
আলহামদুলিল্লাহ,
জকিগন্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর অনেক আনন্দের সাথে হয়েছে।
০২/১১/২০২৪ ইংরেজি
রোজ শনিবার
ভিপি - সাদিকুল ইসলাম তুহিন
জিএস- মো. কামরুল ইসলাম
এজিএস- ফাইজ মাহমুদ রাইয়ান
আলহামদুলিল্লাহ,
জকিগন্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর অনেক আনন্দের সাথে হয়েছে।
০২/১১/২০২৪ ইংরেজি
রোজ শনিবার
আলহামদুলিল্লাহ, সব কিছু ওকে।
এতদ্বারা জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৩/০৮/২০২৪ খ্রিঃ রোজ মঙ্গলবার থেকে ষাম্নাসিক মূল্যায়ন পরীক্ষা ২০২৪ ও আলিম ১ম বর্ষের বার্ষিক পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হবে। নিন্মোক্ত রুটিন মোতাবেক পরীক্ষা নেয়া হবে।
বিঃদ্রঃ আগামী কাল ০৭/০৮/২০২৪ তারিখ মাদ্রাসার সকল কার্যক্রম পরিচালিত হবে।
আগামী ২৬জুন থেকে সকল মাদ্রাসা খোলার প্রজ্ঞাপন জারী হয়েছে সকল ছাত্র ছাত্রী যথা সময় মাদ্রাসায় ক্লাসে আসার জন্য বলা যাচ্ছে।
জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্র-ছাত্রী সংসদ ও সম্মানিত শিক্ষকমণ্ডলী কর্তৃক আয়োজিত ফাজিল ১ম বর্ষ ২০২৪ এর সবক অনুষ্ঠান ২৯/০৫/২০২৪ ইং রোজ বুধবার দুপুর ১২ ঘটিকার সময় মাদ্রাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মাওলানা মো: এখলাছুর রহমান অধ্যক্ষ জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা।
সভায় সঞ্চালনা করেন জনাব মো:কামরুল ইসলাম, জি এস ,ছাত্র- ছাত্রী সংসদ ও মোহাম্মদ সুফিয়ান আহমদ,
সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন দাখিল নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ আফজল হোসেন, নাতে রাসূল (সা.) পরিবেশন করেন দাখিল নবম শ্রেণীর ছাত্র সাইদুল ইসলাম রাহীম, মর্সিয়া পরিবেশন করেন দাখিল নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ জুনেদ আহমদ,
ফাজিল প্রথম বর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ তাহের আহমদ।
নবাগত ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানিয়ে অভিনন্দন নামা পাঠ করেন, দাখিল নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ আব্দুল হামিদ।
শিক্ষক মহোদয়গণের মধ্য থেকে নসীহত পেশ করেন সহ:অধ্যাপক আরবি , জনাব মওলানা মো:হুসাইন আহমদ তাপাদার সাহেব ,জনাব মওলানা মো:ইমাদ উদ্দিন সাহেব আরবি প্রভাষক,জনাব মওলানা মোহাম্মদ ফারুক আহমদ সাহেব আরবি প্রভাষক, প্রভাষক বাংলা , জনাব মো:মনোয়ার হোসেন, ,জনাব মোঃআব্দুল জব্বার সিনি:সহ:মৌ:
জনাব মাওলানা মোহাম্মদ ফদ্বলুর রহনান সাহেব ইবতেদায়ী প্রধান,
সভাপতি মহোদয় তার বক্তব্যে ইলম বা জ্ঞান অর্জনের সহায়ক বিষয়গুলো ছাত্র - ছাত্রীদের সামনে তুলে ধরেন।এর পর সূরা নূর প্রথম থেকে সবক প্রদান করেন এবং ছাত্র ছাত্রীদের হাতে হাদিয়া বা উপহার সামগ্রী তুলে দেন । অবশেষে সভাপতি মহোদয়ের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মো:কামরুল ইসলাম
সাধারণ সম্পাদক, ছাএ ছাএী সংসদ,
জকিগন্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা,
জকিগন্জ, সিলেট।
জুরুরী বিজ্ঞপ্তি-
জকিগঞ্জ সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদরাসার (দাখিল ষষ্ঠ শ্রেনী থেকে আলিম ২য় বর্ষ -২০২৪) পর্যন্ত উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী যাহারা আগে অনলাইন ব্যাংক একাউন্ট ছাড়া বিকাশ/ সিওরক্যাশ/ রকেট ইত্যাদির মাধ্যমে উপবৃত্তির টাকা উত্তোলন করছেন। সরকারী সিদ্ধান্ত মোতাবেক তাদের একাউন্ট পরিবর্তন একান্ত আবশ্যক। তাই সকল উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা "নগদ" একাউন্ট খোলা বাধ্যতামূলক। একাউন্টে পরিবর্তনের জন্য আগামী ২৭/০৪/২০২৪ ইং এর মধ্যে মাদরাসার অফিসে (১০.৩০ ঘটিকা থেকে ২.৩০ ঘটিকা পর্যন্ত) যোগাযোগ করে একাউন্ট পরিবর্তনের ব্যবস্থা গ্রহন করতে হবে। একাউন্ট পরিবর্তন না করলে উপবৃত্তির টাকা উত্তোলন করতে পারবেনা।
প্রয়োজনে যোগাযোগ-
০১৬৭০৫৮২০৩১
০১৭৩৫১৪৬৬৩৮
নির্দেশক্রমে
অধ্যক্ষ
জকিগঞ্জ সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদরাসা।
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
সকল শহীদদের আল্লাহ জান্নাত বাসী করুক।আমিন।
ছাত্র ছাত্রী সংসদ,
জকিগন্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা
জকিগন্জ, সিলেট।
আলহামদুলিল্লাহ, পবিত্র মিলাদ শরীফ ও দোয়ার মাধ্যমে জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার বার্ষিক জলছা শুরু হয়েছে।
২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল জকিগন্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
তারিখ : ২১/০২/২০২৪
মাননীয় অধ্যক্ষ জনাব মাওলানা মোঃএখলাছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
সঞ্চালনা করেন মোহাম্মদ কামরুল ইসলাম জি এস,ছাত্র ছাত্রী সংসদ,অত্র মাদ্রাসা।
পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আফজল হোসেন দাখিল ৯ম শ্রেণী ,
নাতে রাসূল সাল্লাল্লাহু আলাই ও সাল্লাম পরিবেশন করেন মোহাম্মদ জুনেয়দ আহমদ দাখিল ৯ম শ্রেণী
হামদে বারি তা'লা পরিবেশন করেন মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দাখিল ৮ম শ্রেণী
ছাত্র ছাত্রীদের পক্ষে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ ফাইজ মাহমুদ রাইয়ান আলিম ২য় বর্ষ ,মোঃ সাইফুল ইসলাম দাখিল ১০ম শ্রেণী ।
সম্মানিত শিক্ষক মহোদয় গণের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন জনাব মাস্টার মোঃ রফিকুল ইসলাম,প্রভাষক সমাজ কর্ম ও
জনাব মাওলানা মোঃ হুছাইন আহমদ তাপাদার, সহকারী অধ্যাপক ,অত্র মাদ্রাসা।আলোচনা সভায় মাদ্রাসার মাননীয় অধ্যক্ষ জনাব মাওলানা মোঃএখলাছুর রহমান সাহেব ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী তারিখে যারা বাংলা ভাষাকে আমাদের দেশের মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভের জন্য পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে লড়াই করে শাহাদাত বরন করেছিলেন তাদের অবদান,তাদের আত্মাত্যাগের ইতিহাস তুলে ধরেন পরিশেষে শহীদদের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করে সভার সমাপ্তি ঘোষণা করেন ।
দাখিল / এস এ সি ও সমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষর্থীদের প্রতি আন্তরিক দুআ ও শুভকামনা।
জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারি মৌলভী মাওলানা কায়েস মাহমুদ চৌধুরী সিপার এর বিদায়ী সভা ও দাখিল পরিক্ষার্থীদের দুআ মাহফিল অনুষ্ঠিত।
মোঃ ফদ্বলুর রহমান
জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সুনামধন্য সহকারি মৌলভী হযরত মাওলানা মোঃ কায়েস মাহমুদ চৌধুরী সিপার সাহেবের বিদায় ও দাখিল পরিক্ষার্থী ২০২৪ এর দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার সদ্য নিয়োগপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মোঃ এখলাছুর রহমান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মোঃ নাজির আহমদ দাখিল ১০ম শ্রেণি, হামদ ও নাত পাঠ করেন হাফিজ মোঃ মোঃ জুনেদ আহমদ দাখিল ১০ম শ্রেণি,মর্সিয়া পাঠ করেন সাইদুল ইসলাম রাহিম দাখিল ৯ম শ্রেণি।
মাদরাসার সুনামধন্য আরবি প্রভাষক হযরত মাওলানা মোঃ ছাদিকুর রহমান খাদিমানির পরিচালনায় অনুষ্ঠিত এ মাহফিলে ছাত্রছাত্রিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ সুফিয়ান আহমদ ফাজিল ১ম বর্ষ ও মোঃ সাইফুল ইসলাম দাখিল ১০ম শ্রেণি।দাখিল পরিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ নজমুল হুদা।অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মাওলানা কায়েস মাহমুদ চৌধুরী সিপার গুরুত্বপূর্ণ আলোচনা ও বিদায়ী নছিহত পেশ করেন। শিক্ষকগনের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাদরাসার সুনামধন্য সহকারি অধ্যাপক হযরত মাওলানা মোঃ হুছাইন আহমদ তাফাদার,আবরি প্রভাষক জনাব মাওলানা মোঃ ইমাদ উদ্দিন। সহকারি মৌলভী জনাব মাওলানা মোঃ আব্দুল জব্বার,বিএসসি (গনিত) জনাব মোঃ মোশাররফ হোসেন ও ইবতেদায়ী প্রধান মোঃ ফদ্বলুর রহমান।
বক্তব্য রাখেন অত্র মাদরাসার গভর্নিং বডির অন্যতম সদস্য জনাব মোঃ বিলাল আহমদ, জকিগঞ্জ উপজেলা কমপ্লেক্স হেলথ সহকারি মাওলানা মোঃ খালেদ আহম।সংবর্ধিত শিক্ষককে মাদরাসার শিক্ষক কর্মচারিদের পক্ষ থেকে সিরাত বিশ্বকোষ উপহার প্রদান করা হয়।তাছাড়া ছাত্র সংসদের পক্ষ থেকে, ছাত্রি সংসদের পক্ষ থেকে,দাখিল পরিক্ষার্থীদের পক্ষ থেকে,আলিম পরিক্ষার্থীদের পক্ষ থেকে, বিভিন্ন শ্রেণির পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।অনুষ্ঠানে মাদরাসার সদ্য নিয়োগ প্রাপ্ত প্রিন্সিপাল হযরত মাওলানা মোঃ এখলাছুর রহমান সাহেবকে ক্রেস্ট প্রদান করা হয়।
পরে সভাপতি মহোদয়ের নছিহত মীলাদ শরীফ ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।
তারিখঃ ১১/০২/২০২৪
মো:কামরুল ইসলাম
সাধারণ সম্পাদক, ছাত্র ছাত্রী সংসদ,
জকিগন্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা,
জকিগন্জ সিলেট।