Kazla high school, Tarail, kishoreganj

Kazla high school, Tarail, kishoreganj

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kazla high school, Tarail, kishoreganj, School, .

Operating as usual

29/06/2022
Photos from Kazla high school, Tarail, kishoreganj's post 14/06/2022

কাজলা উচ্চ বিদ্যালয়। তাড়াইল - কিশোরগঞ্জ।
এস,এস,সি- পরীক্ষার্থী ২০২২ এর দোয়া ও বিদায় অনুষ্ঠানের কয়েকটি খন্ড চিত্র।

Photos from Kazla high school, Tarail, kishoreganj's post 03/06/2022

অর্ধ বার্ষিক পরীক্ষা-২০২২ইং।

Photos from Kazla high school, Tarail, kishoreganj's post 01/05/2022

কাজলা উচ্চ বিদ্যালয়ের মরহুম শিক্ষকদ্বয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল। তারিখঃ
01-05-2022 খ্রিঃ। রোজ রবিবার।

19/04/2022

✋✋✋✋

19/04/2022

র‌্যাগ ডে’র নামে শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং, নগ্নতা ও অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

27/02/2022

আমরা যারা 1995-2005 সালের মধ্যে জন্মেছি আমরা বিশেষ কিছু ছিলাম না🥰

তবে আমরা ভাগ্যবান ছিলাম😕
যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নাই ✋

একটা কলম ছিলো যার চার রকমের কালি ছিলো🖋️🖋️

আর তার চারটা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম৷ 🎨

দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দিব বলে😊
সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম ☹️।

রাতে হাটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চাঁদ টাও আমার আস্তে,
স্কুলে যাওয়ার সময় সবাই এক সাথে দৌড়াদৌড়ী করে যেতাম.

ক্লাসে কলম কলম খেলা🖋

খাতায় ক্রিকেট খেলা🏏
চোর-ডাকাত-বাবু😘-
পুলিশ খেলতাম।🥰

অনেক সময় স্কুল ফাকি দিয়ে কয়েক জন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা দিতাম আর ও কত কি😎😚

এক টাকার রঙ্গিন বা নারকেলি আইসক্রিম 🍡🍬 হাওয়াই মিঠাই🍣

খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত😑

হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার🚁
গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকাই থাকতাম

স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন দেখবো বলে।

শুক্রবার দুপুর ৩ টা থেকে আপেক্ষা করতাম কখন BTV তে সিনেমা শুরু হবে। 🥰⏱️

এবং সন্ধার পর আলিফ লায়লা,সিন্দবাদ,রবিনহুড,ম্যাকাইভার

দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম🤔

ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতর গাছ হবে কিনা😭

মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতম কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে !

বিকেলে কুতকুত,কানামাছি,গোল্লাছুট না খেললে বিকাল টাই যেন মাটি হয়ে যেত😓

ফাইনাল পরিক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই এতো মজা লাগতো যা বলার বাইরে😎।

নানু বাড়ি,দাদু বাড়ি যাওয়ার এটাই তো ছিলো সময়🤗

ব্যাডমিন্টন🎾
কেরাম🎳
লুডু 🎲না খেললে কি হয়🤔

ডিসেম্বর মাস ও শিতকাল টা আমাদের ছেলেবেলায় এমনি কালারফুল ছিল 🎆🥰

তবে ডিসেম্বরের ৩১ তারিখ যতই আগাই আসতো মনের মধ্যে ভয় ততই বাড়তো🥺😥

ওই দিন যে ফাইনালের রেজাল্ট দিবে তাই আর কি😒

আমি জানি আমাদের জেনারেশনের যারা এগুলো পড়ছো ,😍

নিশ্চই তোমাদের মুখে হাসি ফুটে উঠেছে?🥰
এসব কথা মনে পড়লে ইচ্ছা করে আবার যদি সেই ছেলে বেলা টা ফিরে পেতেম 😭😭

আসলেই ঐ দিন গুলোকে খুব মিস করি😥

বর্তমান সময়ে এসব কিছু যেন কোথায় হারিয়ে গেছে,💚

সত্যি এই ছোট বেলার দিনগুলো মনে রাখার মত।

Photos from Kazla high school, Tarail, kishoreganj's post 21/02/2022

কাজলা উচ্চ বিদ্যালয়,তাড়াইল- কিশোরগঞ্জ।এর পক্ষ
থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণের কয়েকটি খন্ড চিত্র।

Photos from Kazla high school, Tarail, kishoreganj's post 28/01/2022

কাজলা উচ্চ বিদ্যালয়, তাড়াইল- কিশোরগঞ্জ। এর নব নির্মিত চারতলা একাডেমিক ভবন- এর শুভ উদ্বোধন করেন- বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মুজিবুল হক চুন্নু মহোদয়। মাননীয় সংসদ সদস্য-১৬৪ ( কিশোরগঞ্জ-৩)।

Photos from Kazla high school, Tarail, kishoreganj's post 01/01/2022

বই উৎসব-2022 খ্রিঃ। কাজলা উচ্চ বিদ্যালয়, তাড়াইল- কিশোরগঞ্জ।

Photos from Kazla high school, Tarail, kishoreganj's post 16/12/2021

কাজলা উচ্চ বিদ্যালয়। তাড়াইল - কিশোরগঞ্জ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস -2021 খ্রি. উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের কয়েকটি খন্ড চিত্র।

Photos from Kazla high school, Tarail, kishoreganj's post 12/12/2021

কাজলা উচ্চ বিদ্যালয়, তাড়াইল- কিশোরগঞ্জ।বার্ষিক পরীক্ষা-2021 খ্রিঃ। ফলাফল প্রকাশিত অনুষ্ঠানের কয়েকটি খন্ড চিত্র।

11/11/2021

গ্রুপের জন্য কিছু এডমিন নিযুক্ত করা হবে ।

Photos from Kazla high school, Tarail, kishoreganj's post 18/06/2021
02/05/2021

#ভাল_মেয়ে
তোমার উপরে আর আমার দাবি নাই ! আগের মতো তোমারে দেখার মন চায় না,মন চায়না তোমারে বিরক্ত করতে। আজকে তোমার বাড়ির সামনে এসে ও কেন থামতে মন চায়নি? আজ আপনি অন্যের ঘরে! মাঝে মধ্যে আমি হেসে ফেলি স্কুল জীবন এর ভালবাসার পাগলামির কথা ভেবে । সত্যিই কি এইটা পাগলামি ছিল ? হে কিছুটা হলেও তো পাগলামি ছিল,এই পাগলামির স্মৃতি নিয়ে আজ আমি অনেক ভালো আছি....... অনেক । ভাল মেয়ে সবার ভালবাসা নিয়ে ভাল থেকো।

Photos from Kazla high school, Tarail, kishoreganj's post 01/04/2021

কাজলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, জনাব সুজিত কুমার বিশ্বাস স্যারের শেষ কর্ম দিবস। উনার অবসরকালীন সময় সুন্দর হউক। স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি। কাজলা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে স্যারের জন্য অনেক অনেক দোয়া রইল । ভাল থাকবেন স্যার,,♥️

Photos from Kazla high school, Trail, kishoreganj's post 02/01/2021
31/12/2020

Happy new year

Want your school to be the top-listed School/college?

Website