Shout out to my newest followers! Excited to have you onboard! MD Shopon Shopon, Babul Das
Hsc ICT by miskat
ব্যবসার জন্য নয়, শেখানোর জন্য পড়ানো উচ
Operating as usual
★একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত★
👉 যারা SSC 2022 পাস করেছ তাদের কলেজে ভর্তি সম্পর্কিত কিছু তথ্য।
👉 ৮ ডিসেম্বর হতে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন শুরু।
👉 পর্যায়ক্রমে ৩ বার আবেদন করা যায়।
👉 আবেদন ফি ১৫০ টাকা।
👉 অনলাইনে আবেদন করতে হবে।
👉 সর্বনিম্ম ৫টি কলেজ এবং সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদন করতে হবে।(এর কম বেশি করা যাবে না)
👉 আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার ব্যবস্থা থাকবে। ৫% বরাদ্দ থাকবে
👉 কলেজে ১ম পর্যায়ের আবেদন ৮ দিন স্থায়ী থাকে।।এই ৮ দিনের মধ্যেই আবেদন করতে হবে।
👉 যদি কেউ বোর্ড চ্যালেঞ্জ করে সেও এই ৮ দিনের ভিতর আবেদন করবে। তবে তাদের 6-7 দিন পরে আবারো একটা আবেদন করতে হবে (ফলাফল চেঞ্জ হলে)
👉 ১ম পর্যায়ে আবেদনের রেজাল্ট ১৫ দিন পরে দিবে।।
👉 ১ম পর্যায়ে যাদি কলেজ পছন্দ না হয় তাহলে মাইগ্রেশন অপশন থাকবে সেটি 'Yes' করে ভর্তি হতে পারবে।।মাইগ্রেশন হয়ে কলেজ পরিবর্তন হতে পারে।
👉 ১ম পর্যায়ে চান্স পেলে,রেজাল্টের ৭ দিনের ভিতর অনলাইনে কলেজ কনফার্ম করতে হবে।
👉 যাদের ১ম পর্যায়ে কলেজ আসবে না তারা ২য় পর্যায়ে আবার আবেদন করবে।।
👉 ২য় পর্যায়ের রেজাল্ট আবেদনের ১দিন পরেই দিবে।।
👉 ২য় পর্যায়ে চান্স পেলে ২ দিনের ভিতর কলেজ কনফার্ম করতে হবে।
👉 ২য় পর্যায়ে যাদের কলেজ পছন্দ হবে না তাঁরাও মাইগ্রেশন Yes করে ভর্তি হতে পারবে।
👉 যারা ২য় পর্যায়েও চান্স পাবে না তাঁরা ৩য় পর্যায়ে আবারো আবেদন করবে।।।
👉 ৩য় পর্যায়ের রেজাল্টও আবেদনের ১ দিন পরে দিবে।
👉 ৩য় পর্যায়ে মাইগ্রেশন অপশন থাকবে না।
👉 ৩য় পর্যায়ে চান্স পেলে ২ দিনের ভিতর কলেজ কনফার্ম করতে হবে।
৩য় পর্যায়ে অনলাইনে কলেজ কনফার্ম করা শেষ হলে, ১দিন পর থেকে কলেজে গিয়ে চান্সপ্রাপ্ত সবাইকে চূড়ান্ত ভর্তি হতে হবে।চূড়ান্ত ভর্তির তারিখ ৬ দিন থাকে।।এই ৬ দিনের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা সহ কলেজে ভর্তি হয়ে আসতে হবে।
👉 আগামী ১ লা ফেব্রুয়ারি ২০২৩ সাল থেকেই একাদশ শ্রেনীর ক্লাস কার্যক্রম শুরু হবে৷

TO alert HSC student of admission 2022


Our Education minister "Dipu Moni" said, SSC exam will held at 15 September in 2022 and HSC exam may be 1st week at November ......insaallah.......
