30/09/2020
#দেরীতে_বিয়ে_ও_ইসলাম_ধ্বংসের_পরিকল্পনা
মা-বাবা কোন বিশেষ পদবীর নাম হওয়ার কথা ছিল না। মা-বাবা একটি শৃঙ্খলা বোধের নাম হওয়ার কথা ছিল! কিন্তু আজ হয়েছে কি?
◼ইহুদী খৃষ্টানদের একটি চাল। যেন, তারা সমাজের যুবক যুবতীদের দিয়ে খারাপ কাজ করাতে পারে। যার জন্য অনেক টেকনিক তারা অবলম্বন করেছে। তারা তাদের মতো আমাদের বানিয়ে, জাহান্নামে নিয়ে যেতে চায়। আর, আমরাও তাদের সবকিছু মেনে নিয়ে জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগীতা করছি।
◼আমাদেরকে নষ্ট করার জন্য তাদের প্ল্যান গুলো শুনুনঃ
▪ছেলে মেয়েদের নিজের পায়ে দাড়াতে হবে।
▪পড়ালেখা শেষ করে ডাক্তার, ইন্জিনিয়ার, পাইলোট হতে হবে।
▪টাকা-পয়সা ও চাকরি লাগবে, ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রেই। কেননা, ধনী ছেলে বা মেয়ে বিয়ে করতে হবে।
▪লাইফটা ইনজয় করতে হবে, লাইফে এসটাব্লিস্ট হতে হবে।
▪লাইফের হোবিকে সাক্সেস করতে হবে।
◼অথচ, যৌক্তিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
কেন, আপনি বিয়ে করে না হয় আপনার স্বপ্ন পূরন করুন। তাতে আপনার কষ্টের সময় আপনার প্রিয় মানুষকেও সঙ্গে পাবেন।
◼বর্তমানে বাবা মারাও ইহুদিদের কালচারে পা দিয়েছেন। ধনী ছেলে বা মেয়ে ছাড়া বিয়ে দিবেন না। ধনী ছেলে বা মেয়ে খুঁজতে খুঁজতে, আপনার ছেলে বা মেয়ের যে বয়স বেড়ে যাচ্ছে।
তারা যে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ছে, তার কোন খোঁজই নেই। চরিত্র নষ্ট হচ্ছে। বিয়ের পর সংসার টিকছে না। মন তো আগেই নষ্ট হয়ে গেছে।
◼তাহলে, আপনি বাবা-মা শুনুন সবচেয়ে কঠিন কথা। বিয়ের বয়স হয়ে গেলে, বিয়ে না দিলে যত পাপ হবে, সব বাবা মার আমলনামায় যাবে হাদিসে আছে।
ইহুদি খৃষ্টানরা তো আর তাকদীরে বিশ্বাস করে না। তাই তারা পরিশ্রমের মাধ্যমে তাকদীর বদলাতে চায়।আমাদেরও তা শেখাচ্ছে। সেই হিসেবে হিসেব করলে তো, সে তার জায়গায় ঠিকই আছে।
অথচ, আপনি তাকদীরেও বিশ্বাস করেন বলে দাবি করেন! কি মনে হয় আপনার! আপনার শাস্তি হওয়া উচিত নয়?
◼সেক্ষেত্রে তো আমার দৃষ্টিতে, আপনি বাবা-মা ডাবল লুজার হলেন। কিরকম?
০১. বাচ্চাদেরকে সময়মতো বিয়ে দিয়ে সওয়াবের অংশীদারও হলেন না।
০২. এদিকে তাদের ভুল মঙ্গলকামনায় তাদেরকে দেরিতে বিয়ে দিয়ে, নিজে তাদেরই অভিশাপের কারণ হলেন।
আরে, ইহুদী-খ্রিস্টানরা তো ভোগ বিলাসে মত্ত হবেই। তাদের কাছে হালালই কি? আর হারামই কি? তারা নিজেদের ভাগ্য নিজেদের হাতের মুঠোয় মনে করে।
তো সে দেরিতে বিয়ে করছে। এদিকে কম বয়সে এনজয় করছে। তার বিষয়টা না হয় যেমন তেমন। তার আছেই কি? আর হবেই কি?
কিন্তু, আপনি তাদের রাস্তায় হাঁটা ধরে, আপনার ছেলেমেয়েকে কিরকম ভ্যাকুয়ামের মধ্যে ফেলেছেন আপনি ভেবেছেন একবার? ভ্যাকুয়াম কেন বললাম?
কারন সে, আখেরাতের ভয়ে কোন পাপে লিপ্তও হতে পারছে না, তথাকথিত ইহুদী-খ্রিস্টানদের মতো। আবার, সে তার প্রকৃতি প্রদত্ত সম্পূর্ণ বৈধ চাহিদা পূরণ করতেও পারছে না।
এখন আপনি নিজেই বিচার করুন।
আপনার ছেলে, মেয়েদের উপর কি পরিমান জুলুম, অন্যায় এবং অত্যাচার হচ্ছে। সে, কি পরিমান শারীরিক ও মানসিক কষ্টের মধ্যে আছে।
◼আরে মা-বাবারা শুনুন।
মা-বাবা কোন পোস্টের নাম নয়! মা-বাবা একটি শৃঙ্খলা বোধের নাম ছিল!
শুধুমাত্র মা বাবার বদদোয়াই কি সন্তানের উপর লাগবে? আপনি কেন এরকমটা ভাবছেন!
আপনি নিশ্চিত থাকুন। কেয়ামতের ময়দানে এই সন্তানদের সাথে আপনার দেখা হবে। অসংখ্য মা বাবাই বর্তমান জমানায় যারা, শুধুমাত্র সন্তানদের বদদোয়াতেই সেই কঠিন মুহূর্তে আরও বিপদগ্রস্ত হয়ে যাবেন।
কারণ, মনে রাখবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা যখন সমস্ত মানুষকে বানিয়েছেন। তখন, সমস্ত মানুষকে একসাথেই রূহের জগতে বানিয়েছেন।
শুধুমাত্র দুনিয়াবী একটু শৃঙ্খলা বোধের জন্য, আপনাকে আগে পাঠানো হয়েছিল এবং আপনার সন্তানকে পরে পাঠানো হয়েছে।
◼তাই আসুন। নিজের উপর রহম করুন। তাকদীরের উপর বিশ্বাস করুন। সন্তানদের বদদোয়া থেকে বাঁচুন। আমরা মুসলমান তাকদীরে বিশ্বাস করি। তাই গুনাহ থেকে আপনার সন্তানকে বাচাঁনোর জন্য। হালাল সম্পর্ক থেকে সুখ নেয়ার জন্য। বিয়ে দ্রুততম সময়ের মধ্যে করিয়ে দিন। বিয়ে করলে মহান আল্লাহ রিজিক বাড়িয়ে দেন। কোরআন এবং হাদিস দ্বারা প্রমানিত।
তখন সন্তানের পক্ষ থেকে বদদোয়া তো দূরে থাকুক। শুধু তার মানসিক ও শারীরিক প্রশান্তি থেকে যে শুকরিয়া বোধ আসবে। সেই দোয়াতেই আপনি কেয়ামতের মতন কঠিন ময়দান পাড়ি দিয়ে যেতে পারবেন। ইনশাআল্লাহ।
30/06/2020
রিজিক ও ঋণের দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে শায়েখ আয়েজ আল কারনির ৩ টি পরামর্শ!! || আসুন জেনে নেই ||
আসসালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের কাছে যদি এই ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্...
24/06/2020
কাফের এবং মুমিনের রূহ কবজ করার সময় আজরাইল (আঃ) কি রূপ আকৃতি ধারন করেন !! আসুন সকলে নেই ||
আসসালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের কাছে যদি এই ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্...
19/06/2020
আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধির অন্যতম পাঁচটি উপায় !! আসুন সকলে তা জেনে নেই || AHR ISLAMIC TUNE ||
আসসালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের কাছে যদি এই ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্...
12/06/2020
হাদিসের আলোকে করোনার চিকিৎসা !! আসুন আমার
আসসালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের কাছে যদি এই ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্...
12/06/2020
হাদিসের আলোকে করোনার চিকিৎসা !! আসুন সকলে তা জেনে নেই || ISLAMIC VIDEO || AHR ISLAMIC TUNE ||
আসসালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের কাছে যদি এই ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্...
10/06/2020
পশুপাখিদের নিয়ে যা বলেছে কুরআন !! আসুন জেনে নেই || AHR ISLAMIC TUNE ||
আসসালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের কাছে যদি এই ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্...
09/06/2020
মহিলাদের উদ্দেশ্যহীন চলাফেরা ও ইসলামের বিধান !! আসুন জেনে নেই || ISLAMIC VIDEO|| AHR ISLAMIC VIDEO |
আসসালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের কাছে যদি এই ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্...
07/06/2020
বিপদ থেকে উত্তরণে ইসলামের পাঁচ নির্দেশনা !! আসুন আমরা সকলে তা জেনে নেই || AHR ISLAMIC TUNE
আসসালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের কাছে যদি এই ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্...
04/06/2020
এখন আর কিছুই আগের মতো নেই।
আমাদের সান্নিধ্য দুর্বিপাকে।
ফরমান জারি হয়েছে আমাদের বিরুদ্ধে।
যেন আমরা আর কখনো মিলিত হতে না পারি।
এ যেন দুর্বার গতিতে আসা টর্নেডোর করাঘাত
যার প্রতি করাঘাতে হয়ে গিয়েছি বিক্ষুব্ধ খড়কুটো।
ভালোবাসাকে একটু ছুতে চেয়েছিলাম।
কিন্তু আমাদের মাঝবরাবর স্থাপন করা হয়েছি মহা প্রাচীর।
এই বিষন্ন পরাজিত ভালোবাসা বিধ্বস্থ নগরীর ধ্বংসস্তুপের মতো।
যেখানে বেদনার আস্ফালন প্রতিনিয়ত রক্ত ঝরায়।
আমাদের আকাশে আর পাখি ডানা ঝাপটায় না।
এখন শুধু ঝাকে ঝাকে বোমারু বিমান উরে।
এই বিধ্বস্থ শহরে আর নির্মল অক্সিজেন পাওয়া যায় ন।
মিসাইল হামলার দরুন ভষ্ম হওয়া শত শত পোড়া লাশের উৎকট গন্ধ উড়ে।
এই অবরুদ্ধ শহরে নিজেই নিজের ভিতর শতশত বার আত্নহত্যা করেছি।
যেন কাফনে মোরা এক জিবন্ত লাশ।
এখন আমাদের বেদনাগুলো নিছক বিনিদ্র রজনীর মতো।
অপ্রাপ্ত প্রত্যাশাগুলি অশার কল্পনা কথা।
একফোটা নির্মল হাসির দাবি এখন নিছক অধিকার আদায়ের ছলনা।
তবুও আমি নির্মল হাসির পক্ষে অটল।
আমাকে হাসতেই হবে!
শত শতবার নিজেই নিজের ভিতর আত্নহত্যার পরেও।
কেননা ওরা একদিন ফরমান জারি করবে-
এ শহরে হাসিও নিষিদ্ধ।
বিষন্ন হাসি
ইউসুফ ইমাম...
উৎসর্গ~
পৃথিবীর প্রতিটি নির্যাতীত
মুসলিম উম্মাহর স্মরণে
#কবিতা_প্রহর
04/06/2020
তাহাজ্জুদ! এমনই এক এবাদত যা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক দৃঢ় থেকে সুদৃঢ় করে।যা বান্দার অন্তরকে আল্লাহর দিকে ধাবিত করে। সর্বশ্রেষ্ঠ এই নফল এবাদত পারে মুনাফিকের তালিকা থেকে আপনার আমার নাম মুছে দিতে। এই মহাক্ষণে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তাঁর বান্দাদের ডেকে বলেন "কে আছো আমার কাছে চাইবে আমি তাকে তা দান করবো"[বুখারী :১১৪৫] আর আপনি কিভাবে ভাবলেন এই মহৎ এবাদতে শয়তান হানা দিবে না!
- তাহাজ্জুদের সালাত আদায় করার সৌভাগ্য সবার হয়না। গভীর রজনীতে তুলতুলে বিছানায় আরামের ঘুমকে উপেক্ষা করে সবাই পারেনা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াতে। তাহাজ্জুদ নামাজের দোয়া কখনো ফিরিয়ে দেয়া হয়না।যারা আল্লাহর অশেষ অনুগ্রহে তাহাজ্জুদ নামাজ শুরু করে, প্রথম কিছু দিন তাদের মধ্য থেকে অনেকেই একটি বাঁধার সম্মুখীন হয়।
- অন্ধকারে কে যেন তাকিয়ে আছে আপনার দিকে। হয়তো আপনার পেছনে বা ঐ যে দরজার পাশেই বসে বসে দেখছে আপনাকে। কখনো কখনো হয়তো পায়চারি করছে। আপনার কি মনে হয় জ্বীন আপনাকে নজরে রাখছে?
- সম্মানিত ভাই ও বোন এমনটা ভাবার কোনোই কারণ নেই। কেননা তাহাজ্জুদের নামাজে জ্বীন আসে, অথবা কেউ আপনাকে দেখছে, তাকিয়ে আছে এমন কিছুই হয়না। এটা নিতান্তই শয়তানের ওয়াসওয়াসা। শয়তান কখনোই চাইবে না আপনি এই ফজিলতপূর্ণ এবাদত করেন।
- তাহাজ্জুদের সময় ফেরেশতারা আপনাকে চারপাশে বেষ্টণ করে রাখে। আর প্রথম আসমান থেকে তাকিয়ে আছেনতো সয়ং আল্লাহ। এই সময়টা শুধুই আপনার এবং আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার। তো অন্য কোনো মাখলুকের কথা চিন্তাই বা কেন করবেন আপনি।
- পরিশেষে বলবো,উঠুন রাতের ঘুমকে পরিত্যাগ করে যতটুকু পারেন নামাজ আদায় করুন ইনশাআল্লাহ যা পাবেন তা অকল্পনীয়। আর তাহাজ্জুদের নামাজ হচ্ছে গোপন এবাদত। অনেককেই দেখা যায় ফেসবুকে প্রচার চালায় : আজ প্রথম তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, এই নামাজ পড়ে দোয়া করেছি কবুল হয়েছে। জি আলহামদুলিল্লাহ তবে তা প্রকাশ করার দরকার নেই, আপনি বলেন আপনার দোয়া কবুল হয়েছে তবে আপনি কেন তাহাজ্জুদের মত গোপন এই এবাদত শত শত মানুষের কাছে প্রকাশ করে দিচ্ছেন?
19/05/2020
ফজিলতপূর্ণ লাইলাতুল কদর এবং এ রাত চেনার উপায় !! Sobe Qudar || Bangla Islamic Channel || Ramadan ||
আসসালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের কাছে যদি এই ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্...
16/05/2020
যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’|| #লাইলাতুল_কদর’ #islamic_video#muslim_ummah.
আসসালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের কাছে যদি এই ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্...
14/05/2020
ইতেকাফ কেন করবেন?? কিভাবে করবেন!! #Ramadan#dua#islamic_video#muslim#AHR_ISLAMIC_TUNE#islamic_lecture
আসসালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের কাছে যদি এই ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্...
10/05/2020
মাগফিরাত অর্জনে মাহে রমজানের দ্বিতীয় দশক ও আমাদের করণীয়!!|| #ISLAM|#DUA|#RAMADAN||#AHR_ISLAMIC_TUNE.
আসসালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের কাছে যদি এই ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্...
06/05/2020
#islam #allah #quran #muslim #sunnah#islamic #dua#muslimah #deen # আত্মসমর্পনের মাস রমজান ||
আসসালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের কাছে যদি এই ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্...