#संस्कृतसप्ताहम् उपलक्ष्य मित्रेभ्यः शुभकामनाः!
Sanskrit TV
नमस्ते! Sanskrit TV is a YouTube Channel. This Channel is all about The Great Scientific Sanskrit Language ......
Operating as usual
#সংস্কৃত_সপ্তাহের শুভেচ্ছা! 🥰
स्वाधीनतादिनस्य शुभकामनाः!
2024
15th August
#गुरुपूर्णिमाम् (आषाढमासः/शुक्लपक्षः/पूर्णिमातिथिः) उपलक्ष्य मित्रेभ्यः शुभकामनाः!
😊
#रथयात्रा , 2024 🥰
#मम नगरं माथाभाङ्गा || जयतु जगन्नाथः! 🙏
#জয়_জগন্নাথ! 🙏
#প্রিয়মিত্রেভ্যঃ রথযাত্রায়াঃ শুভকামনাঃ! 😊
|| With Subtitles|| Interview || Dr. KAKALI GHOSH || Jadavpur University 👇
On YouTube.com/SanskritTv
😊 Please visit🙏
LEARN SANSKRIT WITH SUBTITLES👇👇👇
(New video)
New video published 😊
Channel link👉 YouTube.com/sanskrittv
Please visit 🙏😊
|| যোগঃ কর্মসু কৌশলম্ ||
বিশ্ব যোগ দিবস উপলক্ষ্যে সকলের সুস্বাস্থ্য কামনা করছি...😊
#संस्कृत_सम्भाषण_शिबिरम् || 03/06/24
#আজকে ছিল শেষ দিন। আনন্দচন্দ্র বি.এড. কলেজে (জলপাইগুড়ি) অনুষ্ঠিত #সংস্কৃত_সম্ভাষণ_শিবিরের শেষ দিনে শিবেরের শিক্ষার্থীরা করলেন নাটক, গান, নৃত্য ইত্যাদি। সবটাই হলো সংস্কৃতে। শিবিরের শিক্ষিকা ছিলেন তাপসী মণ্ডল মহাশয়া (মালদা)। অংশগ্রহণ করেছিলেন সাধারণ নাগরিকবৃন্দ। 👏🥰
(লিখুন। অভ্যাস হবে।) ৩১/৫/২৪
#নৃসিংহ_জয়ন্তী (22/05/24)
(বৈশাখ:শুক্লপক্ষ চতুর্দশী তিথি)
#কবি_জয়দেব লিখলেন,
তব কর-কমল-বরে নখমদ্ভুত-শৃঙ্গং
দলিত-হিরণ্যকশিপু-তনু-ভৃঙ্গম্।
কেশব! ধৃত-নরহরি-রূপ!
জয় জগদীশ হরে!।।
( #পুরাকালে ব্রহ্মার বলে বলীয়ান হিরণ্যকশিপুর অত্যাচারে একবার পৃথিবী অতিষ্ঠ হয়ে উঠেছিল। কেউ তাকে পরাজিত করতে পারছিলেন না। সে ছিল অত্যন্ত বিষ্ণুবিদ্বেষী। কিন্তু পিতা হিরণ্যকশিপুর বিপরীতে পুত্র প্রহ্লাদ ছিলেন অত্যন্ত বিষ্ণুভক্ত।
তাই হিরণ্যকশিপু পুত্রকেও ঘৃণা করতে লাগলেন। হত্যা করতে চাইলেন অনেকবার। কিন্তু বিফল হলেন। হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে বললেন — "কোথায় আছে তোর আরাধ্য বিষ্ণু?" উত্তরে প্রহ্লাদ বললেন, "সর্বত্র বিরাজতে জগদীশঃ বিষ্ণুঃ।" অর্থাৎ সর্বত্রই বিরাজমান জগদীশ্বর শ্রীবিষ্ণু।
এরপর ক্রুদ্ধ হিরণ্যকশিপু সামনেই থাকা একটি স্তম্ভ দেখিয়ে হাসতে হাসতে বললেন, "তাহলে এখানেও আছে তোর বিষ্ণু?" "হ্যাঁ... তিনি সর্বত্রই আছেন" — ভক্তিপরায়ণ প্রহ্লাদ নির্ভয়ে উত্তর দিলেন। উত্তর পাওয়ামাত্রই বিষ্ণুবিদ্বেষী অত্যাচারী হিরণ্যকশিপু সেই স্তম্ভে পদাঘাত করলেন। পদাঘাত মাত্রই সেই স্তম্ভ থেকে বেরিয়ে এলেন নরসিংহ অবতারে শ্রীবিষ্ণু। এবং হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করলেন।
#সত্যযুগে শ্রীবিষ্ণু নৃসিংহরূপে আবির্ভূত হয়েছিলেন। )
is celebrated as Narasimha Jayanti. Lord Narasimha was the 4th incarnation of Lord Vishnu.
day Lord Vishnu appeared in the form of Narasimha, a half lion and half man, to kill Demon Hiranyakashipu.
✒biplab
PART-10/LAST👇
With Subtitles ||
'Sanskrit SPEECH🙏
PART-09 👇
With Subtitles ||
'Sanskrit SPEECH🙏
PART-08 👇
With Subtitles ||
'Sanskrit SPEECH🙏
#শ্রীকৃষ্ণ বললেন,
"তুমিই নিজের বন্ধু। তুমিই নিজের শত্রু।"
("আত্মা এব হি আত্মনঃ বন্ধুঃ আত্মা এব রিপুঃ আত্মনঃ।") 🙏
#সুপ্রভাতম্! 😊 👇 (পোস্ট করা লেখাটি পড়ুন 🙏)
#বীরভদ্র মন্দির (লেপাক্ষী মন্দির/অন্ধ্রপ্রদেশ)। মন্দিরটিতে কমবেশি ৭০টি পিলার রয়েছে। কিন্তু তার মধ্যে একটি পিলার শূন্যে ভাসছে। মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে।
(আরও একটি ছবি কমেন্ট বক্সে 👇)
#বিজয়নগর_সাম্রাজ্যের স্থাপত্য। পুরো মন্দিরটি, বিশেষ করে এই Hanging Pillar-টি বিস্ময় জাগায়! The Engineering Genius of Ancient BHARAT ।
শুধুমাত্র ছেনি হাতুড়ি দিয়ে তৈরি করা হয়েছিল ??? — তা কি সম্ভব!!! না। নিশ্চিত না! নিশ্চিত এমন Technology ব্যবহার হয়েছিল, যা হারিয়ে গেছে!
ব্রিটিশ ভারতের একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার (আরও অনেকেই) জানার চেষ্টা করেছিলেন মন্দিরের এই পিলারটির
ঝোলার কারণ ; কিন্তু ব্যর্থ হয়েছিলেন। এখনও রহস্য!
__________________________
#সুপ্রভাতম্! 😊 👇
#মন্দিরটি (রঙ্গনাথস্বামী মন্দির, তামিলনাড়ু) দেখুন। সম্পূর্ণ মন্দিরের পরিসরটি দেখুন। ভাবুন। প্রাচীন ভারতের Engineering Knowledge। বিস্মিত হতে হয়! এই Technology হারিয়ে গেছে! 😥
এই আধুনিক সময়ে কোনো Building বা মন্দির তৈরিতে (রামমন্দির তৈরিতে দেখেছি আমরা Technology/বিজ্ঞানের ব্যবহার) যখন আধুনিক Equipments প্রয়োজন, হাজার হাজার বছর আগে এই নিখুঁত মন্দির/স্থাপত্য/ভাস্কর্য সত্যিই বিস্ময়ের উদ্রেক করে....! 🤔
___________________________
#সুপ্রভাতম্! 😊 লেখাটা পড়ুন। 👇
প্রাচীন ভারতের একটি মন্দিরের পিলার। খুব ভালো করে দেখুন। এর Cutting দেখুন। এর Design দেখুন। এই পিলারের Polish দেখুন। ভাবুন। হাজার বছর আগে তৈরি।👇 ( আরও কয়েকটি ছবি কমেন্ট বক্সে👇)
কী মনে হয় — হাতুড়ি আর বাটালি দিয়ে এগুলো তৈরি করা হয়েছিল? নাকি উন্নত যন্ত্র/উন্নত Technology যা হারিয়ে গেছে ????? — ভাবুন।
PART-07 👇
Learn Sanskrit With Subtitles||
'Sanskrit SPEECH🙏
Sanskrit News (30/04/24)
Learn Sanskrit with Subtitles👇
#সুপ্রভাতম্! 😊
গুরুরেব গতির্গুরুমেব ভজে
গুরুণৈব সহাস্মি নমো গুরুবে ।
ন গুরোঃ পরমং শিশুরস্মি গুরোঃ
মতিরস্তি গুরৌ মম পাহি গুরো ।। 🙏
PART- 06 👇☺
LEARN SANSKRIT WITH SUBTITLES👇
#সমৃদ্ধি 👇
#পদ্ম শব্দের ইংরাজীতে একটিমাত্র শব্দ আছে — লোটাস (LOTUS) , কিন্তু #সংস্কৃতে কমপক্ষে ৫০টি প্রতিশব্দ ( #কমেন্ট বক্সে ছবি করে দেওয়া আছে) রয়েছে। 😊
রাম নবমীর অনন্ত শুভেচ্ছা!
रामनवम्याः शुभकामनाः!
😊
PART-05 👇
Learn Sanskrit With BIG Subtitles
PART-04 👇
Learn Sanskrit With BIG Subtitles