সফলতার পেছনে মা-বাবার দোয়ায় সেরা।
আলহামদুলিল্লাহ
rafiqul6611
No
Operating as usual
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস, এক অবিস্মরণীয় বীরত্বগাথা গৌরবময় দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্বরণ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের দেশ হিসেবে জানান দেয়ার দিন আজ। আজকের এইদিনটি বাংগালীদের শ্রেষ্ঠ দিন।
#সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
নিচু মানসিকতার লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য ব্যবহার করা।
সেই লোকের মতো হোন
যাকে দেখলেই লোকজন বলে
দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে।
বাবা মানে ছায়া বাবা মানে আনন্দ
সবাই কে ঈদুল আজহার শুভেচ্ছা,
ঈদ মোবারক।

ছেলেদের বিশেষ করে কোনো দায়িত্ববোধ শেখাতে হয় না।দায়িত্ববোধ তাদের ভেতরেই থাকে।একটা ছেলের সাথে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখবেন সে আপনাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসবে।গাড়ির সাইড দিয়ে আপনাকে কখনই হাঁটতে দেবে না।রাস্তা পার হওয়ার সময় সে শক্ত করে আপনার হাত ধরে থাকবে যেনো আপনি ভয় না পান।বৃষ্টিতে ভিজলে ছাতাটা আপনার দিকেই বেশি করে এগিয়ে দেবে।ভীর বাসে যাতায়াতের সময় সে নিজের সিট ছেড়ে দিয়ে আপনাকে বসাবে।জানালার পাশের সিটটা সব সময় সে আপনার জন্য রেখে দেবে যেনো আপনার গরমে কোনো কষ্ট না হয়।ছেলেরা বরাবরই এমন।কাঁধে দায়িত্ব নিয়েই তাদের জন্ম হয়।