জাতীয়করণ কেন প্রয়োজন?
১। শহরের সরকারি স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা বেশিরভাগই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী পরিবারের সন্তান, কিন্তু তারা মাসিক বেতন দিচ্ছে ১০ থেকে ২০ টাকা। পক্ষান্তরে মফস্বল এবং গ্রাম অঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যায়নরত শিক্ষার্থীদের অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান কিন্তু তারা মাসিক বেতন দিতে হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা। যা চরম বৈষম্য।
২। সরকারি স্কুলগুলোতে প্রতিবছর বিভিন্ন রকম অনুদান আসে ফলে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিতে হয় না। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কোন প্রকার অনুদান না আসার কারণে প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল এবং আনুষাঙ্গিক নিয়মিত খরচ চালানোর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ, কোচিংসহ নামে বেনামে বিভিন্ন রকম ফি আদায় করতে হয়, যা দরিদ্র মানুষের জন্য অত্যন্ত কষ্টকর এবং শিক্ষকদের জন্য বিব্রতকর।
৩। সরকারি স্কুলগুলোতে প্রতি বছর বিভিন্ন প্রকার অত্যাধুনিক শিক্ষা সামগ্রী পেয়ে থাকে ফলে আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার করে মান সম্মত শিক্ষা প্রদান করা সম্ভব হয়।
কিন্তু বেসরকারি স্কুলগুলোতে এ ধরনের উপকরনগুলো খুব কমই আসে ফলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে পিছিয়ে থাকে।
৪।সরকারি স্কুলগুলোতে বদলি সিস্টেম থাকার কারণে নতুন নতুন শিক্ষক আসে ফলে নতুন অনেক চিন্তা ধারণা যুক্ত হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বছরের পর বছর একই বিষয়ে একই শিক্ষক পাঠদান করার করনে নতুন চিন্তার আবির্ভাব খুব কমই হয়। শিক্ষার্থীরা নতুনত্ব থেকে বঞ্চিত হয়।
৫। সরকারি স্কুলগুলোতে শিক্ষা প্রশাসনের তদারকির কারণে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা একটা নির্দিষ্ট নিয়মের ভেতরে চলে। বেসরকারি স্কুলগুলোতে সরকারের তদারকি কম থাকার কারণে অনেক সময় শিক্ষকরা স্বেচ্ছাচারিতার মনোভাব প্রদর্শন করে এতে করে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়।
৬। সরকারি এবং বেসরকারি শিক্ষকদের আর্থিক সুযোগ-সুবিধা মারাত্মক ব্যবধান থাকার কারণে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা ইচ্ছা থাকলেও অনেক সময় মানসম্মত শিক্ষা প্রদান করতে পারেন না, যার করনে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হয়।
৭। জাতীয় করণে শিক্ষার মান বৃদ্ধি পায় যার উদাহরণ হলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয়করণ।
৮। গ্লোবালাইজেশননের কারনে বাংলাদেশী নাগরিক তৈরি করলে হবে না তৈরি করতে হবে বৈশ্বিক নাগরিক। বেসরকারি শিক্ষা ব্যবস্থায় এতো সমস্যার মধ্য দিয়ে বৈশ্বিক নাগরিক কোনভাবে তৈরি সম্ভব না।
৯। বাংলাদেশের ৬৮ হাজার গ্রাম বাংলার উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। প্রান্তিক ছাত্রদের উন্নয়ন ছাড়া সামগ্রিক শিক্ষার উন্নয়ন সম্ভব নয়।
১০। দেশে অর্থনৈতিক নানা সীমাবদ্ধতা রয়েছে কিন্তু আগামীর অর্থনীতিতে যে সমস্ত ছাত্ররা ভূমিকা রাখবে। বাংলাদেশের অর্থনীতিকে যারা বিশ্ব দরবারে পৌঁছে দেবে তাদেরকে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে এই সেক্টরে আধিক পরিমাণ বিনিয়োগ করতেই হবে।
এ ধরনের আরো অসংখ্য উদাহরণ দেওয়া যাবে।
তাই ১৮ কোটি বাঙালির আশা আকাঙ্ক্ষার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আহ্বান আপনিই পারেন মাধ্যমিক শিক্ষার এই সমস্যার সমাধান করতে।
আপনার পিতা যেভাবে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন, আপনি যেভাবে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় কে জাতীয়করণ করেছিলেন, ঠিক তেমনি ভাবে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ ঘোষণা দিয়ে আপনি এদেশের শিক্ষার ইতিহাসে অনন্য উচ্চতায় পৌঁছে যাবেন বলে আমাদের বিশ্বাস। দেশ, মাটি, মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে মানসম্মত শিক্ষা প্রদান করতে আপনার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে এদেশের ১৮ কোটি মানুষ।
মোহাম্মদ কামরুল হাসান
সহকারী শিক্ষক (গণিত)
জয়পুরা এম আর এম এস স্কুল এন্ড কলেজ।
রামগঞ্জ, লক্ষ্মীপুর।
Md. Mohasin Khan
I'm a proud teacher of English at MPO institution of BD.
আলহামদুলিল্লাহ, সহকারি শিক্ষক, ইংরেজি হিসেবে সুপারিশপ্রাপ্ত হলাম। পছন্দের ২য় প্রতিষ্ঠানে। শরিয়তপুর, নড়িয়া।
২৫ টি ইংরেজি বাক্য যেগুলোর আক্ষরিক অনুবাদ হয়না।
____________________------------___________________
Blow your nose.- (তোমার) নাক পরিষ্কার কর।
Button up your shirt. - শার্টের বোতাম লাগাও।
Tack in your shirt. - তোমার শার্ট ইন কর।
Put on your shoes. - (তোমার) জুতা পরে নাও।
Clip your nails. - (তোমার) নাখ কাট।
Don’t speak ill of others. - অন্যের দোষ ধরো না।
I have a headache. - আমার মাথা ব্যথা করছে।
My head is spinning. - আমার মাথা ঘুরছে।
Your zipper is open. - তোমার চেইন খোলা।
Zip up your pants. - তোমার চেইন লাগাও।
Please be seated. / Have your seat. - দয়া করে বসুন।
Keep smiling. - হাসতে থাকো।
Have patience. - ধৈর্য্য ধর।
Switch on the fan. - পাখাটি চালু কর।
Switch off the light. - বাতিটি বন্ধ কর।
Switch off your phone. - তোমার ফোনটি বন্ধ কর।
Close the windows. - জানালা গুলো বন্ধ কর।
Don’t take it to heart. - মনে কষ্ট নিও না। / কষ্ট পেয়ো না।
My apology. - আমি আমার ভুল স্বীকার করছি।
Don't lose heart. - সাহস হারিয় না।
Keep in touch. - যোগাযোগ রেখ।
Keep trying. - চেষ্টা চালিয়ে যাও।
Listen to your heart. - তোমার মন কি বলে শোন।
কুদরতে খোদা শিক্ষা কমিশনের আলোকে ১ম,২য়,৬ষ্ঠ ও ৭ম শ্রেণির পাঠ্যক্রম ২৩ সাল থেকেই চালু হচ্ছে।
Guava flower... natural beauty never seen ever..