East Jowara upazila Digital Post E-Center

East Jowara upazila Digital Post E-Center

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from East Jowara upazila Digital Post E-Center, Computer training school, .

Photos from East Jowara upazila Digital Post E-Center's post 03/08/2021
20/05/2021

বিগত ২০/০২/২১ইং তারিখে তিন মাস মেয়াদি ডিপ্লোমা ইন সফটওয়্যার এপ্লিকেশন কোস’র পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়। উক্ত পরীক্ষায় পটিয়া উপ-বিভাগের অধীনে ইস্ট জোয়ারা উপজেলা ডিজিটাল পোস্ট অফিসের অধীনে মোট পরীক্ষাথী সংখ্যা = ৫১ জন
উক্ত ফলাফল বিবরণীর সার-সংক্ষেপ A+= 4 জন A= 27 জন A- = 17 জন এবং B= 3 জন । সকল শিক্ষার্থীকে ইস্ট জোয়ারা উপজেলা ডিজিটাল পোস্ট অফিসের পক্ষ থেকে জানাই অভিনন্দন ।

12/11/2020
Photos from East Jowara upazila Digital Post E-Center's post 27/09/2020

EAST JOARA DIGITAL post office : Birth Century if the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman 17 March 2020

26/09/2020

Computer training centre ar Jonno Mobile 01836164382

16/09/2020

এই পৃথিবীতে টিকে থাকতে হলে তোমাকে স্বার্থ পর হতে হবে। কেউ তোমাকে স্বার্থ পর বললে তুমি কষ্ট পেও না। কে কি বললো তাতে কিছু আসে যায় না..। জীবনটা তোমর তাই তোমাকেই ঠিক করতে হবে তুমি নিজের অস্তিত্ব কি ভাবে টিকিয়ে রাখবে।
- স্বার্থ পর এ পৃথিবীতে টিকে থাকতে হলে স্বার্থ পর হওয়াটা ভীষন জরুরী। মনে রেখ আজ তুমি যার জন্য নিজের স্বার্থ ত্যাগ করছো একদিন সেই তোমাকে স্বার্থ পর এর মত ছেড়ে যাবে....। জীবনে বড় হতে হলে স্বার্থ পর হতে হবে, মানুষের জন্য ও কিছু করতে হলেও স্বার্থ পর হতে হবে। যার জন্য নিজেকে শেষ করবে একদিন সেই তোমাকে বলবে কে বলেছিল নিজেকে শেষ করতে..??
- স্বার্থ এর দুনিয়াতে মানুষ নিশ্চয় চিনে গেছো, কতটা স্বার্থ পর এরা,, এদের সাথে তাল মিলিয়ে চলতে হলে তোমাকেও স্বার্থ পর হতে হবে।
- যদি মন দিয়ে বুঝার ট্রাই করো দেখবে সব কিছুর পিছনে স্বার্থ আছে, স্বার্থ ছাড়া অন্য কিছু থাকতে পারে কিনতু মানুষ নয়। মানুষ আর স্বার্থ একই মুদ্রার এপিট- ওপিট।
- বোকা তো ছিলা তুমি,, কি ভীষন ই বোকা না ছিলা তুমি....। নিজেকে ভুলে, নিজের স্বার্থ কে ত্যাগ করে সব সময় অন্যকে নিয়ে, অন্যর চাওয়া কে প্রাধান্য দিয়ে ব্যস্ত থাকতে তুমি। নিজের ভালো, খুশি, মুখ ভরা হাসি কত কিছুই না দিয়েছো নিঃস্বার্থ ভাবে তখন।
- বিনিময়ে কি পেয়েছো তুমি...? শুধুই অবহেলা আর পেয়েছো নিজেকেও স্বার্থ পর হবার এক কঠিন শিক্ষা।
- আর সত্যি বলতে স্বার্থ এর দুনিয়াতে নিজের অস্তিত্ব টিকাতে স্বার্থ পর হতেই হবে, যেখানে সবাই স্বার্থ পর তুমি ব্যাতিএম হলে খুব বেমান হবে....।
- মনে রেখ পৃথিবী যেমন তোমাকে চালাবে, পৃথিবীর মানুষ গুলো যে ভাবে চালাবে তোমাকে সে ভাবেই চলা শিখতে হবে।
নিজের ভালো যদি একজন পাগলও বুঝে তবে তুমি কেন না? নিজে ভলো থাকলে তো অন্যর ভালো নিয়ে ভাববে। নিজের উপর অত্যাচার থামাও,অনেক হইছে।

27/08/2020

New Facebook Page East joara Digital post E-center office :01945477755

Want your school to be the top-listed School/college?

Website