RDHS- প্রাক্তন ছাত্র সম্মিলন

RDHS- প্রাক্তন ছাত্র সম্মিলন

Share

স্কুল আমাদের আরেক মা

Operating as usual

05/09/2022
27/08/2022

রাজাপুর দক্ষিণবাড়ী হাইস্কুল(উঃমাঃ) -এর ভূমিদাতার নামে স্মৃতি উদ্যান এবং ভূমিদাতা ও প্রধান শিক্ষক মহাশয়ের আবক্ষ মূর্তি নির্মাণ-এর জন্য বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে সবার আন্তরিক উৎসাহ ও আর্থিক সাহায্য প্রার্থনা করছি।

আগামী ৫ ই সেপ্টেম্বর ২০২২ এই শুভ অনুষ্ঠান হবে।

21/10/2021

সুধী
সবাইকে আমার শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই। তোমাদের সবার
ভালো হোক এই শুভ কামনা করি।
আমাদের কিছু কাজ একটু করে দায়িত্ব নিতে হবে। এটা আমার মনে হয় তাই বলছি।
১) আগামী ২০২২ সালের ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন
ভূমি দাতা এবং হেড স্যার এর আবক্ষ মূর্তি স্থাপন করা হবে।
২)এই দিন স্বপ্নের ফেরিওয়ালা নামক বার্ষিক পত্রিকা প্রকাশিত হবে।
৩) এদিন রক্তদান শিবির করতে হবে।
৪)এদিন বৃক্ষ রোপণ উৎসব হবে।

এ ব্যাপারে তোমরা সবাই আলোচনা করে নাও।

পত্রিকায় তোমরা অতি দ্রুত লেখা জমা দাও।
আমি ছাপাখানায় লেখা জমা দিয়ে দেবো।
তোমরা কি ভাবলে জানিও।
এটা নিয়ে সবাই আলোচনা করে নাও।
সবাই ভালো থেকো। নিজেদের ব্যস্ত জীবনের মধ্য থেকে একটু এ ব্যাপারে সময় দিও।

Photos from RDHS- প্রাক্তন ছাত্র সম্মিলন's post 27/09/2021

কাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এর ২০০২ তম জন্মদিন উপলক্ষ্যে আমাদের সামান্য অনুষ্ঠান ও বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য পদযাত্রা,,

02/03/2021

সকলকে আসার জন্য আমন্ত্রণ জানাই।

Want your school to be the top-listed School/college?

Videos (show all)

Telephone

Website