
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর দেওয়াল পত্রিকা "প্রয়াস" এর তৃতীয় বর্ষ সংখ্যা প্রকাশিত হলো। শ্রেণী শিক্ষিকার সাথে ছাত্র-ছাত্রীরা।
এই বিদ্যালয় কাজী নজরুল ইসলামের জন্মস্থানে অবস্থিত। পঃ বঃ সরকার পোষিত সহশিক্ষামূলক উচ্চবিদ্যালয়।
Operating as usual
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর দেওয়াল পত্রিকা "প্রয়াস" এর তৃতীয় বর্ষ সংখ্যা প্রকাশিত হলো। শ্রেণী শিক্ষিকার সাথে ছাত্র-ছাত্রীরা।
আজ ২৬শে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিবস পালিত হলো বিদ্যালয়ে। বিদ্যাসাগর মহাশয়ের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হলো। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষা সংস্কার বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতা ও বিদ্যাসাগর বিষয়ক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো।
বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষা ও সমাজ সংস্কার বিষয়ে বক্তব্য রাখেন শিক্ষক শ্রী বাসুদেব মাজি। বক্তব্য রাখেন শ্রী কাজী রেজাউল করিম, ডাঃ লক্ষ্মী গান্ধী সরকার, শ্রীমতী সোনালী কাজী, শিক্ষক শ্রী শেখ সালাউদ্দিন। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রীমতী মিতালী পাল, ডাঃ রিমা দাস চ্যাটার্জি ও শ্রীমতী রুমা চ্যাটার্জি।
পরিকল্পনা ও ব্যবস্থাপনা, প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন শিক্ষক শ্রী মনোজ মুর্মু, শ্রী শ্যামাপ্রসাদ তেওয়ারি, শ্রী সুপ্রিয় মুখার্জি, শ্রী গণেশ মুর্মু, শ্রী তাপস নাগ ও শ্রী উত্তম রুইদাস। অনুষ্ঠান সজ্জায় ছিলেন শিক্ষিকা শ্রীমতী শিপ্রা মাজী। সঞ্চালনায় ছিলেন শিক্ষক শ্রী সুজিত ঘাঁটী। হৃদয়ঙ্গন ওমেন সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন -এর তরফ থেকে বিদ্যালয়ের সব ছাত্রীকে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট উপহার দেওয়া হয়।
দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের তরফ থেকে শ্রীমতী সোনালী কাজী তিনজন শিক্ষককে সংবর্ধনা দেন। তাঁরা হলেন শ্রী অতনু বিশ্বাস, শ্রী বাসুদেব মাজি ও শ্রী শেখ সালাউদ্দিন। প্রধান শিক্ষক ডঃ দীপংকর মজুমদারের বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আজ ৫ই সেপ্টেম্বর, ২০২৪।
বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন।
শিক্ষক -শিক্ষিকাগণ নিজ হাতে লুচি তৈরী করে সকল শিক্ষার্থীদের জলখাবার বানান। লুচি, বোঁদে। দুপুরে ভাত, তরকারী, ডিমের ঝোল দিয়ে মধ্যাহ্ন ভোজন হয়। শিক্ষার্থীরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি উপহার দেন বিদ্যালয়কে। শিক্ষার্থীরা নাচ,গান, কবিতা দিয়ে দিনটি উদযাপন করেন।
বিদ্যালয়ের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান। শিক্ষার্থীরা পূর্ববর্তী দিন থেকেই পরিচ্ছন্নতা সহ আয়োজন করে অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকাগণ, গ্রামপ্রধান শ্রী প্রদীপ কুমার মুখোপাধ্যায় মহাশয় ও উপপ্রধান মহাশয়া। সর্বোপরি উপস্থিত ছিলেন মাননীয় শ্রী রেজাউল করিম মহাশয়। অনুষ্ঠান শেষে হালুয়া দিয়ে মিষ্টিমুখ করা হয়।
কাজী নজরুল ইসলাম মহাবিদ্যালয়, মধুডাঙ্গা, চুরুলিয়া কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আসানসোল -এর অধীনস্থ একটি ডিগ্রি কলেজ। প্রায় দুইবছর আগে তাঁদের সাথে আমাদের বিদ্যালয় কবিতীর্থ চুরুলিয়া নজরুল বিদ্যাপীঠের মৌ চুক্তি স্বাক্ষর হয়েছিল। তারই অংশ হিসেবে তাঁদের প্রয়োজনে আমাদের বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকাগণ সহযোগিতা করেন। আমাদের শিক্ষার্থীগণ তাঁদের গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব ব্যবহার করতে পারে। আমাদের শিক্ষার্থীগণ মাঝেমাঝেই কলেজটি পরিদর্শনে যায়। বিদ্যালয়ের অনুষ্ঠানে তাঁদের অধ্যাপকগণ সহযোগিতা করেন। ভবিষ্যতে সহযোগিতা আরও প্রসারিত হবে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম মল্লিক মহাশয় ও অধ্যাপক সৌমিত্র রায় মহাশয়ের পূর্ণ সহযোগিতায় এই সদর্থক কাজে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়ন করা সম্ভব হয়েছে।
এই বছর কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবর্ষ ও বিদ্যালয়ের ৫০ বছর পূর্ণ হতে চলেছে।
এই উপলক্ষ্যে একটি উদ্যোগের জন্য উভয় প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা হয়। ১১ই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মদিনের দিন আমরা নতুন করে ভাবনা শুরু করি।
উক্ত উৎসবে বিদ্যালয়ের প্রাক্তনীদের পুনর্মিলনী ও কাজী নজরুল ইসলামের উপর একটি সেমিনারের উদ্যোগ নেওয়া হবে। ছবিতে আছেন কাজী নজরুল ইসলাম মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম মল্লিক, অধ্যাপক সৌমিত্র রায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ দীপংকর মজুমদার।
ক্যামেরার পিছনে সত্যজিৎ মুখোপাধ্যায়।
কবিতীর্থ চুরুলিয়া নজরুল বিদ্যাপীঠ
মাধ্যমিক ২০২৪ -এর ফলাফল
মোট পরীক্ষার্থী ৩৩
উত্তীর্ণ হয়েছে ২১
কয়েকজন সফল পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর।
নাম - প্রাপ্ত নম্বর - শতাংশ
একরামুল হক - ৬৪৮ - ৯২.৫৭ %
শাকিবুল ইসলাম খান - ৬৪৭ - ৯২.৪৩ %
শাহ আলম - ৬৩৫ - ৯০.৭১ %
রাইহান শেখ - ৬১৫ - ৮৭.৮৬ %
নবাইদুল হাসান - ৫৮৭ - ৮৩.৮৬ %
মোহিত মণ্ডল - ৫৩১ - ৭৫.৮৬ %
সকল উত্তীর্ণ শিক্ষার্থীকে ভবিষ্যৎ জীবনের শুভেচ্ছা।
১৪৩১ বাংলা নববর্ষের বিশেষ খাবার
দু'দিন ধরে বিদ্যালয়ের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হল। আজ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শৈলবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সহ শিক্ষিকাগণ ও নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ শিক্ষকগণ।
উপস্থিত ছিলেন চুরুলিয়ার কাজী নজরুল ইসলাম মহাবিদ্যালয়ের (মধুডাঙ্গা, চুরুলিয়া) অধ্যাপকবৃন্দ। ছিলেন চুরুলিয়া নজরুল বিদ্যাপীঠ (প্রাথমিক) এর প্রধান শিক্ষক ও সহ শিক্ষক ও শিক্ষিকাগণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী কাজী রেজাউল করিম মহাশয়, চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী প্রদীপ মুখার্জি মহাশয়, চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহাশয়া। উপস্থিত ছিলেন জামুড়িয়া ১ সার্কেলের বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের (CWSN) শিক্ষক শ্রী অমিতাভ দাঁ মহাশয়। ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী রাজকিরণ পাল মহাশয় ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাকর্মী শ্রী নরেশ চন্দ্র বাদ্যকর মহাশয়।
বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকার সক্রিয় অংশগ্রহণে এই মহতী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সাথে সহভোজন করে আজকের অনুষ্ঠান সমাপ্ত হয়। বিদ্যালয়ের শিক্ষকদের হাতের রান্নায় খাবারের তৃপ্তি ছিল একটু বেশিই।
আজ জেলা চাইল্ডলাইন থেকে বাল্যবিবাহের কুফল নিয়ে বিদ্যালয়ে আলোচনা হল।
আজ ২১শে ফেব্রুয়ারি। বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হল। আজ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন মাননীয় এস.ডি.এম. আসানসোল; বি.ডি.ও. জামুড়িয়া; সভাপতি, জামুড়িয়া পঞ্চায়েত সমিতি; এস.আই. জামুড়িয়া ১ সার্কেল; প্রধান, চুরুলিয়া গ্রাম পঞ্চায়েত ও আরো বিশিষ্ট জনেরা। ভাষা দিবস নিয়ে শিক্ষার্থীদের সাথে আলাপচারিতা করেন। তারপর তাঁরা সমাধিক্ষেত্র দর্শন করেন। উপস্থিত ছিলেন কাজী রেজাউল করিম মহাশয়।
আগামীকাল মাধ্যমিক পরীক্ষা শুরু। কবিতীর্থ চুরুলিয়া নজরুল বিদ্যাপীঠ হাই স্কুলে এই প্রথমবার মাধ্যমিক পরীক্ষাগ্রহণ কেন্দ্র হয়েছে।
আজ সকালে কাজী নজরুল ইসলাম ও কবিজায়া প্রমীলা দেবীর সমাধিতে পুষ্পার্ঘ্য দিয়ে এই মহতী কর্মযজ্ঞের জন্য আশীর্বাদ প্রার্থনা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহশিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও কাজী রেজাউল করিম মহাশয় পুষ্প দিয়ে শুভ সূচনা করেন। তাঁর পুণ্য হস্তে ফিতা কেটে নতুন নামাঙ্কিত চারটি কক্ষের উদ্বোধন করেন।
প্রথম কক্ষ কবির মাতা জাহেদা খাতুন কক্ষ নামে নামাঙ্কিত করা হলো। দ্বিতীয় কক্ষ কবির পিতা কাজী ফকির আহমদ কক্ষ নামে নামাঙ্কিত করা হলো। তৃতীয় কক্ষ চুরুলিয়ার কর্মবীর কাজী মজাহার হোসেন কক্ষ নামে নামাঙ্কিত করা হলো। চতুর্থ কক্ষ নেতাজী সুভাষচন্দ্র বসুর নামে নামাঙ্কিত করা হলো। সমাধিতে কবি ও কবিজায়ার পাশাপাশি কাজী মজাহার হোসেনের মূর্তিতে পুষ্পপ্রদান করেন কাজী রেজাউল করিম মহাশয় ও বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা গণ।
আজ বিদ্যালয়ে সাধারণতন্ত্র দিবস পালন করা হল।
*এই বিজ্ঞপ্তি এই বছরের কবিতীর্থ চুরুলিয়া নজরুল বিদ্যাপীঠের মাধ্যমিক ২০২৪ -এর পরীক্ষার্থীদের জন্য।*
এবার আমাদের বিদ্যালয়ের ছাত্রদের মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে রাজপুর নন্ডী উচ্চ বিদ্যালয়ে (নন্ডী, জামুড়িয়া)।
আমাদের বিদ্যালয়ের পরীক্ষার্থীদের জন্য আমাদের বিদ্যালয় থেকে নন্ডী স্কুল পর্যন্ত বিনামূল্যে (ফ্রী) বাস চলবে পরীক্ষার দিনগুলোতে।
প্রশাসনের সহযোগিতায় আমাদের বিদ্যালয়ের তরফ থেকে ছাত্রদের জন্য আমরা এই ব্যবস্থা করেছি।
পরীক্ষার দিনগুলোতে বিদ্যালয়ের মেন গেট -এ সকাল সাতটাতে বাস থাকবে। সকাল সাড়ে সাতটায় বাস ছাড়বে। নন্ডী স্কুলে পরীক্ষার্থীদের ঢুকতে হবে সকাল সাড়ে আটটায়।
আবার দুপুর একটায় পরীক্ষা শেষ হয়ে গেলে ওখান থেকে বাস ছাড়বে। দুপুর দুইটায় বাস আবার বিদ্যালয়ের সামনে ফিরে আসবে।
আসানসোল পলিটেকনিক কলেজ ও রাজ্য প্রযুক্তি সংস্থার সহযোগিতায় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কেরিয়ার কাউন্সেলিং ও বিভিন্ন কোর্সের হালহকিকত বিষয়ে আলোচনা হল বিদ্যালয়ে। আসানসোল পলিটেকনিক কলেজের অধ্যাপকেরা এই অনুষ্ঠানটি পরিচালনা করেন।
বিদ্যালয়ের মাধ্যমিক ২০২৪ এর পরীক্ষার্থীদের এডমিট কার্ড ও শেষ মুহূর্তের নির্দেশাবলী প্রদান করা হল।
আজ ২৩ শেষ জানুয়ারি, ২০২৪
বিদ্যালয়ে আজ নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালিত হল।
Monday | 10:30 - 16:30 |
Tuesday | 10:30 - 16:30 |
Wednesday | 10:30 - 16:30 |
Thursday | 10:30 - 16:30 |
Friday | 10:30 - 16:30 |
Saturday | 10:30 - 13:30 |