দারুল উলূম ফরিদাতুন্নিসা মহিলা মাদরাসা - Darul Uloom Faridatunnisa Madrasha

দারুল উলূম ফরিদাতুন্নিসা মহিলা মাদরাসা - Darul Uloom Faridatunnisa Madrasha

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দারুল উলূম ফরিদাতুন্নিসা মহিলা মাদরাসা - Darul Uloom Faridatunnisa Madrasha, School, .

29/06/2023

تقبل الله منا ومنكم عيد مبارك علينا وعليكم.....

25/06/2023

প্রিয় অভিভাবক!
আসসালামু আলাইকুম, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৬/০৬/২০২৩ ঈ. রোজ সোমবার হতে ০৭/০৭/২০২৩ ঈ. রোজ শুক্রবার পর্যন্ত মাদরাসা বন্ধ থাকিবে।

আগামী ০৭/০৭/২০২৩ ঈ. রোজ শনিবার সকাল ৭.০০ টার পূর্বে মাদরাসায় উপস্থিত হয়ে ক্লাসে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হল।

Photos from দারুল উলূম ফরিদাতুন্নিসা মহিলা মাদরাসা - Darul Uloom Faridatunnisa Madrasha's post 03/05/2023

ভর্তি চলছে - ভর্তি চলছে - ভর্তি চলছে ---

দারুল উলূম ফরিদাতুন্নিসা মহিলা মাদরাসা - Darul Uloom Faridatunnisa Madrasha এর সকল বিভাগে রমজান পরবর্তী ব্যাচে ভর্তি চলছে।
িশেষভাবে_নূরানী_নাজেরা_ও_হিফজ_বিভাগে_ভর্তি_চলছে।
-------------------------------------------
বিভাগ সমূহ:
আদর্শ নূরানী বিভাগ
বিশেষ নূরানী বিভাগ
হিফযুল কুরআন বিভাগ
জেনারেল মাধ্যম (শিশু-৫ম শ্রেণী)
‐-‐‐----‐------‐‐----------------------------
★ আমাদের রয়েছে সুসজ্জিত প্রশস্ত ক্যাম্পাস।
★ আমাদের রয়েছে প্রতিটি ক্লাসের জন্য আলাদা আলাদা ক্লাস রুম।
★ প্রতিটা ক্লাসরুম এবং সম্পূর্ণ ক্যাম্পাস সার্বক্ষণিক CCTV দ্বারা নিয়ন্ত্রিত।
★ অভিভাবকদের জন্য আলাদা ওয়েটিংরুমের ব্যবস্থা।
★ লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য রয়েছে হামদ, নাতসহ ইসলামী সংস্কৃতির ব্যবস্থা।

ভর্তিসহ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন-
01782 52 92 54
01783 68 73 50
01922 93 96 11
ঠিকানা- টি এন্ড টি বাজার, মুরকুন মধ্যপাড়া, টঙ্গী, গাজীপুর।

01/05/2023

মেয়েদের জন্য নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।
মাদরাসা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে।

01/05/2023

শিক্ষা বর্ষের শুরুতেই আপনার সন্তানকে ভর্তি করান।
নূরানী শিশু ও নূরানী ১ম শ্রেণিতে ভর্তির জন্য দ্রুত যোগাযোগ করুন।

29/04/2023

আমাদের এখানে ভর্তি করাতে পারেন একেবারে নিশ্চিন্তে।
আলহামদুলিল্লাহ পড়ালেখার মান, রুচিসম্মত খাবার, মনোরম ও প্রশস্ত পরিবেশ।
হিফযুল কুরআন, নূরানী ও জেনারেল মাধ্যম শিশু থেকে ৫ম শ্রেণী।

Photos from দারুল উলূম ফরিদাতুন্নিসা মহিলা মাদরাসা - Darul Uloom Faridatunnisa Madrasha's post 27/04/2023

------------------ভর্তি বিজ্ঞপ্তি--------------

দারুল উলূম ফরিদাতুন্নিসা মহিলা মাদরাসা টঙ্গী, গাজীপুর।
১৪৪৪-৪৫হি./২০২৩-২৪ঈ. শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত জরুরী তথ্যাদি -

* ভর্তি শুরু ৮ই-শাওয়াল /২৯ শে এপ্রিল-২০২৩ঈ.।
রোজ: শনিবার। সকাল ৭ টা থেকে।

বিভাগ সমুহ -
১) আদর্শ নূরানী বিভাগ।
২) বিশেষ নূরানী বিভাগ।
৩) মানসম্পন্ন নাযেরা বিভাগ।
৪) আন্তর্জাতিকমানের হিফযুল কুরআন বিভাগ‌।
৫) হিফযুল কুরআন রিভিশন বিভাগ।
৬) জেনারেল বিভাগ (শিশু - ৫শ্রেণি)।

আগ্রহী তালিবে ইলমগণকে যথাসময়ে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ করার জন্য বিশেষভাবে আহবান করা গেলো।

যাতায়াত: টঙ্গী স্টেশন রোড/টঙ্গী রেল স্টেশন/মিরের বাজার থেকে অটো রিকশা রোগে টি এন্ড টি বাজার, টঙ্গী, গাজীপুর।

যোগাযোগ:
01782 52 92 54
01783 68 73 50
01922 93 96 1 1

সঙ্গে আনতে হবে :-
* পাসপোর্ট সাইজের ছবি।
* জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধনের ফটোকপি।
* অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

Photos from দারুল উলূম ফরিদাতুন্নিসা মহিলা মাদরাসা - Darul Uloom Faridatunnisa Madrasha's post 17/04/2023

আলহামদুলিল্লাহ!!
আজ আমাদের মাদরাসার বার্ষিক পরীক্ষা শেষ হলো, নাড়ির টানে সকলে বাড়ির পথে, সকলের নিরাপদ সফরের দুআ চাই।
আগামী ২৮শে এপ্রিল ২০২৩ পর্যন্ত মাদরাসার নতুন শিক্ষাবর্ষের ভর্তি শুরু হবে ইনশাআল্লাহ।
নতুন পুরাতন সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো।
দারুল উলূম ফরিদাতুন্নিসা মাদরাসা
টি এন্ড টি বাজার, মুরকুন মধ্যপাড়া, টঙ্গী, গাজীপুর।
01782 52 92 54
01783 68 73 50
01922 93 96 11

Photos from দারুল উলূম ফরিদাতুন্নিসা মহিলা মাদরাসা - Darul Uloom Faridatunnisa Madrasha's post 27/03/2023

ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!
দারুল উলূম ফরিদাতুন্নিসা মাদরাসা এ ২০২৩/২৪ শিক্ষাবর্ষের ভর্তি চলছে।

#ভ‌র্তি_ইচ্ছুক_ছাত্র‌দের_জ্ঞাতার্থ
১. প্র‌য়োজনীয় সামগ্রী
ব্যবস্থা কর‌ছি।
২. দেড় ফিট প্রস্তের বড় তোষক বা বেড আনা যা‌বে না। ( তাবলীগের বেড হলে ভালো হয়)
৩. ২ ক‌পি ছ‌বি, জন্ম নিবন্ধন বা ID কা‌র্ডের ফোট‌কপি ও পিতার ID কার্ডের ফটোকপি সা‌থে আন‌তে হবে।
৪. সা‌থে কো‌নো রকম ই‌লেকট্র‌নিক সামগ্রী আনা যাবে না।

আমাদের বিভাগসমূহ :
#আদর্শ নূরানী বিভাগ
কম সময়ে অভিজ্ঞ শিক্ষক দ্বারা নাযেরার উপযোগী করে গড়ে তোলা।

#বিশেষ নূরানী বিভাগ
স্কুল ও আলিয়া থেকে পড়ে আশা ছাত্রদের জন্য।

#মানসম্পন্ন নাযেরা বিভাগ
পূর্ণ তাজবীদ সহ হিফযের উপযোগী করে গড়ে তোলা ।

#আন্তর্জাতিক মানের হিফযুল কুরআন বিভাগ
দৈনন্দিন মশ্বক ও কম্পিটিশনের মাধ্যমে ছাত্রদের মানসম্মত করে গড়ে তোলা।

#হিফযুল কুরআন রিভিশন বিভাগ
হাফেজ ছাত্রদের ইয়াদ মজবুত ও তেলাওয়াতের মানোন্নয়ন।

#ভর্তি চলবে… ইনশাআল্লাহ ।

01782 52 92 54
01783 68 73 50
01922 93 96 11

Photos from দারুল উলূম ফরিদাতুন্নিসা মহিলা মাদরাসা - Darul Uloom Faridatunnisa Madrasha's post 28/02/2023

মাদরাসার নতুন অপেক্ষাগার।

Want your school to be the top-listed School/college?

Website