02/02/2023
আলতা দিলাম শাড়ি দিলাম
দিলাম কানের দুল
মন রাঙাতে বউকে দিলাম
মিষ্টি প্রেমের বোল।
তবুও যেন প্রাণের বধুর
পাইনা আমি মন
পাই না খুজে দোষ কি আমার
কি বা সে কারণ!
বিষন ক্ষুধায় খাইতে বসি
স্বাদের গোশত দিয়ে
তামা খাঁসা মাটির নহে
সোনার থালায় নিয়ে।
স্বাদ লাগেনা গিলতে গেলে
উল্টে আসে ভাত
পায়না খুজে রোগের কারণ
বৈদ্য কবিরাজ।
চন্দন কাঠের খাটের উপর
নরম জাজিম পেতে
ক্লান্ত হয়ে ঘুমাতে যাই
স্তব্ধ নিঝুম রাতে।
ঘুম আসে না রাত জাগিয়া
ছটফটিয়ে মরি
ঔষধ খেয়ে ও রোগ সারে না
কি হইল কি করি?
এত টাকা এত পয়সা
এত আয়োজন
নাই কেন তা ও আহার নিদ্রা
ঘরেও জ্বালাতন।
বিয়ের সময় আনা হারাম
যৌতুকের ঐ টাকা
কাল হয়ে আজ সংসারের সুখ
পরেছে মেঘে ঢাকা।
আসল কথা খাবার কেনা
সুদের টাকায় ভাই
তাই তো খাবার স্বাদ লাগে না
মুখে ও রুচি নাই।
ঘুম আসে না বিছানা আর
খাটের কি ভাই দোষ
ঘুম কেড়েছে হারাম পাপী
অভিশপ্ত ঘোষ।
হারাম টাকার রুপ দেখিয়া
কেউ ভুলো না ভাই
সুখ পাবে না কারণ তাতে
আল্লাহর রহমত নাই।
হারামে সুখ নেই
ফেরদৌস আহমেদ।
এরকম বাস্তবসম্মত আরো কিছু কবিতা নিয়ে আমার প্রথম একক কাব্যগ্রন্থ "কালের চিত্র "প্রকাশ হয়েছে।
তবে বইটিতে এই কবিতাটি নেই, এই কবিতাটি না থাকলেও বইটিতে আমার
হারানো দিনের স্মৃতি
নদীর পাড়ের বাড়ি
ফিরে আয় বুবুসহ
৪৩ টি কবিতা রয়েছে।
কালের চিত্র ৮০ পৃষ্ঠার বই।
বইটির মুদ্রিতমূলক ৩০০ টাকা ,20% কমে বিক্রয় মূল্য ২৪০ টাকা।
বইটি ঢাকা বইমেলায় হরিৎপত্র প্রকাশনীর ৩২২ নম্বর স্টলে পাওয়া যাবে।
এছাড়াও কুরিয়ারের মাধ্যমে সারাদেশে পাঠানো হয়।
কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে অর্ডার করতে মেসেজ করুন আমার পেইজে, অথবা ফোন করুন আমার এই নাম্বারে।
01407279266
26/06/2022
পদ্মা* সেতুর* অফিসিয়াল* তথ্য*
নাম : পদ্মা সেতু
দৈর্ঘ্য : ৬.১৫ কিলোমিটার
ভায়াডাক্ট (স্থলভাগে সেতুর অংশ) সহ দৈর্ঘ্য : ৯.৮৩ কিলোমিটার
প্রস্ত : ২১.৬৫ মিটার
মোট পিলারের সংখ্যা : ৪২টি
স্প্যানের সংখ্যা : ৪১টি
প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য: ১৫০ মিটার
স্প্যানগুলোর মোট ওজন: ১,১৬,৩৮৮টন
প্রতিটি পিলারে নিচে পাইলের সংখ্যা: ৬টি (কিছু কিছু পিলারে ৭টি পাইলও দেওয়া হয়েছে)
পাইলের ব্যাস: ৩ মিটার
পাইলের সর্বোচ্চ দৈর্ঘ্য: ১২৮ মিটার
মোট পাইলের সংখ্যা: ২৬৪টি ( ভায়াডাক্টের পিলারের পাইলসহ ২৯৪টি)
জমি অধিগ্রহণ: ৯১৮ হেক্টর
ব্যবহৃত স্টিলের পরিমাণ : ১,৪৬,০০০ মেট্রিক টন
নির্মাণ কাজ শুরু : ৭ই ডিসেম্বর ২০১৪
মূল সেতুর নির্মাণ কাজ শুরু : মাওয়া প্রান্তে ৬ নম্বর পিলারের কাজ দিয়ে
সক্ষমতা : দৈনিক ৭৫ হাজার যানবাহন
পানির স্তর থেকে সেতুর উচ্চতা: ১৮ মিটার
পদ্মা সেতুর আকৃতি: ইংরেজি এস (S) অক্ষরের মতো
ভূমিকম্প সহনশীলতা : রিক্টার স্কেলে ৮ মাত্রার কম্পন
এপ্রোচ রোডের দৈর্ঘ্য: ১২ কিলোমিটার
নদীশাসন: ১৬.২১ কিলোমিটার
সেতুর আয়ুষ্কাল: ১০০ বছর
সেতুর মোট ব্যয়: ৩০,১৯৩.৩৯ কোটি
ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে এমন জেলার সংখ্যা: ২১টি
সরাসরি উপকারভোগী মানুষের সংখ্যা: দক্ষিণপশ্চিমাঞ্চলের ৩ কোটি মানুষ
যেসব দেশের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা কাজ করেছেন : চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অট্রেলিয়া, নিউজিল্যান্ড, ন্যাদারল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ডেনমার্ক, ইতালি, মালয়েশিয়া, কলম্বিয়া, ফিলিপাইন, থাইওয়ান, নেপাল ও দক্ষিণ আফ্রিকা।
প্রকল্পের অঙ্গ(component) ভিত্তিক ব্যয় বিভাজন:
ক) মূল সেতুর ব্যয়: ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন টাওয়ার ও গ্যাস লাইনের ব্যয়সহ ১১,৯৩৮.৬৩ কোটি টাকা (বরাদ্দ ১২,১৩৩.৩৯ কোটি টাকার বিপরীতে)
খ) নদীশাসন কাজ: ৮,৭০৬.৯১ কোটি টাকা (৯,৪০০ কোটি টাকার বিপরীতে)
গ) অ্যাপ্রোচ রোড: ২টি টোল প্লাজা, ২টি থানা বিল্ডিং ও ৩টি সার্ভিস এরিয়াসহ ১৮৯৫.৫৫ কোটি টাকা (১৯০৭.৬৮ কোটি টাকার বিপরীতে )
ঘ) পুনর্বাসন ব্যয়: ১,১১৬.৭৬ কোটি টাকা (১,৫১৫ কোটি টাকার বিপরীতে)
ঙ) ভূমি অধিগ্রহণ: ২৬৯৮.৭৩ কোটি টাকা
চ) পরিবেশ: ২৬.৭২ কোটি (১২৯.০৩ কোটি টাকা)
ছ) অন্যান্য বেতন ভাতা, পরামর্শক, সেনা নিরাপত্তা ইত্যাদি: ১৩৪৮.৭৮ কোটি (২৪০৯.৫৬ কোটি টাকার বিপরীতে)
প্রকল্পের মোট অনুমোদিত ব্যয়: ২৭,৭৩২.০৮ কোটি টাকা (৩০১৯৩.৩৯ কোটি টাকার বিপরীতে)
সেতু উদ্বোধন: ২৫ জুন ২০২২।
(তথ্যসূত্র: পদ্মা সেতু প্রকল্প অফিস, ক্যাবিনেট ডিভিশন, সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতার কপি; আপডেট: ২৩ জুন ২০২২)
#কালেক্টেড বাই #সাদিক স্যার
12/12/2021
My son Az Raisul Islam Riyad
10/10/2020
আঃ রাজ্জাক রাজ
দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজ
ষষ্ঠ শ্রেণী
বিষয়ঃ গণিত
10/10/2020
শিউলী রানী
সহকারী শিক্ষক বাংলা
দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজ
ষষ্ঠ শ্রেণী
বিষয়-বাংলা