ভর্তি চলছে ভর্তি চলছে
আবির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে।
আপনার সন্তানকে নিয়ে চলে আসুন।
আবির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,সোনাইমুড়ী নোয়াখালী।
আবির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
its only an educational page.
Operating as usual
স্যারের সুস্থতা কামনা করি।
আপনার সন্তানকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করান
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৩ সালের ছুটির তালিকা।
আজ 29/11/2022 আবির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ মা/অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের কিছু স্থির চিত্র।
জরুরি ঘোষণা
এত দ্বারা বিদ্যালয়ের সকল অভিভাবকদের জানানো যাচ্ছে যে,
উপবৃত্তির নতুন সার্ভারে বাবা মার আইডি কার্ডের এবং শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন কার্ডের তথ্য বাধ্যতামূলক করা হয়েছে। সকল অভিভাবকদের অনুরোধ করছি আপনারা আগামীকালকেই দুইজনের এন আইডি কার্ড এবং সন্তানের জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি বিদ্যালয়ে জমা দিন(যদি ভর্তির সময় জমা দিয়ে না থাকেন)। নতুবা উপবৃত্তি সুবিধা থেকে বঞ্চিত হবেন।
নোয়াখালী জেলা থিম সং- "তার নাম নোয়াখালী"
সার্বিক তত্ত্বাবধানেঃ দেওয়ান মাহবুবুর রহমান
জেলা প্রশাসক, নোয়াখালী
গীতিকারঃ ইসরাত সাদমীন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),নোয়াখালী
সুরকারঃ বেলাল খান
শিল্পীঃ বেলাল খান, রাজিব, অবন্তী সিঁথি, ঈশিকা
সাব-টাইটেলঃ বিষ্ণুপদ রায়
সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ভিডিও নির্মাণঃ মো: রাশেদ রানা
সার্বিক ব্যবস্থাপনায়-
জেলা প্রশাসন, নোয়াখালী।
#নোয়াখালী
#থিমসংনোয়াখালী
আমিশাপাড়া ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা শিক্ষা অফিসার জনাব ইমরান হোসেন ইউআরসি ইন্সট্রাক্টর জনাব মোস্তফা কামাল এবং উপজেলা সহকারি শিক্ষা অফিসার জনাব রতন চন্দ্র মজুমদার। স্যারদের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন আবির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মিম (দৌড় প্রতিযোগিতায় প্রথম)ও আবদুল্লাহ শাহরিয়ার (ছড়া প্রতিযোগিতায় দ্বিতীয়)। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় দুটিতে প্রথমস্থান সহ মোট সাতটি পুরষ্কার লাভ করে।
একটি ঘোষনা
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১ -০৫-২০২২ ইং, (রোজ শনিবার)সকাল 10.30 টায় আবির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাকপ্রাথমিক শেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মা/ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত সমাবেশে শিক্ষার্থীদের মা/অভিভাবকগণ বিশেষভাবে আমন্ত্রিত।
অনুরোধক্রমে
প্রধান শিক্ষক
আবির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ঈদ মোবারক🌙
চৌমহনী বাজারে ভয়াবহ আগুন। আল্লাহ্ তুমি হেফাজত কর।
বিশেষ বিজ্ঞপ্তি :
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ২ মার্চ বুধবার থেকে প্রাক- প্রাথমিক শ্রেণি ছাড়া সকল শ্রেণির পাঠদান নিয়মিত চলবে। সম্মানিত অভিভাবকদের শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।