Institute of Career Adviser

Institute of Career Adviser

Educational Institute

Operating as usual

21/09/2023

★সুপ্রিমকোর্টের ডি.এল.এড
বনাম
বি.এড কেসের
11ই আগস্টের জাজমেন্টের উপর রিভিউ পিটিশন ফাইল করেছে বি.এড ক্যান্ডিডেটরা!! ★

26/07/2023
14/12/2022

🎯যে সমস্ত প্রাইমারি টেট পাশ চাকরিপ্রার্থীরা নিয়োগের আবেদন করতে গিয়ে ভুল করেছিলেন তারা তাদের ভুল সংশোধন 🖊️করতে পারবেন আজ রাত 8 টা থেকে 18 th ডিসেম্বর রাত 12 টা পর্যন্ত।

10/12/2022

*আগামী কাল TET পরীক্ষা , সবার জন্য Tips.....

১। প্রাথমিক TET নিয়ে অনেকেই কমন খোঁজেন, কিন্তু আক্ষরিক অর্থে কিছু প্রশ্ন কমন যোগ্য হলেও , সেইরকম কমন কেউ বলতে পারেন কিনা জানি না।
আমি ব্যক্তিগতভাবে মনে করি কমন খুঁজে কেউ TET পাশ করতে পারবেন না, আপনাকে সার্বিকভাবে প্রশ্ন পড়ে ঠান্ডা মাথাতে উত্তর দিতে হবে ৷

২ | প্রাথমিক TET 150 নম্বরের পাঁচটি বিষয়ের উপর হবে নির্ধারিত 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে। বেশিরভাগ পরীক্ষার্থী অঙ্ক ও ইংরেজি এই দুটি বিষয়ে আতঙ্কিত হন। বাকি বাংলা, পরিবেশ ও শিশু মনস্তত্ব কমবেশি সবাই উত্তর করে আসেন। যাইহোক কোন বিষয় কেমন উত্তর করতে পারবেন তা আপনার ব্যক্তিগত দক্ষতার উপর নির্ভর করবে। এই অল্প সময়ের মধ্যে আপনি পুরো 150 নম্বর কিভাবে উত্তর করে আসবেন সে নিয়েই আজকের আলোচনা।

পরীক্ষা শব্দটি শুনলেই আমাদের মননে একপ্রকার অনুভূতি হয়। কেউ ভয় পাই, কেউ ভাবনায় পড়ি, খুব কম জনেরই মননে সাহস সঞ্চারিত হয়। প্রথমেই আপনাকে ভয় কাটাতে হবে। অনেকে এইবার প্রথম পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে কথাটা বেশি গুরুত্বপূর্ণ।

৩ | পরীক্ষার দিন মন উত্তেজিত না করে নিজেকে শান্ত করুন, বেশি বক বক না করে যতোটা প্রয়োজন ততটাই কথা বলুন। এতে আপনার চিন্তা শক্তির বজায় থাকবে, পরীক্ষায় যার সুবিধা আপনিই পাবেন।
মনে রাখবেন সারা বছর যা পড়াশুনা করেছেন তা ঠিক মনে চলে আসবে , কারন স্মৃতিতে সব স্তরে স্তরে সাজানো আছে ঠিক মনে চলে আসবে

৪ | পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন যা যা নিয়ে যাওয়ার তা গুছিয়ে নিন। কালো বল পেন একটি না নিয়ে পারলে দুই তিনটে নিয়ে নিন। পেনগুলো বাড়িতে একটু লিখে দেখে নিন ঠিক আছে কিনা। একেবারেই নতুন কলম নিয়ে পরীক্ষা দিতে যাওয়া ঠিক নয়।

৫ | পরীক্ষার দিন সকালে চাইলে একটু বইয়ের পাতা উল্টিয়ে দেখতেই পারেন, কিন্তু বেশি চাপ নেবেন না। অনেকেই গাড়িতে যাওয়ার সময় বই খুলে দেখতে দেখতে যান, এটা ঠিক নয়। এতে আপনার শরীর খারাপ হতে পারে।

৬ |পরীক্ষার দিন যতোটা সম্ভব ভাত খেয়েই যাবেন, তবে খুব বেশি না খেয়ে যাওয়াই ভালো। মাছ, মাংস, ডিম খাওয়ার থেকে ডাল আলু সিদ্ধ ভাত খেয়ে গেলেই ভালো। যতোটা পারবেন জল খাবেন।

৭ | পরীক্ষার হলে গিয়ে আপনার নির্ধারিত জায়গায় বসুন। ওখানে বেশি কথা না বলাই ভালো। খাতা পেয়ে গেলেই হুটহাট করে লিখতে না গিয়ে একবার দেখে নিন কি লিখতে বলেছে তারপর লিখুন। মনে রাখবেন OMR শীট একবার ভুল হয়ে গেলে আপনার খাতাটাই বাতিল হয়ে যাবে। OMR শীটে রোল নম্বর, নাম প্র্যাক্টিস করে যেভাবে Mock Test দিয়েছো ' একই ভাবে তোমাকে শান্ত মস্তিষ্কে Finally কলে সেটাই করতে হবে।

৮ | প্রশ্ন পাওয়ার পর গোটা প্রশ্নপত্র এক ঝলক দেখে নিতে পারেন, কিন্তু প্রশ্ন দেখতে গিয়েই বেশি সময় নষ্ট করবেন না।

৯ | পরপর বিষয়ের উত্তর করবেন নাকি আগে অঙ্ক করবেন বা ইংরেজি করবেন তা আগেই মনে মনে ঠিক করে নিন। তবে আমার মতে অঙ্কের জন্য সময় বেশি লাগবে বলে আগে অন্যান্য বিষয়গুলো করে নিতে পারেন। চেষ্টা করবেন অঙ্ক বাদে বাকি বিষয় 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে শেষ করতে। *অঙ্কের জন্য 1 ঘন্টা সময় রাখার চেষ্টা করবেন।* বাংলা, ইংরেজি পরিবেশ বিষয়ের প্রশ্ন 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারলে বাড়তি সময় অঙ্ক ও শিশু মনস্তত্বে দিতে পারবেন।

১০ ৷ কোনো একটি বিষয়ের প্রশ্ন পরপর করে যাওয়াই ভালো, মাঝখানে কোনো প্রশ্ন ছেড়ে দিলে সেটা খুঁজতে পরে অসুবিধা হয়, অনেকে ভুলেও যায়। *কোনো প্রশ্ন ছেড়ে আসবেন না, মনে রাখবেন TET এ কোনো নেগেটিভ মার্ক নেই।*


১১. | কিছু প্রশ্ন গেস ভিত্তিক দিতেই হতে পারে ( যেমন ধরি সিপাই বিদ্রোহের সমকালীন একটি প্রশ্ন এসেছে , তুমি জানো এই বিদ্রোহ ১৮৫৭ সালে হয়েছে ....তাই ১৮৫৭ এর
কাছা কাছি কোনো option থাকলে সেটিকেই গেস ভিত্তিক উত্তর দাও )

এভাবে উত্তর দেবার পর যেগুলি তুমি একে বারেই গেস করতে পারছো না .....এবার সেগুলি না ছেড়ে এসে ( যেহেতু Negative নেই ) OMR sheet দেখো এবং a, b, c, d option গুলির মধ্যে যেটির উত্তর Repeat হয়েছে বারে বারে ( ধরি C option )....এবার C option টার্গেট করে সব বাকি থাকা গুলি C করে ভরাট করে দাও , এখানে আর দ্বিতীর বার কোনো গেসে করতে যাবেনা কিন্তু ৷

*
১২ | উত্তর গোল করার সময় বৃত্তটি যেন ঠিক মতো গোল হয় সেদিকে খেয়াল রাখবেন।

১৩ | O M R sheet তে Name , Roll, ete ভরার করার পর আর O M R আপতত দেখার দরকার নেই ৷ এবারে question পেপারের
মধ্যে পুরোপুরি ডুবে গিযে উত্তর দাও এবাং সঠিক উত্তর গুলি Making করে রাখো ৷

ভুল করেও কেউ একটি প্রশ্ন এবং একটি O M R option ভরাট করো না অর্থাৎ একটি একটি করে উত্তর ভরাট করবে না .... Exam ঠান্ডা মাথায় শেষ করার বার একসাথে ৩ থেকে ৪ টি উত্তর একসাথে ভরাট করতে থাকবে এতে Time অনেক বাঁচবে ৷ ( Mock Test Practice করেছো এভাবেই )

১৪ | চারপাশের মানুষের সঙ্গে পরীক্ষা চলাকালীন কথা না বলাই ভালো।

১৫ | চেষ্টা করবেন পরীক্ষা চলাকালীন সময়ে যেন আপনাকে বাথরুম/ টয়লেটে না যেতে হয়,
দরকার হলে পরীক্ষা শুরুর আগেই সব সেরে নিন।

১৬ | Exam শেষে O M R জমা দেবার আগে Finally একবার
O M R টি চোখ বুলিয়ে নিন।

পরিশেষে , নেগেটিভ কথায় বিভ্রান্ত হবেন না, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন।

খেযাল রাখবেন আপনার জন্য দরকার মাত্র ১ টি সিট এবং আপনি সেটি পাবার যোগ্য ৷

Best of luck to all of our TET
aspirants.✌️

Photos from Institute of Career Adviser's post 09/12/2022

🎯 প্রাথমিকের শিক্ষক নিয়োগের TET পরীক্ষার জন্য পরিবেশ বিদ্যার উপর খুবই সহজ অথচ কমনযোগ্য কিছু প্রশ্ন উত্তর ৷ TET-22 এর পরীক্ষা দেবার আগে অবশ্যই একবার দেখে যাবার অনুরোধ রইল |🖊️📚

Photos from Institute of Career Adviser's post 05/12/2022

🎯পরিবেশ সংক্রান্ত আইন ও দিবস এর উপর গুরুত্বপূর্ণ নোট । প্রাথমিকের শিক্ষক নিয়োগের TET পরীক্ষার আগে অবশ্যই একবার দেখে যাবার অনুরোধ রইল |🖊️📚

02/12/2022

*টেট পরীক্ষা কেন্দ্রের জরুরি নির্দেশ।*

১) এডমিট ২ কপি নিয়ে যেতে হবে, সঙ্গে আধার কার্ড অরিজিনাল।
২) এক কপি পাসপোর্ট ছবি নিয়ে যেতে হবে, যেরকম ছবি এডমিটে আছে সেই ছবি। এই ছবিটি পরীক্ষা হলে attendance শিট এ লাগাতে হবে।
৩) কালো বল পেন নিয়ে যেতে হবে।
৪) পরীক্ষার শেষে আপনার কাছ থেকে নেওয়া হবে অরিজিনাল OMR (গোলাপি রঙের) ও ১কপি এডমিট কার্ড।
৫) পরীক্ষার শেষে আপনাকে দেওয়া হবে প্রশ্নপত্র, OMR এর কপি (সবুজ রঙের) এবং ১কপি Invigilator এর সই করা এডমিট কার্ড। .... ICA

Photos from Institute of Career Adviser's post 18/11/2022

🎯 for Primary TET 2022 📚🖊️
🎯প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষার Educational Psychology (MCQ) Question.

Photos from Institute of Career Adviser's post 18/11/2022

🎯 for Primary TET 2022 📚🖊️
🎯প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষার সিলেবাসে যোগ, বিয়োগ , গুন, ভাগ আছে ৷ সেক্ষত্রে বীজগনিতের এই অংশটি খুবই গুরুত্ব পূর্ন হবে ৷
🎯 পাশা পাশি গণিত সিলেবাসের এই টপিকের জন্য BODMAS নিয়মে Simplification গুলি সম্পূর্ণ করতে হবে ৷ এছারা বিভিন্ন প্রকারের দশমিক , পৌনপনিক , ভগ্নাংশ যোগ-বিযোগ-গুণ ভাগ গুলি জেনে রাখাটা জরুরী ৷

08/11/2022

🎯 Preparation for Primary TET 2022 📚🖋️
🎯Sample OMR Sheet for Practice only
🎯( নতুনদের অভ্যাসের এবং বোঝবার সুবিধার্থে )
🙏Courtesy to MG MULTIGRAPHICS GROUP👇

Photos from Institute of Career Adviser's post 08/11/2022

🎯 2017 সালের TET রেজাল্ট দেখে বুঝে নিন , কোন ক্যাটেগরিতে কত পাশ ৷

Photos from Institute of Career Adviser's post 08/11/2022

🎯 TET-2017 এর পাশকরা Candidate রা নিচের website এর link থেকে তাদের প্রাপ্ত নম্বর দেখে নিন ৷👇👇👇👇
https://www.wbbpe.org/

05/11/2022

🎯 প্রাথমিকের TET - 2022 এর ফর্ম EDIT 🖋️এর Link 👇👇👇👇
https://www.wbbpeonline.com/

04/11/2022

🎯প্রাথমিকের TET 2022 ফর্ম পূরনের EDIT OPTION এর নোটিশ ৷
Edit করা যাবে শনিবার দুপুর 2 টা থেকে রবিবার রাত্রি 12 টা পর্যন্ত ৷

Photos from Institute of Career Adviser's post 03/11/2022

🎯 পরিবেশ সংক্রান্ত আইন এবং পরিবেশ সংক্রান্ত দিবস ৷ এই টপিক থেকে একটি প্রশ্ন আসবে ধরে নিয়েই প্রস্তুত থাকুন ৷🖋️

Photos from Institute of Career Adviser's post 02/11/2022

🎯 প্রাথমিকে শিক্ষক নিয়োগের লিখিত পরিক্ষায় জ্যামিতি একটি গুরুত্বপূর্ণ টপিক ৷ আশারাখি এগুলি কভার করলে সবাই সঠিক উত্তর দিয়ে আসার বিষয়ে আতমবিশ্বাস পাবেন ৷তবে এগুলি Practice করার আগে জ্যামিতির নিয়ম গুলি ভালো করে জেনে রাখুন , নিয়ম গুলি এই পেজে আগেই পোষ্ট করা হয়েছে ৷🖋️

Photos from Institute of Career Adviser's post 31/10/2022

🎯 সম্পূর্ন বাংলা ভাষায় অনুবাদ করা পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত TET পরীক্ষার সিলেবাস ৷

Photos from Institute of Career Adviser's post 28/10/2022

Recruitment notification of Constable (GD) in Central Armed Police Forces (CAPFs),SSF,Rifleman(GD)in Assam Rifles and Sepoy in Narcotics Control Bureau Examination,2022

Photos from Institute of Career Adviser's post 26/10/2022

🎯 প্রাথমিক TET - 2022 এর বিস্তারিত তথ্য এবং নির্দেশিকা ৷
🎯প্রাথমিক TET - 2022 এর সিলেবাস ৷
🎯প্রাথমিক TET - 2022 এর নমুনা প্রশ্ন ( Model Question) ।
🎯প্রাথমিক TET - 2022 এর পরীক্ষার দিন 11.12.2022 ( রবিবার )
🎯প্রাথমিক TET - 2022 এর পরীক্ষার সময় দুপুর 12 টা থেকে 2.30 পর্যন্ত ৷

Photos from Institute of Career Adviser's post 24/10/2022

🎯 Time and Tense...
🎯 প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় ইংরেজী একটি গুরুত্বপূর্ণ বিষয় ৷ তাই বিষয়ের Grammatical অংশে প্রবেশ করার আগে Time and Tense এর সঠিক ধারনা পেতে অবশ্যই পড়ুন এই নোটটি ৷ আশা করছি উপকারে আসবে ৷

Photos from Institute of Career Adviser's post 23/10/2022

🎯 ভারতীয় সংবিধানে শিক্ষার ধারা
🎯 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (1948-49)
🎯 মাধমিক শিক্ষা কমিশন (1952-53)
🎯 কোঠারি কমিশন (1964-66)
🎯 জাতীয় শিক্ষানীতি, 1986

Photos from Institute of Career Adviser's post 23/10/2022

🎯 গণিত পেডাগজি
🎯 বাংলা পেডাগজি
🎯 ইংরেজি পেডাগজি
.......কিছু নমুনা প্রশ্নোত্তর ৷

Want your school to be the top-listed School/college?

Website