‘যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, কিন্তু সে তার যাকাত দেয়নি কিয়ামতের দিন তা বিষধর স্বর্পরূপে উপস্থিত হবে এবং তা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সাপটি তার উভয় অধরপ্রান্তে দংশন করবে এবং বলবে, আমিই তোমার ঐ ধন, আমিই তোমরা পুঞ্জিভূত সম্পদ। -সহীহ বুখারী।
জনৈক ব্যক্তি বলেছিলেন, আমাদের দরকার ছিল যাকাতের অংক শেখা। কিন্তু শেখানো হয়েছে সুদের অংক ! তাই আমরা সুদের হিসাব বুঝি, যাকাতের হিসাব বুঝি না।
তাই যাকাতের গুরুত্বপূর্ণ ফরয আদায়ের জন্য কর্তব্য হল এই বিষয়ের শরয়ী মাসআলাগুলোর যথাযথ জ্ঞান লাভ করা। এই উদ্দেশ্যকে সামনে রেখে যাকাতের মৌলিক ও নিত্যপ্রয়োজনীয় মাসায়েল নিয়ে ২১ ও ২২ মার্চ, আয়োজিত হচ্ছে দুইদিন ব্যাপী ফ্রি ওয়েবিনার "যাকাতের মাসায়েল"।
▪দারস প্রদানে :
শাইখ আবদুল্লাহ আল মাহমুদ
মুহতামিম,মারকাযুল উলূম আশ- শারইয়্যাহ ওয়া তারবিয়াতিল মুসলিমীন
📌 আলোচনা হবে রাত ৯.৩০ থেকে। জুমে ও সরাসরি পেইজে আলোচনা হবে। ইলম ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে মেনশন ও শেয়ারের মাধ্যমে সাদাকায়ে জারিয়া লাভ করতে পারেন ইনশা আল্লাহ
https://m.facebook.com/story.php?story_fbid=1396290717847681&id=424150041728425&mibextid=Nif5oz
Let's bloom with Islam
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Let's bloom with Islam, Education Website, .
Operating as usual
বিস্তারিত:
https://m.facebook.com/story.php?story_fbid=670804231510366&id=100057423850537&mibextid=Nif5oz
ডিসেম্বর থেকে বোনদের জন্য সূরা মূলক হিফয প্রোজেক্ট চালু হবে ইনশাআল্লাহ।
বিস্তারিত জানতে পেজে মেসেজ দিন...
আমাদের পথচলা শুরু হোক আসমাউল হুসনা দিয়ে...
আসমাউল হুসনা ১ঃ
১. আল্লাহ
২. আর রহমান
৩. আর রহিম
এই পেজটা খোলার উদ্দেশ্য হলো বিভিন্ন ছোটখাটো কিছু কোর্স যেমন আসমাউল-হুসনা, স্বলাত সহীকরণ, হাদিস প্রোজেক্ট, প্রাইমারী লেভেলের তাজউইদ কারেকশন, প্রাইমারি লেভেলের তিলাওয়াত কারেকশন, আমলী সূরাহ হিফয এগুলো নিয়ে কাজ করা।
মুসলিম হিসেবে আমরা সবাই মিলে জান্নাতে একসাথে ফুটে উঠব ইনশাআল্লাহ...
Let's bloom together with Islam.