MCUBE Education

MCUBE Education

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MCUBE Education, Education, .

Operating as usual

06/07/2023

২০২৩ এর শর্ট সিলেবাসেই ২৪ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে

Photos from MCUBE Education's post 25/06/2023

কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচি

Photos from MCUBE Education's post 12/06/2023

২০২৩ সালের আলিম পরীক্ষার রুটিন ✅

Photos from MCUBE Education's post 08/06/2023

Routine 🙂

16/05/2023

★ ঘূর্ণিঝড় মুখার কারণে যেসব পরীক্ষা স্থগিত হয়েছে, সেসব পরীক্ষা ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে।
** ব্যবহারিক পরীক্ষা হবে ২৯/০৫/২৩ থেকে ০৪/০৬/২৩ তারিখ পর্যন্ত

15/05/2023

এসএসসি / সমমান পরীক্ষা-২০২৩
১৪ তারিখের স্থগিত হওয়া পরীক্ষা ২৭মে।
১৫ তারিখের পরীক্ষা ২৮ মে অনুষ্ঠিত হবে🙋‍♂️

14/05/2023

আগামীকালের ( সোমবার) এসএসসি ও সমমানের সব বোর্ডের পরীক্ষা স্থগিত।

12/05/2023

ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের ১৪/০৫/২৩ তারিখ রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Photos from হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।'s post 01/05/2023

Important

30/04/2023

উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে এসএসসি ও দাখিলের প্রথম দিনের পরীক্ষা শেষ হলো। প্রথম দিনের পরীক্ষা যেমনই হোক, জেনে রেখো পরীক্ষা এখনো বাকি আছে। ভালো হয়েছে? অতি উৎফুল্ল হওয়ার কিছু নেই। খারাপ হয়েছে? ভেঙ্গে পড়ারও কিছু নেই। পুরো জীবনটাই যে পরীক্ষা। প্রতিটি পরীক্ষায় যথাযথ প্রস্তুতি নাও। আশাবাদী হও। চেষ্টা চালিয়ে যাও। তোমরাই আগামী দিনের কর্ণধার। তোমরা ভেঙ্গে পড়লে ভেঙ্গে পড়বে আগামী। ভেঙ্গে পড়বে জাতি।

পরবর্তী সকল পরীক্ষার জন্য রইলো আন্তরিক দু'আ ও শুভকামনা। দ্বীন ও দেশের তরে আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করুন।

MIZANUR RAHMAN AZHARI✍️

30/04/2023

জুলফিকার আলি ভুট্ট 🙃🙂😅

29/04/2023

সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা।

অনেকে বলবে এসএসসি পরীক্ষা অনেক কঠিন। কিন্তু তাতে কেউ কান দিয়ো না।বিদ্যালয়ে যে পরীক্ষাগুলো হয়,সেইখানের প্রশ্ন থেকেও অনেকটা সহজ হয় এসএসসির প্রশ্ন।আগে পরীক্ষা নিজ বিদ্যালয়ে দিতে এখন অন্য বিদ্যালয়ে দিবে আর গার্ড অন্য বিদ্যালয়ের শিক্ষকরা দিবে।পার্থক্য এতটুকু।তাই ভয় না পেয়ে, বুকে সাহস রেখে পরীক্ষা দিবে এবং বলবে তুমি পারবেই💖।

শাশ্বত দাশ ✍️

28/04/2023

🔻Important🔻

27/04/2023

এসএসসি পরীক্ষার্থীদের জ্ঞাতার্থে

♦সকাল ৯ঃ৩০টার মধ্যে কেন্দ্রে নির্দিষ্ট আসনে পৌঁছাতে হবে।

♦পরীক্ষা হলে স্কুল ইউনিফর্ম পরিধান আবশ্যিক।

♦Nonprogramable Calculator ব্যবহার করা যাবে।

♦Reg. Card, Admit Card এর মূল কপি পরীক্ষা হলে অবশ্যই সাথে থাকতে হবে।

♥ Reg. Card, Admit Card লেমেনেটিং করা অনুচিত

♥Reg. Card, Admit Card,...... এর ফটোকপি বাসায় রাখবে।

♥পরীক্ষার ফলাফল এর পর একাডেমিক ট্রান্সক্রিপ্ট /নম্বরফর্দ, মূলসনদ বিদ্যালয় হতে গ্রহণকালে মূল Admit Card অবশ্যই প্রদর্শন করতে হবে এবং শিক্ষার্থী কে সশরীরে উপস্থিত হতে হবে।

Photos from MCUBE Education's post 26/04/2023

#চট্টগ্রাম_বোর্ড
একাদশ শ্রেণিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি :

25/04/2023

২৬ এপ্রিল থেকে ২৩ মে কোচিং বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

25/04/2023

#ব্রেকিং_নিউজ

📌২০২৩ সালের এইচএসসি পরীক্ষা হবে মধ্য আগস্টে ।
📌২০২৪ সালের এইচএসসি পরীক্ষা সম্পূর্ণ সিলেবাস নয় , পুনবির্ন্যাসকৃত সিলেবাসেই হবে ।
📌এসএসসি পরীক্ষা ৩০ এপ্রিল থেকে আরম্ভ হবে ,সময়ঃ সকাল ১০টা থেকে ১টা ।
- মাননীয় শিক্ষামন্ত্রী

Photos from MCUBE Education's post 22/04/2023

Eid Mubarak

20/04/2023

গরম নিয়ে হাসি ঠাট্টা করতে গিয়ে নাস্তিকমূলক কথা বলবেন না দোয়া করে। এই মহাবিশ্ব সৃষ্টিকর্তা যিনি তিনিই গরম দিয়েছেন। আমাদের কাজ হচ্ছে এটাকে সহ্য করা, এর বাইরে আর কিছুই না। গরম নিয়ে ট্রল করার কোন সুযোগ নাই।

20/04/2023

❤️‍🔥দাখিল /এসএসসি পরীক্ষা- ২০২৩।
বোর্ড কর্তৃক অবশ্যই পালনীয় দিকনির্দেশনা ।

১. প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে বাধ্যতামূলকভাবে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হবে।

২. পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকে বিধায় পরীক্ষার্থীর বন্ধু-বান্ধব ও আত্মীয়জন নির্ধারিত সময়ে কোনভাবেই পরীক্ষা হলের প্রাঙ্গনে অবস্থান করতে পারবে না।

৩. কোন পরীক্ষার্থী প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোন নোট, কাগজ, বইপত্র, মোবাইল ফোন ও কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

৪. পরীক্ষার্থীরা তাদের নিজেদের কলম, কালি, বল পয়েন্ট কলম ও পেন্সিল সঙ্গে আনবে এবং সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ও যন্ত্রপাতির ব্যবস্থা নিজেরাই করবে।

৫. পরীক্ষার্থীরা উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থানে নিজ বোর্ডের নাম, পরীক্ষার নাম, রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর ও বিষয় কোডের ঘর যথাযথভাবে কালো বল পয়েন্ট কলম দ্বারা পূরণ/ভরাট করবে।

৬. পরীক্ষার্থীরা উত্তর পত্রের নির্ধারিত স্থান হতে উত্তর লিখা শুরু করবে। উত্তরপত্রের কভার পৃষ্ঠা ব্যতীত অন্য সব পাতার উভয় পৃষ্ঠাতেই উত্তর লিখতে হবে। উত্তরপত্রের যে সব অংশ বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে বলা হয়েছে তা অবশ্যই কালো বল পয়েন্ট দ্বারা পূরণ। করতে হবে।

৭. উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থান ছাড়া অন্যত্র কিছু লেখা বা দাগ দেয়া নিষিদ্ধ ।

৮. উত্তরপত্রটিকে কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না।

৯. উত্তরপত্রে আপত্তিকর লিখা/অসৌজন্যমূলক মন্তব্য বা অনুরোধ / উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা, পরীক্ষা পরিচালনায় নিযুক্ত কোন ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণ, পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় কোনরূপ বাধার সৃষ্টি করা হলে পরীক্ষা বাতিলসহ আইনানুগ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

১০. উত্তরপত্রের অভ্যন্তরে কোন জায়গায় পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, মোবাইল/ টেলিফোন নম্বর, স্কুলের নাম, কেন্দ্রের
নাম কোন অবস্থাতেই লিখা যাবে না। লিখলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।

১১. পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকগণ (Invigilators) কর্তৃক উত্তরপত্র সংগ্রহ করার আগে কোন পরীক্ষার্থী তার আসন ছাড়তে পারবে না।🔥

19/04/2023

মনে রেখো

Photos from MCUBE Education's post 17/04/2023

অরিজিনাল প্রোডাক্ট এর শতভাগ নিশ্চয়তা নিয়ে রামাদান মাসে যাত্রা শুরু জেনোটেক বিডি এর।

√ আমরা দিচ্ছি ঈদ উপলক্ষে ১০% ডিসকাউন্ট।
√ সারাদেশে দ্রুত হোম ডেলিভারি।
√ ১০০% অরিজিনাল প্রোডাক্ট। রেডি স্টক এ হিউজ কালেকশন।
√ প্রতিটি প্রোডাক্ট এর সাথে পাচ্ছেন ওয়ারেন্টি। ৭ দিন থেকে শুরু করে ২ বছর পর্যন্ত।
GenuTek bd

15/04/2023
02/04/2023

ব্রেকিং নিউজ
২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরিক্ষা শুরু ৩০ মে!

Photos from Shop Ajkal's post 24/03/2023

𝙒𝙤𝙬!😲

17/03/2023

কঠিন বাস্তবতা 😐

16/03/2023

🫠🫠🫠

16/03/2023

😵😵😵

15/03/2023

😂😂😂

15/03/2023

এক পরীক্ষায় খেলা শেষ 🙂

15/03/2023

Table💜of💜Derivatives

15/03/2023

🔥একটা বাজপাখি সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।

পাখিটি ৪২ দিনে এই ১৫,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ৩৫৭কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।

স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।

আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।

কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায় -

এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?

আল্লাহু আকবর !

আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?

সুবহানাল্লাহ, মহান রবের কুদরত অপরিসীম।🔥

14/03/2023

🧨পরীক্ষাবিহীন শিক্ষা চলবে এখন থেকে।
তাহলে, পরীক্ষা বিহীন চাকরি পাওয়া যাবে কবে থেকে???🧨

14/03/2023

🧨🧨🧨

13/03/2023

রোজায় অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা।

১৫ মিনিট জোহরের নামাজের বিরতি।

12/03/2023

Ⓜ️মেডিকেল ফলাফল বিশ্লেষণ -

পরীক্ষার্থী ১,৩৫,৮১৩ জন
পাস করেছে - ৪৯১৯৪ জন
পাসের হার - ৩৫.৩৪%
যার মধ্যে
ছেলে :২০,৮১৩ জন (৪২.৩১%)
মেয়ে :২৮,৩৮১ জন (৫৭.৬৯%)

সরকারী মেডিকেলে চান্স প্রাপ্ত ছেলে ১৯৫৭ জন ও মেয়ে ২৩৯৩ জন

ছেলেদের মধ্যে লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার ৯৪.২৫ এবং মেয়েদের মধ্যে ৮৮ নাম্বার

মুক্তিযোদ্ধা কোটায় সরকারী মেডিকেলে চান্সপ্রাপ্ত সর্বনিম্ন মার্ক: ২৬৬.২৫
উপজাতীয় কোটায় সরকারী মেডিকেলে চান্সপ্রাপ্ত সর্বনিম্ন মার্ক :২৪১.৩৫

Photos from MCUBE Education's post 11/03/2023

❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

Photos from MCUBE Education's post 11/03/2023

মানুষ যদি কখনও অটোপসি(পোস্টমর্টেম) কিভাবে করা হয় তা দেখতো তাহলে কখনই হয়তো সুইসাইডের কথা চিন্তাও করতো না।

আজকে দ্বিতীয়বার অটোপসি দেখার সুযোগ হয়।অনেক এক্সাইমেন্ট নিয়ে দেখতে গিয়েছিলাম।
তিনটা লাশ (কেস) ছিলো তখন।
একজন ২৩ বছর বয়সি মেয়ের ফাসি দিয়ে আত্মহত্যার কেস।
আরেকজন ৩০ বছর বয়সি মহিলার বিষ খেয়ে আত্মহত্যার কেস।
এবং আরেকজন ৩০-৩২ বছর বয়সি পুরুষকে দা দিয়ে কুপিয়ে মার্ডার কেস।

প্রথমেই ডোম মামা গায়ের সব জামা কাপর কেটে খুলে ফেলে ২৩ বছর বয়সি মেয়েটার।আহা...আজ সেই পর্দা,লজ্জা,সম্ভ্রম সবই যেন অসহায়। তারপরেই গলা থেকে নাভির নিচ পর্যন্ত একটানে দুইভাগ করে দেয়।হয়তো আমরা কুরবানির সময়ও গরুকে অনেক কেয়ার করে কাটি।বাট এখানে দুইপাশে টেনে চামড়া ছিলে ফেল্লো।পাজরের কার্টিলেজ টা নাইফের একটানে কেটে ভেতরের সব অর্গান দেখা হলো।পেটে বাচ্চা ছিলো কিনা চেক করলো।
মাথার পেছনে একটা ইনসিশন দিয়ে নারিকেলের ছোবড়া ছোলার মত টেনে মাথার চামড়া টা কপাল পর্যন্ত ছোলে খুলিটা কুপিয়ে ভাঙ্গছিলো।কেমন যেনো গরুর হাড্ডি কুপানোর কথা মনে পরে যাচ্ছিলো🙂

এমন ভাবেই পয়সনিং এর মহিলাটারও এভাবেই কেটে স্টমাক,লিভার,কিডনি,ব্রেন বের করে ফেরিনসিক এর জন্য পাঠিয়ে দিলো।

মার্ডার কেসটা তো চোখের দেখাতেই মার্ডার কেস।তাও কাটাকাটি করতেই হলো।

সব শেষে আবার বস্তা সেলাইয়ের এর মত নিচ থেকে উপরে সেলাই করে লাশ খালাস।
বাথরুমে নাকি আরেকটা নতুন লাশ আসছে।সেটাকে আনতে চলে গেলো মামারা।

কোথায় গেলো এত সম্ভ্রম এত দাম্ভিকতা?
বার বার একটা কথাই মনে হচ্ছিলো...মরে গেলে শরীরটার যেন আর একপয়সার ও দাম নেই।
বেচে থাকতে হয়তো ওই দুইটা মহিলার দিকে কেউ তাকানোর সাহস ও পেত না।বাট এখন মরার পরে নিথর দেহ পরে আছে।বিবস্র অবস্থায় লাশ ঘরে ধারালো ছুড়ি আর কড়াতের ধারে মাথার খুলি আলাধা হওয়ার অপেক্ষায়।

আত্মহত্যার পরে তার শরীরটার সাথে কি করা হয় যদি কেউ কখনও দেখতো তাহলে হয়তো দেশে আত্মহত্যার পরিমান অনেকটা কমে যেতো।

অবশ্য মানুষের বডির মূল্য আর কত?!
মারা গেলে পশুরাও খায় না।
#এখন মনে হচ্ছে আখেরাতটাই আসল"।এই দুনিয়ায় আমরা শুধু ব্যাটারি লাগানো একটা শরীর।

আত্মা ছাড়া শরীরের কোনো দাম নাই।আর বাপদাদার টাকা না থাকলে ডেডবডিটার ও কোনো সম্মান নাই। 🙂

--MD Shabbir Bin Enam

Cumilla Medical College

Photos from MCUBE Education's post 07/03/2023

নিম্নোক্ত বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ

Photos from MCUBE Education's post 05/03/2023

𝗖𝗾 𝘀𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻 🔥🔥🔥

অধ্যায় -১৩ (সসীম ধারা) থেকে ২০২০ সালে আসা দুইটি সৃজনশীল সমাধান করে দেওয়া হল।আসা করি তোমাদের কাজে লাগবে।আরও সৃজনশীল পেতে পেইজটি ফলো করে রাখো❤

Barishal and Dinajpur Board

Page link:
https://www.facebook.com/mcubeedu?mibextid=ZbWKwL

Want your school to be the top-listed School/college?

Videos (show all)

কুরবানির শিক্ষা | Qurbanir Shikkha

Website