Question Paper

Question Paper

Share

Don’t compare your journey to others

Operating as usual

04/07/2023

অলস সময়ের একটা প্রশ্ন সমাধান করে উত্তর জানাও তো কি হবে ? সমাধান আকারে দিতে পারলে বেস্ট হয় !

বর্তমানে সারাদেশে লোড শেডিং দেখা যাচ্ছে । দেশ ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় এই লোড শেডিং বাড়বে বৈ – কমবে না । আবির সব দিক বিবেচনায় একটি IPS সংযোগ করলো । আবিরের IPS এর ক্ষমতা 450W । এই আইপিএসটির মাধ্যমে কোন লোড চালানো সম্ভব হবে যখন প্রতিটি ফ্যান 90W এবং প্রতিটি বাতি 45W ব্যবহার করে ।

(ক) 4fans and 3lights
(খ) 4fans and 4lights
(গ) 3fans and 4lights
(ঘ) 3fans and 5lights

23/10/2022

রসায়নের কিছু মজার তথ্য

১. তুমি যদি এক গ্লাস পানিতে এক মুঠো লবন দাও তাহলে তো গ্লাসে পানি পরে যাবে ,তাই না ? দিয়ে দেখ তো পরে কি না । কি অবাক হচ্ছ , পানির উচ্চতা আরও কমে গেল , তাই না ?

২. তোমা শরীরে যে পরিমান কার্বন আছে তা দিয়ে ৯০০০ পেন্সিল বানানো যাবে !!!

৩. সোনা অনেক দুর্লভ। দাম তো আকাশচুম্বী। কিন্তু তুমি কি জান, পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান উচ্চতা হবে।

৪. অক্সিজেন গ্যাস এর কোন বর্ণ নাই, কিন্তু তরল ও কঠিন অক্সিজেন নীল বর্ণের।

৫. হাইড্রফ্লুরিক এসিড এতবেশি ক্ষয়কারী যে গ্লাস গলিয়ে (dissolve ) ফেলে, কিন্তু তারপরেও এটাকে দুর্বল এসিড বলা হয় ।

৬. পৃথিবীর সবচে দুর্লভ মৌল এস্তেতিন, সারা পৃথিবীতে মাত্র ২৮ গ্রাম এস্তেতিন আছে।

৭. বায়ুমণ্ডলের প্রায় ২০ % অক্সিজেন শুধুমাত্র আমাজন রেইন ফরেস্টের মাধ্যমেই উৎপন্ন হয় ।

৮. সাধারন তাপমাত্রায় ব্রোমিন ও পারদ এ দুটো মৌলই তরল ।

৯. আমরা জানি পানির রাসায়নিক নাম (H2O ) , কিন্তু ইউপ্যাক (IUPAC) অনুযায়ী পানির রাসায়নিক নাম ডাইহাইড্রজেন মনোঅক্সাইড।

১০. মহাবিশ্বে সবচেয়ে বেশি পাওয়া যায় হাইড্রোজেন কিন্তু পৃথিবীতে সবচে বেশি পাওয়া যায় অক্সিজেন (প্রায় ৪৯% বায়ুমণ্ডল+ ভুমি+সাগর)

১১. বজ্রপাতে প্রতিবছর অনেক লোক মারা যায়, কিন্তু তুমি কি জান বজ্রপাত না থাকলে পৃথিবীর প্রাণীকুল ধ্বংস হয়ে যেত।কারন বজ্রপাতের মাধ্যেমেই ওজোন তৈরি হয় ।

[আশা করি নতুন কিছু জানতে পেরেছ]

07/10/2022

দাখিল-২২
অনেকেই হয়তো প্র‍্যাক্টিক্যাল পরীক্ষার নিয়ম জানেন না, তাই পোস্টটি করা,আশা করি অনেকেই উপকৃত হবেন।

➡️মানবন্টন: খাতা -১৫
মৌখিক - ৫
প্র‍্যাক্টিক্যাল খাতা-৫
__________
মোট: ২৫

প্র্যাকটিল খাতা নিট এন্ড ক্লিন হতে হবে, সাবজেক্ট ওয়াইজ টিচারের থেকে সিগনেচার নিতে হবে,ডেট লিখতে হবে।

প্র্যাকটিকেলে যে প্রশ্নগুলো আপনি খাতায় লিখবেন ঠিক সে প্রশ্নগুলোই আপনাকে দেওয়া হবে,পছন্দ অনুযায়ী চিত্রসহ একটির উত্তর দিতে হবে। অবশ্যই কোনোরকম কাটাকাটি ছাড়া করবেন কারণ এতে ১৫। মৌখিকে কিছুই জিজ্ঞেস করবে না এটা ভুলেও ভাববেন না। আপনি যেই প্রশ্নটা লিখবেন সেটা সম্পর্কে পূর্ণ ধারণা রাখবেন, কারণ এখান থেকে বিভিন্নভাবে আপনাকে প্রশ্ন করা হবে। তাছাড়া প্রতিটা চ্যাপ্টারের উপর সংক্ষিপ্ত ধারণা রাখবেন। টিচার ত্যারা হলে হাবিজাবি প্রশ্ন করবে।
প্রথম ৩ অধ্যায় ভালো করে পড়বেন।

রসায়ন -পর্যায় সারনি ভালো করে দেখে যাবেন। পারমাণবিক ভর , সংখ্যা, ক্ষার,মৃ-ক্ষার,,,,,,,, এছাড়াও জারন সংখ্যা এবং যোজনী( আমাদের এভাবেই একাধিক প্রশ্ন করা হয়েছে)

পদার্থ -বিভিন্ন একক এবং সংজ্ঞা সম্পর্কে ধারণা রাখবেন।

জীববিজ্ঞান - ১,২,৩ অধ্যায়ের ধারণা রাখবেন।

বিঃদ্রঃ জীববিজ্ঞান পুরো খাতা অবশ্যই পেন্সিল দিয়ে লিখবেন,কলম ব্যবহার করবেন না।

ধন্যবাদ

⚠️বিঃদ্রঃ কারো থেকে প্র‍্যাক্টিক্যাল বোর্ড পরীক্ষার প্রশ্ন লাগলে পেইযে মেসেজ দিন।

01/10/2022

এটা একটা দারুণ অনুভূতি , জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ আজকে শেষ হয়েছে বলা যায় । শেষ পরীক্ষা শেষে কি 'আলহামদুলিল্লাহ' বলা যায় ? কেমন হলো , তোমার আজকের পরীক্ষা ? কমন পড়েছে পড়ার মধ্যে ? আর অবশ্যই , জীবনের এই পর্যায়ে তোমাদের পিতা-মাতা , স্কুলের শিক্ষক সবাই একটা আন্তরিক ধন্যবাদ প্রাপ্য । আর মহান সৃষ্টিকর্তা , যিনি তোমাদের সুস্থভাবে পরীক্ষাটা দিতে দিয়েছেন , যিনি তোমার ভবিষ্যত , ফলাফলের একমাত্র নির্ধারক তাঁর কাছে আরো 'করুণা' প্রত্যাশী থাকা একটি সুন্দর , প্রত্যাশার চেয়ে ভালো ফলাফলের জন্য । সৃষ্টিকর্তা সবার সহায় হোন ❤️

23/09/2022

শেষ মুহূর্তে সবচেয়ে কমন প্রশ্নগুলোই পড়ো । সেগুলোই রিভাইজ করো । এক্সসেপশনাল প্রশ্ন যতটুকু পারো এড়িয়ে যাও । যদি কি পড়বে খুঁজে না পাও , তবে একক ও মাত্রা , অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো এবং বোর্ডে আসা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোই রিভাইজ করো । নিজস্ব প্ল্যান থাকলে সে অনুযায়ী পড়ো । ইনশাআল্লাহ ভালো কিছুই হবে ।

পরীক্ষার হলে যেকোনো ভুল ক্যালকুলেশনে মাথা খারাপ করে ফেলা যাবে না । জটিল সার্কিট সলভ না করে নরমাল সার্কিট , বাসা বাড়ির সংযোগ নিয়ে দেখে যাও । নিটার থেকে ইতোপূর্বে অনেক সাজেশন দেওয়া হয়েছে ফিজিক্স এক্সামের জন্য এসএসসি এর আগে ।সেগুলো ফলো করলে উপকৃত হবে । আজ রাত ১০টার এক্সামটা দিবে । শুভকামনা সকলের জন্য ❤️

18/09/2022

ইংলিশ এক্সামে সবাই সাধারণত যেসব ভুল করে 👇👇

16/09/2022

যশোর বোর্ডের সকলের অবগতির জন্য (এসএসসি -২০২২ পরীক্ষা সংক্রান্ত)অনিবার্য কারণবশত বাংলা দ্বিতীয় পত্রের mcq পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আগামীকাল(১৭/০৯/২০২২) বাংলা দ্বিতীয় পত্রের শুধুমাত্র সৃজনশীল অংশের পরীক্ষা হবে। সকাল ১১:০০থেকে‌ ১২:৪০ মিনিট পর্যন্ত। অর্থাৎ ১ঘন্টা ৪০ মিনিট। এমসিকিউ অংশের পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

16/09/2022

তাহাজ্জুদের পর দুয়া করলে কবুল হয়।
শুক্রবারে আসরের নামাজের পর থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত সময়ে দুয়া করলে কবুল হয়।
দুয়া খুবই পাওয়ারফুল।।।
যে ব্যক্তি অন্যের জন্য দুয়া করে, ফেরেশতা রা সেই ব্যক্তির জন্য দুয়া করে।
উদাহরণঃ কোনো ব্যক্তি যদি বলে যে আল্লাহ অমুক বান্দা অসুস্থ তাকে সুস্থ করে দাও তখন ফেরেশতা রা বলেন যে আল্লাহ যে ব্যক্তি অন্য জনের জন্য দুয়া চাইলো তার কোনো অসুস্থতা থাকলে আপনি আগে তাকে সুস্থ করে দিন।।
So, গতকালের exam সবারই তেমন একটা ভালো হয়নি। সবাই সবার জন্য দুয়া করেন।। কবুল করার মালিক আল্লাহ। ইন শা আল্লাহ তিনি কাওকে নিরাশ করবে না।। 😌

16/09/2022

এসএসসি ২০২২ | সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন লেখা নিয়ে কনফিউশন, সঠিক নিয়ম কি?

সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন লেখার ক্ষেত্রে দুই ধরণের প্রতিবেদন পরীক্ষায় আসে। একটি হলো – সাংবাদিক হিসেবে লিখতে বলে এবং দ্বিতীয়টিতে তা উল্লেখ থাকে না, অর্থাৎ, তা হলো, সুনাগরিক হিসেবে প্রতিবেদন লেখা।

যেমন, প্রশ্ন হলো, মনো করো তোমার নাম শিমুল। তুমি ‘প্রথম আলো’ পত্রিকার স্টাফ রিপোর্টার। এখন ভূমিকম্প ও জনমনে সচেতনতা সৃষ্টি’ বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা কর।
- এই প্রশ্নটি হলো, ‘সাংবাদিক হিসেবে লিখতে বলা’ প্রতিবেদন।

আবার বললো, মাদকাসক্তি যুবসমাজের অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ। এ বিষয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা কর।
- এই প্রশ্নটি হলো, ‘দেশের সুনাগরিক হিসেবে লিখতে বলা’ প্রতিবেদন।
এই দুই ধরণের প্রশ্ন পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। এইটুকু সবার ক্লিয়ার হয়েছে আশা করছি।

প্রতিবেদন অর্থাৎ Report লেখার ক্ষেত্রে প্রতিবেদনে ৪টি অংশ থাকবে –
১। শিরোনাম অংশ
২। বিষয় বিবরণ
৩। মতামত বা সুপারিশ
৪। প্রতিবেদকের নাম

এই ৪টা অংশ একটা প্রতিবেদনে থাকলে তা পরিপূর্ণ প্রতিবেদন। সমস্যার উদাহরণস্বরূপ বলা যায়, অনেকেই প্রতিবেদনের শুরুতে শিরোনাম এবং শেষে প্রতিবেদকের নাম দিতে ভুলে যায়। ফলে নাম্বার কমে যায়। বিষয়বস্তু এবং মতামত বা সুপারিশ অধিকাংশ ছাত্র-ছাত্র প্রতিবেদনে দেয়।
পরীক্ষায় সাংবাদিক হিসেবে প্রতিবেদন লিখতে বললে তার ধরণ কেমন এবং পত্রিকার সংবাদিক এই কথা প্রশ্নে উল্লেখ না থাকলে (সহজভাবে তা হলো দেশের সুনাগরিক হিসেবে পত্রিকায় প্রকাশের উপযোগী প্রতিবেদন লেখা) কিভাবে তা লিখবে তার স্যাম্পল ছবিতে যুক্ত করে দেওয়া হয়েছে।
নিয়মগুলো অনুসরণ করো, ইনশাআল্লাহ্‌ প্রত্যাশিত নাম্বার পরীক্ষায় পাবে। শুভকামনা।

14/09/2022

এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ বার্তাঃ

১। বৃষ্টির সময় এখন । বলতে গেলে সারাদেশেই বৃষ্টি হচ্ছে । পকেটে আলাদা একটা রুমাল থাকলে কোনো কারণে ভিজে গেলেও মুছতে পারবে । অবশ্যই ছাতা নিয়ে বের হবে ।

২। রাস্তায় বৃষ্টির কারণে জ্যাম থাকবে । উদাহরণস্বরূপ , ঢাকা এয়ারপোর্ট - উত্তরা রোড প্রায় ব্লক হয়ে আছে । অন্যান্য এরিয়াতেও সেইম । এবারের এসএসসি তে পরীক্ষার সময় কম । অল্প কিছু সময় বিলম্ব হলেও ক্ষতির সম্মুখীন হতে হবে । সময়ের ব্যাপার মাথায় রেখে যাবে ।

৩। জ্যামের উপর নির্ধারণ করে পরীক্ষায় আগে যাওয়াটা দরকার । কিন্তু এটাও মাথায় রাখবে , পরীক্ষার হলে তো চাইলেই ঢুকতে পারবে না । এসব ক্ষেত্রে বৃষ্টি হলে এবং পরীক্ষার হলে না ঢুকতে পারলে অর্থাৎ বাইরে দাঁড়াতে হতে পারে । মাস্ট ছাতা , রুমাল / ইনাফ টিস্যু সাথে রাখবে । এডমিট কার্ড যত্নে রাখবে । প্রয়োজনে বড় পলি ব্যাগ ইউজ করতে পারো বৃষ্টির পানি থেকে এক্সাম ফাইল রক্ষা করতে ।

৪। রিক্সা পেতে সমস্যা হতে পারে বৃষ্টি হলে । এগুলো মাথায় রাখবে । রিক্সায় পর্দা আছে কিনা সিউর হবে ।

৫। আগে পৌঁছালে বৃষ্টির মধ্যে কোনো মার্কেটে কিংবা ডায়াগনস্টিক সেন্টার টাইপ কোথাও বসতে পারো । ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভালো বসার ব্যবস্থা থাকে , ওয়াশরুম থাকে ( অবশ্যই ভিড় না থাকা কিংবা অন্যান্য পরিস্থিতি বিবেচনা করবে , কিন্তু একটা অপশনের কথা তোমাদের বলে রাখা হলো আর কি ! )

সবকিছু সুন্দরভাবেই হোক , পরিস্থিতি তোমার অনুকূলে থাকুক এটাই প্রত্যাশা । শুভকামনা ❤️

14/09/2022

১৫ ই সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এস এস সি পরীক্ষা এর সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে
_^ দিপু মনি

12/09/2022

বাংলা সৃজনশীলে কিভাবে ভালো মার্ক্স তোলা যায় এটা বেশ বড় একটা চিন্তার বিষয়। ধারাবাহিকভাবে এ নিয়ে কিছু বলবোঃ
(১) শুরুতে নিশ্চিত করো , তোমার প্রশ্নোত্তরগুলো পরীক্ষকের চোখ এড়িয়ে যায় নি । পূর্বেও বলা হয়েছে , প্রতি বছর হাজার হাজার পুনঃনিরীক্ষণের ফলাফলের পরিবর্তন শুধুমাত্র এই ভুলে নম্বর না দেওয়ার কারণে আসে । অর্থাৎ , পরীক্ষক খেয়ালই করেনি পরীক্ষার্থী ১নংঃপ্রঃউঃ(খ) কোথাও উত্তর করেছেন !

(২) ভুল খালি এই এসএসসি তে হয় এমন না । এই যে ৪১তম বিসিএসের রিটেন এক্সামের ফল দিতে দেরি হচ্ছে , পিএসসি বলছে ৩১৮জন পরীক্ষকের খাতা কাটায় ভুল ছিলো । ভুলে নম্বর দেন নি এমন বেশ প্রশ্ন পাওয়া যায় । তার মানে এগুলোকেই প্রসেস ধরে নিয়ে পরীক্ষা দিতে হবে । চাইলে ১নংপ্রঃউঃ(ক) নীল কালি দিয়ে লিখতে পারো বা কালো কালিতে লিখে নীল কালির আন্ডারলাইন করতে পারো । এতে চোখে পড়বেই !

(৩) লিখার শুরুটা ভালো হতে হবে । যেসব প্রশ্নের (ক), (খ) নিশ্চিতভাবে পারো সেগুলো প্রায়োরিটি দিবে । শুরুতে ভুল দেখলে শেষের দিকে প্রভাব পড়া অস্বাভাবিক নয় ।

(৪) পাঠ্যবইয়ের উক্তি ব্যবহার করবে । পরীক্ষক তো এটাই জানতে চান তুমি পাঠ্যবই ভালো করে পড়েছো কিনা , পরীক্ষা মানে তো এটাই ! নাকি ? পাঠ্যবইয়ের উপর পরীক্ষা নেওয়া হয় । পাঠ্যবইয়ের উক্তি , তথ্য শেয়ার করো । তুলনা করতে বললে , লিখাগুলো যাতে সামঞ্জস্যপূর্ণ হয়। কোনো চরিত্র যদি বাণিকণ্ঠের সাথে মিল থাকে , এখানে রকেট সাইন্স নাই যে তুমি বুঝবা না । যদি সুভার সাথে মিল থাকে ২০লাখ পরীক্ষার্থীর প্রায় সবাই-ই বুঝবে । পার্থক্যটা হবে তোমার লিখায় । তুমি কতটা কঠিন বা বিশেষণযুক্ত বাংলা ব্যবহার করছো । এই বিশেষণ সম্বলিত বাক্য নিয়েই পরবর্তী পোস্ট । শুভকামনা ❤️

11/09/2022

হাতের লিখা পরিবর্তন করার সামর্থ্য এই বয়সে এসে আমার – তোমার কারোই নাই । কিন্তু একটা বিষয় পরিবর্তন করা যায় । সেটা হচ্ছে উপস্থাপনা । তোমার খাতায় তোমার লিখার যে উপস্থাপনা তা বেশি নম্বর প্রাপ্তিতে তোমাকে সহায়তা করবে ।

রসায়নের ক্ষেত্রে বিক্রিয়া ; ফিজিক্সের ক্ষেত্রে প্রদত্ত মানগুলো লিখে তারপর সূত্র দিয়ে ক্রমান্বয়ে অঙ্কগুলো সলভ করা ; সুস্পষ্টভাবে ১নংপ্রঃউঃ(ক) এভাবে করে উত্তরগুলো করা ; অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে ব্যাখ্যা জানতে চাইলে আগেই সংজ্ঞা টাইপ কিছু দিয়ে নম্বর সিকিউর করে নেওয়া ; ম্যাথের ক্ষেত্রে ওভাররাইটিং এভোয়েড করে প্রয়োজনীয় সাইড নোট লিখা পাশে ; উচ্চতর গণিতে (ক) নম্বর অংশে সংজ্ঞা চাইলে সাথে উদাহরণও দেওয়া ( কারণ নম্বর বরাদ্দ ০২ থাকে ০২ ) ; জীববিজ্ঞানের ক্ষেত্রে সনাক্তকারী চিত্র অঙ্কন ইত্যাদি !

এগুলোর জন্য পরীক্ষার পূর্বে মানসিকভাবে যতটা প্রস্তুত থাকবে , পরীক্ষার হলে ততটা বেশি সাবলিল থাকবে । শুভকামনা ❤️

10/09/2022

প্রসঙ্গ এসএসসি পরীক্ষা ২০২২ !

#অধ্যায়ভিত্তিক_গাইডলাইন
বোর্ড প্রশ্ন এনালাইসিস করলে রসায়ন ৩য় অধ্যায় থেকে যে টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সর্বাধিকঃ

১। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে অনুধাবনমূলক প্রশ্ন
২। ৩.৭.১ ( উপশক্তিস্তরের ধারণা ) থেকে একটি পূর্ণাংগ সৃজনশীল
৩। রাদারফোর্ড ও বোর মডেলের সীমাবদ্ধতা বা পার্থক্য বা মিল এগুলো থেকে (গ/ঘ) তে একটা প্রশ্ন আসে ।
৪। ৩.৫.২ থেকে নৈর্ব্যক্তিক অবশ্যই আসবে ইনশাআল্লাহ । সাথে সৃজনশীলের জন্যও এটি গুরুত্বপূর্ণ । তবে বইয়ের উদাহরণে চার্জ সংখ্যা দিয়ে দেওয়া হয় নাই , চার্জ সংখ্যা থাকলে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যার কোনো তারতম্য হয় কিনা – এটা নিয়ে টেস্ট পেপার বা কোথাও থেকে প্রশ্ন সলভ করবে ।

বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে স্বতন্ত্র মানে পুরো অধ্যায়টি নিয়ে একটা প্রশ্ন করা থেকেও দেখা যায় , সমন্বিত সৃজনশীল বেশি আসে , মানে আরো একটা অধ্যায়ের সাথে সমন্বয় করে । সমন্বিত সৃজনশীলের ক্ষেত্রে ৬ষ্ঠ অধ্যায় প্রাধান্য পায় আরেকটি অধ্যায় ৮ম থেকেও প্রশ্ন আসতে দেখা যায় । তবে গুরুত্বের দিক দিয়ে ৬ষ্ঠ অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ , যেহেতু সিলেবাসে আছে । বোর মডেলের ম্যাথ দেখলে উপকৃত হবে ।

আপাতত সবাই প্রিপারেশন নিই , প্রায়োরিটি বেসিসে পড়ি , স্ট্র্যাটেজিকভাবে পড়লে ১ঘন্টার পড়া ১দিনের আউটপুট দিতে পারে । শুভকামনা ❤️

10/09/2022

SSC শিক্ষার্থীরা, যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্যই👇👇

তোমরা ইতিমধ্যেই অনেকেই জানো যে, আজকে রাত ৮ টায় Md Bani Amin ভাইয়ের পেইজে তোমাদের ইংরেজী মেগা ক্লাস হবে।

মেগা ক্লাস করার জন্য কিছু নির্দেশনা:-

০১. তোমাদের দুই বছরের পড়া মাত্র দুইটা ক্লাসে শেষ করানোর চেষ্টা করবো, বাকি টা আল্লাহ ভরসা। সুতরাং ক্লাসগুলো দীর্ঘ সময়ের হবে। অর্থাৎ ৪-৫ ঘন্টার ক্লাস।

তাই ক্লাস শুরুর আগেই,

🍀 মোবাইলে পর্যাপ্ত পরিমানে এমবি রাখবে। আনুমানিক ৪-৬ জিবি। ওয়াইফাই ব্যবহার করলেও এমবি রাখবে ব্যাকআপ হিসেবে। নাহলে লোডসেডিং এর সময় ক্লাস করতে পারবে না।

🍀 অনেক এর মোবাইলে চার্জ কম সময় থাকে। তাই ক্লাস শুরুর আগে অবশ্যই মোবাইল ফোন ফুল চার্জ করে নিবে। দরকার হলে চার্জার নিয়েই ক্লাস করতে বসবে।

🍀 অবশ্যই সব কিছু নোট করার জন্য খাতা কলম নিয়ে ক্লাস করতে বসবে। নাহলে অনেক কিছুই পরে মিস করবে।

🍀 আর সব থেকে বড় কথা। অবশ্যই মন টা সাথে নিয়ে ক্লাস করতে বসবে। কারন মনোযোগ দিয়ে ক্লাস করলে, যে কেও এই দুইটা ক্লাস থেকেই ভালো কিছু করতে পারবে ইংরেজি বিষয়ে, ইনশাআল্লাহ।

🚩 বন্ধুদের কে মেনশন করে জানিয়ে দাও গুরুত্বপূর্ণ বিষয়গুলো। সবাই মিলে একসাথে ক্লাস করবো আজকে ইনশাআল্লাহ।

10/09/2022

বোর্ড বইয়ের অনুশীলনী এতোটা বেশি ইম্পোর্টেন্ট , তা অনেক শিক্ষার্থীই বুঝে না । অথচ বোর্ড বইয়ের অনুশীলনী থেকে প্রায় হুবুহু প্রশ্ন তুলে দেওয়ার রেকর্ড আছে বোর্ড এক্সামে । এমনকি ঢাকা বোর্ডে ২৫টির মধ্যে ১০টির মতো প্রশ্ন বোর্ড বইয়ের অনুশীলনী থেকেই তুলে দিয়েছে ২০২০সালে পদার্থবিজ্ঞানে । উদাহরণ হিসেবে আমরা এই ঢাকা বোর্ডের উদাহরণ দিলাম , অন্যান্য সকল বোর্ড সকল বিষয়েই এই তথ্য প্রযোজ্য । বোর্ড বইয়ের অনুশীলনী গুরুত্ব দাও । শুভকামনা ❤️

05/09/2022

প্রিয় শিক্ষার্থী, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের এস.এস.সি পরীক্ষা শুরু হবে।পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য তোমাদের সকলের জ্ঞাতার্থে নিম্নে উল্লেখ করা হল। ১০০ নম্বরের পরিবর্তে পরীক্ষা হবে ৪৫, ৫৫ এবং ৫০ নম্বরে।

পরীক্ষা হবে না যে বিষয়গুলো-
★তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বিজ্ঞান
★বাংলাদেশ ও বিশ্বপরিচয়
★ধর্ম ও নৈতিক শিক্ষা

৪৫ নম্বরে যে সকল বিষয়ে পরীক্ষা হবে-
★পদার্থবিজ্ঞান
★রসায়ন
★জীববিজ্ঞান
★উচ্চতর গণিত
★গার্হস্থ্য বিজ্ঞান

৫৫ নম্বরে যে সকল বিষয়ে পরীক্ষা হবে-
★বাংলা প্রথম পত্র
★বাংলা দ্বিতীয় পত্র
★গণিত
★পৌরনীতি
★অর্থনীতি
★ইতিহাস
★ভূগোল
★হিসাব বিজ্ঞান
★ব্যবসায় উদ্যোগ
★ফিন্যান্স ও ব্যাংকিং

৫০ নম্বরের যে সকল বিষয়ে পরীক্ষা হবে-
★ইংরেজি প্রথম পত্র
★ইংরেজি দ্বিতীয় পত্র

৪৫ নম্বরের মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড-
A+ ৩৬ নম্বর,
A ৩১.৫ নম্বর,
A- ২৭ নম্বর,
B ২২.৫ নম্বর,
C ১৮ নম্বর,
D ১৫ নম্বর পেতে হবে

৫০ নম্বরের মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড-
A+ ৪০ নম্বর,
A ৩৫ নম্বর,
A- ৩০ নম্বর,
B ২৫ নম্বর,
C ২০ নম্বর,
D ১৬ নম্বর পেতে হবে।

৫৫ নম্বরের মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড-
A+ ৪৪ নম্বর,
A ৩৮.৫ নম্বর,
A- ৩৩ নম্বর,
B ২৭.৫ নম্বর,
C ২২ নম্বর,
D ১৯ নম্বর পেতে হবে।

সেই সাথে ...দোয়া ও শুভকামনা রইলো প্রিয় এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য। তোমরা তোমাদের বাবা,মা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে এটাই প্রত্যাশা।

05/09/2022

শেষ মূহূর্তের প্রিপারেশনে এখন বায়োলজি কিছু পড়ার সময়ে যেভাবে পড়বেঃ

#গুরুত্বপূর্ণ টপিকগুলো নীল কালি দিয়ে মার্ক করে নাও যাতে পরীক্ষার আগের রাতে সহজে চোখে পড়ে । যেই শব্দটি নৈর্ব্যক্তিক অংশের জন্য দরকারী মনে হবে একটা গোল দাগ দিয়ে রাখতে পারো । এতে বুঝাচ্ছে ওটা Objective এর O । আবার repeat , R দিয়ে রাখতে পারো । মানে এই লাইনটা পড়া শেষে আবার দেখো । এরকম করে বিভিন্ন সিম্বল দিয়ে রাখতে পারো । পরীক্ষার আগের দিন পড়তে অনেক সুবিধা হবে । এটা যেকোনো বিষয়ের ক্ষেত্রেই প্রযোজ্য ।

#ছক,বৈশিষ্ট্য গুলো ভালো করে পড় কিংবা পার্থক্যগুলো ভালো করে পড়ে রাখতে হবে। এগুলোর নাম্বার অংকের মত পাওয়া যায় । সহজেই নম্বর তোলার পদ্ধতি এটা । আর ২টা বৈশিষ্ট্যর প্যারা মনে রাখার থেকেও তাদের পার্থক্য করে মনে রাখো । অনেক জলদি মনে থাকবে দেখো !

#বড় অধ্যায়গুলো পড়ার কথা মনে করলেই খারাপ লাগে। যে অধ্যায় তোমার বড় লাগে তা প্রথমে ৩ ভাগ করে নাও। ১ম ভাগ,২য় ভাগ,৩য় ভাগ পড়া শেষে ৫ মিনিট বিরতি নাও। এখন অধ্যায়টির শেষ থেকে শুরু করো। প্রথমে ৩য় ভাগ,২য় ভাগ, তারপর ১ম ভাগ পড়ো। এতে তোমার ব্রেইন প্রতি ভাগে সমান মনোযোগ দিবে। কোনো চ্যাপ্টারের প্রথম কয়েক পেইজ ভালো পড়া থাকে, কিন্তু শেষের দিকে পড়ায় মনোযোগ থাকেনা,এসব চ্যাপ্টার এভাবে পড়া খুব কার্যকরী।

#তোমার বাসার দেওয়ালটা কাজে লাগাও । যেই টপিক একদমি মনে থাকছে না , একটা কাগজে লিখে দেওয়ালে টাঙ্গিয়ে দাও । এতে করে ওই পড়াটা সারাদিন এ চোখে পড়বে । দেখবা মনে থাকবে ইনশাআল্লাহ ।

কোনো কিছুই না বুঝে মুখস্থ করার না। তাই টপিকগুলো বুঝতে চেষ্টা করো এবং বারবার রিভিশন দাও। তুমি তোমার কনসেপ্ট থেকে গুছিয়ে লিখতে পারলেই ভালো নাম্বার পাবে ইনশাআল্লাহ। সংজ্ঞাগুলো বইয়ের মত লিখতে চেষ্টা করবে কারণ বায়োলজিতে সংজ্ঞাটা সঠিক হওয়া খুব গুরুত্বপূর্ণ। সবার জন্য শুভ কামনা ❤️

05/09/2022

SSC'22 পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১ঘণ্টা পিছিয়ে ১১টায় অনুষ্ঠিত হবে । যানজট বিবেচনায় পরীক্ষা শুরুর সময় ১ ঘণ্টা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

05/09/2022

আগামী ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষার আইন শৃঙ্খলাসহ নানা তথ্য জানাতে আজ সোমবার সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার এসএসসি পরীক্ষা নিয়ে গঠিত জাতীয় মনিটরিং ও আইন শঙ্খলা কমিটির সভার আয়োজন করা হয়েছে। সকালে এ সভা শেষে দুপুর ১২টা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।রোববার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ সোমবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত থাকবেন।

04/09/2022

এসএসসি-২২ পরীক্ষার তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নেই,পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বরই!

সোর্সঃ বাংলাদেশ জাতীয় শিক্ষাবোর্ড।

03/09/2022

বাংলা প্রথম পত্র... অধ্যায়ভিত্তিক এক্সাম আরো একবার হবে নাকি?🤔🤔

রাজি থাকলে বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও এক্ষুনিই...

03/09/2022

পজিটিভিটি রাখো । এসএসসি তে বোর্ড খাতা ভালোভাবে দেখে না , এরকম অনেক অহেতুক কথাবার্তা ঘুরবে তোমার সামনে । এগুলো স্কিপ করো । সামাজিক বাস্তবতায় এরকম মানুষজন থাকবে , যাদের থেকে অলওয়েজ নেগেটিভিটি পাবে , হতে পারে তারা খুব ভালো করে জানে পরীক্ষায় ভালোভাবেই খাতা দেখে , কিন্তু উল্টো কিছু বলে বিভ্রান্ত করার মজাটা তারা হাতছাড়া করতে চায় না ।

যাহোক , এরকম মন্তব্যে আমরা যেতে চাই না । বরং কিভাবে খাতায় ভালোভাবে প্রেজেন্ট করা যায় , সেদিকটা গাইডলাইনের মাধ্যমে আমরা তোমাদের সহায়তা করতে চাই । আমরা চাই , এই গাইডলাইনগুলো তোমরা গুরুত্ব সহকারে নাও । আমরা বেশ কিছু সৃজনশীল , এট লিস্ট প্রতি বিষয় থেকে একটি সৃজনশীল উত্তর প্রদান পদ্ধতিসহ আলোচনা করবো পেইজে এবং নিটারের গ্রুপে । এতে করে তোমরা প্রেজেন্টেশন সম্পর্কে আইডিয়া পাবে । যাহোক একটা ছোট দিক নিয়ে বলতে চাই ,

১নংপ্রঃউঃ(ক)
১নংপ্রঃউঃ(খ)
এভাবে করে প্রশ্নোত্তরগুলো লিখবে । লিখার পরে আন্ডারলাইন করে নিচে উত্তর দিবে ।

(ক) লিখে উত্তর লিখা শুরু করলে ,
(খ) লিখে আরেকটা উত্তর দিলে ,
(গ) লিখে আবার লিখলে ,
(ঘ) লিখে পরের প্রশ্নের উত্তর দিলে ।
এই নিয়মে পরীক্ষকের কাছে খাতাটা প্রেজেন্টেবল হয় না ।

ভাবো একবার আমরা টানা লিখলেও তো তোমরা পোস্টটা পড়তে অসুবিধা হয় । আমরাও তো লিখার মাঝে গ্যাপ দিই যাতে তোমরা পড়তে সুবিধা হয় । খাতাকে এভাবে সুন্দর করে প্রেজেন্ট করো । বাদ বাকি সৃষ্টিকর্তার করুণার উপর আমরা সবাই নির্ভরশীল , সম্পূর্ণই নির্ভরশীল । সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন ❤️

03/09/2022

বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?

02/09/2022

সবকিছুর মাঝে একটা কথা ভুলে যেও না ।

এসএসসিতে পার্শিয়াল মার্কিং পাওয়াটা কনফার্ম করবে । ফিজিক্সে প্রশ্নে যে ডাটাগুলো আছে সেগুলো লিখবে । পরীক্ষায় শিক্ষার্থীরা অনেকসময় বুঝে না তারা ভুল করছে । পরীক্ষা শেষে যখন সবাই বিভিন্ন যুক্তি উপস্থাপন শুরু করবে , তখন মানসিক প্রশান্তি বা ভুল হলেও প্রকৃতপক্ষে ভালো নম্বর পাওয়া নিশ্চিত করতে এই ডাটাগুলো লিখা খুবই দরকার । আমাদের মতে সিরিয়ালি লিখা যায় ।
উদাহরণস্বরূপ ,

দেওয়া আছে ,
আদিবেগ , u = m/s
শেষবেগ , v = m/s
এভাবে ত্বরণ লিখবে , বাকি ডাটা লিখবে ।
আমরা জানি , v = u +at
তারপরে বাকি ক্যালকুলেশন ।

এভাবে লিখলে সুবিধা হচ্ছে , যদি কোনো কারণে কাটাকাটি করতে হয় বা শেষ দিকে রিভিশনের সময় বা অন্য সময় কোনো ভুল মনে পড়ে বা লিখতে হয় , তাহলে ইডিট করার জন্য এনাফ স্পেস থাকে । আর যদি প্রদত্ত ডাটা ডান পাশে লিখে মাঝে একটা কলাম টেনে বামে সূত্র ও বাকি ক্যালকুলেশন লিখো , তাও হয় , সমস্যা নাই , তবে ভুল হলে ইডিট করার মতো ইনাফ স্পেস থাকে না ।কাটাকাটি হলে পুরো হিজিবিজি হয়ে যায় ।

পোস্টে বার্তা দুইটি ,
১। ডাটাগুলো সব লিখবে । এতে করে যেকোনো ভুলেও বড় ধরণের নম্বর মাইনাস হবে না , বরং পার্শিয়াল মার্কিং কিছু পাবে ।
২। কাটাকাটি করে হিজিবিজি করার থেকে রক্ষা পেতে সিরিয়ালি ডাটাগুলো লিখবে ।
তোমার সফলতার প্রত্যাশা রইলো ❤️

Photos from Question Paper's post 02/09/2022

সকলের রেজাল্ট একত্রে দেয়া হলো 👇🏻

01/09/2022

সাধারণ বিভাগের রেজাল্ট, যারা সকল এক্সামে অংশগ্রহণ করেছেন তাদের নিয়ে র‍্যাংকিং করা হয়েছে , বাকিদের রেজাল্ট আগামীকাল দেওয়া হবে ইনশাআল্লাহ।

কে কত হয়েছেন? কমেন্টে জানান....

01/09/2022

সাইন্স বিভাগের রেজাল্ট, যারা সকল এক্সামে অংশগ্রহণ করেছেন তাদের নিয়ে র‍্যাংকিং করা হয়েছে , বাকিদের রেজাল্ট আগামীকাল দেওয়া হবে ইনশাআল্লাহ।

কে কত হয়েছেন? কমেন্টে জানান....

01/09/2022

বিজ্ঞানের আসল বিষয় কোনটি?

31/08/2022

সাইন্স বিভাগে প্রথম হবেন কে?

মুক্তাদির হোসাইন / সামিয়া হক অর্পা /
তাসনিম ফেরদৌস / জান্নাতুন নাঈম নাকি অন্য কেউ?

প্রেডিকশন 🧐😊

31/08/2022

পরীক্ষায় আর কেউ অংশ নিতে পারবেন না,মাত্রই সকল প্রশ্ন ইনএক্টিভ করে দেওয়া হয়েছে।
পহেলা সেপ্টেম্বর অথবা দোসরা সেপ্টেম্বর ফলাফল
প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

30/08/2022

✅এসএসসি ২০২২ এমসিকিউ তে ভালো করার টেকনিক.......

➡️প্রথমত ৩০ টা বা ২৫ টা এমসিকিউ থেকে ১৫ টা দিতে হবে,এজন্য বিচক্ষণ ও কৌশলী হতে হবে।

➡️৩০ টা এমসিকিউ বা ২৫ টা এমসিকিউ তে ৮,৯ টা তু জ্ঞানমূলক প্রশ্ন আসে,যা বই থেকে হুবহু আসে এজন্য টেক্সট বইটা ভালো করে পড়োন।

➡️বিশেষ সূত্র, সংজ্ঞা, একক,গুরুত্বপূর্ণ সাল,গুরুত্বপূর্ণ টপিক খাতায় লিখে পড়ার চেষ্টা করোন।

➡️এমসিকিউ র জন্য যে কোন বিষয়ের কোনো অধ্যায় বাদ দিয়ে পড়া বোকামি।তাই সবগুলো অধ্যায় পড়ার চেষ্টা করোন।

➡️বিগত সালের প্রশ্ন গুলো পড়েন
➡️বেশি বেশি মডেল টেস্ট অনুশীলন করোন।
➡️যে কোনো সাজেশন ফলোউ করতে পারেন।

➡️সর্বপরি আপনাকে সঠিক সময়ে সঠিক ব্যবহার,প্রশ্ন বাছাই করার ক্ষমতা, বেশি টেক্সট বই পড়া, আর গাইডলাইন আপনাকে এমসিকিউ তে ভালো করার জন্য এগিয়ে রাখবে।
দোয়া ও শুভকামনা 🥰

লেখাঃ হাবিবুর রহমান সজীব স্যার
সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান
(রসায়ন)

29/08/2022

আজকে ফাইনাল মডেল টেস্টের সর্বশেষ এক্সাম, আমাদের সাথে যারা এতদিন আছেন তাদের অভিজ্ঞতা কেমন হল??🤔🤔

28/08/2022

⚠️ এসএসসি ২০২২ পরীক্ষার্থীদের শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক গুরুত্বপূর্ণ 14 টি নির্দেশনা নিচে তুলে ধরা হলো:

১.পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে
২.প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে
৩.প্রথমে বহুনির্বাচনি ওপরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষায় মধ্যে কোন বিরোধী থাকবে না বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে 20 মিনিট এবং সৃজনশীল রচনামূলক প্রশ্নের জন্য এক ঘন্টা 40 মিনিট সময় দেওয়া হবে
৪.পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে
সকল শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে নম্বর মূল্যায়ন করে তা কেন্দ্রকে সরবরাহ করতে হবে সংশ্লিষ্ট কেন্দ্রিক নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়ন করে প্রাপ্ত নম্বর বোর্ডে অনলাইনে পূরণ করবে
৫.পরীক্ষায় কোন তাদের নিজ নিজ উত্তরপত্র ওএমআর ফরম এর পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোন অবস্থাতে উত্তরপত্র ভাঁজ করা যাবেনা
৬.পরীক্ষার্থী সৃজনশীল বহুনির্বাচনী অংশ পৃথক ভাবে পাশ করতে হবে
৭.প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্র বর্ণিত বিষয়ে বিশেষ সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কোন অবস্থাতে বিভিন্ন বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না
৮.কোনো পরীক্ষার্থী পরীক্ষা নিজ বিদ্যালয় বা প্রতিষ্ঠার অনুষ্ঠিত হবে না । পরীক্ষার্থী হস্তান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে
৯.পরীক্ষার্থীগণ পরীক্ষার নন প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে
১০.কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না
১১.সৃজনশীল রচনামূলক বহুনির্বাচনী ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর ১২.উপস্থিতির জন্য একটি উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে
১৩.ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে
১৪.পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইন এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে।

🌼 ধন্যবাদ

26/08/2022

জীববিজ্ঞানে অধ্যায় - ০৮ বেশ গুরুত্বপূর্ণ একটা অধ্যায় । কিন্তু এখানে টপ ক্যাটাগরির টপিক কি হতে পারে ? মানে কোথা থেকে মেইনলি প্রশ্ন হয় ?

নিটার সবসময় এনালাইসিস করে পড়ার প্রতি গুরুত্ব দেয় । একটু অ্যানালাইসিস করে পড়লে পরীক্ষায় প্রশ্নগুলো বেশ কমন মনে হয় । আজ আমরা আলোচনা করবো অধ্যায় -৮ রেচন নিয়ে। তুমি বোর্ড প্রশ্ন , টেস্ট প্রশ্ন যাই এনালাইসিস করো , ঘুরে - ফিরে এগুলোই পাবে !

#প্রশ্ন_১ঃ বর্জ্য নিষ্কাশনে বৃক্কের ভূমিকা – এই নিয়ে দেখো চট্টগ্রাম বোর্ড ২০২১ এ প্রশ্ন এসেছে । ২০২০ সালে ঢাকা বোর্ডে, রাজশাহী বোর্ডে, ২০১৯ এবং ২০১৭ সালে রাজশাহী বোর্ডে প্রশ্ন এসেছে। ব্যাপারটা এমন , ২০২২ সালেও আসবে , দেখা যাক কোন বোর্ডে আসে ! তার আগে দেখো তুমি এই টপিক ভালোভাবে পড়েছো কিনা !

#প্রশ্ন_২ঃ নেফ্রন অর্থাৎ বৃক্কের কার্যকরী এককের চিহ্নিত চিত্রঃ এই প্রশ্নটি আসুক বা না আসুক তুমি যদি নেফ্রনের ভূমিকায় নেফ্রনের চিত্র আকো তবে সেখানে তুমি ফুল মার্ক্স পেতে পারো। আমাদের কাছে এই টপিক অনেকটা ম্যাথের মতো লাগে , হলেই পূর্ণ নম্বর ! দেখো, ২০২০ এ ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ডে আবার, চট্টগ্রাম বোর্ডে ২০১৯ এ, রাজশাহী বোর্ড ও যশোর বোর্ড ২০১৭ তে নেফ্রন তথা বৃক্কের কার্যকরী একক নিয়ে প্রশ্ন এসেছে। এখানে তোমার যদি নেফ্রনের চিত্র ভালো ভাবে জানা থাকে তবে তুমি সহজেই এর গঠনও বর্ণনা করতে পারবে।

#প্রশ্ন_৩ঃ বৃক্ক বিকলঃ এই টপিকটি থেকে যা জানতে হবে তা হলো বৃক্ক কিভাবে বিকল হতে পারে, বৃক্ক বিকল হলে কিভাবে বর্জ্য নিষ্কাশন করা যাবে, বৃক্ক বিকল হলে কি ব্যবস্থা গ্রহণ করা যায় আর বৃক্ক কিভাবে সুস্থ রাখা যায় বা বৃক্ক বিকল হওয়া কিভাবে প্রতিরোধ করা যায়? বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখবে ২০২০ সালে দিনাজপুর বোর্ডে, কুমিল্লা বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে, যশোর বোর্ডে, ২০১৯ এ চট্টগ্রাম বোর্ডে, ঢাকা বোর্ডে ২০১৭ তে প্রশ্ন এসেছে।

এর সাথে বৃক্কে পাথর হওয়া , পাথর হওয়ার লক্ষণ, বৃক্কের গঠন, বৃক্কের কাজ, ডায়ালাইসিস, অসমোরেগুলেশন এই সকল প্রশ্নের উত্তর তুমি জানতে হবে কারণ এই ছোট টপিকগুলো থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসে। যেমন চট্টগ্রাম বোর্ডে ২০১৯, সকল বোর্ডে ২০১৮ সালে অনুধাবনমূলক প্রশ্ন এসেছে বৃক্কের কাজ সম্পর্কে । বৃক্কে পাথর নিয়ে প্রশ্ন এসেছে কুমিল্লা বোর্ড ২০২০ এবং দিনাজপুর বোর্ড ২০১৭ তে।

ঘুরে - ফিরে এগুলো থেকেই আসে , আসবে ইনশাআল্লাহ । তুমি এই টপিকগুলো চর্চায় রাখলে পরীক্ষা সহজ মনে হবে । শুভকামনা ❤️

26/08/2022

এই পর্যন্ত যত এক্সাম হয়েছে এবং সামনে যত এক্সাম হবে সবগুলোর লিংক ৩০ তারিখ দুপুর ১২ টা পর্যন্ত খুলা থাকবে ইনশাআল্লাহ।
যারা রেজিস্ট্রেশন করে কিছু এক্সাম দিতে পারেন নি তারা চাইলে এখনও লিংক খুঁজে এক্সাম দিতে পারবেন।

26/08/2022

বাংলা বর্ণমালায় ফলা কয়টি?

➡️ ৪টি
➡️ ৫টি
➡️ ৬টি
➡️ ৭টি

25/08/2022

Final Model Test -05
Exam: General Math
MCQ: 15 out of 30
Full Marks: 15
Time: 15 minutes

লিংকে ঢুকার পূর্বে নিয়মাবলি পড়ে নিনঃ

☞ Ques Link: 👇

https://quizzory.in/id/63076beb10d23d6d07173527

⚠️ বিশেষ দ্রষ্টব্য ⚠️

✅ লিংকে প্রবেশ করার পর উত্তর দাগানোর সময় অপশন নাম্বারের উপর ক্লিক করতে হবে।
➡️ রাত ১২টা পর্যন্ত এক্সামে অংশ নেওয়া যাবে।
➡️ সকল এক্সাম শেষে একত্রে র‍্যাংকিং সহ রেজাল্ট প্রকাশ করা হবে।
➡️ নাম,রেজিষ্ট্রেশন নং ও গ্রুপ ঠিকভাবে দিন,অন্যথায় এক্সাম বাতিল হবে।
☑️ রেজিস্ট্রেশন নাম্বার না পেলে পেইজে গিয়ে দেখে আসুন অথবা পেইজে মেসেজ দিন।
☑️ ৩০ টি থেকে যেকোনো পনেরোটি দাগাতে হবে,পনেরোটির বেশি দাগালে নাম্বার মাইনাস করা হবে।

Want your school to be the top-listed School/college?

Website