E4C

E4C

Share

Education consultant center

Operating as usual

13/12/2023

“রাইনা”----উঞ্জুরনা শব্দের অর্থ

সাহাবায়ে কিরামগণ যখনই আমাদের প্রান প্রিয় নবী কারিম সাল্লাল্লাহ আল্যহে ওয়ালিহি ওয়াসাল্লাম এর

সামনে উপস্থিত হন এবং যদি কিছু জানার আগ্রহ প্রকাশ করেন, তখন সাহাবায়ে কিরামগণ বলেন-

ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহ আল্যহে ওয়ালিহি ওয়াসাল্লাম “রাইনা”

যার অর্থ হল ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহ আল্যহে ওয়ালিহি ওয়াসাল্লাম আমাদের দিকে কৃপাদৃষ্টি দেন।

এবং “রাইনা” এই একই শব্দের আর এক অর্থ হল রাখাল , যা কাফিররা ব্যাবহার করত।

কারণ কাফিররা বলত তোমরা যদি বলতে পার , আমরা বলব না কেন?

কিন্তু প্রশ্ন হল সাহাবায়ে কিরামগন সম্মানের দৃষ্টিতে ওই শব্দ ব্যাবহার করেন কিন্তু

কাফিররা অন্য অর্থে ব্যাবহার করা শুরু করে দিল।

সাথে সাথে হযরত জিবরাঈল আল্যহিসসালাম এসে উপস্তিত “ আল্লাহর অহি নিয়ে আসলেন-

“হে ইমান্দারগন তুমরা আর “রাইনা” ব্যাবহার করতে পারবে না,এখন থেকে উঞ্জুরনা বলবে-

যদি কেও রাইনা বল তাহলে সে কাফির হয়ে যাবে- জাহান্নাম তার জন্য অবধারিত।

সূরা – আল বাকারা, আয়েত-১০৪

উঞ্জুরনা শব্দের অর্থ ও একই “কৃপাদৃষ্টি” কিন্তু এই শব্দের আর কোনও পতিশব্দ নেই-

তাহলে বুঝেন আল্লহর রাসুল সাল্লাল্লাহ আল্যহে ওয়ালিহি ওয়াসাল্লাম এর শানে শব্দের বেতিক্রম হলে

সয়ং আল্লাহ কুরআনের আয়েত পরিবরতন করে দেন;

কারণ যে সকল শব্দ দারা আমরা একে অপর কে ডাকাডাকি করি সে শব্দ দিয়ে আল্লাহর রাসুল কে ডাকা যাবে না।

11/12/2022
11/12/2022

Change

Photos from E4C's post 08/12/2022
06/12/2022

দেখে নাও কোন কলেজে ভর্তির জন্য নূন্যতম কত GPA লাগবে এবং কোন বিভাগে কত আসন?
আশা করি উপকার হবে।
So, Follow and Share ..
and stay connected

03/12/2022

Answer with your explanation

02/12/2022

প্রশ্নঃ বিজ্ঞান বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'ক' ইউনিটসহ অন্য কোনো ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে?

➡️ যাবে! ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা 'ক' ইউনিটের পাশাপাশি বিভাগ পরিবর্তন করে 'খ' ইউনিটে পরীক্ষা দিতে পারবে

প্রশ্নঃ তাহলে 'ক' এবং 'খ' দুই ইউনিটে দিতে পারবো?

➡️ হ্যাঁ। সেই ক্ষেত্রে 'ক' ইউনিটে পরীক্ষা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত জিপিএ লাগে অইটাই 'খ' ইউনিটের জন্য প্রজোয্য। সর্বশেষ সার্কুলার অনুযায়ী (বিজ্ঞান বিভাগ - SSS+HSC = 8.00, ব্যবসায় ও মানবিকের 7.50)।

প্রশ্নঃ 'ক' ইউনিটে সীট সংখ্যা ১৮৬৫ টি তাহলে 'খ' ইউনিটে কতটি?

➡️ 'খ' ইউনিটে বিজ্ঞান বিভাগের জন্য ৯০৫ টি। সেখানে (আইন, অর্থনীতি, ইংরেজি, ফিন্যান্স, একাউন্টিং ইত্যাদি) বিষয়ে পড়াশোনা করে ভালো ক্যারিয়ার গড়া সম্ভব!!
কিন্তু 'খ' ইউনিটে মানবিকের জন্য যে ১৭৮৮ টি সীট আছে অইগুলা শুধু মানবিকের থাকবে। মানবিকের সীট বিজ্ঞান বিভাগ নিবে না সবার জন্য আলাদা আলাদা সীট বরাদ্দ থাকবে। Commerce এর জন্য ২৬৫ টি।
অতএব,
খ ইউনিটেঃ
-(মানবিক - ১৭৮৮ কিছুটা বাড়তে পারে)।
-(বিজ্ঞান - ৯০৫ টি)।
-(ব্যবসায় - ২৬৫ টি)।

প্রশ্নঃ বিভাগ পরিবর্তন করলে 'খ' ইউনিট পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে?

➡️ বাংলা - ১৫ টি MCQ (বাংলা ১ম এবং ব্যাকরণ), ইংরেজি - ১৫ টি MCQ, সাধারণ জ্ঞান - ৩০ টি MCQ।
লিখিত পরীক্ষায় - ৪০ নম্বর। সার্কুলার দিলে লিখিত পরীক্ষার মান বন্টন বলা যাবে। HSC পরীক্ষার রেজাল্টের ১৫ দিন পরে Circular দেয়।

মোট - ১২০ মার্কস
MCQ - ৬০ (বাংলা - ১৫, ইংরেজি - ১৫, সাধারণ জ্ঞান - ৩০)
লিখিত - ৪০
SSC + HSC (রেজাল্ট) = ২০

প্রশ্নঃ আমি 'ক' ইউনিট এর প্রস্তুতি নিবো নাকি 'খ' ইউনিটের?

➡️ তোমার 'ক' ইউনিটে আত্মবিশ্বাস ভালো থাকলে আমি বলবো অইটার প্রস্তুতি পুরোদমে নিতে। কিন্তু কোথাও যদি মনে হয় HSC পরীক্ষায় আশানুরূপ ফলাফল হবে না অথবা 'ক' ইউনিটের প্রস্তুতি দুর্বল; তারা পাশাপাশি কিংবা একেবারে 'খ' ইউনিটের প্রস্তুতি নিতে পারো। যেটা তোমার লাইফের যুগান্তকারী সিদ্ধান্ত হতে পারে।

প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবো?

➡️ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'খ' ইউনিটে। রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারবা। টপিক সবগুলায় প্রায় একই (বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান)।

প্রশ্নঃ প্রস্তুতি কিভাবে শুরু করবো?

➡️ প্রশ্নব্যাংক পড়তে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' এবং 'ঘ' ইউনিটের। মাথায় রাখবে আগে 'ঘ' ইউনিট ছিলো এবছর নেই। এবছর 'খ' ইউনিটেই সবার পরীক্ষা হবে (বিভাগ পরিবর্তন করে)।

30/11/2022

Watch ->Learn->Share

28/11/2022

S.S.C 2022 পরীক্ষায় উত্তীর্ণ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই !!!

28/11/2022

Congratulations S.S.C EXAMINEES on passing in life's first important exam.

Want your school to be the top-listed School/college?

Telephone