১৬ ঘন্টা ৩০ মিনিট
৬। ফিনল্যন্ড - ২০ ঘন্টা ৬ মিনিট
৭। সৌদীআরব - ১৫ ঘন্টা ৩ মিনিট
৮। দক্ষিণ আফ্রিকা - ১২ ঘন্টা
৬মিনিট
৯। দুবাই - ১৫ ঘন্টা ১১ মিনিট...
﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌
✩ চের কোন মেমোরীটি Non-volatile ➯ ✔উঃ ROM
✩ নিচের কোনটি 3G Language নয় ➯ ✔Java
✩ নিচের কোন উক্তিটি সঠিক ➯ ✔১ কিলোবাইট=১০২৪ বাইট
✩ Wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে ➯ ✔IEEE 802.11
✩ নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয় ➯ ✔WAN
✩ (1011)2+(0101)2= ➯ ✔(11000)2
✩ Wi-MAX এর পূর্ণরূপ কি ➯ ✔Worldwide Interoperability for Microwave Access
✩ Boolean Algebra-এর নিচের কোনটি সঠিক ➯ ✔ক. A+A=1
✩ 8086 কত বিটের মাইক্রো প্রসেসর ➯ ✔16
✩ Mobile Phone-এর কোনটি input device নয় ➯ ✔Power Supply
✩ চের কোনটি ডাটাভেজ Language ➯ ✔Oracle
✩ Linkedin এর ক্ষেত্রে কোনটি সঠিক ➯ ✔উপরের সবগুলো
✩ কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয় ➯ ✔দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার কাজে
✩ চের কোনটি কম্পিউটারের প্রাইমারী মেমোরী ➯ ✔RAM
✩ Plotter কোন ধরনের ডিভাইস ➯ ✔আউটপুট
.
গুরুত্বপূর্ণ কয়েকটি রসায়ন মৌলের নাম, যোজনী এবং পারমাণবিক সংখ্যা নিচে দেওয়া হল,,,,,,,
->
->
->
প্রতীক ----> যোজনী ----> পার:num:
H. > 1. > 1
He. > ( ) > 2
Li. > 1. > 3
C. > 2,4. > 6
F. > 1. > 9
N. > 3,5. > 7
O. > 2. > 8
Ne. > () > 10
Na. > 1. > 11
Mg. > 2. > 12
Al. > 3. > 13
Si. > 4. > 14
P. > 3,5. > 15
S. > 2,4,6. > 16
Cl. > 1. > 17
Ar. >() > 18
K. > 1. > 19
Ca. > 2. > 20
Fe. >2,6. > 26
Cu. > 1,2. > 29
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ |
ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদন: ২৪ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর।পরীক্ষা:খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর, চ-ইউনিটের ১০ অক্টোবর, গ-ইউনিটের ১৬ অক্টোবর , চ-ইউনিটের (অংকন) ১৭ অক্টোবর, ক-ইউনিটের ৩০ অক্টোবর এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ওয়েবসাইট:admission.eis.du.ac.bd
মেডিকেল কলেজআবেদন:১৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর।ভর্তি পরীক্ষা:১৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
ওয়েবসাইট:dghs.teletalk.com.bd, www.mohfw.gov.bd ও www.dghs.gov.bd
চট্টগ্রামবিশ্ববিদ্যালয় (চবি)আবেদন:৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর।ভর্তি পরীক্ষা:১ থেকে ৯ নভেম্বর।
ওয়েবসাইট:www.cu.ac.bd
জগন্নাথবিশ্ববিদ্যালয়আবেদন:২৯ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর।ভর্তি পরীক্ষা:৯ অক্টোবর কলা ও আইন অনুষদ (বি ইউনিট), ১৬ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (সি ইউনিট), ৩০ অক্টোবর বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ (এ ইউনিট), ৬ নভেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদ (ডি ইউনিট) ও ১৩ নভেম্বর ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগ এবং ফাইন আর্টস বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ওয়েবসাইট: www.jnu.ac.bd
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)আবেদন:৩০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর।ভর্তি পরীক্ষা:১৭ অক্টোবর।
ওয়েবসাইট:www.buet.ac.bd
জাতীয় বিশ্ববিদ্যালয়আবেদন:১ অক্টোবর থেকে* ফলাফলের ভিত্তিতে ভর্তি করানো হবে, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
ওয়েবসাইট: www.nu.edu.bd
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)আবেদন:৩০ আগস্ট থেকে ৭ অক্টোবর।ভর্তি পরীক্ষা:৩১ অক্টোবর।
ওয়েবসাইট: www.cuet.ac.bd
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়াআবেদন:১৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর।ভর্তি পরীক্ষা:১৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর।
ওয়েবসাইট:www.iu.ac.bd
ইসলামিকইউনিভার্সিটিঅবটেকনোলজি,গাজীপুরআবেদন:২৫ আগস্ট থেকে ২ অক্টোবর।ভর্তি পরীক্ষা:২০ নভেম্বর।ওয়েবসাইট:iutoic-dhaka.edu মাওলানাভাসানীবিজ্ঞানওপ্রযুক্তিবিশ্ববিদ্যালয়,টাঙ্গাইলআবেদন:৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর।ভর্তি পরীক্ষা:২৭ ও ২৮ নভেম্বর।
ওয়েবসাইট: www.mbstu.ac.bd
বিশ্ববিদ্যালয় পরিষদের নির্ধারিত করা হয়ছে বিভিন্ন বিশ্ববিদ্যায়ের পরীক্ষার তারিখ। যদিও এ বিশ্ববিদ্যালয়গুলো চূড়ান্ত তারিখ, আবেদনের যোগ্যতা ও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি।রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৪ নভেম্বরখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৬ নভেম্বরবাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়: ২০ অথবা ২৭ নভেম্বররাজশাহী বিশ্ববিদ্যালয়: ৯ থেকে ১২ নভেম্বরজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বরবাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস: ২৩, ২৪, ৩০ ও ৩১ অক্টোবরকুমিল্লা বিশ্ববিদ্যালয়: ৪ ও ৫ ডিসেম্বরজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: ৯ থেকে১২ নভেম্বরবরিশাল বিশ্ববিদ্যালয়: ২৭ ও ২৮ নভেম্বরবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: ৪, ৫ ও ৬ ডিসেম্বরখুলনা বিশ্ববিদ্যালয়: ১১ ও ১২ ডিসেম্বরবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়: ১৪ নভেম্বরবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ৫ ডিসেম্বরশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: ১৮ ডিসেম্বরসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: ২৮ নভেম্বরচট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়: ৭ নভেম্বরপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৩ নভেম্বরহাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১ থেকে ৩ ডিসেম্বরশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৪ নভেম্বরযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২০ ও ২১ নভেম্বরবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ঠিক হয়নিপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৩ ও ১৪ ডিসেম্বরনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২০ ও ২১ ন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Admission Circular For Session 2015-16
Application Start : 06 Sep 2015
Application End : 31st Oct, 2015
Admission Test Information
A – Unite : 27 November (10:30 AM-12:00 PM)
B – Unite : 27 November (03:00 PM-04:30 PM)
C – Unite : 28 November (10:30 AM-12:00 PM)
D – Unite : 28 November (03:00 PM-04:30 PM)
এস এস সি / এইচ এস সি তে কমপক্ষে চতুর্থ বিষয় ছাড়া ৩.০০ সহ মোট ৬..৫০ লাগবে।
[ফরমের মূল্য - ৫৫০ টাকা]
Unite Details
A unit - Engineering
B unit –Human Science
C unit- Science
D unit- Social Science & BBA
ঢাবির গ ইউনিট এর বিস্তারিত আলোচনা করা হলো ।
☞ গ-ইউনিটের প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.৫ হতে হবে।তবে আরেকটি কথা উচ্চ ম্যাধমিক পর্যায়ে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ এবং বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আগত প্রার্থীদের একাউন্টিং বিষয়টি অবশ্যই থাকতে হবে এবং উক্ত বিষয় এ নুন্যতম B গ্রেড বা ৩.০০ পয়েন্ট থাকতে হবে।এই যোগ্যতা না থাকলে প্রার্থী আবেদন এর অযোগ্য বলে বিবেচিত হবে ।
☞ গ ইউনিট এ পরীক্ষার সময় ১ ঘন্টা। ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে।১০০ টি প্রশ্নের জন্য ১২০ মার্ক থাকবে । প্রতিটি প্রশ্নের মান হবে ১.২০ করে ।
☞গ ইউনিট এ প্রত্যেক প্রার্থী কে ৫ টি বিষয়ের উত্তর করতে হবে ।
☞ বাংলা → আব্যশিক→২০*১.২০=২৪
☞ ইংরেজি → আব্যশিক→২০*১.২০=২৪
☞ হিসাব বিজ্ঞান→ আব্যশিক→ ২০*১.২০ =২৪
☞ম্যানেজমেন্ট→আব্যশিক→২০*১.২০=২৪
☞ মার্কেটিং অথবা ফিন্যান্স →আব্যশিক → ২০*১.২০=২৪
☞মোট নাম্বার-১২০ ।
☞গ ইউনিট এ ইংরেজি তে নুন্যতম ১০ নাম্বার সহো ভর্তি পরীক্ষায় পাস নাম্বার ৪৮ পেয়ে পাস করতে হবে। যারা ৪৮ এর কম পাবে তাদের ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে ।প্রতিটি ভুল উত্তরের জন্য .২৪ মার্ক কাটা যাবেহ ।
☞গ ইউনিট এ সাবজেক্ট এবং সীট সংখ্যা দেওয়া হলো ।
☞ব্যবস্থাপনা =১৮০ জন
☞একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম =১৮০ জন
☞মার্কেটিং =১৮০ জন
☞ফিন্যান্স =১৮০ জন
☞ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স=১২০ জন
☞ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম=১১০ জন
☞ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট =১১০ জন
☞ইন্টারন্যাশনাল বিজনেস =১১০ জন
☞মোট=১১৭০ জন ।
☞গ ইউনিট এর ভর্তি পরীক্ষায় কোন প্রকার ক্যালকুলেটর ইউজ করা যাবেহ নাহ ।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ |
ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদন: ২৪ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর।পরীক্ষা:খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর, চ-ইউনিটের ১০ অক্টোবর, গ-ইউনিটের ১৬ অক্টোবর , চ-ইউনিটের (অংকন) ১৭ অক্টোবর, ক-ইউনিটের ৩০ অক্টোবর এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ওয়েবসাইট:admission.eis.du.ac.bd
মেডিকেল কলেজআবেদন:১৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর।ভর্তি পরীক্ষা:১৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
ওয়েবসাইট:dghs.teletalk.com.bd,http://www.mohfw.gov.xn--bdwww-knl.dghs.gov.bd/
চট্টগ্রামবিশ্ববিদ্যালয় (চবি)আবেদন:৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর।ভর্তি পরীক্ষা:১ থেকে ৯ নভেম্বর।
ওয়েবসাইট:www.cu.ac.bd
জগন্নাথবিশ্ববিদ্যালয়আবেদন:২৯ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর।ভর্তি পরীক্ষা:৯ অক্টোবর কলা ও আইন অনুষদ (বি ইউনিট), ১৬ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (সি ইউনিট), ৩০ অক্টোবর বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ (এ ইউনিট), ৬ নভেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদ (ডি ইউনিট) ও ১৩ নভেম্বর ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগ এবং ফাইন আর্টস বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ওয়েবসাইট:www.jnu.ac.bd
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)আবেদন:৩০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর।ভর্তি পরীক্ষা:১৭ অক্টোবর।
ওয়েবসাইট:www.buet.ac.bd
জাতীয় বিশ্ববিদ্যালয়আবেদন:১ অক্টোবর থেকে* ফলাফলের ভিত্তিতে ভর্তি করানো হবে, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
ওয়েবসাইট:www.nu.edu.bd
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)আবেদন:৩০ আগস্ট থেকে ৭ অক্টোবর।ভর্তি পরীক্ষা:৩১ অক্টোবর।
ওয়েবসাইট:www.cuet.ac.bd
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়াআবেদন:১৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর।ভর্তি পরীক্ষা:১৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর।
ওয়েবসাইট:www.iu.ac.bd
ইসলামিকইউনিভার্সিটিঅবটেকনোলজি,গাজীপুরআবেদন:২৫ আগস্ট থেকে ২ অক্টোবর।ভর্তি পরীক্ষা:২০ নভেম্বর।ওয়েবসাইট:iutoic-dhaka.eduমাওলানাভাসানীবিজ্ঞানওপ্রযুক্তিবিশ্ববিদ্যালয়,টাঙ্গাইলআবেদন:৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর।ভর্তি পরীক্ষা:২৭ ও ২৮ নভেম্বর।
ওয়েবসাইট:www.mbstu.ac.bd
বিশ্ববিদ্যালয় পরিষদের নির্ধারিত করা হয়ছে বিভিন্ন বিশ্ববিদ্যায়ের পরীক্ষার তারিখ। যদিও এ বিশ্ববিদ্যালয়গুলো চূড়ান্ত তারিখ, আবেদনের যোগ্যতা ও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি।রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৪ নভেম্বরখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৬ নভেম্বরবাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়: ২০ অথবা ২৭ নভেম্বররাজশাহী বিশ্ববিদ্যালয়: ৯ থেকে ১২ নভেম্বরজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বরবাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস: ২৩, ২৪, ৩০ ও ৩১ অক্টোবরকুমিল্লা বিশ্ববিদ্যালয়: ৪ ও ৫ ডিসেম্বরজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: ৯ থেকে১২ নভেম্বরবরিশাল বিশ্ববিদ্যালয়: ২৭ ও ২৮ নভেম্বরবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: ৪, ৫ ও ৬ ডিসেম্বরখুলনা বিশ্ববিদ্যালয়: ১১ ও ১২ ডিসেম্বরবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়: ১৪ নভেম্বরবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ৫ ডিসেম্বরশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: ১৮ ডিসেম্বরসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: ২৮ নভেম্বরচট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়: ৭ নভেম্বরপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৩ নভেম্বরহাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১ থেকে ৩ ডিসেম্বরশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৪ নভেম্বরযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২০ ও ২১ নভেম্বরবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ঠিক হয়নিপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৩ ও ১৪ ডিসেম্বরনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২০ ও ২১ ন
সমার্থক শব্দঃ
----------------------------------------
ইচ্ছাঃ আকাঙ্ক্ষা, অভিলাষ, অভিরুচি,
অভিপ্রায়, আগ্রহ, স্পৃহা, কামনা, বাসনা,
বাঞ্চা, ইপ্সা, ঈহা
অন্ধকারঃ আঁধার, তমঃ, তমিস্রা,
তিমির, আন্ধার, তমস্র, তম
অগ্নিঃ আগুন, অনল, পাবক, সর্বভূক, দহন,
শিখা, হুতাশন, বহ্নি
আলোঃ আলোক, জ্যোতি, কিরণ,
দীপ্তি, প্রভা
ঋজুঃ সোজা, অবক্র, সরল, অকপট
কপালঃ ললাট, ভাল, ভাগ্য, অদৃষ্ট,
নিয়তি, অলিক
কোকিলঃ পরভৃত, পিক, বসন্তদূত
কন্যাঃ মেয়ে, জয়া, দুহিতা, দুলালী,
তনয়া, নন্দিনী, পুত্রী, দুহিতা
কবুতরঃ পারাবত, কপোত, পায়রা, নোটন,
লোটন
গরুঃ গো, গাভী, ধেনু
ঘোড়াঃ অশ্ব, ঘোটক, তুরগ, বাজি, হয়,
তুরঙ্গ, তুরঙ্গম
চোখঃ চক্ষু, আঁখি, অক্ষি, লোচন, নেত্র,
নয়ন, দর্শনেন্দ্রিয়।
যে ব্যাক্তি সৃষ্টিকর্তাকে ভয় পায়,
সৃষ্টিকর্তা তার চলার পথ সহজ করে
দেয়| যে ব্যক্তি সৃষ্টিকর্তার ওপর প্রবল
বিশ্বাস রাখে, সৃষ্টিকর্তা তার ইচ্ছা
অপূর্ন রাখেনা
___হযরত উমর(রা:)
অডিওমিটার --- শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র
ওডোমিটার --- মোটর গাড়ির গতি নির্ণয়ক যন্ত্র
অডিওফোন --- শ্রবণ শক্তি উন্নতির যন্ত্র
হেডফোন --- মাথায় লাগিয়ে একাকী শোনার যন্ত্র
হাইগ্রোমিটার --- বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্র
হাইড্রোমিটার --- তরল পদার্থের ঘনত্ব পরিমাপক যন্ত্র
হাইড্রোফোন --- পানির তলায় শব্দ নিরুপণের যন্ত্র
হাইড্রোফিন --- পানির নিচে শব্দ রেকর্ড করার যন্ত্র
সিসমোগ্রাফ --- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র
সিসমোমিটার/রিকটার স্কেল --- ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র
মনে রাখার উপায়:: # রবি ঠাকুরের
১২
টি উপন্যাস -
মুখস্ত নয় গল্পটি মনে রাখুন:---
'' # করুণা '' করে আমাকে
'' # বউ ঠাকুরানীর হাটে ''
পৌঁছে দিও, সেখানে হয়ত
'' # রাজর্ষি '' কে খুঁজে পাব,
আগামী মাসে তার সাথে আমার
বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তুু
'' # নৌকাডুবি ''র ফলে তার
সাথে আমার সমস্ত
'' # যোগাযোগ '' বন্ধ
হয়ে যায়,আমি এখন তার
'' # চোখের বালি'', আমার
'' # দুইবোন '' আর ভাই
'' # গোরা ''কে অনেক খুঁজেছি -
পাইনি,অবশেষে জীবনের
'' # চার অধ্যায়'' পেরিয়ে
'' # চতুরঙ্গে ''র কষাঘাতে ''
# মালঞ্চে ''বসে লিখছি
[Colllected]
'' # শেষের কবিতা"।
ঢাকা জেলার নামকরণঃ
বাংলাদেশের রাজধানী ঢাকা মোঘল-পূর্ব যুগে কিছু গুরুত্বধারণ করলেও শহরটি ইতিহাসে প্রসিদ্ধি লাভ করে মোঘল যুগে। ঢাকা নামের উৎপত্তি সম্পর্কে স্পষ্ট করে তেমন কিছু জানা যায় না। এ সম্পর্কে প্রচলিত মতগুলোর মধ্যে কয়েকটি নিম্নরূপঃ
ক) একসময় এ অঞ্চলে প্রচুর ঢাক গাছ (বুটি ফুডোসা) ছিল;
খ) রাজধানী উদ্বোধনের দিনে ইসলাম খানের নির্দেশে এখানে ঢাক অর্থাৎ ড্রাম বাজানো হয়েছিল;
গ) ‘ঢাকাভাষা’ নামে একটি প্রাকৃত ভাষা এখানে প্রচলিত ছিল;
ঘ) রাজতরঙ্গিণী-তে ঢাক্কা শব্দটি ‘পর্যবেক্ষণ কেন্দ্র’ হিসেবে উল্লেখিত হয়েছে অথবা এলাহাবাদ শিলালিপিতে উল্লেখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডবাকই হলো ঢাকা।
মোঘল পূর্ব যুগের পুরাতাত্বিক নিদর্শন হিসেবে ঢাকা শহরে দু’টি এবং মিরপুরে একটি মসজিদ রয়েছে। এর মধ্যে প্রাচীনতমটির নির্মাণ তারিখ ১৪৫৬ খ্রিষ্টাব্দে জোয়াও দ্য ব্যারোস ঢাকাকে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে দেখতে পান এবং ১৫৫০ খ্রিষ্টাব্দে তার অঙ্কিত মানচিত্রে এর অবস্থান নির্দেশ করেন। আকবর নামা গ্রন্থে ঢাকা একটি থানা (সামরিক ফাঁড়ি) হিসেবে এবং আইন-ই- আকবরী গ্রন্থে সরকার বাজুহার একটি পরগনা হিসেবে ঢাকা বাজু উল্লিখিত হয়েছে।
১৬১০ খ্রিষ্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করে জাহাঙ্গীরনগর। প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটিই থেকে যায়। সকল বিদেশী পর্যটক এবং বিদেশি কোম্পানির কর্মকর্তারাও তাদের বিবরণ এবং চিঠিপত্রে ঢাকা নামটি ব্যবহার করেন।
Collected
-*-*-*--*-*-*--*-*-*--*-*-*--*-*-
Q: কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয়
A: ইন্টারনেট
Q:'এপিকালচার বলতে বুঝায় -
A: মৌমাছির চাষ
Q: রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
A: অক্রিজেন সরবরাহে প্রতিবদ্ধকতা সৃষ্টি করে
Q: সুনামির (Tsumami)কারণ হলো-
A: সমুদ্র তলদেশের ভূমিকম্প
Q: কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায় ?
A: ৭৬ বছর
Q: জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
A: পানি সেচ
Q: নবায়নযোগ্য জ্বালানি কোনটি ?
A: পরামাণু শক্তি
Q: .গ্রীনহাউস ইফেষ্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে ?
A: নিম্নভূমি নিমজ্জিত হবে
Q: সংকর ধাতু পিতলের উপাদান ?
A: তামা ও দস্তা
Q: বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ধুরলে বিদ্যুৎ খরচ-
A: একই হয়
Q: রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয় ?
A: গামা রশ্মি
Q: আ্যলুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে ?
A: ফিটকিরি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি-প্রক্রিয়া শুরু.....
ঢাবিতে ১ম বর্ষ ¯œাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে
ভর্তির আবেদন প্রক্রিয়া উদ্বোধন আগামীকাল ২৪ আগস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামীকাল ২৪ আগস্ট ২০১৫ সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
-------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
এক নজরে বাংলার পুরোনো নামগুলো জালাই করে নিন।
>> চট্টগ্রাম→ ইসলামাবাদ
>> খুলনা→ জাহানাবাদ
>> সিলেট→ জালালাবাদ
>> যশোর→ খিলাফাতাবাদ
>> বাগেরহাট→ খলিফাবাদ
>> ময়মনসিংহ→ নাসিরাবাদ
>> ফরিদপুর→ ফাতেহাবাদ
>> বরিশাল→ চন্দ্রদ্বীপ
>> কুমিল্লা→ ত্রিপুরা
>> কুষ্টিয়া→ নদীয়া
>> ফেনী→ শমসের নগর
>> জামালপুর→ সিংহজানী
>> দিনাজপুর→ গন্ডোয়ানাল্যান্ড
>> ভোলা→ শাহবাজপুর
>> মুন্সিগঞ্জ→ বিক্রমপুর
>> গাইবান্ধা→ ভবানীগঞ্জ
>> রাজবাড়ী→গোয়ালান্দ
>> মহাস্থানগড়→ পুন্ড্রবর্ধন
>> ময়নামতি→ রোহিতগিরি
>> সোনারগাঁও→ সুবর্ণগ্রাম
>> পদ্মা→কীর্তিনাশা
>> যমুনা→ জোনাই নদী
>> ব্রহ্মপুত্র→ লৌহিত্য
>> বুড়িগঙ্গা→ দোলাই নদী/খাল
>> ময়নামতি→ রোহিতগিরি
>> লালবাগ দূর্গ→ তেহাবাগ দূর্গ
>> নোয়াখালী→ সুধারামপুর
>> ময়মনসিংহ→ নাসিরাবাদ
>> সিলেট→ শ্রীহট্ট / জালালাবাদ
>> মুজিবনগর→ বৈদ্যনাথতলা
>> আসাদ গেট→ আইয়ুব গেট
>> সাতক্ষীরা→ সাতঘরিয়া
>> শেরে বাংলা নগর→ আইয়ুব নগর
>> রাঙামাটি→ → হরিকেল
>> সেন্ট মার্টিন→ নারিকেল জিঞ্জিরা
>> নিঝুম দ্বীপ→ বাউলার চর
>> কক্সবাজার→ ফালকিং
**যে-বন্ধুত্ব শেষ হয়ে যায়, তা আসলে কখনোই সত্যিকার বন্ধুত্ব ছিল না।**
---পাবিলিয়াস সাইরাস
**একজন সত্যিকারের বন্ধু কখনোই বন্ধুর আচরণে ক্ষুণ্ণ হয় না।।**
---চার্লস ল্যম
**তোমার বন্ধু হচ্ছে সে-ই যে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকে পছন্দ করে।।**
---অ্যালবাট হুবার্ড
Medical & Dental College Admission Test Information 2015
Education Portal Bangladesh: Medical & Dental College Admission Test Information 2015
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
সকল ইউনিট ও বিভাগ ভিত্তিক আসন সংখ্যা বিস্তারিত
। মোট আসন ১৯৫৫টি। আপনাদের অসংখ্য
প্রশ্নের উত্তর দেখে নিন একসাথে!!
# ছাত্র+ছাত্রী=মোট আসন সংখ্যা।
#কলা ও মানবিকী অনুষদ
(C): *আন্তর্জাতিক সম্পর্ক:৩১+২৪=৫৫
*ইংরেজি:৩৬+২৯=৬৫
*ইতিহাস:৩৬+২৯=৬৫
*দর্শন:৪০+৩০=৭০...
For more
http://0.facebook.com/l.php?u=http%3A%2F%2Fbdxminfo.blogspot.com%2F2015%2F08%2Fdepartment-available-seat-for.html%3Fspref%3Dfb&h=oAQH2CS0t&enc=AZOAirhXr5yzfgfkGw4_EV02_SisgePmbWoqBy7gxsD0UUdRaTNcdu-zAW20dFeMvb93x5zikLGg_C_ZliTBTlFJhYaxxLWpynFLUo3PEd44J3IejWkCfAapgAnY70DnOT8&s=1
Education Portal Bangladesh: Department & Available seat For Jahangirnagar University
অনেকেই জানতে চেয়েছো কোন ভার্সিটি তে কতো পয়েন্ট নেই এডমিশান দেয়ার জন্য তাদের জন্য আজকের এই পোস্ট টা । অনেকেই বলো ভাইয়া আমার তোহ পয়েন্ট কম আমি কোন কোন ভার্সিটি তে এডমিশান দিতে পারবো তারা এই পোস্ট টা ভালভাবে দেখো তাহলেই বুঝতে পারবা তুমি কোন কোন ভার্সিটি তে এডমিশান দিতে পারবা ।
©সরকারী মেডিকেল কলেজে-SSC আর HSC মিলে total GPA with 4th sub: 8.00 লাগবে । SSC আর HSC তে আলাদা আলাদা ভাবে 3.50 করে থাকতে হবে ।
©ঢাকা বিশ্ববিদ্যালয়ে-SSC HSC total GPA without 4th sub:
A – 3.50-3.50=8.00
B – 3.50-3.50=7.00
C – 3.50-3.50=7.50
D –3.00-3.00 (স্ব স্ব বিভাগের জিপিএ)
E – 3.00-3.00=6.50
©জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে-SSC- HSC total GPA with 4th sub:
A – 3.50-3.50=8.00
B – 3.50-3.50=7.50
C – 3.50-3.50=৭.৫০
E – 3.50-3.50=6.50
©জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে SSC - HSC total GPA with 4th sub:
A (গাণিতিক ও পদার্থবিষয়ক)– 3.50- 3.50=8.00(CSE=9.00)
B(সমাজ বিঞ্জান অনুষদ)– 3.50-3.50=
7.00(science=8)
C (কলা ও মানবিক)– 3.00-3.00= 7.00(science=7. 50)
D (জীববিঞ্জান)– 3.50-3.50=8.00
E (বিজনেস স্টাডিজ)–3.50-3.50 =7.50 (science=8.50)
F (আইন)– 3.50-3.50= 7.50 (science=8.০০)
G (IBA)– 4.00-4.00=8.00 (science=8.50)
H (IT)– 3.50-3.50=(only science = 8)
©রাজশাহী বিশ্ববিদ্যালয়ে SSC - HSC total GPA with 4th sub:
A কলা অনুষদ–3.50-3.50=7.50
B আইন–3.50-3.50=7.50 (Com =8.00 sci=8.50 )
C সাইন্স)3.50-3.50=8.50
D Commerce-3.50-3.50=8.00
E (সমাজ বিঞ্জান অনুষদ)-3.50-3.50 =8.00
F+g সাইন্স=4.00-4.00=8.5
©খুলনা বিশ্ববিদ্যালয়-(মানবিক: -৭.৫0), (ব্যবসায়ে:-৭.৫০), (বিজ্ঞান: -৮.০০)
©চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে SSC - ও HSC উভয়ে মোট 4th sub: সহ
A বিঞ্জান – 3.00-3.00=6.5
B(কলা ও মানবিক)–2.75-2.75=6.00
C (বিজনেস স্টাডিজ)– 3.00-3.00 =7.00
D(সমাজ বিঞ্জান অনুষদ) – 2.75-2.75
=6.00
E আইন– 3.00-3.00=7.00
F জীববিঞ্জান– 3.00-3.00=6.5
G ইন্জিনিয়িারিং– 3.00-3.00=6.5
©বরিশাল বিশ্ববিদ্যালয়ে with 4th sub: SSC - ও HSC উভয়য়ে মোট GPA
A – 3.00=7.00
B – 3.00=6.00
C – 3.00=6.50
D – 3.00 স্ব স্ব বিভাগের জিপিএ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে SSC - HSC total GPA with 4th sub:
A মানবকি - 3.00-3.00=6.50
A বিজ্ঞান - 3.00-3.00=6.50
A ব্যবসায় - 3.00-3.00=6.50
B মানবকি - 3.25-3.25=7.00
B বিজ্ঞান – 3.50-3.50=7.50
B ব্যবসায় - 3.50-3.50=7.50
C মানবিক - 3.00-3.00=6.50
C বিজ্ঞান – 3.50-3.00=7.00
C ব্যবসায় - 3.00-3.00=6.50
D বিজ্ঞান – 3.50-3.50=7.50
E বিজ্ঞান– 3.50-3.50=7.50
F মানবিক - 3.00-3.00=6.50
F বিজ্ঞান – 3.50-3.50=7.50
F ব্যবসায় - 3.50-3.50=7.50
©ইসলামী বিশ্ববিদ্যালয় SSC - ও HSC total GPA with 4th sub:
A–মানবিক –3.00-3.00=6.50
বিজ্ঞান – 3.25-3.25=7.00
ব্যবসায় – 3.25-3.25=6.75
B মানবিক – 3.00-3.00=6.50
ব্যবসায় – 3.25-3.25=6.75
C বিজ্ঞান – 3.25-3.25=7.50
D+ E+ F বিজ্ঞান শাখা-3.50-3.50 =7.50 total with 4th sub
G – মানবিক ও ব্যবসায় 3.25-3.25 =6.75।বিজ্ঞান শাখা 3.50-3.50=7.25
H মানবিক – 3.00-3.00=6.50
ব্যবসায়- 3.25-3.25=6.75
বিজ্ঞান- 3.25-3.25=7.00
©জাতীয় কবী নজরুল বিশ্ববিদ্যালয়
SSC - ও HSC উভয়টিতে
A – 3.00 মানবিক–6.00
B – 2.50 ব্যবসায়–6.50
C – 3.00 বিজ্ঞান–7.00
D – 3.00 অন্যান্য–7.50
©কুমিল্লা বিশ্ববিদ্যালয় SSC ও HSC total with 4th sub
Aবিজ্ঞান - 3.00=7.00
B মানবিক–3.00=6.50
C ব্যবসায়–3.50=7.00
©শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:(মানবিক: ৪র্থসহ-৬.৫০), (ব্যবসায়ে: ৪র্থ সহ-৬.৫০),(বিজ্ঞান: ৪র্থ
সহ-৬.৫০)
©হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর : (মানবিক: ৪র্থ সহ-৬.৫০), (ব্যবসায়ে:
৪র্থ সহ-৬.৫০), (বিজ্ঞান: ৪র্থ সহ-৬.৫০)
©পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: (মানবিক: ৪র্থ বাদে- ৬.00), (ব্যবসায়ে: ৪র্থ বাদে- ৬.০০),
(বিজ্ঞান: ৪র্থ বাদে-৬.০০)
©যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিজ্ঞান: ৪র্থ সহ-৭.০০)
©নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মানবিক: ৪র্থ বাদে- ৬.00), (ব্যবসায়ে: ৪র্থ বাদে-৬.৫০),
(বিজ্ঞান: ৪র্থ বাদে-৬.৫০)
©মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে (মানবিক: ৪র্থ বাদে- ৬.৫0), (ব্যবসায়ে: ৪র্থ বাদে-৬.৫০),
(বিজ্ঞান: ৪র্থ বাদে-৬.৫০)
©বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে (মানবিক: ৪র্থ বাদে- ৬.৫0), (ব্যবসায়ে: ৪র্থ বাদে-৬.৫০),
(বিজ্ঞান: ৪র্থ বাদে-৭.০০)
©পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মানবিক: ৪র্থ বাদে- ৭.00), (ব্যবসায়ে: ৪র্থ বাদে-৭.০০),
(বিজ্ঞান: ৪র্থ বাদে-৮.০০)
©বুয়েট : (নূণ্যতম জিপিএ: ফিজিক্স, ক্যামিস্ট্রি,ম্যাথ ইংরেজি,বাংলাসহ ২৪ পয়েন্ট লাগবে ।
©কুয়েট: (নূণ্যতম জিপিএ: ফিজিক্স, ক্যামিস্ট্রি,ম্যাথ ইংরেজিসহ ১৮ পয়েন্ট লাগবে ।
©রুয়েট: (নূণ্যতম জিপিএ: ফিজিক্স, ক্যামিস্ট্রি,ম্যাথ, ইংরেজিসহ 19 পয়েন্ট লাগবে ।
©চুয়েট : (নূণ্যতম জিপিএ: ফিজিক্স, ক্যামিস্ট্রি,ম্যাথ, ইংরেজিসহ ১8 পয়েন্ট লাগবে ।
প্রায় সব ভার্সিটি সম্পর্কে তোহ আইডিয়া পেয়ে গেলা । এবার তুমি কোন কোন ভার্সিটি তে এক্সাম দিবা তা ঠিক করে নাও তারপর সেই অনুযায়ী প্রিপারেশান নিতে থাক । যাদের রেজাল্ট খারাপ হয়েছে এরা মন খারাপ নাহ করে তুমি তোমার পয়েন্ট এ যে যে ভার্সিটি গুলো তে ফ্রম তুলতে পারবা সেই গুলো তে ফ্রম তুলবা আর এই কয়েকটা দিন অনেক পরিশ্রম করো ইনসাআল্লাহ বিজয় তোমার হবেই হবে ।