বাংলা Net / Set / Ret / Tet / SSC - সৃজন একাডেমি

বাংলা Net / Set / Ret / Tet / SSC - সৃজন একাডেমি

It's a group. Our effort is primarily aimed at the net set. Moreover we prepare students for RET TET

Operating as usual

23/04/2022
13/03/2022

শুদ্ধ/ অশুদ্ধ নির্বাচন করুন.....
১) 'লাল্লু ' শব্দের অর্থ লাল ঘোড়া
২) 'ঔজার ' মানে হাতিয়ার
৩) 'চৌপট ' মানে বুদ্ধিমান
৪) 'সুই' মানে কলেরার টিকা

A) শু - অ - শু - অ
B) অ - শু - অ - শু
C) শু - অ - শু - শু
D) শু - শু - অ - শু

22/02/2022

★ ক্রম সাজাও-
১.জীবন দেবতা
২.গৃহশত্রু
৩.নারীর দান
৪.দিনের শেষে

21/02/2022

সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো NET/ SET ইত্যাদি সংক্রান্ত গ্রুপ আছে। কিন্তু হঠাৎ করে আমরা এই গ্রুপটি কেনো খুললাম ? এর অনেকগুলো কারন রয়েছে...
১) আমাদের মূল লক্ষ্য সকলের সফলতা কামনা। কিন্তু এই সফলতা প্রাপ্তির পেছনে রয়েছে নিরলস অধ্যবসায় এবং সঠিক মানুষের সঠিক পথ নির্দেশনা। আমরা চেষ্টা করবো সকলকে সেই সঠিক পথ নির্দেশ করার। সেটা যে কোনো ভাবেই হতে পারে।
২) এই গ্রুপে আমরা NET এর সিলেবাসের সমস্ত বইয়ের pdf আস্তে আস্তে দেবার চেষ্টা করবো। এছাড়া শুধু মাত্র NET নয় , সাহিত্যের যেকোন বইয়ের pdf যে কেউ এই গ্রুপে আপলোড করতে পারে।
৩)আমরা প্রয়োজন মতো বিভিন্ন সময়ে নোটস দিয়েও সাহায্য করবো আমাদের গ্রুপের সদস্যদের।
৪) বাংলা সাহিত্য সংক্রান্ত একটি সার্বিক আলোচনার প্লাটফর্ম গড়ে তোলার লক্ষ্য আমাদের অন্যতম প্রয়াস।
৫) এই গ্রুপের প্রত্যেক সদস্য তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারেন।

আমরা আশাবাদী এই গ্রুপের কোনো অ্যাক্টিভ সদস্যকে আমরা নিরাশ হতে দেবো না। সকলে এই গ্রুপটিকে নিজের করে নিন। নিজস্ব মতামত প্রকাশ করুন। এবং গ্রুপটিকে আরো ভালোভাবে বেশি মানুষের কাছে পৌঁছে দিন যাতে সকলের উপকার করা যায়।

21/02/2022

'এই নব মূল্যায়নের ধাক্কা বাংলা দেশে এসে পৌঁছেছে দ্বিতীয় মহাযুদ্ধের পর'
- ১) শু/অ?
২) কোন প্রবন্ধের লাইন?

Want your school to be the top-listed School/college?

Website