
আজ পয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলী হোসেন সাহেব চাকুরী থেকে নিয়মমাফিক অবসর গ্রহণ করেছেন। অবসরকালীন দিন গুলো সুন্দরভাবে কাটুক,ভাই দীর্ঘায়ু লাভ করুক সৃষ্টিকর্তার কাছে এই কামনা করি।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gokul Chandra High school Alumni, School, .
আজ পয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলী হোসেন সাহেব চাকুরী থেকে নিয়মমাফিক অবসর গ্রহণ করেছেন। অবসরকালীন দিন গুলো সুন্দরভাবে কাটুক,ভাই দীর্ঘায়ু লাভ করুক সৃষ্টিকর্তার কাছে এই কামনা করি।
আজ ২২/৯/২২ তারিখে গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন।
১/মোঃ সাইফুল ইসলাম। ব্যাচ ১৯৯৫।
২/সুফিয়া আক্তার। ব্যাচ ২০১৪।
৩/উমর ফারুক। ব্যাচ ২০১৮।
গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন।
১/শামসুন্নাহার ব্যাচ ১৯৮৪।
২/আমিনুল হক ব্যাচ ১৯৮৭।
১৩/০৯ /২২ তারিখে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন ২০০৩ সালের কৃতি শিক্ষার্থীবৃন্দ।
১/জহিরুল ইসলাম। ২/ একরামুল হাসান সবুজ।
৩/আকিকুল হক। ৪/আবু সাঈদ।
৫/জাহাঙ্গীর। ৬/তৃষ্ণা।
গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন ১৯৮৪ ব্যাচের কৃতি শিক্ষার্থী।
১/মোঃহরমুজ আলী চৌধুরী।
২মোঃতমির হোসেন চৌধুরী।
৩/আবুল বাশার।
৪/শাহিন আরা বেগম রোজী । ৫/আঃ রাজ্জাক।
৬/আবু সাদেক। ৭/মোঃ সোহরাওয়ার্দী।
৮/শাহীন আলম। ৯/মাজেদা খাতুন।
১০/ হায়দার খান। ১১/আব্দুস সুলতান।
১২/মজিবুর রহমান।
সকলের জন্য শুভকামনা
৪.শাহিন আরা বেগম রোজী আমার ফুফাতো বোন। ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য সবাই কে ধন্যবাদ।
গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে ১০/০৯/২২ তারিখে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন ১৯৯১ ব্যাচের কৃতি শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সদস্য মোঃলুৎফর রহমান।
অদ্য ০২/০৯/২২ তারিখে গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন ৯৮ ব্যাচের কৃতি শিক্ষার্থীবৃন্দ।
১/রেজাউল করিম।
২/খোকন সেন।
৩/কনক রন্জন সরকার।
৪/আবুল কালাম আজাদ।
৫/মানিক মিয়া।
৬/মোঃরাসেল তালুকদার।
৭/রফিকুল ইসলাম।
৮/রেজাউল করিম রুবেল।
৯/আবু মোহাম্মদ রবিন।
১০/জবেদ আলী। ব্যাচ ১৯৮২
১১/আব্দুস সাত্তার ব্যাচ ১৯৮২
১২/হাবিবুর রহমান (রানা) ২০১৬
গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন ২০০৩ ব্যাচের শিক্ষার্থী হাফিজুল ইসলাম।
শতবর্ষ উদযাপন উপলক্ষে আজ ২৯/০৮/২২ তারিখে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন ১৯৭১ ব্যাচের শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন।
১৯৮২ ব্যাচের শিক্ষার্থী এমদাদুল হক।
শতবর্ষ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তিন গর্বিত সন্তানবীর মুক্তিযোদ্ধা সহ ৯৪ ব্যাচের শিক্ষার্থী বৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার।
বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার আকন্দ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস।
৯৪ ব্যাচের শিক্ষার্থী।
লুৎফর নাহার।
মাহফুজা।
নার্গিস।
উমর ফারুক।
আবুল হাশেম।
শাহজাহান।
হামিদুর।
করিম।
আবুল মুনসুর।
কামাল হোসেন।
আজহারুল।
দুলাল।
মজিবুর।
আবুল খায়ের।
।
অদ্য ২৪/০৮/২২ তারিখে শতবর্ষের রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন।
মোঃ রুহুল আমিন এস পি ও পূবালী ব্যাংক ব্যাচ ১৯৭৮
আবুল খায়ের ব্যাচ ১৯৭৮
আব্দুল বারী পি ও কৃষি ব্যাক ব্যাচ ১৯৭৯
মিজানুর রহমান ব্যাচ ১৯৮১
আমির উদ্দিন ব্যাচ ১৯৮১
কিডনি বিশেষজ্ঞ ডাঃ এ কে সালেহ উদ্দিন আহমেদ ব্যাচ ১৯৮২
আবুল কাসেম প্রধান শিক্ষক সরকারি প্রাঃ বিঃব্যাচ ১৯৮৩।
আজ ২১/০৮/২২ তারিখে নিবন্ধন সম্পন্ন করেন ১৯৭৪ ব্যাচের কৃতি শিক্ষার্থী, কৃতি ফুটবলার মোঃআফাজ উদ্দিন,১৯৯৫ ব্যাচের শিক্ষার্থী পুলক রন্জন সরকার।
আজ ১৮/০৮/২২ তারিখে গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন উপলক্ষে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন ২০১০ ব্যাচের শিক্ষার্থী ইমরান হোসাইন
আজ শতবর্ষের পূর্তি উপলক্ষ্যে রেজিষ্ট্রেশন করেন অত্রপ্রতিষ্ঠানের ২০০২ ব্যাচের শিক্ষার্থী সোহাগ মিয়া।
শতবর্বষ উপলক্ষে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন অত্র বিদ্যালয়ের ১৯৮৬ইং ব্যাচ এর ছাত্র মোঃ আমিনুল ইসলাম।
শতবর্বষ উপলক্ষে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য জনাব সুবেদ আলী মুন্সি পরিবারের সবাইকে নিয়ে।
আজ ০৭/০৮/২২ তারিখে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন অত্রপ্রতিষ্ঠানের ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থী পুলিশ পরিদর্শক জনাব মিনহাজ উদ্দিন।
গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, অত্র প্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে স্মরণিকা প্রকাশ করা হবে।আগ্রহী লেখকদের আগামী ০৫/০৯/২০২২ইং তারিখের মধ্যে নিজের পাসপোর্ট সাইজের ছবি ও (গান, কবিতা, গল্প, ছড়া, বিশেষ ঘটনা ও স্বরণীয় ঘটনা) স্ব-লিখিত লেখা বিদ্যালয়ের ই-মেইলে লেখা পাঠানোর জন্য আহবান করা হলো।
বিদ্যালয়ের ই-মেইল আইডিঃ [email protected]
প্রয়োজনেঃ ০১৭১০৯৫২৫৮৩
Gokul Chandra High school Alumni Send a message to learn more
শতবর্ষ উদযাপন উপলক্ষে আজ রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন অত্রপ্রতিষ্ঠানের স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃএ,কে,এম আমিনুল হক।