Right Way Kg And High School

Right Way Kg And High School

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Right Way Kg And High School, School, .

Operating as usual

01/03/2024

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।

আপনি কি জানতেন যে, এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন🥰🥰

🔰১ম অংশ:
এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

🔰২য় অংশ:
হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

🔰৩য় অংশ:
কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়‼️

🔰চতুর্থ অংশ:
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরংএবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো।এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল।তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু জনই একসাথে জয়ী হল।

📚এখান থেকে আমরা আসলে কি শিখলাম?

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

আপনি কি এই গল্পটার পুরোটা আগে জানতেন? মজার এই গল্পটি শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিতে পারেন।🥰🥰

- কালেক্টেড

21/02/2024

সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং ১৯৫২সালে শহীদ হওয়া সকল ভাষা শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

07/02/2024
Photos from Right Way Kg And High School's post 28/01/2024

আজ(২৮/০১/২০২৪খ্রি.) চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে রাইটওয়ে কেজি এন্ড হাইস্কুল এর প্রতিযোগিতামূলক কার্যক্রমের সূচনা।

Photos from Right Way Kg And High School's post 06/12/2023

এবার ও রাইটওয়ে কেজি এন্ড হাইস্কুলের ইর্ষনীয় সাফল্য। 😍

ভর্তি চলছে (প্লে-৯ম শ্রেণী)

06/12/2023

প্রিয় শিক্ষার্থীদের অভিনন্দন।

Photos from Right Way Kg And High School's post 15/09/2023

আমাদের গর্ব রাইট ওয়ে কেজি এন্ড হাই স্কুল
বিকাল বেলার প্রাকৃতিক কিছু ছবি❤️❤️❤️❤️

Photos from Right Way Kg And High School's post 05/08/2023

এবারও বিজয়ের হাসি ।
অভিনন্দন রাইটওয়ে কেজি এন্ড হাইস্কুলের শিক্ষার্থীদের।
আজ ছিল হেডওয়ে কেজি এন্ড হাইস্কুলের শিক্ষার্থী বনাম রাইটওয়ে কেজি এন্ড হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল প্রীতি ম্যাচ। রাইটওয়ে স্কুলের শিক্ষার্থীরা ৪-৩ গোলের ব্যবধানে বিজয় লাভ করে।
প্রথমেই রাইটওয়ে স্কুলের শিক্ষার্থীরা ১০ মিনিটের মাথায় ১গোলে এগিয়ে যায়। পরবর্তীতে ১৭ মিনিটে হেডওয়ের শিক্ষার্থীরা সমতায় ফিরে। দ্বিথিয়ার্দের শুরুতে আবারো হেডওয়ে ২য় গোল করে এগিয়ে যায়। রাইটওয়ে স্কুলের শিক্ষার্থীরা পেনাল্টির মাধ্যমে সমতায় ফিরে। পরে টাইব্রেকারে প্রথম ৫ শটে ৩ গোলে সমতায় থাকে দুই দল। পরবর্তী ১ শটের টাইব্রেকারে রাইটওয়ে স্কুলের শিক্ষার্থীরা জয়ের লক্ষ্যে পৌঁছে।
খুবই উপভোগ্য ও উত্তেজনায় পরিপূর্ণ ছিল পুরুটা সময় জোরে। এক কথায় অসাধারণ ছিল খেলাটি।

Photos from Right Way Kg And High School's post 10/03/2023

রাইটওয়ে কেজি এন্ড হাইস্কুলের সিনিয়র শিক্ষিকা জনাবা প্রতিমা রানী দে ম্যাডামের মেয়ে মৌমিতা রানী দে (মিতু) এর বিয়েতে রাইটওয়ে পরিবার । বিয়ের লগ্ন শুরু হয় গতকাল রাত দুই ঘটিকায়। নব দম্পতির নব সংসার সুখী ও সমৃদ্ধময় হোক।

Photos from Right Way Kg And High School's post 20/02/2023

রাইটওয়ে কেজি এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 🥀🌺

Photos from Right Way Kg And High School's post 16/12/2022

১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’।
আমাদের জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন, সেই সব শহীদ বুদ্ধিজীবীগণ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মহান আল্লাহর কাছে তাদের রূহের মাগফিরাত কামনা করছি। যারা দেশ মাতৃকার মুক্তির জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে মুক্ত করেছেন, আমি সে সব মুক্তিযোদ্ধাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

‘মহান বিজয় দিবস’ উপলক্ষ্যে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং দেশবাসীর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

Photos from Right Way Kg And High School's post 11/12/2022

রাইটওয়ে কেজি এন্ড হাই স্কুলের বার্ষিক পরীক্ষা কার্যক্রম চলছে।
এটি একটি ব্যতিক্রমী দিন যখন আমাদের পরিবারের সদস্য, শিক্ষার্থী,, বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনদের মতো আমাদের প্রিয় কাউকে পরীক্ষায় বসতে হয়। একটি পরীক্ষা স্কুলে জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ।

Want your school to be the top-listed School/college?

Website