পরীক্ষার হলে বন্ধু:
এই উত্তর পাইছোস কই?
আমি: মামা চালাই দে 🤟🤟
টিউশনের গল্প
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from টিউশনের গল্প, Community College, .
Operating as usual
ছাত্রীর বড় বোন নাস্তা দিছে!🙂
at Moulvibazar-Kulaura road
জীবনে টিউশনি তো অনেক করলেন।
এমন নাস্তা কখনও পাইসেন!! 🙂
টাকা ছাড়া জীবন ভয়ংকর! সকালে রাজকীয় ঘুম, বিকেলে মাঠে খেলা, প্রিয়জনের বিয়ে, বন্ধুত্বের বন্ধন, বাবার চিকিৎসা, মায়ের ছেঁড়া শাড়ি, নিজের শখ-আনন্দ হারিয়ে যায় শুধু টাকার কাছে। ভালো থাকার স্বপ্ন। অর্থ জীবন নয়। কিন্তু টাকা ছাড়া জীবন ভয়ানক কুৎসিত, অর্জনের অভাব, অসহায়ত্ব, বাঁচার আকুলতা!
স্টু::স্যার আমার এখন ১০ টা আঙুল
আমি :🙂
নতুন টিউশনি, স্টুডেন্ট নবম শ্রেণীতে পড়ে। একটু কম কথা বলে।
স্টুডেন্টকে একদিন রসায়ন পড়াচ্ছি। মৌলের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা আর ভর সংখ্যা শেখানোর পরে স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, "তুমি কি বুঝতে পারছো?"
পাশের রুম থেকে স্টুডেন্টের আম্মু বলছে, "স্যার, ও বুঝতে পারে নাই, আবার একটু বুঝিয়ে দেন।"🙂
- আবির মাহমুদ
আমি এক অ'ন্ধ ব্যক্তির সাথে খেতে বসলাম !
হঠাৎ কারেন্ট চলে গিয়েছে! হোটেলের সবাই চিল্লাপাল্লা করছি তারাতাড়ি বিদ্যুৎ দিচ্ছে না কেনো ! পাশে থেকে অন্ধ ব্যক্তি বললো হুজুরঃ দুই মিনিট কারেন্ট না থাকায় আপনারা এতো চিল্লা পাল্লা করেন!
আর আমি ৪২ বছর চোখে দেখি না !
Share fast🙃
আমরা যারা প্রাইভেট টিউটর আছি, আমাদের মতো অসহায় বোধহয় আর কেউ নেই! গার্ডিয়ানদের কাছে আমাদের ঈদ বলতে কিছু নেই! 😓💔
প্রাইভেট এর টাকায় আমি আমার পরিবার চালাই। ৭/৮ জন স্টুডেন্ট পড়াই আমি! মাত্র ২ জন এর গার্ডিয়ান ছাড়া আর কেউ-ই টাকা দিলো না অথচ আর ২ দিন পরেই ঈদ!
আজ প্রাইভেট বন্ধ দিয়ে দিয়েছি, লজ্জা শরম ভেঙ্গে সব গার্ডিয়ানদের কাছে টাকা চাইলাম! বললাম যে, "আসলে যদি কিছু মনে না করেন, টিউশন ফি টা দিলে একটু ভালো হতো"। সবার এক-ই কথা, "স্যার ঈদ এর পরে ২ মাসের টা একসাথে নিয়েন, এই মাসে একটু ঝামেলা, ঈদের মাস তো!" অথচ প্রতিটা পরিবার-ই আর্থিকভাবে সচ্ছল! পরিবারের সবার জন্য কেনাকাটাও করেছে! তবুও আমার বেতন টা কেউ দিলো না! কেউ-ই বুঝার চেষ্টা করলো না যে এই প্রাইভেটের টাকাই আমাদের একমাত্র আয়ের উৎস! এই টাকা দিয়েই আমরা ঈদ উদযাপন করবো!
সবাই কে মোটামুটি ভালোভাবে বুঝানোর পরেও কেউ দিতে সম্মতি প্রকাশ করলো না!
অবশেষে, ঈদের আনন্দ মাটির সাথে মিশিয়ে দিয়ে খালি হাতে বাসায় ফিরলাম, আর আকাশের দিকে দীর্ঘশ্বাস ছেড়ে বললাম "এই ঈদ আমাদের জন্য নয় 😓💔"
খুব কষ্ট হচ্ছে গার্ডিয়ানদের এমন আচরণে, ভেবেছিলাম মাকে না বলে মায়ের জন্য দুইটা কাপড় কিনে বাসায় নিয়ে গিয়ে আম্মাকে সারপ্রাইজ দিবো! স্বপ্নগুলো ধুলোয় মিশে গেলো 😓💔
আসলেই কি, এই ঈদ আমাদের জন্য না?
স্টুডেন্টের সৃজনশীল প্রতিভা
রবিন্দ্রনাথ ঠাকুর🐸🐸
যখন আমি আর আমার মা দুজনেই সাইন্স এর স্টুডেন্ট🥺
মা:- তুই যদি চলোস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়😏
আমি:- তুমি যদি চলো পাতায় পাতায়, আমি চলি জাইলেম ফ্লুয়েম দিয়ে🤤
মা:- তুই যদি চলোস জাইলেম ফ্লুয়েম দিয়ে, আমি চলি পত্ররন্ধ্র দিয়ে🙃
আমি:- তুমি যদি চলো পত্রোরন্ধ্র দিয়ে, আমি চলি সঙ্গী কোষ দিয়ে😅
মা:- তুই যদি চলোস সঙ্গী কোষ দিয়া, তো আমি চলি কোষের নিউক্লিয়াস দিয়া😒
আমি:- তুমি যদি চলো নিউক্লিয়াস দিয়া, তো আমি চলি ক্রোমোসোম দিয়া😜
মা:- তুই যদি চলোস ক্রোমোসোম দিয়া, আমি চলি DNA দিয়া🤗
আমি:- তুমি যদি চলো DNA দিয়া, আমি চলি নাইট্রোজেন বেস দিয়া🤭
মা:- তুই যদি চলোস নাইট্রোজেন বেস দিয়া, আমি চলি নাইট্রোজেন পরমাণু দিয়া😏
আমি:- তুমি যদি চলো নাইট্রোজেন পরমাণু দিয়া, আমি চলি নাইট্রোজেন পরমাণুর নিউক্লিয়াস দিয়া😘
মা:- তুই যদি চলোস পরমাণুর নিউক্লিয়াস দিয়া, আমি চলি ইলেকট্রন দিয়া😏
আমি:- তুমি যদি চলো ইলেকট্রন দিয়া, আমি চলি কোয়র্ক দিয়া😆
মা:- কোয়র্ক এর পরে কি আসে রে? 🙂💔
স্কুলে যাবার সময় পেট ভরে ভাত খাইতে পারতাম না। ঘরে ঠিক মতো তরকারি থাকতো না। আরেক বাড়ি থেকে চেয়ে বাসি তরকারি এনে দিতো আমার মা। সে বাসি তরকারি তৃপ্তির সাথে খাইতাম। চোখের পানি ভাতের সঙ্গে মিশে যাইতো।
আজ আমি বিসিএস ক্যাডার হয়েছি, বড় পুলিশ অফিসার হয়েছি অথচ আমার মা নেই।😭
মায়ের ক্যা-ন্সার হয়েছিল.. ক্যা-ন্সা'র রো'গের ওষুধ ছিল শুধু নাপা আর প্যা'রাসি'টামল।😭😭
(কালেক্টেড)
গতকাল টিউশন করে বের হওয়ার পর ছাত্রের মা বলছিলো যে ইফতার করে যাও, আমি ভুল করে বলে ফেলছি যে না "ইফতার করেছি"।
তারপর বাসা থেকে বের হওয়ার পর মনে হলো যে এটা কি বলে আসলাম! 🙂
আজ আমাকে স্টুডেন্ট এর আম্মু এসে জিজ্ঞেস করে কীভাবে আসো, রিক্সায় না হেঁটে?
(আমি একটু অবাক হয়েছিলাম। কারণ ওনার তো জানার কথা। আমার বাসা থেকে তাদের বাসা মাত্র ৩/৪ মিনিটের পথ। এটা তো হেঁটেই যাবো।
আমি ১৫ মিনিট লেইট করে গিয়েছিলাম । তো ভাবলাম সেই দিকে কোনো ইঙ্গিত দিলো কিনা?)
বললাম: হেঁটেই। বাসা তো কাছেই।
১০০০ টাকা হাতে গুঁজিয়ে দিয়ে বললেন রমযানে কষ্ট করতে হবে না তুমি রিক্সায় এসো।
বললাম: আরে ! এটা কি করছেন? আমার বাসা তো কাছেই । রিক্সা লাগবে না।
তিনি বললেন, শিক্ষক রমযানে কষ্ট করে আসবে ,,,, এটা শিক্ষকের সম্মান। আরো বললেন ৫ দিন আসতে হবে না । ৪ দিন আসলেই চলবে।
That's what my student did at his biology Test exam :
I can't even ...
আমার ছাত্রের(৪র্থ) শিল্পকর্ম পড়ালেখা বাদে সবকিছুতেই এক্সপার্ট। কিন্তু পড়াইলে এক সপ্তাহ পর আর মনে থাকে না 🙂
ছাত্রকে বলেছিলাম আগামীকাল পড়াতে আসার সময় তোমার জন্য একটা 7up নিয়ে আসবো।
ছাত্র বললো স্যার আমি 7up খাই না।
আমি কারন জিজ্ঞেস করলাম কেন খাও না?
ও বললো স্যার আমি ব্রাজিল সাপোর্ট করি।
আমি বললাম ওহ্ 🙂
বি.দ্রঃআমি কিন্তু আগে থেকেই জানতাম ও ব্রাজিল সাপোর্ট করে 😂
ছাত্রের বোন আমাকে আগেই বলেছিল ও ব্রাজিল সাপোর্ট করে😂
🤐🤐🤐🤐
🤐🤐✌️✌️
লে স্টুডেন্ট🤐
বিশ্বাস করেন ৬ বছর টিউশনি জীবন ছাড়াও আমার ছাএ জীবনে এমন কাটা কম্পাস আমি দেখিনি 😳
যেটা ছিল ওটা নাকি হারিয়ে গেছে আজ exm নিতে চাইছি তাই নিজ হাতে বানিয়েছে।
বি:দ্র: সে দ্বিতীয় শ্রেণির ছাত্রী👍
রেজাল্টের পর মেয়েদের রি'এ্যাকশন.!👇
মেয়ে ১- ( কাঁদতে কাঁদতে) মাত্র ৯১ পেলাম.!
মেয়ে ২- ( আরো বেশি কাঁদতে কাঁদতে) ৫ বার রিভিশন দেয়ার পরও ৯০ কি করে পাই.?
মেয়ে ৩- আমি ৯৩ পেয়ে মায়ের কাছে কিভাবে মুখটা দেখাবো.?
!
ছেলেদের রি'এ্যাকশন.!👇
ছেলে ১- এইবার পুরা কাঁপায় দিছি দোস্ত, ৪৪ পাইছি.!
ছেলে ২- আমি পাশ করেছি, বাবা শুনলে তো নাচানাচি শুরু করবে.!
ছেলে ৩- পুরা ৩৩ পাইছি মামু, আমার তো বিশ্বাস'ই হচ্ছে না যে, আমি পাশ করছি.!🤣🤣