Haragach Govt. College Sh*tposting

Haragach Govt. College Shitposting

Hi guys! We post funny topics about Haragach Govt. College on this page
Do follow us, and stay with

21/03/2024

হারাগাছ সরকারি কলেজের বাসের অবস্থা তো দেখছেন।
স্টার্ট দিলে যে পরিমাণ ধোঁয়া বের হয় নেশাখোররা গাঁজা ধরাইলেও ওতো ধোঁয়া বের হয় না।
একদিন হঠাৎ দেখলেন ক্লাস চলাকালীন সময় হঠাৎ করাই বাসটার ইহলোকের মায়া ত্যাগ করে সশব্দে ব্লাস্ট হয়ে গেল।
আগুন লেগে গেল পুরো কলেজে।
এদিকে দেখা গেল যে এই বিস্ফোরনের দায় আইএস স্বীকার করে নিয়েছে। ফলে সারা বিশ্বে খবরটা ছড়িয়ে পড়ল!
ধারনা করা হল যে হারাগাছে আইএস জঙ্গি আছে।
আমেরিকা এ নিয়ে উদ্ধেগ প্রকাশ করল!
রাশিয়া আইএস দমন করার জন্য ইচ্ছা পোষন করল!
রাশিয়া ইচ্ছা পোষন করায় আমেরিকা দেরি না করে বিনা নোটিশে বোমারু বিমান হারাগাছ এর আকাশে পাঠিয়ে দিল আইএস দমন করার উদ্দেশ্যে।বিমান থেকে টপাটপ বোম পড়তে থাকল এবং রংপুর শহর ধ্বংস হতে থাকল!
এদিকে রাশিয়াও বসে নেই। তারাও বোমারু বিমান পাঠিয়ে দিলো শক্তি প্রদর্শনের জন্য। একদিন দেখা গেলো, আমেরিকার বিমান ও রাশিয়ার বিমানে মুখোমুখি সংঘর্ষ হয়ে দুটো বিমানই ধ্বংস হয়ে গেছে।
এই খবর ছড়িয়ে পড়ল বিশ্বের আনাচে কানাচে। আমেরিকা দাবি
করল, রাশিয়া তাদের উপর হামলা চালিয়েছে আর রাশিয়া দাবি করল,এসব আমেরিকার দোষ।
বেজে উঠল যুদ্ধের দামামা। শুরু হয়ে গেল "তৃতীয় বিশ্বযুদ্ধ"...
আমেরিকা রাশিয়াকে পারমানবিক বোমা মারল, রাশিয়া মারল আমেরিকাকে।
সুযোগ বুঝে ভারত পাকিস্তান, ইরান-ইজরাইল ইত্যাদি দেশ গুলোর মধ্যেও পারমানবিক বোমা বিনিময় হল।
এক বছরের মধ্যে দেখা গেল, পৃথিবী ধ্বংস হয়ে গেল
...
সুতরাং, সতর্ক হোন। কলেজের প্রিন্সিপাল এবং অথোরিটির সাথে যোগাযোগ করে এই ঝক্কর লক্কর বাসকে বিদায় করে ঝাকানাকা একটা বাস নিয়ে আসতে বলুন।
নাহলে কি হতে পারে ভেবে দেখবেন।

19/03/2024

হারাগাছ সরকারি কলেজ-ই মহাবিশ্বের একমাত্র কলেজ যার সামনে দিয়ে জোরে বাইক চালিয়ে ছেলেদের ভাব দেখাতে দেখা যায় না।
কারণ এই কলেজ ভর্তি হলে মেয়েরা হয় অসুন্দরী নাহয় ঝগড়ুটে আর না হয় বিবাহিত হয়ে যায় 😪

18/03/2024

শহীদ মিনারে বসে বান্ধবীকে একুশের চেতনা শিক্ষা দিচ্ছেন এক ভাই ❤️
আমাদের কলেজের প্রতিটা কোণায় কোণায় ছড়িয়ে আছে শিক্ষা, এই ছবিই তার জ্বলন্ত প্রমাণ।

14/02/2024

রঙ জ্বলে যাওয়া শ্যাওলা পড়া কলেজে প্রেম করতে অসুবিধা হয় কলেজ পড়ুয়াদের।
তাই জীবনের ঝুঁকি নিয়ে কলেজকে নতুন রঙে রাঙানোর চেষ্টা করছেন দুইজন সম্মানিত রংমিস্ত্রি।

14/02/2024

ভালোবাসা দিবসের দিন সকাল ১০টা পেরোলেও খোলা হয়নি কলেজের তালা!
একইসাথে প্রাইভেট বন্ধ রেখেছেন খোকন স্যারসহ কলেজ সংলগ্ন আরো অনেক টিউটর!

ক্ষুব্ধ প্রেমিক সমাজ!
হতে পারে আন্দোলন!
আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।

11/02/2024

এখন কিছু বলব না, প্র্যাক্টিকালে সব কয়টা ফেল করবি

10/02/2024

ফাল্গুনের পাতা ঝরা দিন। কলেজ মাঠের ঘাসগুলো ম্রিয়মাণ। প্রাণ আছে, প্রাণ নেই। কড়ই গাছ থেকে একটি দুটি করে টুপটাপ করে মরা পাতা ঝরে পড়ছিল। শনিবার দিন, ফাঁকা কলেজ যেন খা খা করছিল। দু চারটে দস্যি ছেলে বলের পিছে ছুটে ক্লান্ত হয়ে ঢলে পড়েছিল ঘাসে।
তুমি দাড়িয়ে ছিলে নভেরা আহমেদের নিশ্চল শিল্পকর্ম হয়ে। মনে হয়েছিল, আমরা দুজন কত কথা বলতে চাই। কত আপনার কথা প্রাণ ভরে।
বিবর্ণ ঘাসের খরকুট উড়িয়ে নিচ্ছিল বসন্ত বাতাস।
চত্বরে এত বৃক্ষ, কিন্তু পাতাগুলো লালচে হয়ে গেছে। এত শাখা প্রশাখা, কোথাও একটি পাখি ডাকল না। কেমন যেন চৌচির লাগছিল। আমি তাকাই তোমার চোখের দিকে। সেই চোখ ছিল অব্যক্ত।
খুব স্বাভাবিক ভাবেই কড়ই গাছ থেকে মরা পাতা ঝরে পড়ছিল ধূলোর উপরে। ফাল্গুন বাতাসে উড়ছিল ঝরা পাতা। কোথা থেকে উড়ে এসে বসল চত্বরের বিবর্ণ ঘাসের উপরে একটি শালিক। খরকুট ঠকরে ঠকরে সে আবার উড়ে চলে গেল।
তুমি বললে, যাই।
আমি বললাম, আচ্ছা।

21/01/2024

-তরমুজ্জামান ছাত্র, অপদার্থকুসংস্কার।

21/01/2024

গত বসন্তে 🤍

21/01/2024

রাতের হারাগাছ সরকারি কলেজের পার্শ্বরাস্তা।
অন্ধকার কুয়াশার চাদরে ঢাকা ছিল একটু আগেও। হঠাৎ পূর্ব দিক থেকে আসা এক দমকা হাওয়ায় কুয়াশা পশ্চিম দিগন্তে ছুটল বহু দূরে কোথাও।
এখন অটোর হেডলাইট
পাশের দোকনের নগ্ন বাল্ব
আধখাওয়া চাঁদ
ওরা সবাই আলো ছড়ায়

21/01/2024

আজকে আমাদের কলেজের একজন মহান শিক্ষক সময় নষ্ট না করার ব্যাপারে আমাদের সামনে ৪৫ মিনিট বক্তৃতা দিয়েছেন।

Photos from Haragach Govt. College Shitposting's post 21/01/2024

সাইকেল চালাতে চালাতে ডান হাত দিয়ে তোলা হারাগাছ কলেজ।
আমাদের আগে কেউ এভাবে হারাগাছ কলেজের ছবি তোলেনি।
আপনি এই ছবি প্রথমবার দেখছেন মানে আপনি একটা বিশ্ব রেকর্ড দেখতেছেন।

স্টুডেন্ট, প্রেমিক বিভাগ, দ্বাদশ শ্রেণি

Photos from Haragach Govt. College Shitposting's post 18/04/2023

Haragach Govt College

Haragach Government College is a public college located in the Haragach Upazila of Rangpur District in Bangladesh. It was established in 1972 and is affiliated with the National University of Bangladesh. The college offers undergraduate programs in various disciplines, including arts, science, and commerce.

The college has a reputation for providing quality education to students from the local community and beyond. It has a well-qualified faculty and modern facilities, including classrooms, laboratories, a library, and computer facilities.

In addition to academic programs, the college also offers extracurricular activities, such as sports, cultural events, and student clubs and organizations. These activities help to foster a sense of community and provide students with opportunities to develop their leadership and interpersonal skills.

Overall, Haragach Government College is a reputable institution that provides quality education and a supportive environment for students to learn and grow.

Want your school to be the top-listed School/college?

Website