Poradaha Secondary School

Poradaha Secondary School

Share

Best Educational Institute

Operating as usual

29/01/2025

আলহামদুলিল্লাহ পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের ১০ম শ্রেনীর ৫টির বই আগাম ৩০/০১/২০২৫ হতে বিতরন করা হবে।এবং নবম শ্রেণীর বিজ্ঞান শাখর ৮ টি বই বিতরন করা হবে। রশিদ বই বাধ্যতামূলক।

26/01/2025

৬ষ্ট থেকে ১০ম শ্রেণীর কোন ছাত্রের নাম ভুল অথবা পিতামাতার নাম ভুল থাকলে বিদ্যালয়ের অফিস কক্ষে যোগাযোগ কারার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

Photos from Poradaha Secondary School's post 25/01/2025

পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল হাশেম সভাপতি ,বাংলাদেশ জামাতইসলামী পোড়াদহ সমাজ কল্যান পরিষদ পোড়াদহ মিরপুর কুষ্টিয়া। বিদ্যালেয় সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল কাশেম স্যার। Show বিজয়ী হয়েছে তাদের সবাইকে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অতিথিবৃন্দ ।পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সুযোগ্য ক্রীড়া শিক্ষক জনাব মোস্তাফিজুর রহমান টুটুল।তারিখঃ ২৩/০১/২০২৫

24/01/2025

হাড়িভাঙ্গায় ১ম টুটুল স্যার

Photos from Poradaha Secondary School's post 23/01/2025

পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত।যারা বিজয়ী হয়েছো তাদের সবাইকে অভিনন্দন ও শুভকামনা।আর যারা বিজয়ী হতে পারোনি তাদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আগামীতে ভালো খেলার প্রত্তয় রইলো। মোট ইভেন্ট ছিলো ৮ টি পুরস্কার সংখ্যা :৭১ টি।
চুরান্ত প্রতিযোগিতা ২২ ও ২৩ শে জানুয়ারি।সকল ইভেন্ট পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সুযোগ্য ক্রীড়া শিক্ষক জনাব মোস্তাফিজুর রহমান টুটুল।

Photos from Poradaha Secondary School's post 22/01/2025

পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৩টি ইভেন্টে খেলা সম্পন্ন হয়েছে পোড়াদহ ফুটবল মাঠে।
বাকি আছে আরো চারটি। পুরস্কার বিতরনী ২৩শে জানুয়ারি ২০২৫ দুপুর ১২টায়।

21/01/2025

পোড়াদহ ফুটবল মাঠে খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়
২২/০১/২০২৫
সবাই আমন্ত্রিত

21/01/2025

১.শিক্ষকদের জন্য হাড়িভাঙ্গা খেলা থাকবে,প্যাচ খোলো খেলা ও মহিলা শিক্ষকদের জন্য বালিশ খেলার ব্যবস্থা রয়েছে।

21/01/2025

পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে আগামী ২২ও ২৩ শে জানুয়ারী ২০২৫ রোজ বুধ ও বৃহস্পতিবার। সকল ছাত্রদের উপস্থিত থাকার জন্য বলা হলো। ৭টি ইভেন্টে খেলা হবে। পুরস্কার বিতরনী ২৩শে জানুয়ারি দুপুর ১২টায়।

Photos from Poradaha Secondary School's post 19/01/2025

প্রতহিক সমাবেশ ১৯/০১/২০২৫

17/01/2025

আলহামদুলিল্লাহ পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের ৭ম শ্রেনীর গনিত বই আগামী ১৯/০১/২০২৪রোজ রবিবার হতে বিতরন করা হবে।

17/01/2025

আলহামদুলিল্লাহ পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের ১০ শ্রেনীর শট সিলেবাসের নতুনবই বাংলা, ইংরেজী ও গনিত বই আগামীকাল ১৯/০১/২০২৪রোজ রবিবার হতে বিতরন করা হবে।

17/01/2025

আলহামদুলিল্লাহ পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের ৮ম শ্রেনীর নতুনবই বাংলা, ইংরেজী ও গনিত বই আগামীকাল ১৯/০১/২০২৪রোজ রবিবার হতে বিতরন করা হবে।

Photos from Poradaha Secondary School's post 15/01/2025

স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়!!!

Photos from Poradaha Secondary School's post 15/01/2025

২য় লটারী অনুষ্ঠিত ০৯/০১/২০২৫
৬ষ্ঠ শ্রেণীতে আসন সংখ্যা পূরন হওয়ায় আর কোন ফরম ছাড়া হবে না। ধন্যবাদ।

14/01/2025

আলহামদুলিল্লাহ। পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের শ্রেণী কার্যক্রম ও পাঠদান চালু হয়েছে। সবাইকে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Photos from Poradaha Secondary School's post 13/01/2025

ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা ২০২৫

11/01/2025

আলহামদুলিল্লাহ নতুন বই অফিসে চলে এসেছে। পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের নতুনবই ৬ষ্ট ও ৭ম শ্রেণীর বাংলা, ইংরেজী ও গনিতবই আগামীকাল ১২/০১/২০২৪রোজ রবিবার হতে বিতরন করা হবে।

Want your school to be the top-listed School/college?

Videos (show all)

হাড়িভাঙ্গায় ১ম টুটুল স্যার
১০০ মিটার দৌড়
পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে  ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস নভেম্বর ২০২৪ উপলক্ষে আলোচনা সভা প্রধান অতিথি ও আলোচোক অত্র বিদ...
আমাদের গর্ব

Website