
আজ আব্দুর রব বাজার দাখিল মাদ্রাসায় নতুন বই বিতরণ করা হয়।নতুন বই বিতরণের সময় উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার সম্মানিত সুপার সাহেব, সম্মানিত সভাপতি সাহেব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdur Rob Bazar Dakhil Madrasha, Education, .
আজ আব্দুর রব বাজার দাখিল মাদ্রাসায় নতুন বই বিতরণ করা হয়।নতুন বই বিতরণের সময় উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার সম্মানিত সুপার সাহেব, সম্মানিত সভাপতি সাহেব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আব্দুর রব বাজার দাখিল মাদ্রাসার বার্ষিক মাহফিল আগামী ১৮ ই ফেব্রুয়ারী ২০২২ইং তারিখে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আব্দুর রব বাজার দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানিত হয়। উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সুপার, সহকারী শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।
এতোদ্বারা সকল অভিভাবক ও ছাত্র ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ২৪-১১-২০২১ ইং রোজ বুধবার হইতে নার্সারি থেকে দশম শ্রেনী পযর্ন্ত বার্ষিক ও নিবার্চনী পরিক্ষা শুরু হইবে। তাই অভিভাবক গনকে একাডেমির সকল ফিস বেতন অতি দ্রুত দিয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।
সার্বিক যোগাযোগঃ-
সুপারঃ 01829192505
অফিস সহকারীঃ01874623363
বিদায়ীদের শ্রদ্ধাজলি
"উষর মুরুর ধূসর বুকে, ছোট্ট যদি শহর গড়ো,
একটি শিশু মানুষ করা তার চাইতেও অনেক বড়"।
***** জরুরী বিজ্ঞপ্তি****
আব্দুর রব বাজার দাখিল মাদ্রাসা, চরক্লার্ক, সুবর্ণচর, নোয়াখালী। অত্র মাদ্রাসায় ২০২১শিক্ষাবর্ষের অধ্যয়নরত ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির সকল ছাত্র - ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ইউনিক আই ডি প্রদান করা হবে। ইউনিক আই ডি প্রাপ্তির লক্ষ্যে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। নির্ধারিত ফরমের সাথে নিন্মলিখিত কাগজপত্রগুলো জমা দিতে হবেঃ ১-শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি। ২- শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন ফটোকপি।
৩- পিতা- মাতা উভয়ের অনলাইন জন্ম নিবন্ধন ফটোকপি এবং NIDএর ফটোকপি। ( যাঁদের NID নেই তাঁদের পাসপোর্টের ফটোকপি) ৪-শিক্ষার্থীর রক্তেরগ্রুপ। ৫- মাতা- পিতা উভয়ের মোবাইল নাম্বার। ৬-ইবতেদায়ী পরীক্ষার সনদ ও জেডিসি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি। আগামী ২২মে/২০২১ ইং শনিবার থেকে সকাল ১০ টার মধ্যে কাগজপত্র গুলো মাদ্রাসার অফিস কক্ষে জমা দিতে হবে। ৮- স্বাস্থ্যবিধি মেনে জমা দিতে হবে। নির্দেশক্রমেঃ সুপার
আব্দুর রব বাজার দাখিল মাদ্রাসা ।
প্রয়োজনেঃ ০১৮৭৪৬২৩৩৬৩
আব্দুর রব বাজার মাদ্রাসার শিক্ষক- শিক্ষিকার শিক্ষা সফর। অসাধারণ মুহূর্ত💜
------ আপনাদের সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল। ------
ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে
হ্যাঁ ভাই, আপনাদের সুপরিচিত আব্দুর রব বাজার দাখিল মাদ্রাসাই ভর্তি চলিতেছে।নার্সারী থেকে নবম শ্রেণি পর্যন্ত।তাই আর দেরি না করে আজকে যোগাযোগ করুন।
সুপারঃ01
অফিস কক্ষঃ 01874623363
আগামী ২৯ শে জানুয়ারি ২০২১ সালে আব্দুর রব বাজার দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে,ইনশাআল্লাহ। উক্ত মাহফিলের প্রধান মেহমান মাওলানা সাইফুল্লাহ মনির সাহেব-প্রিন্সিপাল, সোনাইমুড়ী হামিদীয়া কামিল মাদ্রাসা।