ইতিহাসের ঘটনাপঞ্জি
ইতিহাসের জানা -অজানা ঘটনা জানতে এই পেইজে লাইক দিন।

PODO কী?

https://youtu.be/HoBywZDun-M?si=2KWpLrvi8octuV_g
মাহ লাকা বাই: দরবারের আমির, কবিতার চাঁদ | MAH LAQA BAI | LAQA BAI LAQA BAI CHANDA of Mahlaqa Bai Chanda's Hamd #===================হায়দরাবাদের নিজামের দরবারে একমাত্র নারী আমির ছিলেন মাহ লাকা বাই। বলা...

ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ শব্দের ব্যবহার...

ইতিহাস বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ শব্দের ব্যবহার।
🟡 আবিসিনিয়া - ইথিওপিয়া ( পূর্বনাম) রাজধানী আদ্দিস আবাবা।
🟢 স্পেনের পূর্বনাম আন্দালুসিয়া। রাজধানী মাদ্রিদ।
🔴 রেনেসাঁ অর্থ নবজাগরণ বহুকালের অবহেলিত প্রাচীন গ্রিস এবং রােমের কৃষ্টি ও সাহিত্যকে নবজন্ম দান করার জন্য সমগ্র ইউরােপে এক বিরাট সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠে। এ সাংস্কৃতিক আন্দোলন ইউরােপের ইতিহাসে রেনেসাঁ নামে প্রসিদ্ধি লাভ করে। ত্রয়ােদশ শতাব্দীতে ইউরােপে এ আন্দোলনের সূত্রপাত হয়।
✒️ শেখ বিবি কাউছার

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ শব্দ....

মৌলিক গণতন্ত্র || আইয়ুব খান || Basic Democracy || মৌলিক গণতন্ত্র # Basic Democracy ভিডিওটি যাদের জন্য.... 👉 ডিগ্রি ও অনার্স এর সকল বিভাগের জন্য। স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ই...

📜 মাত্র ১৪ বছর বয়সে মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্কের মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্স-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর কাইরান কাজী। স্পেসএক্স-এর 'প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং কিন্তু মজার' সাক্ষাৎকার পর্ব সফলভাবেই উৎরে গিয়েছে কাইরান।
আসুন এবার জেনে আসি তাঁর এতসব বড় কোম্পানিগুলোতে তিনি কী দেখে লোক নিয়োগ দেন? বড় বড় ডিগ্রি নাকি মেধা ও দক্ষতা?
তিনি তাঁর কোম্পানির জন্য প্রকৌশলী নিয়োগ দেওয়ার সময় আগে যাচাই করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একজন চাকরি প্রাপ্তির দক্ষতা কতটুকু। এক্ষেত্রে কোডিং, প্রোগ্রামিং বিষয়ে গুরুত্ব দেন বেশি। তাঁর মতে, “এ কাজের জন্য কোন বড় ডিগ্রি কিংবা পিএইচডির প্রয়োজন নেই। বিখ্যাত কোনো ইউনিভার্সিটি থেকে পাস করেছে মানেই সে সব জানে, তা নয়।”
ইন্টারভিউ বোর্ডে দক্ষ কর্মীর খোঁজে কয়েকটি কমন প্রশ্ন করে থাকেন তিনি। যেমনঃ
👉 কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হলে সমাধানের উপায় কী হতে পারে?
👉 কোম্পানি আপনাকে কেন নিয়োগ দেবে?
👉 আমি কেন আপনার ওপর আস্তা রাখবো?
তিনি এমনভাবে প্রশ্ন করেন যাতে চাকরি প্রত্যাশীরা নিজের সম্পর্কে জানানোর সুযোগ পান।
তবে আরেকটি অবাক করা ব্যাপার হলো, তাঁর কোম্পানিতে কাজ করতে হলে শুধু দক্ষতাই শেষ কথা তা কিন্তু নয়। তাঁর মতে, আচরণও হতে হবে ভালো। যত বড় রকেট বিজ্ঞানীই হোক না কেন, আচরণ খুব রূঢ় – এটা বুঝতে পারলে ইলন তাকে চাকরি দেন না। তিনি মনে করেন সহকর্মীদের মতামতকে গুরুত্ব দেয়া ও পছন্দ করা জরুরি। নয়তো চাকরিতে এসে, মাত্র একজন ব্যক্তির কারণেই জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। এমনকি যাদের সঙ্গে কাজ করা কঠিন, তাদের চাকরিচ্যুত করারও নজির রেখেছেন তিনি।
এই সফল মানুষটার জীবনে যে ব্যর্থতা আসেনি তা কিন্তু নয়। তবে ব্যর্থতা থেকে শিখেছেন অনেক কিছুই। তাই
তরুণদের জন্য তিনি দিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ উপদেশ।
১. যতটুকু সম্ভব পড়াশোনার মধ্যে থাকা।
২. জীবনের স্বপ্নটা হতে হবে বড়।
৩. গোল বা লক্ষ্য সেট করুন।
৪. সবার মতামত গুরুত্বপূর্ণ হবে-তা মনে না করা। আমার অনেক কাজ নিয়ে মানুষ হাসাহাসি করতো কিন্তু আমি সেটাকে গুরুত্ব দেয়নি।
৫. শিডিউল বা সময় অনুসরণ করা। টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। কারণ এটিতে যদি আপনি অনভিজ্ঞ হোন জীবনে উন্নতি করা একেবারে অসম্ভব। বড় বড় মিটিং আর পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন কোন কাজেই আসবে না যদি না সময়কে গুরুত্ব দেয়া না হয়।
৬. ক্রিয়েটিভ চিন্তা করুন। আপনি যদি অন্য আর দশ মানুষের মতো চিন্তা করেন তাহলে জীবনে খুব বেশি পরিবর্তন আপনি লক্ষ্য করবেন না। তাই ছাত্র কিংবা তরুণ অবস্থায় ক্রিয়েটিভ বা ইনোভেটিভ চিন্তা করুন।
৭. মোবাইল ফোনে আপনি এমন সময় ব্যয় করা থেকে বিরত থাকুন যেনো পরবর্তী জীবন ধাপে আপনাকে আফসোস করতে না হয়।
৮. যে কাজটা ভালো লাগে সেটাই করুন। তেমন না হলে কাজে সফল হওয়া কঠিন হয়ে যায়।
আমাদেরও আছে এমন হাজারো মেধাবী তরুণ যাদের হয়তো বড় বড় সার্টিফিকেট বা ডিগ্রি নেই কিন্তু আছে মেধা ও দক্ষতা। যারা একটু পরিশ্রম করলে , উৎসাহ, অনুপ্রেরণা পেলে আর সাহায্যের হাত বাড়িয়ে দিলে তারাও পারে আমাদের দেশের জন্য ভালো কিছু করে দেখাতে।
✒️ শেখ বিবি কাউছার

🏝️🏝️ চট্টগ্রাম ওয়ার সিমেট্রি
------------------------------
চট্টগ্রাম শহরের মেহেদীবাগে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দক্ষিণ এশিয়া অঞ্চলে নিহত সৈনিকদের সমাধিস্থল। যা কমনওয়েলথ ওয়ার সিমেন্ট্র নামে পরিচিত। প্রবেশ পথেই উৎকীর্ণ আছে এ এলাকায় সংঘটিত যুদ্ধে নিহত সৈনিক ও নাবিকদের সংক্ষিপ্ত পরিচিতি। এছাড়াও সমাধি ক্ষেত্রে সারিবদ্ধ ৭৫৫ টি সমাধিতে ছোট ছোট ফলকে লেখা আছে নিহত সৈনিকদের নাম, পদবি, বয়স, নিহত হওয়ার তারিখ ও অন্যান্য তথ্য। সাত একর জমির উপর প্রতিষ্ঠিত এ সমাধি ক্ষেত্রে তৎকালীন ভারতবর্ষের ২১৪ সহ যুক্তরাজ্যের ৩৭৫ জন কানাডার ২৫ জন, অস্ট্রেলিয়ার ০৯ জন, নিউজিল্যান্ডের ০২ জন মায়ানমারের ০২ জন, নেদারল্যান্ডসের ০১ জন, আফ্রিকার ১০১জন, যুক্তরাষ্ট্রের ১জন ও জাপানের ১৯ জনের সমাধি রয়েছে। দেশ বিদেশ থেকে অনেকই এটি পরিদর্শনে আসেন।
দর্শনার্থীদের জন্য সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ১২টা এবং বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। চট্টগ্রামের বাইরে থেকে যারা আসেন তারা চাইলে স্বল্প খরচে সুন্দর ও পরিচ্ছন্ন সমাধিস্থলটি দেখে আসতে পারেন। ভেতরে ঢুকতেই আপনার মনে হবে বিদেশের কোন একটা জায়গায় এসে পরলাম! শিশুদের নিয়ে দেখার মতোন একটা জায়গা এই ওয়ার সিমেট্রি।
ভালো লাগবে।
✒️ শেখ বিবি কাউছার

এ যেন প্লাস্টিকের সাথেই আমাদের বসবাস - দৈনিক আজাদী এ বছর বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হল ‘Solutions to Plastic Pollution’ বা প্লাস্টিক দূষণ এড়ানো। প্লাস্টিক মাটির সাথে সহজ....

ইসমাইল আল জাজারি রোবট শিল্পের জনক মধ্যযুগের একজন মুসলিম প্রযুক্তিবিদ | দৈনিক পূর্বদেশ ইসমাইল আল জাজারি রোবট শিল্পের জনক মধ্যযুগের একজন মুসলিম প্রযুক্তিবিদ শনিবার , ২০ মে, ২০২৩ 17 শেখ বিবি কাউছার সা¤প্র.....
https://www.facebook.com/profile.php?id=100092024270745&mibextid=ZbWKwL
সুফি কথা সুফি কথা পেইজটিতে সুফি ও মুসলিম মনিষীদের পবিত্র বাণী, কাহিনী ও পবিত্র কর্ম সম্পর্কে জানতে পারবে

ভারতবর্ষে প্রথম মুসলিম রাজা পেরুমল ও তার হাতে গড়া মসজিদ - দৈনিক আজাদী মহান আল্লাহ রাব্বুল আলামিন মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন মানুষকে হেদায়েতের জন্য। তিন.....