আগামীকাল ২৬/০৬/২০২৪ ইং তারিখ থেকে শ্রেণী কার্যক্রম চলবে।
Nittanandapur Online Secondary School
পড় তোমার প্রভুর নামে
যদি তোমাকে সৃষ্টি করেছেন
Operating as usual

নতুন শিক্ষাব্যবস্থার মূল্যায়ন প্রক্রিয়ার খসড়া চূড়ান্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর প্রতিনিধিদের নিয়ে এই খসড়া তৈরি করা হয়েছে।
খসড়া মূল্যায়ন প্রক্রিয়া অনুযায়ী, প্রতিটি বিষয়ে মিড টার্ম ও বার্ষিক চূড়ান্ত পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার। পাঁচ ঘণ্টায় হবে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষাও। পাবলিক পরীক্ষা হবে অন্য কেন্দ্রে আর চতুর্থ থেকে নবম শ্রেণির এই পরীক্ষা হবে নিজ নিজ স্কুলে। সকাল ১০টা থেকে এই মূল্যায়ন প্রক্রিয়া বা পরীক্ষা শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। মাঝখানে এক ঘণ্টার বিরতি থাকবে।
প্রতিটি শিক্ষার্থীর পাঁচ ঘণ্টায় ছয়টি সেশন হবে। চার ঘণ্টা ব্যবহারিক। প্রথমে ওরিয়েন্টেশন দেওয়া হবে। এই সেশনে একজন শিক্ষার্থীর দলগতভাবে কাজ করতে হবে, আবার প্রত্যেককে এককভাবে ব্যবহারিক কাজ করতে হবে। মূল্যায়নকারী/শিক্ষকদের কাছে তাদের পারদর্শিতা দেখাতে হবে। শেষ ১ ঘণ্টা তত্ত্বীয় পরীক্ষার জন্য নির্ধারিত হবে। তত্ত্বীয় পরীক্ষার উত্তরপত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার মতো পাবলিক পরীক্ষার মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে।
ভালো ছাত্রের থেকে
ভালো মানুষ হওয়াটা
জরুরী।
নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের দায়িত্বশীল আচরণ করতে হবে।

https://www.facebook.com/103048171493196/posts/449954023469274/
ষষ্ঠ থেকে দশম শ্রেণির সৃজনশীল সম্পর্কে বিশেষ আলোচনা || মাহমুদা খাতুন || Mahmuda Khatun দুতরফা দাখিলা || হিসাব বিজ্ঞান || নবম-দশম শ্রেণি || সৃজনশীল প্রশ্নের সমাধান || মাহমুদা খাতুনhttps://youtu.be/4vC82MWB6F4নবম-দশম-একাদশ শ্...

নবম-দশম শ্রেণির মাধ্যমিক বাংলা সাহিত্য : কপোতাক্ষ নদ - মাইকেল মধুসূদন দত্ত এসএসসি পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক বাংলা সাহিত্যের কপোতাক্ষ নদ কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতা থেকে প্রত....