হিমোগ্লোবিন গাইডলাইন এর হাত ধরে যাতে বিজয়ের হাসি হাসতে পার তোমরা ইনশাআল্লাহ ❤️❤️
---মেধাবী নয়,,
👉পরিশ্রমী হও,,,★★
—"সব মেধাবী'রা সফল হয় না,,,
কিন্তু, কোনো পরিশ্রমী কখনো হারে না,,,★★😊
Axon nursing admission
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Axon nursing admission, Nursing School, .
Operating as usual
নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ আবেদনের সর্বনিম্ন যোগ্যতা 📣
SSC 2020/2021/2022
HSC 2022/2023/2024
Diploma in Nursing/Midwifery ✅
SSC কমপক্ষে 2.5 এবং HSC কমপক্ষে 2.5 থাকতে হবে।
মোট জিপিএ কমপক্ষে 6.00 থাকতে হবে।
BSc in Nursing ✅
SSC কমপক্ষে 3.00 এবং HSC কমপক্ষে 3.00 থাকতে হবে।
মোট জিপিএ কমপক্ষে 7.00 এবং জীববিজ্ঞানে 3.00 থাকতে হবে কমপক্ষে।
চান্স নির্ভর করে-
- ১০০ তে প্রাপ্ত নম্বর
- GPA ৫০ এ প্রাপ্ত নম্বর (SSC result × 5) + (HSC result × 5)
- কলেজ চয়েস এর পর্যায়ক্রমের উপর।

আমাদের গতবারের হিমোগ্লোবিন গাইডলাইন নার্সিং চান্সপ্রাপ্তদের রিভিউ লিংক 🥰রিভিউ দেখে ক্লাস ও এক্সাম ব্যাচে ভর্তি হতে ইনবক্স করেন ⚠️না ভর্তি হলে আপনি অন্যজনের থেকে পিছিয়ে পড়ছেন 💥💥আমাদের কোর্স ফি সামান্য।01618525661Whats app knock den👈
যেকোন ভর্তি পরীক্ষায় জাতিসংঘ থেকে একটা প্রশ্ন প্রায় ই আসে।
জাতিসংঘের A to Z- ৫০ টি প্রশ্ন ও উত্তর:-
১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
২. জাতিসংঘ এর নামকরণ করেন কে?— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
৩. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?— ১ জানুয়ারি, ১৯৪২। – ৪. জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে? — মহাসচিব।
৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায়? — নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
৬. জাতিসংঘের ইউরোপীয় র্কাযালয় জেনেভা, সুইজারল্যান্ড।
৭. জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন— জন ডি রকফেলার জুনিয়র।
৮.জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি— ডব্লিউ হ্যারিসন।
৯.জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে — ২৬জুন,১৯৪৫ সালে।
১০. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে— ২৪ অক্টোবর, ১৯৪৫।
১১.জাতিসংঘের সনদের রচয়িতা— আর্চিবাল্ড ম্যাকলেইশ (Archibald Macleish)।
১২.প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয়—
২৪শে অক্টোবর।
১৩. জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য? — সাধারণ পরিষদের।
১৪. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে — সভাপতি।
১৫. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? — লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।
১৬. জাতিসংঘের সাধারণবপরিষদের সভাপতি কতববছরের জন্য নির্বাচিত হয় — ১ বছরের জন্য।
১৭. জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় — সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
১৮. নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের মোট সংখ্যা কত? — ১৫টি।
১৯. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র — ৫টি ( চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।
২০. নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদরদপ্তরের ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়— ২বার।
২১. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয় — ২ বছরের জন্য।
২২. নিরাপত্তা পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়— ১ মাসের জন্য।
২৩. নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়— ৯টি(৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)।
২৪. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন
সাধারণত বছরে কয়বার বসে— বছরে দু’বার একমাস ব্যাপী।
২৫.অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত
বছরের জন্য নির্বাচিত হয়
— ৩ বছরের জন্য।
২৬. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি— ৫৪টি।
২৭. প্রতিবছর কয়টি রাষ্ট্র তিন বছর
প্রশ্ন : BNMC কী?
উত্তর : বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারী কাউন্সিল।
প্রশ্ন : BNMC এর কাজ কী?
উ: নার্সিং ও ধাত্রী সংক্রান্ত শিক্ষা প্রদান।
প্রশ্ন : নার্সিং কাউন্সিল কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৫২ সালে।
প্রশ্ন : BNMC এর পূর্বনাম কী ছিল?
উত্তর : পূর্ব পাকিস্তান নার্সিং কাউন্সিল।
প্রশ্ন : BNMC এর বর্তমান নিবন্ধিত কর্মীর সংখ্যা কত?
উত্তর : প্রায় ৪০ হাজার।
প্রশ্ন : বাংলাদেশের সকল সরকারি বেসরকারি নার্সিং ইনস্টিটিউট কলেজ কিসের অধীভুক্ত?
উত্তর : বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারী কাউন্সিল।
প্রশ্ন :কোন সালে “কোকরেন” নামক একটি সংস্থা পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্তে উপনীত হয় যে, অধিকাংশ নারীর নিরবচ্ছিন্ন
সেবার আদর্শ ধাত্রী বিদ্যায় নিজেকে উৎস্বর্গ করা?
উত্তর : ২০১৩ সালে।
প্রশ্ন : যান্ত্রিক উপায়ে অজ্ঞান করার ঔষুধ কমিয়ে কত সপ্তাহের গর্ভধারণের শিশু হারানাের ঝুঁকি কমিয়ে আনে?
উত্তর : ২৪ সপ্তাহ।
স্বাধীনতা পূর্ব বাংলাদেশ নার্সিং
প্রশ্ন : ভারত-পাকিস্তান বিভাজনের পূর্বে বেঙ্গল কাউন্সিলের অধীনে কয়টি জুনিয়র নার্সিং ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ দেয়া হতাে?
উত্তর : ৩টি।
প্রশ্ন: কত সালে প্রথম সিনিয়র নার্সিং স্কুল প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৭ সালে।
প্র: ১৯৪৭ সালের সিনিয়র নার্সিং স্কুলটি বর্তমান কোন কলেজে অধিষ্ঠিত হয়?
উত্তর : ঢাকা মেডিকেল কলেজ।
প্র: তকালীন সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেট্রোন ছিলেন কে?
উত্তর : একজন ব্রিটিশ মহিলা।
প্র: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সুপারিনটেনডেন্ট অব নার্সিং পদ সৃষ্টি করা হয় কবে?
উত্তর : ১৯৪৭ সালে।
প্রশ্ন : কত সালে প্রথমবারের জন্য সরকারিভাবে কয়েকজন আগ্রহী ও শিক্ষিত তরুণীকে ইংল্যান্ড এর বেসিক নার্সিং ট্রেনিংয়ের জন্য পাঠান হয়েছিল?
উত্তর : ১৯৪৯ সালে।
প্রশ্ন : নার্সিং পেশার উন্নয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রযুক্তিগত সহায়তা প্রদান শুরু করে কত সালে?
উত্তর : ১৯৫২ সালে।
প্রশ্ন : কত সালে বাংলাদেশ নার্সিং কাউন্সিল অর্ডিনেন্স গেজেট প্রকাশ পায়?
উত্তর : ৫ই অক্টোবর ১৯৭২ সাল।
প্রশ্ন : ১৯৪৭ সালে রেজিস্টার্ড নার্সের সংখ্যা ছিল কতজন?
উত্তর : ৫০ জন।

✅ #ব্যাকরণের পূর্ণাঙ্গ খুবই গুরুত্বপূর্ণ নোট।
#এগারটি কনফিউজিং সাধারণ জ্ঞান।
🖊 সাত পাহাড়ের দেশ ---রোম, কিন্তু
🅰 হাজার পাহাড়ের দেশ -------রুয়ান্ডা
🖊১২আউলিয়ার দেশ বলা হয় ----চট্টগ্রাম , কিন্তু
🅰৩৬০ আউলিয়ার দেশ বলা হয় ------সিলেট
🖊বাংলাদেশ জাতীয় সংসদের ১নং আসন হচ্ছে ---🅰পঞ্চগড় কিন্তু
🅰৩০০ তম আসন হলো বান্দরবান।
🖊পৃথিবীর রাজধানী বলা হয় ----নিউইয়র্ক, কিন্তু
🅰 পৃথিবীর কেন্দ্র রাজধানী বলা হয় -----মক্কা
🖊নিষিদ্ধ দেশ -----তিব্বত, কিন্তু
👉🅰নিষিদ্ধ শহর--- লাসা
🖊হাজার হ্রদের দেশ -----ফিনল্যান্ড, কিন্তু
🅰হাজার দ্বীপের দেশ ------আইসলেন্ড
🖊রাজনীতিবিদ কিন্তু সাহিত্য নোবেল পুরষ্কার পান -🅰উইনস্টন চার্চিল
🖊বজ্রপাতের দেশ------- ভুটান, কিন্তু
🅰 বজ্রপাতে নিহতের সংখ্যা বেশি ------বাংলাদেশে
🖊হিরণপয়েন্ট ----- সুন্দরবনে, কিন্তু
🅰এলিফেন্ট পয়েন্ট হলো ------- কক্সবাজার
🖊উত্তপ্ত গ্রহ ------- শুক্র, কিন্তু
🅰শীতল গ্রহ হল -----নেপচুন
🖊ইউরেনাসকে বলা হয় --------সবুজ গ্রহ, কিন্তু
🅰মঙ্গলকে বলা হয় -------লাল গ্রহ।
collected

টপিকের নামঃ V.V.I. M.C.Q s
বিষয়ের নামঃ
নাম : জান্নাতুল বাকী
কলেজের নামঃআমেনা খাতুন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
শিক্ষকের নাম:তামিম ভাইয়া
কালকে ক্লাস চলাকালীন নোট দিছিলাম,আজকে সুন্দর করে লিখে এবং অবশিষ্ট M.C.Q.সহ দিলাম🙃collected
ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন🙏

আমাদের গতবারের চান্সপ্রাপ্তদের রিভিউ লিংক 🥰রিভিউ দেখে ক্লাস ও এক্সাম ব্যাচে ভর্তি হতে ইনবক্স করেন ⚠️না ভর্তি হলে আপনি অন্যজনের থেকে পিছিয়ে পড়ছেন 💥💥আমাদের কোর্স ফি সামান্য।01618525661Whats app knock den👈
https://www.facebook.com/100071365939879/posts/567431438979049/?app=fbl
মাত্র 20 জন স্টুডেন্টকে নিবো। যাদের এখন থেকে শুরু করে নার্সিং ভর্তি পরীক্ষা পর্যন্ত গাইডলাইন দিবো। বেশি টাকা খরচ করে যারা বই কিনতে পারছো না তারা আমাদের PDF পরলেই ৮০+ প্রশ্ন কমন পাবে ১ কোটি % গ্যারান্টি।
✅ নার্সিং ভর্তি পরীক্ষা পর্যন্ত প্রতিদিন পরীক্ষা
✅ মেগা মডেল টেস্ট, সাবজেক্ট ফাইনাল
✅ চুড়ান্ত মডেল টেস্ট
✅ নার্সিং এর জন্য যা যা পড়তে হবে সবকিছু PDF ফাইল দেওয়া হবে।
এই কোর্সে ভর্তি হলে অন্য কোথাও কোনো কোর্সের দরকার নেই।
সামান্য কিছু ফি দিয়ে ভর্তি হতে হবে। শুধু 20 জনকে নিবো। 01618525661 ইনবক্স করো।
💊প্রতিবছর হাজার হাজার স্টুডেন্ট প্রচুর পড়াশোনা করার পরও কেন চান্স পায়না জানো......
✅প্রশ্ন প্যাটার্ণ না বুঝে পড়া
✅বিগতসালের প্রশ্ন সলভ না করে এলোমেলো পড়াশোনা করা।
✅গদবাধা মূখস্ত করা
✅নিজের দূর্বলতা বের করতে না পারা
✅নিয়মিত পরীক্ষা না দেওয়া
✅কিভাবে পড়াশোনা গুছাতে হবে সেটা না জানা
চান্স পেতে করণীয়.....
♦️প্রশ্ন প্যাটার্ণ বুঝতে বিগতসালের প্রশ্ন সম্পর্কে জানতে হবে।কোন টপিক থেকে কি প্রশ্ন আসে সেটা বুঝতে হবে।
♦️নার্সিং পরীক্ষা দিবে সেটার বিগতসালের প্রশ্ন ভাজা ভাজা করে ফেলতে হবে।
♦️নিজের দূর্বলতা খুঁজে বের করে প্রথমে টপিক ভিত্তিক, তারপর সাবজেক্ট ভিত্তিক তারপর পূর্নাঙ্গ মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে।
➡️➡️লাস্টের কথাটার গুরুত্ব অপরিসীম। এটা তোমাকে চান্স পেতে কয়েকগুণ এগিয়ে দিবে এবং তোমার স্বপ্নের নার্সিং চান্স পেতে অগ্রনী ভূমিকা পালন করবে।
যারা এখনো পড়াশোনা গুছাতে পারোনি বুঝতে পারছো না কিভাবে গুছাবে তাদের জন্য আমরা নিয়ে আসলাম প্রিমিয়াম এক্সাম ব্যাচ।
চলো দেখে নেই কি কি সুবিধার কারনে অন্য যেকোনো এক্সাম ব্যাচ থেকে আলাদা।
➡️পিডিএফ লেকচার শীট দিবো
➡️টপিক ভিত্তিক পরীক্ষা নিবো। যেমন প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ সকল টপিক শেষ করবো।
➡️সাবজেক্ট ফাইনাল এক্সাম হবে।
➡️পূর্নাঙ্গ মডেল টেস্ট নিবো সকল বিষয় এর আলাদা আলাদা করে।
➡️পরীক্ষা শেষে মেরিট লিস্ট দিবো।
🟥সাথে থাকবে ফ্রি ক্লাস!
এরপরও বসে থাকবে নাকি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হবে সেটা তোমার বিবেচনার বিষয়।
ভর্তি হতে ইনবক্সে নক দাও
অথবা হোয়াটসঅ্যাপ করো 01618525661 নাম্বারে।
শুভকামনা রইলো সবার জন্য
রাতকানা রোগ হয় কোন ভিটামিন এর অভাবে —
Ⓐ 𝐕𝐢𝐭𝐚𝐦𝐢𝐧 𝐀
Ⓑ 𝐕𝐢𝐭𝐚𝐦𝐢𝐧 𝐁
Ⓒ 𝐕𝐢𝐭𝐚𝐦𝐢𝐧 𝐂
Ⓓ 𝐕𝐢𝐭𝐚𝐦𝐢𝐧 𝐄

💓💓পরবর্তী ফ্রি পরীক্ষায় অংশ নিতে কে কত পেলেন অবশ্যই জানাবেন ইনবক্স এক্সাম ব্যাচে ডিসকাউন্ট আছে এই পরীক্ষার মার্কের উপর💊💊লিংক এ রিয়েক্ট দিয়ে এক্সাম শুরু করবেন 💚❤️👈https://quizzory.in/id/6406a10d02d74326a3e742d3?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR0t3f4iDkP7t2eMY5LGj7GVu1PNdxmGX22X8g-md0czDL9T04UaoTJki0A_aem_SNJBoFQZHjGSEfnmibRkfA
সাধারণ জ্ঞান -জাতীয় বিষয়াবলি ও জাতীয় দিবস মার্ক-২৫ সময়-১২ মিনিট হিমোগ্লোবিন নার্সিং ভর্তি কোচিং