Ilmul Quran Academy

Ilmul Quran Academy

Share

সহীহ্ করে কুরআন শেখতে আগ্রহী বোনেরা ইনবক্সে নক করুন

Operating as usual

19/01/2025

তোমাদের প্রতিপালক অত্যন্ত লজ্জাশীল ও দয়ালু। বান্দা যখন তাঁর কাছে কিছু চেয়ে হাত উঠায় তখন তার হাত (দু‘আ কবুল না করে) খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।

18/01/2025

আপনার বাচ্চার শিক্ষিকা আপনিই হন

17/01/2025

জুমআর দিন প্রতি কদমে নেকী

যে ব্যক্তি জুমআর দিন উত্তমরূপে গোসল করবে, অত:পর কোনো রকম যানবাহনে না চড়ে পায়ে হেটে আগে আগে মসজিদে যাবে, ইমামের নিকটবর্তী বসবে, চুপ থাকবে এবং অনর্থক কথা বলা থেকে বিরত থাকবে, তবে মহান আল্লাহ তাকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রতি কদমে এক বছরের নফল রোযা ও এক বছরের তাহাজ্জুদ সালাতের

সওয়াব দান করবেন

আবু দাউদ ৩৪৫; মুসনাদে আহমাদ ৫৮১
#জুম্মা

27/12/2024

আসসালামু আলাইকুম!
জুম্মা রিমাইন্ডার
সূরা কাহফ,
বেশি বেশি দুয়া,
বেশি বেশি দরূদ পড়া

☘️আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন,
নিশ্চয়ই যে ব্যক্তি জুম’আর দিন সূরা কাহফ তিলাওয়াত করবে, তাকে দুই জুম’আর মধ্যবর্তী সময়টাতে নূর দান করা হবে।
সহীহ আল জামে,
হাদীস নং: ৬৪৭০

22/12/2024

অত্র মাদ্রাসার প্রথম শিক্ষিকা ছিলাম।
১৪ মাসে একজন স্টুডেন্ট হিফজ কম্পিলিট করেছে মাশাআল্লাহ।

https://www.facebook.com/share/v/12GAoPHETd9/

11/12/2024

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম❤️

রাসূলুল্লাহ সা. বলেন,
আমার ওপর জুমুআ'র দিন বেশি বেশি দুরুদ পাঠ করো।

কারণ আমার উম্মতের দুরূদ জুমুআ'র দিন আমার কাছে পৌঁছানো হয়।

যে ব্যক্তি আমার ওপর সবচেয়ে বেশি দুরূদ পাঠাবে সে কেয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে।
---সহিহ আত-তারগিব/১৬৭৩

04/12/2024

প্রতি বছর দেখা যায় জানুয়ারির দিকে নতুন কিছু স্টুডেন্ট পাওয়া যায়,,,বাট এ বছর নতুন স্টুডেন্ট কি নিবো নিজের পরীক্ষার জন্য তো আগের স্টুডেন্ট দের ই কিভাবে পড়াব ভাবছি🙃
জানুয়ারি এর ২ তারিখ পরীক্ষা 🥲

12/11/2024

ক্লাস টেস্ট নিয়েছিলাম।
এক স্টুডেন্ট এর বাসা কাছাকাছি হওয়াতে কলম এর সাথে লেখা টাও নিজ হাতে দিতে পেরেছিলাম😍
বাকি ৩ জন কে টাকা পাঠিয়ে দিয়েছিলাম🥲🥲

31/10/2024

ইসলামিক কুইজ

সূরা আর-রহমানে فَبِأَيِّ آلاءِ رَبِّكُما تُكَذِّبانِ এই আয়াতটি কত বার উল্লেখ করা হয়েছে??

ক. ১৫ বার
খ.২১ বার
গ. ৩১ বার
ঘ. ৩৫বার

24/10/2024

কুরআন মুখস্থ করার চাইতে আগে সহিহ ভাবে পড়তে শেখাটা জরুরি। এক্ষেত্রে মুখস্থ শুরু করতে দেরি হলে মন খারাপের কিছু নাই। সবই তো আল্লাহর সন্তুষ্টির জন্য করা। একবার যখন শুদ্ধ করে পড়তে পারবেন, তারপর মুখস্থ শুরু করুন। তখন আর মুখস্থ অংশে পড়ার ভুল থাকবে না ইন শা আল্লাহ।

23/10/2024
14/10/2024

কুরআন কারীম বুকে লাগিয়ে বসে থাকতে কী যে আনন্দ লাগে, বলে বোঝানো যাবে না। যখন হাফেয হয়ে বের হয়েছি, কী এক প্রয়োজনে, কুরআন কারীমকে একদম বুকের সাথে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে দু'আ করেছিলাম। সেদিন এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। কুরআন কারীমকে বুকের সাথে চেপে ধরার সাথে সাথেই, পুরো শরীরে কিসের যেন শিহরণ বয়ে গেল। শিরা-উপশিরায় রক্ত-কণিকার ছোটাছুটি শুরু হয়ে গেল। মনে হলো আমার মধ্যে কিছু একটা হয়েছে। সেই থেকেই, মন খারাপ হলে, কোনো সমস্যায় পড়লে, কুরআন কারীমকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপচাপ বসে থাকি। ভালো লাগে। স্বস্তি পাই। নিরাময় বোধ হয়।

বইঃ"আই লাভ কুরআন"
লেখকঃ মুহাম্মদ আতিক উল্লাহ

07/10/2024

কুরআন তিলাওয়াত শুদ্ধ ভাবে শিখাতে, বিশেষ করে আগের যে সুরা গুলো অশুদ্ধ মুখস্থ করে ফেলেছে। সেগুলো নতুন ভাবে আবার শুদ্ধ করে শিখাতে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়, টিচার এবং স্টুডেন্ট উভয়ের ই।

তাই কুরআন তিলাওয়াত শুদ্ধ আছে কিনা এটা জানা আপনার জন্য আগে জরুরি, তারপর মুখস্থ।

আল্লাহ আমাদের সবার জন্য সহজ করুক, মুখের জড়তা কাটিয়ে দিন আমীন।

29/09/2024

কুরআন মুখস্থ করার বিষয়টা একটু ভিন্ন। এটা সকলের জন্য না। কিন্তু কুরআন পড়া? আপনার সময় নেই, পরিস্থিতি নেই আপনার মুখস্থ করার প্রয়োজন নেই। কিন্তু পড়তে তো পারতে হবে।

তাই যারা কখনো শুদ্ধ করে কুরআন পড়া দেননি কারো কাছে, চেষ্টা করুন পড়া দিতে। সম্পূর্ণ কুরআন পড়ার চেষ্টা করুন কারো কাছে। কুরআন ভালোবাসি কিন্তু পড়তে পারি না - এমন যেন না হয়।

07/09/2024

আসসালামু আলাইকুম।
আপুরা আগামীকাল রাত ৮ টাতে ইনশাআল্লাহ নামাজ এর দোয়া ও সূরা শেখানো হবে।।
একদম ছোটো বাচ্চাদের মত ইনশাআল্লাহ।
ক্লাস করতে আগ্রহী বোনেরা টেলিগ্রাম গ্রুপ এ জয়েন করে নিন।

05/09/2024

আগামী রবিবার থেকে নামাজ এর দোয়া ও সূরা শিক্ষার কোর্স চালু হবে ইনশাআল্লাহ।
সপ্তাহে ২ দিন ক্লাস হবে,শুক্রবার ও রবিবার টেলিগ্রাম গ্রুপ এ।
ক্লাস টাইম রাত ৮ টা।
আপনি বা আপনার পরিচিত বোনদের যুক্ত করতে পারেন ইনশাআল্লাহ।
গ্রুপ লিংক পেতে ইনবক্সে নক করুন।

02/09/2024

Alhamdulillah 💜
আমেরিকার স্টুডেন্ট...
মাস শেষ হবার সাথে সাথে হাদিয়া পাঠিয়ে দেয়👀

29/08/2024

নারীরা নারী উস্তাজার কাছে কুরআন/হাদিস/দ্বীন শিখবে,
আর পুরুষরা পুরুষ উস্তাজ এর কাছে এটাই নিয়ম।

বিশেষ করে পার্সোনাল ক্লাস কেনো একজন পুরুষ উস্তাজ এর কাছে পড়তে হবে!!
আর যদি এমন হয় যে কুরআন শিখাতে শিখাতে পুরুষ উস্তাজ এর সাথেই তার হারাম সম্পর্ক গড়ে উঠে...! ( আল্লাহ রহম করুক)
তাহলে বুঝতে হবে পর্দা শুধু শরীরের জন্য নয়। কন্ঠের জন্যেও আছে।

ইলম অর্জন করতে এসে হারামেই নিমজ্জিত হলেন,কতটা জঘন্য ব্যাপার টা চিন্তা করেন।

বোনেরা অনলাইন বা অফলাইনে নারী উস্তাজার কাছে কুরআন/হাদিস শিখার চেষ্টা করুন। আর নিজেদের হায়া,গায়রতটুকু বজায় রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।

আল্লাহ সহজ করুক আমীন 🤲
coppy

Want your school to be the top-listed School/college?

Videos (show all)

হে মাবুদ, আমার হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণ করো, একবার কাবা ঘর দেখার সুযোগ দান করো।#Kaaba#Mecca#Makkah#Islam#Muslim #Hajj #Umr...
তিলাওয়াত টা শুনুন..ভাল লাগবে অনেক ইনশাআল্লাহ 🖤কি সূরা বলতে পারবেন?