Sazeeb

Sazeeb

Future Dr.

Operating as usual

16/12/2023

একটি বাংলাদেশ ❣️❣️

27/11/2023

💖💖💖

61RMC ছোট ভাই এর টাইমলাইন থেকে নেওয়া.

প্রথমেই বলি, আমি এমন কোনো ছবি উঠাতে কখনই পছন্দ করি না, সাথে সোশ্যাল মিডিয়ায় দেওয়া তো দূরের কথা।

তবে এই বারের ঘটনা তো সুন্দর তাই লিখতে মন গেলো,সাথে ইনার সাথে ছবি তুলতেও মন চাইলো।

পুরুষ মানুষের চিন্তা যে তার বউ বাচ্চা ইনাকে দেখলে ভালোই বুঝা যায়,এক হাত কাটা, চলতেই পারেননা, তবুও পরিবারের অন্য সদস্য নিয়েই সব চেয়ে বেশি চিন্তা ,

টিউশনি শেষে ,
হলে আসিতেছিলাম, বাবু মিয়া চেয়ে থাকতে থাকতে হঠাৎ বলে, বসল কিছু খাওয়াতে পারবেন বাবা?
দুপুরে পাউরুটি খেয়ে আর টিকতে পারছি না,

আমার একটা কথা আমি সবাইকে সব সময়
বলি,
কেউ যদি খেতে চায়, সে আসলেই অভাবী,
আর মানুষকে খাওয়ানোর মতো ভালো কাজ দুনিয়ায় খুবই কম আছে,
দোয়া দুই রকম,
একটা গড় পড়তা দোয়া,আরেকটা মন থেকে তৃপ্তি সহ দোয়া,

টাকা দানের চেয়ে কিছু খাওয়ালে মানুষ তৃপ্তি বেশি পায়,

আর মন থেকে আপনাকে যে দোয়াটা দিবে সেই দোয়া টাকা দানের মাধ্যমেও পাবেননা।
তাই আমি এমন চান্স কখনও ছেড়ে দিতে পছন্দ করি না,

আমি সব সময় চাই আমার কাছে কেউ খেতে চাইবে অথচ আমি খাওয়াতে পারব না, এমন দিন যেনো কখনও না আসে আল্লাহর রহমতে,

কি খাবেন জিজ্ঞেস করতেই, একদম কাচুমাচু মুখ করেই বললেন, আপনি যা খাওয়াবেন,

সাথে নিয়ে চলতে চলতে গল্প গুজব করলাম,
হাত হারালেন কি ভাবে!

দুঃখের কথা মানুষ বাঁধ ভাঙা উল্লাসের মতোই মানুষ বলতে পছন্দ করে,

সেও হর হর করে বলতে শুরু করল,
আগে কাজ করত ছো মিলে,
ছো মিলের ব্লেড লেগে হাতটা কেটে পড়ে গেছে,
আগে তার কত সুখের সংসার ছিলো,

একটা হাত চলে যাওয়াতে সব কিছু শেষ হয়ে গেছে,
সংসারের সব সুখ শেষ,

আমি ওনাকে বলছিলাম চলেন বাবা বিরিয়ানি খাওয়ায়,

আমার সাথে তার জীবনের আর পারিবারে গল্প মন খুলে বলছিলেন,
তার দুইটা ছেলে আছে আর বউ আছে,

এই কথা বলতেই,বউ বাচ্চার কথা উঠতেই,

ওনি আর বিরিয়ানি খাবেননা,

এক কেজি চাল কিনে চাইলেন,যে বাড়িতে বউ বাচ্চাসহ সাদা ভাতই খাবেন,

বললাম,কেন?
বলল,ওদের ছাড়া নিজে কেমনে খাই বাবা,
তার চেয়ে আপনি ১ কেজি চালই কিনে দেন,
আশে পাশে কোনো চালের দোকান নাই,তাই হাটছিলাম,
বললেন:
বাবা আপনার কষ্ট হয়ে যাচ্ছে, থাক লাগবে না!

জোর করেই নিয়ে গিয়ে ছোট্ট সামর্থ্য দিয়ে একটু চাল কিনলাম,

যেহেতু ওনার একহাত কাটা,তাই আমি হাতে নিলাম,
এবার চলেন, আমি আপনি দুজন মিলে কিছু খাই!

এবারও ওনি খাবেননা, কারণ আমি তো চাল কিনে দিয়েছি,তাতেই তিনি খুশি আর দোয়া দিচ্ছিলেন এতো আলহামদুলিল্লাহ,

তারপরও বললাম, আরে চলেন খাই, সমস্যা নাই,

বসলেন,
আর মন ভরে যে দোয়া টা করলেন আমি তাতে এতোই খুশি, আমিও ওনার সাথে খাচ্ছিলাম বলে আরো খুশি হলেন,

আল্লাহর কাছে হাজার শুকরিয়া,
এই লোকটার জন্যও দোয়া করলাম,আল্লাহ তায়ালা
তাড়াতাড়ি যেনো ওনার অভাব দূর করে দেন।
ওনার পরিবারের মধ্যে যেনো আরো মায়া মহব্বত বাড়িয়ে দেন💯

কেউ খেতে চাইলে যত সম্ভব না ফিরানোর চেষ্টা করবেন,যদি পকেটে কিছু থাকে খাওয়াবেন, খাওয়ালে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার আপনার পকেট ভরিয়ে দিবে ইনশাআল্লাহ।

13/10/2023

Director Sir Of RMCH

11/10/2023

এক ইহুদি যুবক প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের বিরুদ্ধে লড়তে যাচ্ছে। তো তার মা তার ব্যাগে খাবার-দাবার গুছিয়ে দিয়ে বলছে, ‘শোন বাবা, বেশি পরিশ্রম করবি না। একটা করে তুর্কি মারবি আর জিরিয়ে নিবি।’ তখন ছেলে বলছে, ‘মা, কিন্তু ওরা যদি আমাকে মারে?’ মায়ের উত্তর, ‘তোকে মারবে কেন, তুই ওদের কী ক্ষতি করেছিস?’

ঘটনা হচ্ছে এই, ইসরায়েল এতদিন মারলো কোনো দোষ নাই, যেই হামাস মারা শুরু করলো তখনই হামাস হলো জঙ্গি 🫡

ইন্টারন্যাশনাল নিউজ গুলো যদি দেখেন তাহলে বুঝবেন,
হামাসের রকেট হামলাকে তারা কতটা খারাপ ভাবো উপস্থাপন করছে সবার সামনে ইসরায়েল,

এদিকে হামাসের হামলার পর,
গাজার পানি খাবার বন্ধ করে দিয়ে যে সমান তালে বোমা হামলা শুরু করছে ইসারইল,সেটা কেউ সামনে আনছে না,

ইসরায়েল এর ৫০০ জন মরছে এদিকে গাজায় লাশ রাখার জন্য মর্গে জায়গা হচ্ছে না,
এই নিউজ কই?
গাজায় ৫ হাজার এর বেশি শিশু, বৃদ্ধ শেষ এটাও শুনে রাখেন।

ইসরায়েল যে মিডিয়া কন্ট্রোল করে এটা বুঝা যায়,তারা যা খাওয়া বিশ্ব তাই খাবে,

আমেরিকা আর ইসরায়েল ভাই ভাই,
আমেরিকা যেমন তালেবানকে জঙ্গি প্রচার করেছিলো তেমনি ইসরায়েল হামাসকে জঙ্গি সংগঠন বানিয়ে দিচ্ছে ইন্টারন্যাশনালি,

মুসলিম ছাড়া, ফিলিস্তিন ইসরায়েলের আসল ইতিহাস না জানা বিশ্বের মানুষ তাই বিশ্বাস করে নিবে ,


আল আকসা আমাদের প্রথম কিবলা,

আমাদের পবিত্র নগরি,
আমাদের সব সময় দোয়া থাকবে,
হামাস যুদ্ধরা শক্তিশালী হয়ে উঠুক,

আমাদের মুসলিম ভাইদের জন্য সব সময় দোয়া থাকবে,
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার রক্ষা করুক❣️

দেখেন একটা কথা বলি,

ইহুদিদের সাথে আমাদের যুদ্ধ হবেই হবে আল্লাহ নিজে বলে দিছেন,
ইহুদিরা আমাদের শত্রু এটা বলাই আছে,

জেরুজালেম ইহুদি আর মুসলিম নিয়ে ভবিষ্যত বানী আছে ইসলামে।

আমরা যারা যারা মুসলিম তারা অবশ্যই বিশ্বাস করব, ভবিষ্যত বানীগুলো তো সত্যি হবেই।

08/10/2023

মেডিকেলে ৪৩৫০ আসন থেকে বেড়ে একেবারে ৫৩৮১ আসন !

07/10/2023

পানির নিচে রামেক, মাছ ধরা চলছে😐🫡😀😛

04/10/2023

মানুষ স্বভাবগত ভাবেই হিংস্রতাকে পছন্দ করে!
না হিংস্রতাকে ভয় পায় এই নিয়ে আমার আসলে বিশেষ দ্বিধা আছে,

ঘটনার শুরতেই একটা প্রশ্ন করতে চাই,

পৃথিবীর জীবের মধ্যে সব চেয়ে হিংস্র প্রাণী কারা!
বাঘ!সিংহ! হায়না! না মানুষ?

জন্মদাতা বাপকে হ*ত্যা করে লা*শকে ১০ টু*করো করে,
স্ত্রী সন্তানেরা মিলে লা*শকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে,
আর ছেলের বউ লা*শের কা*টা মাথা ব্যাগে নিয়ে নদীতে ফেলে দিতে গেছে।

ভাবতে পারেন ঘটনা! কতটা লোমহর্ষক , কতটা নির্দয়তা! কতটা হিংস্রতা লুকিয়ে ছিলো এই মানুষদের মাঝে!

যারা নিয়মিত নিউজ দেখেন,
তারা জেনে থাকবেন প্রতিদিনই এরকম ঘটনা ঘটতেছে,

আর এই যে মানুষের বডিকে কয়েক ট*করো করার মতো জগন্যতম অপরাধ মানুষ করতেছে,এইটা ইদানীং অনেক বেশি ঘটার পিছনে একটা ঘটনা আছে,

ঘটনাটা হচ্ছে ক্রাইম পেট্রোল সিরিজ দেখা/

মানুষ ভালো জিনিস শিখার চেয়ে খারাপ জিনিস শিখে বেশি!
মানুষ অপরাধ দেখে অপরাধ করে।।

ক্রাইম পেট্রোল সিরিজের অপরাধী যে ভুল করে ধরা পরে,
বাস্তব জীবনের অপরাধী ঐ ভুলটা সংশোধন করে অপরাধ করতে চায়,ভাবে সে ধরা পরবে না!

এখনকার সিনেমাগুলো তে যত বেশি হিংস্রতা থাকে মানুষ তত বেশি পছন্দ করে,
ট্রেইলারে নায়ক বা ভিলেনকে যত বেশি হিংস্র ভাবে উপস্থাপন করা হয় তত বেশি হাইপ উঠে যায়,

তাহলে কি মানুষ হিংস্রতাকেই পছন্দ করে!

এখনকার সব মোবাইল গেমস গুলোও কিন্তু
কিলিং মিশন রিলেটেড, হ*ত্যা করা গেমস আমাদের স্বভাব গত ভাবেই প্রিয়,
তাহলে কি আমরা স্বভাবত ভাবেই হিংস্র!
প্রশ্ন থেকেই গেলো,
তবে আমরা মানুষরা যে হিংস্রতা দেখিয়ে সবার ওপরের লেবেলে আছি সেটা বুঝতে পারা যায়,

ধন্যবাদ....

03/10/2023

নীল সমুদ্র ডাকছে আমায়! তাই যাচ্ছি আমি দূর অজানায়.... 💖

31/08/2023

২০১৫ সালে ফাঁস হওয়া প্রশ্ন কিনে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ভর্তি হয়েছেন অন্তত ৪০ শিক্ষার্থী। তাদের অনেকেই পরীক্ষায় বারবার অকৃতকার্য হয়ে বের হতে পারেননি। এই ৪০ শিক্ষার্থীর মধ্যে ৩০ জনকে নজরদারিতে রেখেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।সিআইডির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধভাবে ফাঁস হওয়া প্রশ্ন কিনে যারা বিভিন্ন শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এজন্য গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে প্রাপ্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে।

21/08/2023

সাল ২০১৫ঃ
জানেন ভাবি আমার মেয়ে মেডিকেলে জাতীয় মেধায় ১১তম হইছে!

সাল ২০২৩ঃ
তা ভাবি আপনার মেয়ে এখন কোথায় আছে?

25/07/2023

জেনে নাও ১২ সেন্টিমিটার দৈর্ঘ্য কার কার!!!

12 cm Organ of Human Body...



Sazeeb
Rajshahi Medical College

15/07/2023

মেডিকেল ভর্তি পরিক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে💥💥💥💥

02/06/2023

ছোটবেলা থেকে স্বপ্ন বিসিএস ক্যাডার হবার
ইচ্ছা ছিল আগে বিসিএস,তারপর বিয়ে
এখন তো দেখি আগে বিয়ে,তারপর বিসিএস😐

02/06/2023

ভালো যুক্তি😑😑

02/06/2023

কোন রক্তকণিকা দানাহীন?
১. নিউট্রোফিল
২.বেসোফিল
৩.ইওসিনোফিল
৪. মনোসাইট

কমেন্ট করে, উত্তর বলো!❣️

30/05/2023

বাঙ্গালি যা চায় -
১)আমেরিকার চাপে সরকারের পতন।
২)রাশিয়ার চাপে আমেরিকার পতন।
৩)নিজ দেশে খেলাফত।
৪)বিধর্মীদের দেশে অসাম্প্রদায়িকতা।
৫)আমেরিকার ভিসা।

কার্টেসী- Ashikur Rahman Rupom

29/05/2023

রাবি বায়োলজি সলভ❣️❣️

19/04/2023

হঠাৎ আমার বিকাশ, নগদের আউট গোয়িং টাকা ট্রান্সফার কাজ করছে না,
শুধু ইনকামিং কাজ করছে😐
সিনিয়র ভাই আপু আসসালামু আলাইকুম ❣️

16/04/2023

বিদ্যানন্দের ১৫টি অপরাধ ও প্রতারণাঃ

১]
https://www.facebook.com/100003217541175/posts/6046184592165399/

২]
https://www.facebook.com/100015514991296/posts/1531725537354598/?app=fbl

৩]
https://www.facebook.com/100077561177754/posts/243164761612228/?app=fbl

৪]
https://www.facebook.com/100002605551424/posts/6000596706703788/?app=fbl

৫] https://www.facebook.com/100001181518583/posts/6233826569999998/

৬]
https://www.facebook.com/100000151416047/posts/6786652221349758/?app=fbl

৭]
https://www.facebook.com/107750658282627/posts/245394007851624/?app=fbl

৮] https://www.facebook.com/104043855715168/posts/195061409946745/?app=fbl

৯] https://www.facebook.com/100001739730983/posts/6302843486450247/

১০]
https://www.facebook.com/100026196713516/posts/1211418263074719/?app=fbl

১১] https://www.facebook.com/100009921310277/posts/1980189782321713/

১২] https://www.facebook.com/groups/720400918361221/permalink/1217419155326059/

১৩] https://www.facebook.com/100009921310277/posts/1981426288864729/

১৪] https://www.facebook.com/100009921310277/posts/1983298565344168/

১৫]
https://www.facebook.com/100009921310277/posts/1984365611904130/

নতুন সংযোজনঃ

১৬]
https://www.facebook.com/100006951580776/posts/3465402813701404/?app=fbl

১৭]
https://www.facebook.com/100064605766943/posts/596868595809994/?app=fbl

১৮]
https://www.facebook.com/100064605766943/posts/596872592476261/?app=fbl

১৯] https://www.facebook.com/100001910365186/posts/9075548925852029/?app=fbl

২০] https://www.facebook.com/100009921310277/posts/1988577654816259/?app=fbl

২১]
https://www.facebook.com/1378899880/posts/10230734763897578/?app=fbl

২২]
https://www.facebook.com/100004055779831/posts/3105871972891298/?app=fbl

16/04/2023

এক গরু ভিন্ন ভিন্ন সময়ে কি ভাবে জ*বাই করা যেতে পারে?

এভাবে সহজ সরল মানুষগুলোর আবেগ ভালোবাসা নিয়ে মার্কেটিং করে, কোটি কোটি টাকা মেরে দিলো,
মানুষ কাকে বিশ্বাস করবে?

15/04/2023

মেডিকেলের মেয়েদের রুপের কাছে এই গরম কিছুই না😌

15/04/2023

6 Motivational STORY ❣️

14/04/2023

বল্টুর বাপ সমাপনী পরীক্ষার ফলাফল
সস মেরে পোস্ট দিছে আমার ছেলে জিপিএ -৫ পেয়েছে,দোয়া করবেন সবাই।

বল্টু : জিএসছি,এসএসসি, এইচএসসির ফলাফল নিজের ফেসবুকে পোস্ট করেছে "আলহামদুলিল্লাহ জিপিএ -৫"

তারপর
আবার আলহামদুলিল্লাহ অমুক বিশব্বিদ্যালয়😐

এখন বল্টু আমার পোস্ট দেখে কান্নাকাটি করে🥺🙄

আমি কেন,
আলহামদুলিল্লাহ লিখে পাস করেছি পোস্ট টা দিবো!🤐

পরশ্রীকাতরা বাঙালির সাথেই যায় ভাই😶

05/04/2023

@ Share
If you are a dreamer of Medical...

12/03/2023

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম স্থান অধিকারী : রাফসান জামান

মার্ক : ৯৪.২৫

Want your school to be the top-listed School/college?

Videos (show all)

পানির নিচে রামেক, মাছ ধরা চলছে😐🫡😀😛
নীল সমুদ্র ডাকছে আমায়! তাই যাচ্ছি আমি দূর অজানায়.... 💖
জেনে নাও ১২ সেন্টিমিটার  দৈর্ঘ্য  কার কার!!!12 cm Organ of Human  Body...Sazeeb Rajshahi Medical College #Biology
জেনে নাও ১২ সেন্টিমিটার  দৈর্ঘ্য  কার কার!!!12 cm Organ of Human  Body...#biologyteacher Sazeeb Rajshahi Medical College
#Readyformedi#medicaladmission#Biology#medical#Doctor#Doctorcouple
6 Motivational STORY ❣️

Website