#গুচ্ছ_জাবি_বিইউপি_রাবি_সেকেন্ড_টাইম_ভর্তি_কোচিং
#প্রক্টর -এর #ফার্মগেট ব্রাঞ্চে গুচ্ছ, জাবি ও বিইউপির সকল ইউনিটের প্রস্তুতি কোর্সে ভর্তি চলছে। ক্লাস চলবে ভর্তি পরীক্ষা পর্যন্ত (প্রায় ৬ মাস)।
#কেনো প্রক্টর সেরা???
-প্রক্টর-এ একজন শিক্ষার্থী, যে কিনা এখন ভর্তি হবে, ক্লাস পাবে প্রায় ৬ মাস। এর মধ্যে থাকবে সর্বোচ্চ সংখ্যক ক্লাস ও এক্সাম।
- আমাদের স্টুডেন্টদের কখনোই আবার কোচিং এর বাইরে আলাদা করে প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না৷ কারণ ম্যাথ, ইংরেজি এর মতন গুরুত্বপূর্ন বিষয়গুলোতে থাকবে ডাবল ক্লাস। সেরা শিক্ষকের নিয়মিত ক্লাস করার পরও তো আর আলাদা প্রাইভেট পড়তে হয় না নিশ্চয়ই। তাছাড়া আমাদের এক ক্লাসে স্টুডেন্ট সংখ্যা প্রায় ৩০ জন। তাই প্রত্যেকের প্রব্লেম সলভ করা সম্ভব হয়।
- গুচ্ছ, জাবি ও বিইউপি কেন্দ্রিক কোচিং হওয়াতে, আমাদের এই রকম হয় না যে, ডিসেম্বরে ফার্স্ট টাইমার অনেক স্টুডেন্ট ভর্তি হলো, আর আমরা আমাদের পুরাতন স্টুডেন্ট (সেকেন্ড টাইমার) দের জন্য স্পেশাল কেয়ার করা অফ করে দিলাম৷ আমাদের ফোকাস সব সময় ই সেকেন্ড টাইমারদের জন্য সর্বোচ্চ।
- আমাদের শিক্ষকগণ যথেষ্ট মেধাবী ও অভিজ্ঞতা সম্পন্ন। বিভিন্ন বিষয়ের কোচিং জগতের বেস্ট কিছু শিক্ষক রয়েছে আমাদের কোচিং এ, যারা নিয়মিত ক্লাস নিয়ে থাকেন।
- আমাদের মডেল টেস্ট প্রোগ্রাম এর মডেল টেস্ট ও প্রি মডেল টেস্টগুলো হয় একদম ভর্তি পরীক্ষা অনুরূপ। এতো সংখ্যক ইউনিট ভিত্তিক মডেল টেস্ট অন্য কোথাও পাবেন না।
- আমাদের পরিচালক গুচ্ছ এবং জাবির বর্তমান ভর্তি পদ্ধতির শুরুর বছর ও বিইউপির প্রতিষ্ঠার প্রথম বছরের পর থেকেই জাবি ও বিইউপির ভর্তি পরীক্ষা প্রস্তুতিতে শিক্ষার্থীদের সহায়তা করে আসছে।
- আমরা প্রত্যেকটা স্টুডেন্ট এর আলাদাভাবে প্রয়োজনীয় কেয়ার নেয়ার ব্যাপারে বদ্ধ পরিকর। ক্লাসের বাইরেও স্টুডেন্টদের জন্য এতোটা হেল্পফুল একটা পরিবেশ, অন্য কোথাও আছে বলে মনে হয় না৷
- সর্বোপরি প্রক্টর বেস্ট সার্ভিস দিবে, এই ব্যাপারে আমাদের বিন্দুমাত্র কোন সন্দেহ নেই। আর সেই আস্থা বা বিশ্বাস যেনো আপনাদের মাঝেও তৈরি করতে পারি।
১ম বারে যাদের পাবলিক ভার্সিটিতে চান্স হয় নাই। মন খারাপের কোনো কারন নাই। এখনো ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় সেরা সেরা সাবজেক্ট নিয়ে অপেক্ষা করছে তোমাদের জন্য। তাই 2nd Time এ ভালো কিছু করতে চাইলে এখন থেকেই নিতে হবে সময়োপযোগী প্রস্তুতি। আর সবচেয়ে সেরা প্রস্তুতি যদি নিতে চাও তাহলে আসতে পারো Admission Private Program-এ।
সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি মানেই প্রক্টর - গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি কোচিং
Second Timer দের জন্য সবচেয়ে ভালো কোচিং হলো "PROCTOR-প্রক্টর"। এই কোচিং থেকেই চান্স পাওয়ার হার সবচেয়ে বেশি। এই "PROCTOR-প্রক্টর" কোচিং এ ভর্তি হলে গুচ্ছ, জাবি ও বিইউপির পাশাপাশি সেকেন্ড টাইম চালু থাকা সকল ভার্সিটির প্রিপারেশান ই কমপ্লিট হয়ে যাবে। তাই কনফিউশানে না ভুগে ভর্তি হয়ে যাও PROCTOR -প্রক্টর কোচিং এ।
বিস্তারিত : 01660-147814
এই মুহুর্তে তোমাদের জন্য বেস্ট ডিশিসন হবে সেকেন্ড টাইমারদের জন্যে বেস্ট কোচিং " " এ ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করা ও পরীক্ষা দেওয়া। এতে সফলতা থাকবে হাতের মুঠোয় 😎
PROCTOR (প্রক্টর) কোচিং-এর 2nd Time Batch কোর্সে যা যা থাকছে....
✅ নেক্সাস পাবলিকেসন্স থেকে প্রকাশিত সেরা গুচ্ছ স্পেশাল - গুচ্ছ এনালাইসিস ও সেরা বিইউপি স্পেশাল নেক্সাস বিইউপি ভর্তি গাইড ও প্রশ্নব্যাংক ফ্রি প্রদান করা হবে।
✅ গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি স্পেশাল লেকচার সীট প্রদান।
✅ একই কোর্স ফিতে (Single Course Fee) Double Course সম্পূর্ণ করার সুযোগ।
✅ কোচিং চলবে আগামী বছর গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত।
✅ এখন ভর্তি হলে পরবর্তীতে আর কোন ধরনের ফি প্রদান করতে হবে না।
✅ শিক্ষক প্যানেলে থাকবে কোচিংয়ে ১০-১৫ বছর পাঠদানে অভিজ্ঞ ও একাধিক বইয়ের লেখক।
✅ বিইউপির ম্যাথ ও ইংরেজি জিকের জন্য আলাদা সীট প্রদান।
✅ একই ফিতে গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি প্রস্ততি শতভাগ সম্পূর্ণ।
✅ সর্বোচ্চ সংখ্যক ক্লাস (সর্বনিম্ন ১০০+)
✅ সর্বোচ্চ সংখ্যক মডেল টেস্ট (সর্বনিম্ন ১০০+)
প্রক্টর - সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সেরা কোচিং-এ গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি স্পেশাল প্রোগ্রামে অফলাইন/অনলাইন ব্যাচে ৩০০০ টাকা ছাড়ে ভর্তি চলছে!!!
✅ ২০২২-২৩ সেশনে সেকেন্ড টাইমের প্রথম ব্যাচের ক্লাস খুব শিগ্রই শুরু হবে....
🔴 ভর্তি হতে সরাসরি যোগাযোগ করুন 01660-147814 নম্বরে।
চলো স্বপ্নকে করি বাস্তব, প্রক্টর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাইভেট কেয়ারের সাথে ✌✌✌
প্রতি আসনে কতজন লড়াই করবে , সিট কত তা নিয়ে না ভেবে ভাবো তোমার প্রয়োজন মাত্র ১ টা সিট। ভাবো, " যদি ১ জন চান্স পায় সেই ১ জন হবো আমি"। আত্মবিশ্বাসি হও নিজের প্রতি বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার উপর । ইনশাআল্লাহ, সফল তুমিই হবা। শুভকামনা রইলো।
যেগুলো ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম সুযোগ আছে সেখানে তুমিই বস, তুমিই সেরা।
শুভ কামনা বরাবরের মতই!!
সর্বোচ্চ সফলতার জন্য-ই একমাত্র ভরসার জায়গা। মেনশন করুন আপনার সেই সকল বন্ধু-বান্ধবি বা ছোট ভাই বোনদের যারা সেকেন্ড টাইম জাবি বা বিইউপিতে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক।
সকলের জন্য শুভ কামনা। 🙂🙂
Rajshahi University - রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সহায়তা
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rajshahi University - রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সহায়তা, Education, .
█▒▒▒ স্বপ্ন সেকেন্ড টাইম ▒▒▒█
☑️ টার্গেট গুচ্ছ, জাবি, রাবি, মেরিটাইম ও কৃষি
☑️ রেজাল্ট ও কন্ডিশনের কারণে অনেক সেকেন্ড টাইমাদের টার্গেট কেবল গুচ্ছ ও জাবি।
☑️ তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নকে বাস্তবে রুপে প্রকাশে সহায়তা করতে "প্রক্টর কোচিং" সরাসরি অফলাইন ও অনলাইন ইনটেনসিভ কেয়ারের ব্যবস্থা করেছে।
☑️ সেকেন্ড টাইমার অনেকেই জাহাঙ্গীরনগরকে নিজের করে পেতে চাও তাদের জন্যে প্রক্টর (Special for JU admission) নিয়ে এসেছে জাহাঙ্গীরনগরের A, B, C, D ও E ইউনিটের উপর ৬/৭ মাসের মেরাথন পোগ্রাম।
☑️ জাহাঙ্গীরনগর ও সেকেন্ড টাইম সকল বিশ্ববিদ্যালয়ের জন্য ৬/৭ মাসের দীর্ঘ প্রস্তুতি আপনাকে সেকেন্ড টাইম সকল বিশ্ববিদ্যালয়ে চান্স পাবার পথকে সহজ করবে, যদি কিনা সঠিক গাইডলাইন পাওয়া যায়। জাবিতে চান্স পাওয়া খুব কঠিন কিছু না, যদি কিছু টেকনিক জানা থাকে আর প্রশ্ন পদ্ধতির সাথে পরিচিত থাকা যায়।তোমাদেরকে সেই আকাঙ্ক্ষিত স্বপ্নের দুয়ারে পৌঁছে দিতেই আমাদের এই প্রয়াস।
☺️কেন আমাদের সাথে যুক্ত হবে?
প্রশ্নের উত্তরগুলো নিচেই পাবে…⤵️
-প্রক্টর-এ একজন শিক্ষার্থী, যে কিনা এখন ভর্তি হবে, ক্লাস পাবে প্রায় ৬ মাস। এর মধ্যে থাকবে সর্বোচ্চ সংখ্যক ক্লাস ও এক্সাম।
- আমাদের স্টুডেন্টদের কখনোই আবার কোচিং এর বাইরে আলাদা করে প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না৷ কারণ ম্যাথ, ইংরেজি এর মতন গুরুত্বপূর্ন বিষয়গুলোতে থাকবে ডাবল ক্লাস। সেরা শিক্ষকের নিয়মিত ক্লাস করার পরও তো আর আলাদা প্রাইভেট পড়তে হয় না নিশ্চয়ই। তাছাড়া আমাদের এক ক্লাসে স্টুডেন্ট সংখ্যা প্রায় ৩০ জন। তাই প্রত্যেকের প্রব্লেম সলভ করা সম্ভব হয়।
- গুচ্ছ, জাবি ও বিইউপি কেন্দ্রিক কোচিং হওয়াতে, আমাদের এই রকম হয় না যে, ডিসেম্বরে ফার্স্ট টাইমার অনেক স্টুডেন্ট ভর্তি হলো, আর আমরা আমাদের পুরাতন স্টুডেন্ট (সেকেন্ড টাইমার) দের জন্য স্পেশাল কেয়ার করা অফ করে দিলাম৷ আমাদের ফোকাস সব সময় ই সেকেন্ড টাইমারদের জন্য সর্বোচ্চ।
- আমাদের শিক্ষকগণ যথেষ্ট মেধাবী ও অভিজ্ঞতা সম্পন্ন। বিভিন্ন বিষয়ের কোচিং জগতের বেস্ট কিছু শিক্ষক রয়েছে আমাদের কোচিং এ, যারা নিয়মিত ক্লাস নিয়ে থাকেন।
- আমাদের মডেল টেস্ট প্রোগ্রাম এর মডেল টেস্ট ও প্রি মডেল টেস্টগুলো হয় একদম ভর্তি পরীক্ষা অনুরূপ। এতো সংখ্যক ইউনিট ভিত্তিক মডেল টেস্ট অন্য কোথাও পাবেন না।
- আমাদের পরিচালক গুচ্ছ এবং জাবির বর্তমান ভর্তি পদ্ধতির শুরুর বছর ও বিইউপির প্রতিষ্ঠার প্রথম বছরের পর থেকেই জাবি ও বিইউপির ভর্তি পরীক্ষা প্রস্তুতিতে শিক্ষার্থীদের সহায়তা করে আসছে।
- আমরা প্রত্যেকটা স্টুডেন্ট এর আলাদাভাবে প্রয়োজনীয় কেয়ার নেয়ার ব্যাপারে বদ্ধ পরিকর। ক্লাসের বাইরেও স্টুডেন্টদের জন্য এতোটা হেল্পফুল একটা পরিবেশ, অন্য কোথাও আছে বলে মনে হয় না৷
- সর্বোপরি প্রক্টর বেস্ট সার্ভিস দিবে, এই ব্যাপারে আমাদের বিন্দুমাত্র কোন সন্দেহ নেই। আর সেই আস্থা বা বিশ্বাস যেনো আপনাদের মাঝেও তৈরি করতে পারি।
১ম বারে যাদের পাবলিক ভার্সিটিতে চান্স হয় নাই। মন খারাপের কোনো কারন নাই। এখনো ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় সেরা সেরা সাবজেক্ট নিয়ে অপেক্ষা করছে তোমাদের জন্য। তাই 2nd Time এ ভালো কিছু করতে চাইলে এখন থেকেই নিতে হবে সময়োপযোগী প্রস্তুতি। আর সবচেয়ে সেরা প্রস্তুতি যদি নিতে চাও তাহলে আসতে পারো Admission Private Program-এ।
সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি মানেই প্রক্টর - গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি কোচিং
Second Timer দের জন্য সবচেয়ে ভালো কোচিং হলো "PROCTOR-প্রক্টর"। এই কোচিং থেকেই চান্স পাওয়ার হার সবচেয়ে বেশি। এই "PROCTOR-প্রক্টর" কোচিং এ ভর্তি হলে গুচ্ছ, জাবি ও বিইউপির পাশাপাশি সেকেন্ড টাইম চালু থাকা সকল ভার্সিটির প্রিপারেশান ই কমপ্লিট হয়ে যাবে। তাই কনফিউশানে না ভুগে ভর্তি হয়ে যাও PROCTOR -প্রক্টর কোচিং এ।
বিস্তারিত : 01660-147814
এই মুহুর্তে তোমাদের জন্য বেস্ট ডিশিসন হবে সেকেন্ড টাইমারদের জন্যে বেস্ট কোচিং " " এ ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করা ও পরীক্ষা দেওয়া। এতে সফলতা থাকবে হাতের মুঠোয় 😎
PROCTOR (প্রক্টর) কোচিং-এর 2nd Time Batch কোর্সে যা যা থাকছে....
✅ নেক্সাস পাবলিকেসন্স থেকে প্রকাশিত সেরা গুচ্ছ স্পেশাল - গুচ্ছ এনালাইসিস ও সেরা বিইউপি স্পেশাল নেক্সাস বিইউপি ভর্তি গাইড ও প্রশ্নব্যাংক ফ্রি প্রদান করা হবে।
✅ গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি স্পেশাল লেকচার সীট প্রদান।
✅ একই কোর্স ফিতে (Single Course Fee) Double Course সম্পূর্ণ করার সুযোগ।
✅ কোচিং চলবে আগামী বছর গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত।
✅ এখন ভর্তি হলে পরবর্তীতে আর কোন ধরনের ফি প্রদান করতে হবে না।
✅ শিক্ষক প্যানেলে থাকবে কোচিংয়ে ১০-১৫ বছর পাঠদানে অভিজ্ঞ ও একাধিক বইয়ের লেখক।
✅ বিইউপির ম্যাথ ও ইংরেজি জিকের জন্য আলাদা সীট প্রদান।
✅ একই ফিতে গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি প্রস্ততি শতভাগ সম্পূর্ণ।
✅ সর্বোচ্চ সংখ্যক ক্লাস (সর্বনিম্ন ১০০+)
✅ সর্বোচ্চ সংখ্যক মডেল টেস্ট (সর্বনিম্ন ১০০+)
প্রক্টর - সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সেরা কোচিং-এ গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি স্পেশাল প্রোগ্রামে অফলাইন/অনলাইন ব্যাচে ভর্তি চলছে!!!
⚠️ ২০ই সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হলে ৩০০০ টাকা ছাড় !!
✅ ২০২২-২৩ সেশনে সেকেন্ড টাইমের প্রথম ব্যাচের ক্লাস খুব শিগ্রই শুরু হবে....
🔴 ভর্তি হতে সরাসরি যোগাযোগ করুন 01660-147814 নম্বরে।
চলো স্বপ্নকে করি বাস্তব, প্রক্টর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাইভেট কেয়ারের সাথে ✌✌✌
প্রতি আসনে কতজন লড়াই করবে , সিট কত তা নিয়ে না ভেবে ভাবো তোমার প্রয়োজন মাত্র ১ টা সিট। ভাবো, " যদি ১ জন চান্স পায় সেই ১ জন হবো আমি"। আত্মবিশ্বাসি হও নিজের প্রতি বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার উপর । ইনশাআল্লাহ, সফল তুমিই হবা। শুভকামনা রইলো।
যেগুলো ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম সুযোগ আছে সেখানে তুমিই বস, তুমিই সেরা।
শুভ কামনা বরাবরের মতই!!
সর্বোচ্চ সফলতার জন্য-ই একমাত্র ভরসার জায়গা। মেনশন করুন আপনার সেই সকল বন্ধু-বান্ধবি বা ছোট ভাই বোনদের যারা সেকেন্ড টাইম জাবি বা বিইউপিতে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক।
সকলের জন্য শুভ কামনা। 🙂🙂
সেকেন্ড টাইমার দের বলছি যার ফাস্ট টাইম ব্যর্থ হয়েছে প্রথমবার জীবনের যে কোন পর্যায়ে ব্যর্থ হওয়ার সবচেয়ে ভালো দিকটি হোল- এই অনাকাঙ্ক্ষিত ব্যর্থতা আমাদের ভুলগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আমাদেরকে ঘুরে দাঁড়ানো শেখায়, আর শেখায় “কাঙ্ক্ষিত সফলতা অর্জন করার পথটি মোটেও অসম্ভব কিছু নয় বরং অধ্যবসায় আর পরিশ্রম দিয়ে এই পথ অনায়াসে জয় করা যায়।”
তোমার যদি স্বপ্ন দেখার সামর্থ্য থাকে, তবে তুমি তা বাস্তবায়নের যোগ্যতা অবশ্যই রাখো!
যদি তোমার লক্ষ্য যথেষ্ট দৃঢ় হয়, তাহলে ব্যর্থতা কখনো তোমাকে দমিয়ে রাখতে পারবে না।
তোমার লক্ষ্য পূরণের পথে সকল বাধা দূরে ঠেলে দেয়াই প্রক্টর বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর লক্ষ্য।
“কখনো হাল ছাড়বেনা। নিজের শক্তির পুরোটা দেয়ার পরও আরও দেয়ার চেষ্টা করো।”
তোমার হার না মানা এই মনোভাবকে পুঁজি করে প্রস্তুতি নাও সেকেন্ড টাইমার রা
তোমার যোগ্যতার প্রমাণ দিতে তোমাকে সবরকম সহায়তা দেবে প্রক্টর বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং।
১ম বারে যাদের পাবলিক ভার্সিটিতে চান্স হয় নাই। মন খারাপের কোনো কারন নাই। এখনো ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় সেরা সেরা সাবজেক্ট নিয়ে অপেক্ষা করছে তোমাদের জন্য। তাই 2nd Time এ ভালো কিছু করতে চাইলে এখন থেকেই নিতে হবে সময়োপযোগী প্রস্তুতি। আর সবচেয়ে সেরা প্রস্তুতি যদি নিতে চাও তাহলে আসতে পারো Admission Private Program-এ।
সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি মানেই প্রক্টর - গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি কোচিং
Second Timer দের জন্য সবচেয়ে ভালো কোচিং হলো "PROCTOR-প্রক্টর"। এই কোচিং থেকেই চান্স পাওয়ার হার সবচেয়ে বেশি। এই "PROCTOR-প্রক্টর" কোচিং এ ভর্তি হলে গুচ্ছ, জাবি ও বিইউপির পাশাপাশি সেকেন্ড টাইম চালু থাকা সকল ভার্সিটির প্রিপারেশান ই কমপ্লিট হয়ে যাবে। তাই কনফিউশানে না ভুগে ভর্তি হয়ে যাও PROCTOR -প্রক্টর কোচিং এ।
বিস্তারিত : 01660-147814
এই মুহুর্তে তোমাদের জন্য বেস্ট ডিশিসন হবে সেকেন্ড টাইমারদের জন্যে বেস্ট কোচিং " " এ ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করা ও পরীক্ষা দেওয়া। এতে সফলতা থাকবে হাতের মুঠোয় 😎
PROCTOR (প্রক্টর) কোচিং-এর 2nd Time Batch কোর্সে যা যা থাকছে....
✅ নেক্সাস পাবলিকেসন্স থেকে প্রকাশিত সেরা গুচ্ছ স্পেশাল - গুচ্ছ এনালাইসিস ও সেরা বিইউপি স্পেশাল নেক্সাস বিইউপি ভর্তি গাইড ও প্রশ্নব্যাংক ফ্রি প্রদান করা হবে।
✅ গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি স্পেশাল লেকচার সীট প্রদান।
✅ একই কোর্স ফিতে (Single Course Fee) Double Course সম্পূর্ণ করার সুযোগ।
✅ কোচিং চলবে আগামী বছর গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত।
✅ এখন ভর্তি হলে পরবর্তীতে আর কোন ধরনের ফি প্রদান করতে হবে না।
✅ শিক্ষক প্যানেলে থাকবে কোচিংয়ে ১০-১৫ বছর পাঠদানে অভিজ্ঞ ও একাধিক বইয়ের লেখক।
✅ বিইউপির ম্যাথ ও ইংরেজি জিকের জন্য আলাদা সীট প্রদান।
✅ একই ফিতে গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি প্রস্ততি শতভাগ সম্পূর্ণ।
✅ সর্বোচ্চ সংখ্যক ক্লাস (সর্বনিম্ন ১০০+)
✅ সর্বোচ্চ সংখ্যক মডেল টেস্ট (সর্বনিম্ন ১০০+)
প্রক্টর - সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সেরা কোচিং-এ গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি স্পেশাল প্রোগ্রামে অফলাইন/অনলাইন ব্যাচে ভর্তি চলছে!!!
⚠️ ২০ই সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হলে ৩০০০ টাকা ছাড় !!
✅ ২০২২-২৩ সেশনে সেকেন্ড টাইমের প্রথম ব্যাচের ক্লাস খুব শিগ্রই শুরু হবে....
🔴 ভর্তি হতে সরাসরি যোগাযোগ করুন 01660-147814 নম্বরে।
চলো স্বপ্নকে করি বাস্তব, প্রক্টর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাইভেট কেয়ারের সাথে ✌✌✌
প্রতি আসনে কতজন লড়াই করবে , সিট কত তা নিয়ে না ভেবে ভাবো তোমার প্রয়োজন মাত্র ১ টা সিট। ভাবো, " যদি ১ জন চান্স পায় সেই ১ জন হবো আমি"। আত্মবিশ্বাসি হও নিজের প্রতি বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার উপর । ইনশাআল্লাহ, সফল তুমিই হবা। শুভকামনা রইলো।
যেগুলো ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম সুযোগ আছে সেখানে তুমিই বস, তুমিই সেরা।
শুভ কামনা বরাবরের মতই!!
#গুচ্ছ_জাবি_বিইউপি_রাবি_সেকেন্ড_টাইম_ভর্তি_কোচিং
#প্রক্টর -এর #ফার্মগেট ব্রাঞ্চে গুচ্ছ, জাবি ও বিইউপির সকল ইউনিটের প্রস্তুতি কোর্সে ভর্তি চলছে। ক্লাস চলবে ভর্তি পরীক্ষা পর্যন্ত (প্রায় ৬ মাস)।
#কেনো প্রক্টর সেরা???
-প্রক্টর-এ একজন শিক্ষার্থী, যে কিনা এখন ভর্তি হবে, ক্লাস পাবে প্রায় ৬ মাস। এর মধ্যে থাকবে সর্বোচ্চ সংখ্যক ক্লাস ও এক্সাম।
- আমাদের স্টুডেন্টদের কখনোই আবার কোচিং এর বাইরে আলাদা করে প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না৷ কারণ ম্যাথ, ইংরেজি এর মতন গুরুত্বপূর্ন বিষয়গুলোতে থাকবে ডাবল ক্লাস। সেরা শিক্ষকের নিয়মিত ক্লাস করার পরও তো আর আলাদা প্রাইভেট পড়তে হয় না নিশ্চয়ই। তাছাড়া আমাদের এক ক্লাসে স্টুডেন্ট সংখ্যা প্রায় ৩০ জন। তাই প্রত্যেকের প্রব্লেম সলভ করা সম্ভব হয়।
- গুচ্ছ, জাবি ও বিইউপি কেন্দ্রিক কোচিং হওয়াতে, আমাদের এই রকম হয় না যে, ডিসেম্বরে ফার্স্ট টাইমার অনেক স্টুডেন্ট ভর্তি হলো, আর আমরা আমাদের পুরাতন স্টুডেন্ট (সেকেন্ড টাইমার) দের জন্য স্পেশাল কেয়ার করা অফ করে দিলাম৷ আমাদের ফোকাস সব সময় ই সেকেন্ড টাইমারদের জন্য সর্বোচ্চ।
- আমাদের শিক্ষকগণ যথেষ্ট মেধাবী ও অভিজ্ঞতা সম্পন্ন। বিভিন্ন বিষয়ের কোচিং জগতের বেস্ট কিছু শিক্ষক রয়েছে আমাদের কোচিং এ, যারা নিয়মিত ক্লাস নিয়ে থাকেন।
- আমাদের মডেল টেস্ট প্রোগ্রাম এর মডেল টেস্ট ও প্রি মডেল টেস্টগুলো হয় একদম ভর্তি পরীক্ষা অনুরূপ। এতো সংখ্যক ইউনিট ভিত্তিক মডেল টেস্ট অন্য কোথাও পাবেন না।
- আমাদের পরিচালক গুচ্ছ এবং জাবির বর্তমান ভর্তি পদ্ধতির শুরুর বছর ও বিইউপির প্রতিষ্ঠার প্রথম বছরের পর থেকেই জাবি ও বিইউপির ভর্তি পরীক্ষা প্রস্তুতিতে শিক্ষার্থীদের সহায়তা করে আসছে।
- আমরা প্রত্যেকটা স্টুডেন্ট এর আলাদাভাবে প্রয়োজনীয় কেয়ার নেয়ার ব্যাপারে বদ্ধ পরিকর। ক্লাসের বাইরেও স্টুডেন্টদের জন্য এতোটা হেল্পফুল একটা পরিবেশ, অন্য কোথাও আছে বলে মনে হয় না৷
- সর্বোপরি প্রক্টর বেস্ট সার্ভিস দিবে, এই ব্যাপারে আমাদের বিন্দুমাত্র কোন সন্দেহ নেই। আর সেই আস্থা বা বিশ্বাস যেনো আপনাদের মাঝেও তৈরি করতে পারি।
১ম বারে যাদের পাবলিক ভার্সিটিতে চান্স হয় নাই। মন খারাপের কোনো কারন নাই। এখনো ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় সেরা সেরা সাবজেক্ট নিয়ে অপেক্ষা করছে তোমাদের জন্য। তাই 2nd Time এ ভালো কিছু করতে চাইলে এখন থেকেই নিতে হবে সময়োপযোগী প্রস্তুতি। আর সবচেয়ে সেরা প্রস্তুতি যদি নিতে চাও তাহলে আসতে পারো Admission Private Program-এ।
সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি মানেই প্রক্টর - গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি কোচিং
Second Timer দের জন্য সবচেয়ে ভালো কোচিং হলো "PROCTOR-প্রক্টর"। এই কোচিং থেকেই চান্স পাওয়ার হার সবচেয়ে বেশি। এই "PROCTOR-প্রক্টর" কোচিং এ ভর্তি হলে গুচ্ছ, জাবি ও বিইউপির পাশাপাশি সেকেন্ড টাইম চালু থাকা সকল ভার্সিটির প্রিপারেশান ই কমপ্লিট হয়ে যাবে। তাই কনফিউশানে না ভুগে ভর্তি হয়ে যাও PROCTOR -প্রক্টর কোচিং এ।
বিস্তারিত : 01660-147814
এই মুহুর্তে তোমাদের জন্য বেস্ট ডিশিসন হবে সেকেন্ড টাইমারদের জন্যে বেস্ট কোচিং " " এ ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করা ও পরীক্ষা দেওয়া। এতে সফলতা থাকবে হাতের মুঠোয় 😎
PROCTOR (প্রক্টর) কোচিং-এর 2nd Time Batch কোর্সে যা যা থাকছে....
✅ নেক্সাস পাবলিকেসন্স থেকে প্রকাশিত সেরা গুচ্ছ স্পেশাল - গুচ্ছ এনালাইসিস ও সেরা বিইউপি স্পেশাল নেক্সাস বিইউপি ভর্তি গাইড ও প্রশ্নব্যাংক ফ্রি প্রদান করা হবে।
✅ গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি স্পেশাল লেকচার সীট প্রদান।
✅ একই কোর্স ফিতে (Single Course Fee) Double Course সম্পূর্ণ করার সুযোগ।
✅ কোচিং চলবে আগামী বছর গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত।
✅ এখন ভর্তি হলে পরবর্তীতে আর কোন ধরনের ফি প্রদান করতে হবে না।
✅ শিক্ষক প্যানেলে থাকবে কোচিংয়ে ১০-১৫ বছর পাঠদানে অভিজ্ঞ ও একাধিক বইয়ের লেখক।
✅ বিইউপির ম্যাথ ও ইংরেজি জিকের জন্য আলাদা সীট প্রদান।
✅ একই ফিতে গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি প্রস্ততি শতভাগ সম্পূর্ণ।
✅ সর্বোচ্চ সংখ্যক ক্লাস (সর্বনিম্ন ১০০+)
✅ সর্বোচ্চ সংখ্যক মডেল টেস্ট (সর্বনিম্ন ১০০+)
প্রক্টর - সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সেরা কোচিং-এ গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি স্পেশাল প্রোগ্রামে অফলাইন/অনলাইন ব্যাচে ভর্তি চলছে!!!
⚠️ ২০ই সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হলে ৩০০০ টাকা ছাড় !!
✅ ২০২২-২৩ সেশনে সেকেন্ড টাইমের প্রথম ব্যাচের ক্লাস খুব শিগ্রই শুরু হবে....
🔴 ভর্তি হতে সরাসরি যোগাযোগ করুন 01660-147814 নম্বরে।
চলো স্বপ্নকে করি বাস্তব, প্রক্টর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাইভেট কেয়ারের সাথে ✌✌✌
প্রতি আসনে কতজন লড়াই করবে , সিট কত তা নিয়ে না ভেবে ভাবো তোমার প্রয়োজন মাত্র ১ টা সিট। ভাবো, " যদি ১ জন চান্স পায় সেই ১ জন হবো আমি"। আত্মবিশ্বাসি হও নিজের প্রতি বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার উপর । ইনশাআল্লাহ, সফল তুমিই হবা। শুভকামনা রইলো।
যেগুলো ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম সুযোগ আছে সেখানে তুমিই বস, তুমিই সেরা।
শুভ কামনা বরাবরের মতই!!
সর্বোচ্চ সফলতার জন্য-ই একমাত্র ভরসার জায়গা। মেনশন করুন আপনার সেই সকল বন্ধু-বান্ধবি বা ছোট ভাই বোনদের যারা সেকেন্ড টাইম জাবি বা বিইউপিতে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক।
সকলের জন্য শুভ কামনা। 🙂🙂
সেকেন্ড টাইমার দের বলছি যার ফাস্ট টাইম ব্যর্থ হয়েছে প্রথমবার জীবনের যে কোন পর্যায়ে ব্যর্থ হওয়ার সবচেয়ে ভালো দিকটি হোল- এই অনাকাঙ্ক্ষিত ব্যর্থতা আমাদের ভুলগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আমাদেরকে ঘুরে দাঁড়ানো শেখায়, আর শেখায় “কাঙ্ক্ষিত সফলতা অর্জন করার পথটি মোটেও অসম্ভব কিছু নয় বরং অধ্যবসায় আর পরিশ্রম দিয়ে এই পথ অনায়াসে জয় করা যায়।”
তোমার যদি স্বপ্ন দেখার সামর্থ্য থাকে, তবে তুমি তা বাস্তবায়নের যোগ্যতা অবশ্যই রাখো!
যদি তোমার লক্ষ্য যথেষ্ট দৃঢ় হয়, তাহলে ব্যর্থতা কখনো তোমাকে দমিয়ে রাখতে পারবে না।
তোমার লক্ষ্য পূরণের পথে সকল বাধা দূরে ঠেলে দেয়াই প্রক্টর বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর লক্ষ্য।
“কখনো হাল ছাড়বেনা। নিজের শক্তির পুরোটা দেয়ার পরও আরও দেয়ার চেষ্টা করো।”
তোমার হার না মানা এই মনোভাবকে পুঁজি করে প্রস্তুতি নাও সেকেন্ড টাইমার রা
তোমার যোগ্যতার প্রমাণ দিতে তোমাকে সবরকম সহায়তা দেবে প্রক্টর বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং।
১ম বারে যাদের পাবলিক ভার্সিটিতে চান্স হয় নাই। মন খারাপের কোনো কারন নাই। এখনো ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় সেরা সেরা সাবজেক্ট নিয়ে অপেক্ষা করছে তোমাদের জন্য। তাই 2nd Time এ ভালো কিছু করতে চাইলে এখন থেকেই নিতে হবে সময়োপযোগী প্রস্তুতি। আর সবচেয়ে সেরা প্রস্তুতি যদি নিতে চাও তাহলে আসতে পারো Admission Private Program-এ।
সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি মানেই প্রক্টর - গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি কোচিং
Second Timer দের জন্য সবচেয়ে ভালো কোচিং হলো "PROCTOR-প্রক্টর"। এই কোচিং থেকেই চান্স পাওয়ার হার সবচেয়ে বেশি। এই "PROCTOR-প্রক্টর" কোচিং এ ভর্তি হলে গুচ্ছ, জাবি ও বিইউপির পাশাপাশি সেকেন্ড টাইম চালু থাকা সকল ভার্সিটির প্রিপারেশান ই কমপ্লিট হয়ে যাবে। তাই কনফিউশানে না ভুগে ভর্তি হয়ে যাও PROCTOR -প্রক্টর কোচিং এ।
বিস্তারিত : 01660-147814
এই মুহুর্তে তোমাদের জন্য বেস্ট ডিশিসন হবে সেকেন্ড টাইমারদের জন্যে বেস্ট কোচিং " " এ ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করা ও পরীক্ষা দেওয়া। এতে সফলতা থাকবে হাতের মুঠোয় 😎
PROCTOR (প্রক্টর) কোচিং-এর 2nd Time Batch কোর্সে যা যা থাকছে....
✅ নেক্সাস পাবলিকেসন্স থেকে প্রকাশিত সেরা গুচ্ছ স্পেশাল - গুচ্ছ এনালাইসিস ও সেরা বিইউপি স্পেশাল নেক্সাস বিইউপি ভর্তি গাইড ও প্রশ্নব্যাংক ফ্রি প্রদান করা হবে।
✅ গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি স্পেশাল লেকচার সীট প্রদান।
✅ একই কোর্স ফিতে (Single Course Fee) Double Course সম্পূর্ণ করার সুযোগ।
✅ কোচিং চলবে আগামী বছর গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত।
✅ এখন ভর্তি হলে পরবর্তীতে আর কোন ধরনের ফি প্রদান করতে হবে না।
✅ শিক্ষক প্যানেলে থাকবে কোচিংয়ে ১০-১৫ বছর পাঠদানে অভিজ্ঞ ও একাধিক বইয়ের লেখক।
✅ বিইউপির ম্যাথ ও ইংরেজি জিকের জন্য আলাদা সীট প্রদান।
✅ একই ফিতে গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি প্রস্ততি শতভাগ সম্পূর্ণ।
✅ সর্বোচ্চ সংখ্যক ক্লাস (সর্বনিম্ন ১০০+)
✅ সর্বোচ্চ সংখ্যক মডেল টেস্ট (সর্বনিম্ন ১০০+)
প্রক্টর - সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সেরা কোচিং-এ গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি স্পেশাল প্রোগ্রামে অফলাইন/অনলাইন ব্যাচে ভর্তি চলছে!!!
⚠️ ১০ই সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হলে ৩০০০ টাকা ছাড় !!
✅ ২০২২-২৩ সেশনে সেকেন্ড টাইমের প্রথম ব্যাচের ক্লাস খুব শিগ্রই শুরু হবে....
🔴 ভর্তি হতে সরাসরি যোগাযোগ করুন 01660-147814 নম্বরে।
চলো স্বপ্নকে করি বাস্তব, প্রক্টর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাইভেট কেয়ারের সাথে ✌✌✌
প্রতি আসনে কতজন লড়াই করবে , সিট কত তা নিয়ে না ভেবে ভাবো তোমার প্রয়োজন মাত্র ১ টা সিট। ভাবো, " যদি ১ জন চান্স পায় সেই ১ জন হবো আমি"। আত্মবিশ্বাসি হও নিজের প্রতি বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার উপর । ইনশাআল্লাহ, সফল তুমিই হবা। শুভকামনা রইলো।
যেগুলো ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম সুযোগ আছে সেখানে তুমিই বস, তুমিই সেরা।
শুভ কামনা বরাবরের মতই!!
সেকেন্ড টাইম প্রিপারেশন"
১) প্রথমে মানষিক চাপ নামক জিনিসটা নেটওয়ার্কের বাইরে রাখতে হবে। সেকেন্ড টাইম অভিশাপ নয় বরং অপার সম্ভাবনা। এ বছর অনেকেই পালি, ফার্সি নিয়ে পড়বে অথচ তুমি পরের বছর আইন, জার্নালিজম নিয়ে পড়বে।বাকি হিসাবটা তুমি মিলেয়ে নিও!!
২) রুটিন মাফিক জীবনযাত্রায় অভ্যস্ত হতে হবে। নিজেকেই মোটিভেশনাল স্পিকার বানাতে হবে।
৩) ১ম বারে করা ভুল গুলোর একটা তালিকা তৈরি করতে হবে।পরের বার এসব অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ আছে বলেই তুমি কয়েকধাপ এগিয়ে থাকবে।
৪) তুমি যে বিভাগের শিক্ষার্থী হও না কেন তোমার উচিত হবে ইংরেজির প্রিপারেশন নিয়ে রাখা।এবার সময় টা অনেক সো প্রিপারেশন ও সেই লেভেলের হওয়া উচিত। মনে রাখবে এটাই লাস্ট সুযোগ।
৫) সর্বশেষ কথা তোমার গাইডলাইনের জন্য অবশ্যই কোনো কোচিং এর প্রয়োজনীয়তা আছে।প্রথমবার বরাবরই অ্যাপ্লিকেন্ট, অভিভাবক এবং কোচিং সেন্টারগুলোর টার্গেট হয় শুধু ঢাবি কেন্দ্রিক। নিয়মিত সুষম প্রস্তুতি, পরীক্ষা, গাইডলাইন এসবের জন্য কোচিং সেন্টারে ভর্তি হওয়াটাও জরুরী। বাজারে অনেক কোচিং সেন্টারের বিভিন্ন প্রসপেক্টাস পেয়ে গেছো, পরিচিত বড় ভাই এমনকি তুমি নিজেই এখন সিদ্ধান্ত নেয়ার উপযুক্ত বলে মনে করি।
স্পেশাল টিপস :
চান্স পেতে হলে কিছুটা কৌশলী হতে হয়। কিছু কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয়। আর এই বিষয়গুলো তুমি নিজে বুঝতে না পারাটাই স্বাভাবিক। কিন্তু যারা কোচিং এ ক্লাস নেন তাঁরা অর্থাৎ কোচিং এর শিক্ষকরা এসব ব্যাপারে অনেক অভিজ্ঞ। তারা জানে কোন কোন বিষয়গুলো বেশি করে পড়াতে হবে। এই মুহুর্তে তোমার সঠিক গাইডলাইন প্রয়োজন। এজন্য কোচিং করতে পারলে সবচেয়ে বেটার হয়।
১ম বারে যাদের পাবলিক ভার্সিটিতে চান্স হয় নাই। মন খারাপের কোনো কারন নাই। এখনো ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় সেরা সেরা সাবজেক্ট নিয়ে অপেক্ষা করছে তোমাদের জন্য। তাই 2nd Time এ ভালো কিছু করতে চাইলে এখন থেকেই নিতে হবে সময়োপযোগী প্রস্তুতি। আর সবচেয়ে সেরা প্রস্তুতি যদি নিতে চাও তাহলে আসতে পারো Admission Private Program-এ।
সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি মানেই প্রক্টর - গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি কোচিং
Second Timer দের জন্য সবচেয়ে ভালো কোচিং হলো "PROCTOR-প্রক্টর"। এই কোচিং থেকেই চান্স পাওয়ার হার সবচেয়ে বেশি। এই "PROCTOR-প্রক্টর" কোচিং এ ভর্তি হলে গুচ্ছ, জাবি ও বিইউপির পাশাপাশি সেকেন্ড টাইম চালু থাকা সকল ভার্সিটির প্রিপারেশান ই কমপ্লিট হয়ে যাবে। তাই কনফিউশানে না ভুগে ভর্তি হয়ে যাও PROCTOR -প্রক্টর কোচিং এ।
বিস্তারিত : 01660-147814
এই মুহুর্তে তোমাদের জন্য বেস্ট ডিশিসন হবে সেকেন্ড টাইমারদের জন্যে বেস্ট কোচিং " " এ ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করা ও পরীক্ষা দেওয়া। এতে সফলতা থাকবে হাতের মুঠোয় 😎
PROCTOR (প্রক্টর) কোচিং-এর 2nd Time Batch কোর্সে যা যা থাকছে....
✅ নেক্সাস পাবলিকেসন্স থেকে প্রকাশিত সেরা গুচ্ছ স্পেশাল - গুচ্ছ এনালাইসিস ও সেরা বিইউপি স্পেশাল নেক্সাস বিইউপি ভর্তি গাইড ও প্রশ্নব্যাংক ফ্রি প্রদান করা হবে।
✅ গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি স্পেশাল লেকচার সীট প্রদান।
✅ একই কোর্স ফিতে (Single Course Fee) Double Course সম্পূর্ণ করার সুযোগ।
✅ কোচিং চলবে আগামী বছর গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত।
✅ এখন ভর্তি হলে পরবর্তীতে আর কোন ধরনের ফি প্রদান করতে হবে না।
✅ শিক্ষক প্যানেলে থাকবে কোচিংয়ে ১০-১৫ বছর পাঠদানে অভিজ্ঞ ও একাধিক বইয়ের লেখক।
✅ বিইউপির ম্যাথ ও ইংরেজি জিকের জন্য আলাদা সীট প্রদান।
✅ একই ফিতে গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি প্রস্ততি শতভাগ সম্পূর্ণ।
✅ সর্বোচ্চ সংখ্যক ক্লাস (সর্বনিম্ন ১০০+)
✅ সর্বোচ্চ সংখ্যক মডেল টেস্ট (সর্বনিম্ন ১০০+)
প্রক্টর - সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সেরা কোচিং-এ গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি স্পেশাল প্রোগ্রামে অফলাইন/অনলাইন ব্যাচে ভর্তি চলছে!!!
⚠️ ১০ই সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হলে ৩০০০ টাকা ছাড় !!
✅ ২০২২-২৩ সেশনে সেকেন্ড টাইমের প্রথম ব্যাচের ক্লাস খুব শিগ্রই শুরু হবে....
🔴 ভর্তি হতে সরাসরি যোগাযোগ করুন 01660-147814 নম্বরে।
চলো স্বপ্নকে করি বাস্তব, প্রক্টর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাইভেট কেয়ারের সাথে ✌✌✌
প্রতি আসনে কতজন লড়াই করবে , সিট কত তা নিয়ে না ভেবে ভাবো তোমার প্রয়োজন মাত্র ১ টা সিট। ভাবো, " যদি ১ জন চান্স পায় সেই ১ জন হবো আমি"। আত্মবিশ্বাসি হও নিজের প্রতি বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার উপর । ইনশাআল্লাহ, সফল তুমিই হবা। শুভকামনা রইলো।
যেগুলো ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম সুযোগ আছে সেখানে তুমিই বস, তুমিই সেরা।
শুভ কামনা বরাবরের মতই!!
সেকেন্ড টাইমাররা পোস্টটা মন দিয়ে পড়:
কার জীবনে কখন কোন জিনিসটা যে টার্নিং পয়েন্ট হয়ে দাড়াবে তা কেউ বলতে পারে না। ফার্স্ট টাইমে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়াটাই হয়ে যেতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট! কিভাবে? বুঝিয়ে বলছি...... চান্স না পাওয়াতে তুমি এখন বুঝতে শিখছো বাস্তবতা কত কঠিন। এখানে সফল হতে গেলে পরিশ্রম করতেই হবে। জীবনে ব্যর্থতা আসবেই। যে ফার্স্ট টাইমে চান্স পেয়ে গেছে সে আসলে বাস্তবতাটা তোমার মত করে উপলব্ধি করতে পারবে না। কারণ, তোমার মত কঠিন সময় মোকাবেলা করার অভিজ্ঞতা তার নেই। তোমার ধৈর্য্য শক্তি আগের চেয়ে বেড়ে যাবে কয়েকগুণ। হুট করে সফলতা পাওয়ার illusion তোমার মধ্যে কাজ করবেনা। তুমি শর্টকাট পদ্ধতি না খুঁজে সবচেয়ে কার্যকর পদ্ধতি খুঁজবে। হঠাৎ করে কোন সফলতা পেলে অনেকেই সেই সফলতা ধরে রাখতে পারেনা। অহংকার কিংবা খাম খেয়ালিপনায় হারিয়ে ফেলে নিজেকে। তাই পরিশ্রম করো বেশি বেশি। মনোযোগ দিয়ে টার্গেট সেট করে সেই টার্গেটের দিকে অল্প অল্প করে এগিয়ে যাও। কষ্ট করে পাওয়া সফলতার স্বাদ ও হয় অনেক মিষ্টি ও দ্বীর্ঘস্বায়ী 😎
১ম বারে যাদের পাবলিক ভার্সিটিতে চান্স হয় নাই। মন খারাপের কোনো কারন নাই। এখনো ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় সেরা সেরা সাবজেক্ট নিয়ে অপেক্ষা করছে তোমাদের জন্য। তাই 2nd Time এ ভালো কিছু করতে চাইলে এখন থেকেই নিতে হবে সময়োপযোগী প্রস্তুতি। আর সবচেয়ে সেরা প্রস্তুতি যদি নিতে চাও তাহলে আসতে পারো Admission Private Program-এ।
সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি মানেই প্রক্টর - গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি কোচিং
PROCTOR (প্রক্টর) কোচিং-এর 2nd Time Batch কোর্সে যা যা থাকছে....
✅ নেক্সাস পাবলিকেসন্স থেকে প্রকাশিত সেরা গুচ্ছ স্পেশাল - গুচ্ছ এনালাইসিস ও সেরা বিইউপি স্পেশাল নেক্সাস বিইউপি ভর্তি গাইড ও প্রশ্নব্যাংক ফ্রি প্রদান করা হবে।
✅ গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি স্পেশাল লেকচার সীট প্রদান।
✅ একই কোর্স ফিতে (Single Course Fee) Double Course সম্পূর্ণ করার সুযোগ।
✅ কোচিং চলবে আগামী বছর গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত।
✅ এখন ভর্তি হলে পরবর্তীতে আর কোন ধরনের ফি প্রদান করতে হবে না।
✅ শিক্ষক প্যানেলে থাকবে কোচিংয়ে ১০-১৫ বছর পাঠদানে অভিজ্ঞ ও একাধিক বইয়ের লেখক।
✅ বিইউপির ম্যাথ ও ইংরেজি জিকের জন্য আলাদা সীট প্রদান।
✅ একই ফিতে গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি প্রস্ততি শতভাগ সম্পূর্ণ।
✅ সর্বোচ্চ সংখ্যক ক্লাস (সর্বনিম্ন ১০০+)
✅ সর্বোচ্চ সংখ্যক মডেল টেস্ট (সর্বনিম্ন ১০০+)
প্রক্টর - সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সেরা কোচিং-এ গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি স্পেশাল প্রোগ্রামে অফলাইন/অনলাইন ব্যাচে ভর্তি চলছে!!!
⚠️ ১০ই সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হলে ৩০০০ টাকা ছাড় !!
✅ ২০২২-২৩ সেশনে সেকেন্ড টাইমের প্রথম ব্যাচের ক্লাস খুব শিগ্রই শুরু হবে....
🔴 ভর্তি হতে সরাসরি যোগাযোগ করুন 01660-147814 নম্বরে।
চলো স্বপ্নকে করি বাস্তব, প্রক্টর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাইভেট কেয়ারের সাথে ✌✌✌
(সকল ভর্তি পরীক্ষার্থীদের জন্য আমাদের আন্তরিক শুভ কামনা ও দোয়া রইল )
প্রতি আসনে কতজন লড়াই করবে , সিট কত তা নিয়ে না ভেবে ভাবো তোমার প্রয়োজন মাত্র ১ টা সিট । ভাবো , " যদি ১ জন চান্স পায় সেই ১ জন হবো আমি " । আত্মবিশ্বাসি হও নিজের প্রতি বিশ্বাস রাখো , বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার উপর । ইনশাআল্লাহ , সফল তুমিই হবা । শুভকামনা রইলো।
সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি মানেই প্রক্টর - গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি কোচিং
PROCTOR (প্রক্টর) কোচিং-এর 2nd Time Batch কোর্সে যা যা থাকছে....
✅ নেক্সাস পাবলিকেসন্স থেকে প্রকাশিত সেরা গুচ্ছ স্পেশাল - গুচ্ছ এনালাইসিস ও সেরা বিইউপি স্পেশাল নেক্সাস বিইউপি ভর্তি গাইড ও প্রশ্নব্যাংক ফ্রি প্রদান করা হবে।
✅ গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি স্পেশাল লেকচার সীট প্রদান।
✅ একই কোর্স ফিতে (Single Course Fee) Double Course সম্পূর্ণ করার সুযোগ।
✅ কোচিং চলবে আগামী বছর গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত।
✅ এখন ভর্তি হলে পরবর্তীতে আর কোন ধরনের ফি প্রদান করতে হবে না।
✅ শিক্ষক প্যানেলে থাকবে কোচিংয়ে ১০-১৫ বছর পাঠদানে অভিজ্ঞ ও একাধিক বইয়ের লেখক।
✅ বিইউপির ম্যাথ ও ইংরেজি জিকের জন্য আলাদা সীট প্রদান।
✅ একই ফিতে গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি প্রস্ততি শতভাগ সম্পূর্ণ।
✅ সর্বোচ্চ সংখ্যক ক্লাস (সর্বনিম্ন ১০০+)
✅ সর্বোচ্চ সংখ্যক মডেল টেস্ট (সর্বনিম্ন ১০০+)
প্রক্টর - সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সেরা কোচিং-এ গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি স্পেশাল প্রোগ্রামে অফলাইন/অনলাইন ব্যাচে ভর্তি চলছে!!!
⚠️ ১০ই সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হলে ৩০০০ টাকা ছাড় !!
✅ ২০২২-২৩ সেশনে সেকেন্ড টাইমের প্রথম ব্যাচের ক্লাস খুব শিগ্রই শুরু হবে....
🔴 ভর্তি হতে সরাসরি যোগাযোগ করুন 01660-147814 নম্বরে।
⚠️ ভর্তি চলছে!!! ভর্তি চলছে!!!...
প্রক্টর - সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সেরা কোচিং-এ গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি স্পেশাল প্রোগ্রামে অফলাইন/অনলাইন ব্যাচে ভর্তি চলছে!!!
✅ ২০২২-২৩ সেশনে সেকেন্ড টাইমের প্রথম ব্যাচের ক্লাস খুব শিগ্রই শুরু হবে....
⚠️ ১০ই সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হলে ৩০০০ টাকা ছাড় !!
❇️ প্রক্টর কোচিং-এর বৈশিষ্ট্যঃ
✅ নেক্সাস পাবলিকেসন্স থেকে প্রকাশিত সেরা গুচ্ছ স্পেশাল - গুচ্ছ এনালাইসিস ও সেরা বিইউপি স্পেশাল নেক্সাস বিইউপি ভর্তি গাইড ও প্রশ্নব্যাংক ফ্রি প্রদান করা হবে।
✅ গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি স্পেশাল লেকচার সীট প্রদান।
✅ একই কোর্স ফিতে (Single Course Fee) Double Course সম্পূর্ণ করার সুযোগ।
✅ কোচিং চলবে আগামী বছর গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত।
✅ এখন ভর্তি হলে পরবর্তীতে আর কোন ধরনের ফি প্রদান করতে হবে না।
✅ শিক্ষক প্যানেলে থাকবে কোচিংয়ে ১০-১৫ বছর পাঠদানে অভিজ্ঞ ও একাধিক বইয়ের লেখক।
✅ বিইউপির ম্যাথ ও ইংরেজি জিকের জন্য আলাদা সীট প্রদান।
✅ একই ফিতে গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও বিইউপি ভর্তি প্রস্ততি সম্পূর্ণ।
✅ সর্বোচ্চ সংখ্যক ক্লাস (প্রায় ১০০+)
✅ সর্বোচ্চ সংখ্যক মডেল টেস্ট (প্রায় ১০০+)
🔴 ভর্তি হতে সরাসরি যোগাযোগ করুন 01660-147814 নম্বরে।
🟢 জনশুমারি* (Census) [ A to Z ] 🟢
১। সংজ্ঞাঃ একটি দেশের জনসংখ্যাকে আনুষ্ঠানিকভাবে গণনা করার পদ্ধতিকে জনশুমারি বলে।
২। জনশুমারির পূর্ব নাম ছিল → আদমশুমারি।
৩। ২০১৩ সালে জাতীয় সংসদে পাস হওয়া 'পরিসংখ্যান আইন, ২০১৩' অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনা' র নাম পরিবর্তন করে 'জনশুমারি ও গৃহগণনা' করা হয়।
৪। বাংলাদেশে 'জনশুমারি ও গৃহগণনা' করা হয় অনুষ্ঠিত হয় → ১০ বছর পর পর।
৫। বাংলাদেশ এ পর্যন্ত জনশুমারি হয় → ৬টি।
১ম → ১৯৭৪,
২য় → ১৯৮১,
৩য় → ১৯৯১,
৪র্থ → ২০০১,
৫ম → ২০১১,
৬ষ্ঠ → ২০২২।
৬। সর্বশেষ ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয় ১৫-২১জুন ২০২২ সালে।
৭। এটি দেশের → প্রথম ডিজিটাল জনশুমারি ।
৮। গণনা পদ্ধতি → Modified Defacto ।
৯। মোট জনসংখ্যা → ১৬,৫১,৫৮,৬১৬ জন।
পুরুষ → ৮,১৭,১২,৮২৪ জন।
নারী → ৮,৩৩,৪৭,২০৬ জন।
হিজড়া → ১২,৬২৯ জন।
১০। গত ১১বছরে বেড়েছে ২,১১,১৪,৯১৯ জন।
১১। পুরুষঃনারীর অনুপাত → ৯৯ঃ১০০ জন।
১২। জনসংখ্যা বৃদ্ধির হার → ১.২২% মুজাহিদ
১২। জনসংখ্যার ঘনত্ব → ১,১১৯ জন (প্রতি বর্গকিলোমিটারে)
→ ২,৫২৮ জন (প্রতি বর্গমাইলে)।
১৩। ধর্মভিত্তিক জনসংখ্যা: মুসলিম → (৯১.০৪%),
হিন্দু → (৭.৯৫%),
বৌদ্ধ → (০.৬১%),
খ্রিস্টান → (০.৩০%),
অন্যান্য → (০.১২%)।
১৪। স্বাক্ষরতার হার → ৭৪.৬৬% (পুরুষ ৭৬.৫৬, নারী ৭২.৮২%)।
১৫। পাঁচ বছরের উর্ধ্বে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা → ৫৫.৮৯%।
১৬। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা → ৩০.৬৮%।
১৭। মোট খানার সংখ্যা → ৪,১০,১০,০৫১ জন।
১৮। খানা প্রতি গড় সদস্য → ৪ জন।
বিগত প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নোত্তর →
১। বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনশুমারি) কবে অনুষ্ঠিত হয়?
→ ১৯৭৪ সালে।
২। বাংলাদেশের পরবর্তী /৭ম জনশুমারি কবে হবে?
→ ২০৩১ সালে।
৩। ভারতবর্ষে প্রথম আদমশুমারি (জনশুমারি) হয় কোন সালে?
→ ১৮৭২ সালে লর্ড মেয়োর সময়।
৪। বাংলাদেশে কয়টি জনশুমারি হয়েছে?
→ ৬টি।
৫। ২০১১ সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা / পরিবারের গড় সদস্য সংখ্য -
→ ৪.৪ জন [বি.দ্র. ২০২২ সালের জনশুমারি অনুযায়ী ৪ জন] মুজাহিদ
৬। ২০১১ সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত -
→ ১০০:১০০.৩ [বি.দ্র. ২০২২ সালের জনশুমারি অনুযায়ী ১০০:৯৯]
৭। ষষ্ঠ জনশুমারির চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত?
→ ১৬,৫১,৫৮,৬১৬ জন।
৮। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম?
→ ৮ম।
৯। ৫ম জনশুমারির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে?
→ বরিশাল।
১০। সর্বশেষ জনশুমারির হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে লোকসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে কতজন?
→ ১,১১৯ জন।
✍️ ✍️ মুজাহিদুল ইসলাম