আমি মুসলমানের মেয়ে,
উঠি আযানের সুরে গেয়ে
বলি থাক ইসলাম থাক,
এটা মুসলমানের ডাক
আমি হিন্দুর সাথে মিশি,
তারা আমারই তো মাসী-পিসী
যাবো খ্রিষ্টান বাড়ি,
নেই আমার ধর্মে আড়ি...নেই আমার ধর্মে আড়ি.
Habibur Rahman
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Habibur Rahman, Day Care, .
P. G.P. কিন্ডার গার্টেনে নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে।
৩৬৪ দিন পুরুষ দিবস আর একদিন নারী দিবস, এমন যেন না হয়। তাই প্রতিটি দিন হোক জীবনে কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাওয়ার দিবস
আপনারা সবাই দোয়া করে ভিডিওটা বেশি বেশি
করে শেয়ার করবেন।
সব কষ্টের অনুভতি এক হয় না কিছু কষ্ট ব্যথা দেয় আবার কিছু কষ্ট মানুষ্টাকেই বদলে দেয়
‘৫২’ বছর বয়সে না ফেরার দেশে শেন ওয়ার্ন।
হার্ট এ্যাটাক করে আজ পৃথিবী ছেড়ে বিদায় নিলেন বিশ্বসেরা এই কিংবদন্তি।
থাইল্যান্ডের একটি রিসোর্টে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়।এরপর হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৬৯-২০২২
এই হাসিগুলোর কোন মূল্য হয় না।
এর মাঝে নেই কোন ভণিতা; নেই কোন কৃত্রিমতা।
পবিত্রতার সুঘ্রাণ যেন ঠিকরে বেরুচ্ছে একেকটা ফুল থেকে।
"মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে না পারলে মানুষ হলাম কেন"!
শুভ জন্মদিন
Mostafa Kamal স্যার
সাবেক জেলা প্রশাসক, সাতক্ষীরা।
#বিসমিল্লাহির_রাহমানির_রাহিম
মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য।।
অদ্য ২৭/০২/২০২২ তারিখ রবিবার
#১১নং_পদ্মপুকুর_ইউনিয়ন_প্রতিবন্ধী_কল্যাণ_সমিতির উদ্যোগে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঝাঁপা গ্রামের দক্ষিণ ঝাঁপা নদীর ধার সদ্য স্হাপিত নতুন পাঞ্জেগানা মসজিদে সন্মানিত মুয়াজ্জিন ও মুসল্লীদের হাতে একটি ডিজিটাল ইলেক্ট্রিক ঘড়ি প্রদান করা হয়েছে।
#আর্থিকসহযোগিতায়: #নাম_প্রকাশে_অনিচ্ছুক_বড় আপু।
#সার্বিকসহযোগিতায:পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
#সাহায্য_পাঠানোর_ঠিকানা
বিকাশ নং-০১৯৩৯-১৩৫০২৬(পার্সোনাল)
পাখিমারা ও কামালকাটি সিমান্ত ওয়াপদা ঝুকিপূর্ণ বাধ ১১নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের #অর্থয়ানে চলমান কাজ পরিদর্শে যান চেয়ারম্যান #মোঃ_আমজাদুল_ইসলাম_আমজাদ এবং তার সফর সঙ্গি ছিলেন ৬নং ওয়ার্ডের সদস্য বাবু উত্তম কুমার মন্ডল বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ বুলবুল আহমেদ শিক্ষক মোঃ মিজানুর রহমান ও মোঃ রফিকুল ইসলাম সহ অনেকেই।
মানুষটা জীবনভর শুধু দিয়েই গেছে কিছুই নেয়নি।
আজকের তারিখটাই শুধু সুন্দর।
২২.২.২২😊