রোকনুজ্জামান খান ১৯৬২ সালে রচনা করেন ছড়াটি। ১৯৬৮ সালে বাংলা আকাদেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে। ১৯৯৯ সালে মারা যান তিনি।
সেই ৫২ লাইনের আসল ছড়াটা এইরকম -
টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।
সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।
উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।
সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।
উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।
চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।
বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বাড়ি
নিজের মাথায় মারে।
শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।
মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে।
গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম।
46th BCS preparation
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 46th BCS preparation, Education, .
★★★★আপনি কোন গর্বিত জেলার★★★★
১। চাঁদপুর - ইলিশ।
২। কক্সবাজার - মিষ্টিপান।
৩। কিশোরগঞ্জ - বালিশ মিষ্টি, নকশি, পিঠা।
৪। কুমিল্লা - রসমালাই, খদ্দর (খাদী)।
৫। কুষ্টিয়া - তিলের খাজা, কুলফি, আইসক্রিম।
৬। খাগড়াছড়ি - হলুদ।
৭। খুলনা - সন্দেশ, নারিকেল, গলদা, চিংড়ি।
৮। গাইবান্ধা - রসমঞ্জরী।
৯। গাজীপুর - কাঁঠাল, পেয়ারা।
১০। গোপালগঞ্জ -বাদাম।
১১। চট্রগ্রাম - মেজবান, শুটকি।
১২। পিরোজপুর - পেয়ারা, ডাব, আমড়া।
১৩। চাঁপাইনবাবগঞ্জ - আম,
১৪। শিবগঞ্জের - চমচম, কলাইয়ের রুটি।
১৫। চুয়াডাঙ্গা - পান, ভুট্টা।
১৬। জামালপুর - ছানার পোলাও, ছানার পায়েস।
১৭। ঝালকাঠী - লবন, আটা।
১৮। ঝিনাইদাহ - হরি ও ম্যানেজারের ধান।
১৯। টাঙ্গাইল - চমচম।
২০। ঠাকুরগাঁও - সূর্য্যপুরী আম।
২১। দিনাজপুর - লিচু, পাপড়, চিড়া, শীদল।
২২। ঢাকা - বাকরখানি, হাজীর/নান্নার, বিরিয়ানী।
২৩। নওগাঁ - প্যারা সন্দেশ, চাল।
২৪। নরসিংদী - সাগর কলা।
২৫। নড়াইল - পেড়ো সন্দেশ,খেজুর গুড়,খেজুর রস।
২৬। নাটোর - কাঁচাগোল্লা।
২৭। নেত্রকোনা - বালিশ মিষ্টি।
২৮। নীলফামারী - ডোমারের সন্দেশ।
২৯। নোয়াখালী - নারকেল নাড়ু়, ম্যাড়া পিঠা।
৩০। পাবনা - প্যারডাইসের প্যারা, সন্দেশ, ঘি।
৩১। ফরিদপুর - খেজুরের গুড়,পাট।
৩২। ফেনী - মহিশের দুধের ঘি, খন্ডলের মিষ্টি।
৩৩। বগুড়া - দই, কটকটি।
৩৪। বরিশাল - আমড়া।
৩৫। বাগেরহাট - চিংড়ি, সুপারি।
৩৬। বান্দরবন - হিল জুস।
৩৭। ব্রাহ্মণবাড়িয়া-তালের বড়া,ছানামুখী,রসমালাই।
৩৮। ভোলা - মহিষের দুধের দই, নারিকেল।
৩৯। ময়মনসিংহ - মুক্তা গাছার মন্ডা।
৪০। মাগুরা - রসমালাই।
৪১। মাদারীপুর - খেজুর গুড়, রসগোল্লা।
৪২। মানিকগঞ্জ - খেজুর গুড়।
৪৩। মুন্সীগঞ্জ -ভাগ্যকুলের মিষ্টি।
৪৪। মেহেরপুর - মিষ্টি সাবিত্রি, রসকদম্ব।
৪৫। সাতক্ষীরা - সন্দেশ।
৪৬। যশোর - খই, খেজুর গুড়, জামতলার মিষ্টি।
৪৭। রংপুর - আখ (ইক্ষু)।
৪৮। সিরাজগঞ্জ - পানিতোয়া, ধানসিড়িঁর দই।
৪৯। রাজবাড়ী - চমচম, খেজুরের গুড়।
৫০। সিলেট - সাতকড়ার আচার,কমলালেবু পাঁলেয়া।
৫১। লক্ষ্মীপুর - সুপারি।
৫২। শেরপুর - ছানার, পায়েস, ছানার চপ।
৫৩।রাজশাহী - আম, তিলের খাজা, বিরেন দার সিংগারা,সিল্ক।
৫৪। মৌলভীবাজার - ম্যানেজার স্টোরের চ্যাপ্টা রসগোল্লা।
৫৫। রাঙ্গামাটি - আনারস, কাঠাল, কলা, জুম, রেস্তোরার বাশেঁর তৈরি খাবার
Translate it
পদ্মা সেতু ভূপেন হাজারীকা সেতুর চেয়ে উত্তম।