Kazla high school, Tarail, kishoreganj
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kazla high school, Tarail, kishoreganj, School, .
Operating as usual
কাজলা উচ্চ বিদ্যালয়। তাড়াইল - কিশোরগঞ্জ।
এস,এস,সি- পরীক্ষার্থী ২০২২ এর দোয়া ও বিদায় অনুষ্ঠানের কয়েকটি খন্ড চিত্র।
অর্ধ বার্ষিক পরীক্ষা-২০২২ইং।
কাজলা উচ্চ বিদ্যালয়ের মরহুম শিক্ষকদ্বয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল। তারিখঃ
01-05-2022 খ্রিঃ। রোজ রবিবার।
✋✋✋✋
র্যাগ ডে’র নামে শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং, নগ্নতা ও অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আমরা যারা 1995-2005 সালের মধ্যে জন্মেছি আমরা বিশেষ কিছু ছিলাম না🥰
তবে আমরা ভাগ্যবান ছিলাম😕
যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নাই ✋
একটা কলম ছিলো যার চার রকমের কালি ছিলো🖋️🖋️
আর তার চারটা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম৷ 🎨
দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দিব বলে😊
সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম ☹️।
রাতে হাটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চাঁদ টাও আমার আস্তে,
স্কুলে যাওয়ার সময় সবাই এক সাথে দৌড়াদৌড়ী করে যেতাম.
ক্লাসে কলম কলম খেলা🖋
খাতায় ক্রিকেট খেলা🏏
চোর-ডাকাত-বাবু😘-
পুলিশ খেলতাম।🥰
অনেক সময় স্কুল ফাকি দিয়ে কয়েক জন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা দিতাম আর ও কত কি😎😚
এক টাকার রঙ্গিন বা নারকেলি আইসক্রিম 🍡🍬 হাওয়াই মিঠাই🍣
খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত😑
হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার🚁
গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকাই থাকতাম
স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন দেখবো বলে।
শুক্রবার দুপুর ৩ টা থেকে আপেক্ষা করতাম কখন BTV তে সিনেমা শুরু হবে। 🥰⏱️
এবং সন্ধার পর আলিফ লায়লা,সিন্দবাদ,রবিনহুড,ম্যাকাইভার
দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম🤔
ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতর গাছ হবে কিনা😭
মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতম কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে !
বিকেলে কুতকুত,কানামাছি,গোল্লাছুট না খেললে বিকাল টাই যেন মাটি হয়ে যেত😓
ফাইনাল পরিক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই এতো মজা লাগতো যা বলার বাইরে😎।
নানু বাড়ি,দাদু বাড়ি যাওয়ার এটাই তো ছিলো সময়🤗
ব্যাডমিন্টন🎾
কেরাম🎳
লুডু 🎲না খেললে কি হয়🤔
ডিসেম্বর মাস ও শিতকাল টা আমাদের ছেলেবেলায় এমনি কালারফুল ছিল 🎆🥰
তবে ডিসেম্বরের ৩১ তারিখ যতই আগাই আসতো মনের মধ্যে ভয় ততই বাড়তো🥺😥
ওই দিন যে ফাইনালের রেজাল্ট দিবে তাই আর কি😒
আমি জানি আমাদের জেনারেশনের যারা এগুলো পড়ছো ,😍
নিশ্চই তোমাদের মুখে হাসি ফুটে উঠেছে?🥰
এসব কথা মনে পড়লে ইচ্ছা করে আবার যদি সেই ছেলে বেলা টা ফিরে পেতেম 😭😭
আসলেই ঐ দিন গুলোকে খুব মিস করি😥
বর্তমান সময়ে এসব কিছু যেন কোথায় হারিয়ে গেছে,💚
সত্যি এই ছোট বেলার দিনগুলো মনে রাখার মত।
কাজলা উচ্চ বিদ্যালয়,তাড়াইল- কিশোরগঞ্জ।এর পক্ষ
থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণের কয়েকটি খন্ড চিত্র।
কাজলা উচ্চ বিদ্যালয়, তাড়াইল- কিশোরগঞ্জ। এর নব নির্মিত চারতলা একাডেমিক ভবন- এর শুভ উদ্বোধন করেন- বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মুজিবুল হক চুন্নু মহোদয়। মাননীয় সংসদ সদস্য-১৬৪ ( কিশোরগঞ্জ-৩)।
বই উৎসব-2022 খ্রিঃ। কাজলা উচ্চ বিদ্যালয়, তাড়াইল- কিশোরগঞ্জ।
কাজলা উচ্চ বিদ্যালয়। তাড়াইল - কিশোরগঞ্জ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস -2021 খ্রি. উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের কয়েকটি খন্ড চিত্র।
কাজলা উচ্চ বিদ্যালয়, তাড়াইল- কিশোরগঞ্জ।বার্ষিক পরীক্ষা-2021 খ্রিঃ। ফলাফল প্রকাশিত অনুষ্ঠানের কয়েকটি খন্ড চিত্র।
গ্রুপের জন্য কিছু এডমিন নিযুক্ত করা হবে ।
#ভাল_মেয়ে
তোমার উপরে আর আমার দাবি নাই ! আগের মতো তোমারে দেখার মন চায় না,মন চায়না তোমারে বিরক্ত করতে। আজকে তোমার বাড়ির সামনে এসে ও কেন থামতে মন চায়নি? আজ আপনি অন্যের ঘরে! মাঝে মধ্যে আমি হেসে ফেলি স্কুল জীবন এর ভালবাসার পাগলামির কথা ভেবে । সত্যিই কি এইটা পাগলামি ছিল ? হে কিছুটা হলেও তো পাগলামি ছিল,এই পাগলামির স্মৃতি নিয়ে আজ আমি অনেক ভালো আছি....... অনেক । ভাল মেয়ে সবার ভালবাসা নিয়ে ভাল থেকো।
কাজলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, জনাব সুজিত কুমার বিশ্বাস স্যারের শেষ কর্ম দিবস। উনার অবসরকালীন সময় সুন্দর হউক। স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি। কাজলা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে স্যারের জন্য অনেক অনেক দোয়া রইল । ভাল থাকবেন স্যার,,♥️
Happy new year