Focus writing and Short note
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Focus writing and Short note, Education, .
আপনারা যারা Focus Writing এর জন্য নোট করছেন, তারা কখনোই গাইড বই থেকে copy করে মুখস্হ করবেন না, this a recipe for disaster!
তাহলে কী করবেন?
১। গাইড বই থেকে important points নিবেন। কিন্তু বাক্যসহ না, শুধু points গুলো।
২। পত্রিকা থেকেও নিয়মিত important points সংগ্রহ করবেন, সম্পূর্ণ article মুখস্হ না।
৩। আর, authoritative/ government sources থেকে relevant data সংগ্রহ করবেন।
এবার, লিখবেন কীভাবে?
১। প্রথমত, আপনার লিখা ঠিক আছে কিনা, যেমন presentation, grammatical accuracy & range—এগুলোর জন্য ১০/১২ টা full (৩/৪ পৃষ্ঠা) write-up কাউকে দিয়ে check করে নিবেন, যেন mistakes গুলো feedback এর মাধ্যমে শুধরে নিতে পারবেন।
২। আর, পরীক্ষার আগের দিন কিন্তু ৩/৪ পেইজ-লম্বা
৫০/৬০টি focus writing দেখা সম্ভব না। আর, এগুলো মুখস্হও করা উচিত না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে—১. Introduction (২/৩ লাইন) ২. main body ( শুধুই points, কোন বাক্য না) ৩. Conclusion (১/২ লাইন) এরকম একটি ১-পেইজ-লম্বা নোট করে রাখবেন। এটা একই সাথে revision দিতে help করবে, আর লিখার free flow নিশ্চিত করবে, যেহেতু ১০০% মুখস্হ করেননি। এখানে, grammar নিয়ে ভয় পাবেন না, ঐটা পরীক্ষার আগেই শুধরে নিবেন।
এই one-page নোটের একটি format আমি দিব ইনশাল্লাহ।
—মনিরুল
N.B.Undoubtedly the best & smartest technique!
Dr Munaz Ahmed Noor Dr Munaz Ahmed Noor was a Professor of Civil Engineering Department in Bangladesh University of Engineering and Technology (BUET) before he joined National University as a Pro-Vice Chancellor on 11 April 2013.
Vaiva ar documents
আসসালামুআলাইকুম,
এখানে Bangladesh Bank AD এর ইংরেজি অংশের জন্য বিস্তারিত বই এবং ওয়েবসাইটের লিস্ট আছে। সবাই বইগুলো collect করে ফেলেন। পিডিএফ কিছু গ্রুপে দিয়ে দিচ্ছি। সব পড়া লাগবে না। কোথায় থেকে কী কী টপিক নিজে নিজে পড়ে শেষ করে ফেলতে পারবেন, সেটা পরের পোস্টে বলছি।বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে একটি ফাইল তৈরি করছি,সেটা দেখে আমরা পরের ধাপে যাবো।
❇ Preliminary এর জন্য।
⚫ Grammar:
১। Cliffs TOEFL (পিডিএফ আছে, গ্রুপে পাবেন।)
২। English For Competitive Exam (Professors)
অথবা, Masters
দুটিই আছে আমার কাছে। স্টুডেন্টদের ফিডব্যাক এবং আমার মতামত হচ্ছে English For Competitive Exam বেশি গোছানো এবং পড়ে মনে রাখা সহজ।
৩। বিগত বছরের প্রশ্নের জন্য Professors Bank Job Guide বা যেকোন একটি।
৪। এটা সবার শেষে। Sentence Correction এর জন্য Cliffs TOEFL এর ৬টি Model Tests ভালো করে শেষ তারপর Official GMAT/ GMAT Club থেকে দেখবেন অল্প কিছু প্রশ্ন। এখনই চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। (পিডিএফ আছে, আমার গ্রুপে পাবেন।)
৫। এটা optional, সময় পেলে কিছু Fill in the blanks করবেন Barron’s SAT 23rd Edition থেকে। আমি important গুলো select করে দিব। (পিডিএফ আছে, আমার গ্রুপে পাবেন।)
৬। এটাও optional, সময় পেলে ৫০/৬০টি analogy (গতবার বিবি এডি’২১ এ বেশ কয়েকটা এসেছে) Saifur’s Analogy থেকে, পরে পোস্ট দিব এটা নিয়ে।
🟣 Vocabulary:
একটু খেয়াল করুন, priority হবে ১ থেকে ৪ serially যাবেন। সব একসাথে না।
১। সবার আগে English For Competitive Exam (Professors) থেকে বিগত ব্যাংকে আসা Synonyms, Antonyms, One Word Substitution, Spelling এবং Analogy প্রশ্নগুলো সবার আগে পড়বেন।
২। Saifur’s Student Vocabulary
৩।Barron’s GRE High Frequecy 333 Words (পিডিএফ আছে, গ্রুপে পাবেন।)
৪। Wordsmart 1&2 (পিডিএফ আছে, গ্রুপে পাবেন।)
সহায়ক বই: Cliffs TOEFL এর Reading Section এ দেয়া Prefix, Suffix ও Roots অধ্যায়টি বার বার দেখা।
সহায়ক apps: Quizlet ( বিস্তারিত পরে বলছি)
⭕️ Written এর জন্য।
✍️ Focus Writing:
এই অংশের জন্য Grammar, Concept/ Subject Knowledge এবং Data—এগুলোর দিক focus করতে হবে।
১। বড় বড় sentence making শিখার জন্য The Anatomy of English Sentence by SM Zakir Hussain বেশ ভালো।
২। একটি focus writing/essay লিখার best process এবং structure কেমন হওয়া উচিত এটা শিখার Effective Writing Skills for Advanced Learners by SM Zakir Hussain বেস্ট। এটা বুঝে বুঝে পড়লে অনেক সমস্যার সমাধান পাবেন।
৩। যেসব topics পরীক্ষার জন্য জানা উচিত (মুখস্হ না) সেগুলোর জন্য Unique Publications এর Bank Focus Writing & Translation দেখতে পারেন।নিজের মতো করে নোট করে নিবেন।
⭐️ Translation:
১। The best solution: এটা রপ্ত করার একই টপিক একবার বাংলা পত্রিকা এবং আরেকবার ইংরেজি পত্রিকা থেকে পড়বেন। ৩০ দিন শুধু অর্থনীতি এবং আন্তর্জাতিক অংশ এভাবে পড়বেন।
কিছু technical words/jargons, expressions আর structures আছে, সেগুলো সহ সবই বিস্তারিত পরে বলছি।
✅ বইয়ের বাইরে practice করার জন্য কিছু সহায়ক websites:
১। Indiabix
২। Sawaal
৪। Majortests
শুভেচ্ছান্তে
মো: মনিরুল ইসলাম
বিবিএ, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়
উপ-পরিচালক, বাংলাদেশ ব্যাংক
Bank teicks
#বিশেষবুলেটিন
বর্তমান বিশ্বে আলোচিত এবং উল্লেখযোগ্য কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম...
বাংলাদেশ - ব্যাংলাদেশ ব্যাংক
চীন - পিপল’স ব্যাংক অব চায়না
তাইওয়ান - সেন্ট্রাল ব্যাংক অব চায়না
রাশিয়া - সেন্ট্রাল ব্যাংক অব দি রাশিয়ান ফেডারেশন
ইউক্রেন - ন্যাশনাল ব্যাংক অব ইউক্রেন
জাপান - ব্যাংক অব জাপান
ভারত - রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
পাকিস্তান - স্টেট ব্যাংক অব পাকিস্তান
শ্রীলংকা - সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকা
ভুটান - রয়্যাল মনিটরী অথরিটি অব ভুটান
মালদ্বীপ - মালদ্বীপ মনিটরী অথরিটি
নেপাল - নেপাল রাষ্ট্র ব্যাংক
আফগানিস্তান - দি আফগানিস্তান ব্যাংক
বাহরাইন - বাহরাইন মনিটরী এজেন্সি
ইরান - ব্যাংক মারকাজি জমহুরী ইসলামী ইরান
ইরাক - সেন্ট্রাল ব্যাংক অব ইরাক
ইসরাইল - ব্যাংক অব ইসরাইল
জর্দান - সেন্ট্রাল ব্যাংক অব জর্দান
তুরস্ক - সেন্ট্রাল ব্যাংক অব দি রিপাবলিক অব তুরস্ক
কুয়েত - সেন্ট্রাল ব্যাংক অব কুয়েত
ইতালী - ব্যাংক অব ইতালী
নেদারল্যান্ড - দি নেদারল্যান্ড ব্যাংক
নরওয়ে - ব্যাংক অব নরওয়ে
ওমান - সেন্ট্রাল ব্যাংক অব ওমান
কাতার - কাতার মনিটরী এজেন্সি
সৌদি আরব - সৌদি আরব মনিটরী এজেন্সি
সিরিয়া - সেন্ট্রাল ব্যাংক অব সিরিয়া
মায়ানমার - মায়ানমার ব্যাংক
থাইল্যান্ড - ব্যাংক অব থাইল্যান্ড
ইন্দোনেশিয়া - ব্যাংক অব ইন্দোনেশিয়া
দক্ষিণ কোরিয়া - ব্যাংক অব কোরিয়া
মালয়েশিয়া - ব্যাংক নেগারা মালয়েশিয়া
ফিলিপাইন - সেন্ট্রাল ব্যাংক অব ফিলিপাইন
সিঙ্গাপুর - মনিটরী অথরিটি অব সিঙ্গাপুর
ইথিওপিয়া - ন্যাশনাল ব্যাংক অব ইথিওপিয়া
গ্যাবন - ব্যাংক অব দি সেন্ট্রাল আফ্রিকান স্টেটস
গাম্বিয়া - সেন্ট্রাল ব্যাংক অব গাম্বিয়া
ঘানা - ব্যাংক অব ঘানা
গিনি বিসাউ - সেন্ট্রাল ব্যাংক অব গিনি বিসাউ
কেনিয়া - সেন্ট্রাল ব্যাংক অব গিনি কেনিয়া
লাইবেরিয়া - ন্যাশনাল ব্যাংক অব লাইবেরিয়া
সুদান - ব্যাংক অব সুদান
লেসেথো - সেন্ট্রাল ব্যাংক অব লেসেথো
মাদাগাস্কার - সেন্ট্রাল ব্যাংক অব মাদাগাস্কার
মালাউ - রিজার্ভ ব্যাংক অব মালাউ
সিয়েরালিওন - ব্যাংক অব সিয়েরালিওন
জিম্বাবুয়ে - রিজার্ভ ব্যাংক অব জিম্বাবুয়ে
সুইডেন - রিকস্ ব্যাংক
সুইজারল্যান্ড - সুইস ন্যাশনাল ব্যাংক
যুক্তরাজ্য - ব্যাংক অব লন্ডন
চেক প্রজাতন্ত্র - চেক ন্যাশনাল ব্যাংক
হাঙ্গেরী - ন্যাশনাল ব্যাংক অব হাঙ্গেরী
মালটা - সেন্ট্রাল ব্যাংক অব মালটা
বুরুন্ডী - ব্যাংক অব রিপাবলিক অব বুরুন্ডী
রুমানিয়া - ন্যাশনাল ব্যাংক অব রুমানিয়া
আলজেরিয়া - সেন্ট্রাল ব্যাংক অব আলজেরিয়া
বেনিন - সেন্ট্রাল ব্যাংক অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস
বতসোয়ানা - ব্যাংক অব বতসোয়ানা
পোল্যান্ড - ন্যাশনাল ব্যাংক অব পোল্যান্ড
বার্কিনা ফাসো - সেন্ট্রাল ব্যাংক অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস
মিশর - সেন্ট্রাল ব্যাংক অব ইজিপ্ট
চাঁদ - ব্যাংক অব দি সেন্ট্রাল আফ্রিকান স্টেটস
ক্যামেরুন - ব্যাংক অব দি সেন্ট্রাল আফ্রিকান স্টেটস
সংযুক্ত আরব আমিরাত - সেন্ট্রাল ব্যাংক অব সংযুক্ত আরব আমিরাত
অস্ট্রিয়া - অস্ট্রিয়া ন্যাশনাল ব্যাংক
বেলজিয়াম - ন্যাশনাল ব্যাংক অব বেলজিয়াম
লুক্সেমবার্গ - ইনস্টিটিউট মনিটায়ার লুক্সেমবুর্ডেয়িস
ডেনমার্ক - ডেনমার্ক ন্যাশনাল ব্যাংক
ফিনল্যান্ড - ব্যাংক অব ফিনল্যান্ড
ফ্রান্স - ব্যাংক অব ফ্রান্স
জার্মানী - বুন্ডেস ব্যাংক
গ্রীস - ব্যাংক অব গ্রীস
আইসল্যান্ড - সেন্ট্রাল ব্যাংক অব আইসল্যান্ড
আয়ারল্যান্ড - সেন্ট্রাল ব্যাংক অব আয়ারল্যান্ড
#রিটেনডেটা
প্রবাসী আয় ২০২১-২২
২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাসের রেমিট্যান্সের মধ্যে...
জুলাইয়ে ১৮৭ কোটি ১৪ লাখ ডলার,
আগস্টে ১৮১ কোটি ডলার,
সেপ্টেম্বরে ১৭২ কোটি ৬৭ লাখ ডলার,
অক্টোবরে ১৬৪ কোটি ৬৮ লাখ ডলার,
নভেম্বর ১৫৫ কোটি ৩৭ লাখ ডলার,
ডিসেম্বরে ১৬২ কোটি ৯০ লাখ ডলার,
জানুয়ারিতে ১৭০ কোটি ৪৪ লাখ ডলার,
ফেব্রুয়ারিতে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার,
মার্চে ১৮৫ কোটি ৯৯ লাখ ডলার এবং
এপ্রিল মাসে ২০০ কোটি ৯৫ লাখ ডলার এসেছে।
এবং চলতি মে মাসের প্রথম ১৯ দিনে ১৩১ কোটি ২২ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
রপ্তানি আয় ২০২১-২২
২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৪ হাজার ৩৩৪ কোটি ৪৩ লাখ ডলার আয় করেছে।
গত এপ্রিলে ৪৭৩ কোটি ৮৬ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।
অর্থবছরের প্রথম ১০ মাসে পোশাক খাতে আয় হয়েছে ৩ হাজার ৫৩৬ কোটি টাকা। কৃষিপণ্য রপ্তানি থেকে এসেছে ১০৪ কোটি ডলার।
আমদানি ব্যয় ২০২১-২২
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৭ হাজার ৩৪৩ কোটি মার্কিন ডলার; পণ্য আমদানি হয়েছে ১১ কোটি ৯০ লাখ টন।
জেনে নিন:
আমদানি বাড়লে কী অসুবিধা!
রপ্তানি আয়, প্রবাসী আয় বা রেমিট্যান্স, বিদেশি বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রায় ঋণ ও অনুদান—এগুলোই দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত। বিপরীতে আমদানি, বৈদেশিক ঋণ পরিশোধ, বিদেশভ্রমণ, বিনিয়োগের বিপরীতে লভ্যাংশ বিদেশে নেওয়া—এসব কারণে বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। কোনো কারণে বৈদেশিক মুদ্রার কোনো উৎস থেকে যদি আয় কমে, বিপরীতে ব্যয়ের কোনো খাতে যদি খরচ বেড়ে যায়, তাহলে বৈদেশিক মুদ্রার মজুতে টান পড়ে। তখন আবার দেশীয় মুদ্রার মান কমতে থাকে।
তথ্যসূত্র: সংবাদ পত্র।
সংগ্রহে: Smd Kabir Hossain
*পরীক্ষার*হলের *আদবসমূহ
✔️✔️✔️
আমি কোনো সাজেশন দিতে আসিনি। আমি পরীক্ষার হলে সময় কিভাবে কাজে লাগাবেন সে নিয়ে কিছু বলতে এসেছি। যেহেতু সবগুলো ব্যাংকের লিখিত পরীক্ষা দরজায় কড়া নাড়ছে সেহেতু প্রস্তুতি নিয়ে নতুন কিছু বলে বিড়ম্বনায় ফেলতে চাইনা।
ব্যাংকের লিখিত পরীক্ষা মানে ২০০ মার্ক। এখানে আপনার হাতে সময় ২ ঘন্টা। পাগলা ঘোড়ার মতো আপনাকে লিখতে হবে। তার মানে এই নয় যে খুব তাড়াহুড়ো করবেন।
শুধু লিখলেই হবেনা, আপনাকে টু দ্যা পয়েন্ট লিখতে হবে। মাথা ঠান্ডা রাখতে৷ গত বিবি এডির রিটেন পরীক্ষায় আমার এডমিট কার্ডের ছবির সাথে বর্তমান চেহারা না মিলার কারণে (অনেক আগের ছবি ছিল তখন খুব হালকা ছিলাম) আমাকে খাতা দেয়া হয়েছিল পরীক্ষা শুরু হওয়ার ৩/৪ মিনিট পরে কিন্তু বিশ্বাস করেন আমার মাথা মোঠেও গরম হয়নি। আমার বিশ্বাস ছিল নিজের পরীক্ষা নিজেই দিতে এসেছি তাই পরীক্ষা আমাকে দিতে দিবে।
#কত মার্কের জন্য আপনি কত সময় লিখবেনঃ
এই সিদ্ধান্তটা আপনার নিজের উপর নির্ভর করবে এবং পরীক্ষার হলের পরিবেশের উপর নির্ভর করবে। তবে আমি যেটা ফলো করতাম সেটা হলো মার্ক ২০০ সময় ১২০ মিনিট অর্থাৎ ১২০/২০০=০.৬ মিনিট প্রতি মার্কের জন্য। প্রতি এক মার্কের বিপরীতে আপনি ০.৬ মিনিট পাচ্ছেন তাই ১০ মার্কের প্রশ্নের জন্য ৬ মিনিট নিবেন। এটা প্রশ্ন বুঝে কম বেশি হতে পারে।
আপনাকে খুব সাজিয়ে কোটেশন লেখা লাগবে না। কোটেশন আর তথ্য নির্ভর লেখা মানেই ভালো মার্ক তা কিন্তু না, তবে আপনি রচনার মতো করে সাজিয়ে তথ্য দিতে পারলে সেটা ভালো, শুধু শুধু তথ্য ভাণ্ডার দিতে যাবেন না৷ গ্রাফ দেখানো যেতে পারে যদি সময় থাকে।
খুব গুরুত্বপূর্ণ একটা কথা, ম্যাথ কখনোই শেষে করবেন না।শেষের ৫/১০ মিনিট মাথা কাজ করেনা তাই ম্যাথ শেষে না করাই শ্রেয়।
পরীক্ষা শুরুর আগে আগেই পাশের জনের সাথে খেজুরে আলাপ না করাই ভালো তবে অতি মাত্রায় রূপবতী কেউ বসলে সুযোগ থাকলে একটু কথা বলে নিবেন নাহলে আফসোসের পাল্লায় পড়ে পরীক্ষা খারাপও হতে পারে।
আর লেখার সময় খেয়াল রাখবেন যেন হাতে ছন্দ থাকে। আমরা সবাই কবি তাই কাব্যিক ভাষা আমাদের দৃষ্টি সহজেই আকর্ষণ করে। তবে এর মানে এই নয় যে কবিতা লিখে দিয়ে আসবেন।
#লেখার ধরন কেমন হবে? কিভাবে লিখলে বেশি মার্ক পাব?
#বাংলাঃ
বাংলা ফোকাস লেখার সময় আপনি এমন ভাবে লিখবেন স্যার যেন আপনার খাতা পড়ার সময় অর্ধেক পড়ে পাতা না উল্টায় এমন ভাবে লিখবেন৷ অর্ধেক দেখে পাতা উল্টানো মানে অর্ধেক মার্ক।
১. ধরেন প্রশ্ন আসলো পরিবেশ বিপর্যয় নিয়ে আলোচনা করুন........
আপনি শুরুটা করতে পারেন এভাবে......
"সৃষ্টির সূচনালগ্ন থেকে মানুষ পরিবেশের সাথে যে বিরূপ আচরণ করছে তা যেন মনুষ্য স্বভাব জাত অঙ্গীকার। প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অনেক আইন বাংলাদেশ এবং বহির্বিশ্বে করা হলেও সেগুলো যেন আজ অদৃষ্টের পরিহাস। পরিবেশবাদী সংস্থাগুলো চোখে কাঠের চশমা পরে বসে আছেন। "
২. ধরেন পদ্মা সেতুর অর্থনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন আসলো তখন শুরু করবেন........
স্বপ্নের পদ্মাসেতু এখন আর স্বপ্ন নয়, এ যেন দৃশ্যত জলন্ত এক অনন্ত ভালোবাসার নাম, যা বাংলাদেশের স্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র স্বপ্ন বুননের ফসল।
আপনার বাংলা ফোকাসটা হবে কাব্যিক ভাষায় লেখা। এতে করে যিনি খাতা দেখবেন তিনি সহজে খাতা থেকে চোখ সরাতে পারবেন না।
#ইংরেজিঃ
ইংরেজির ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করে লিখবেন। ইংরেজি লেখার সময় আপনি যদি কঠিন শব্দ ব্যবহার করতে গিয়ে পূর্ণ বাক্যের অবতারণা না করতে পারেন তাহলে কঠিন শব্দ পরিহার করবেন এবং সহজ ও সাবলীল ভাষায় নিজের মতামত উপস্থাপন করবেন। ব্যাকরণগত ভুল করা যাবেনা কারণ এটি আপনার মার্ক কমিয়ে দিবে। আপনি ব্যাকরণগত ভুল করলে যিনি খাতা দেখবেন তিনি মার্ক দিতে কৃপণতা করবেন।
ইংরেজি ফোকাস রাইটিং লেখার সময় পয়েন্ট আকারে না লিখে প্যারা প্যারা করে লিখুন। পারলে লেখার মাঝে নীল কালীর ব্যবহার করুন।
আর্গুমেনটেটিভ লেখার সময় অবশ্যই নিয়ম ফলো করে লিখবেন। প্রতিটা প্যারার শুরুতে Firstly, Secondly, On the other hand, last but not least এই টাইপ শব্দ জুড়ে দিবেন। এই শব্দ গুলো লেখার পরে একটা কমা দিবেন। আর এর জন্য সাইফোর্স এর বই ফলো করতে পারেন।
লেটার কিংবা রিপোর্ট লেখার সময় যথাযথ নিয়ম ফলো করবেন। নিয়মের ব্যত্যয় যেন না ঘটে সেদিকে খেয়াল রাখবেন। আর অবশ্যই আপনাকে পরিষ্কার সুন্দর করে লিখতে হবে যাতে যে কেউ আপনার খাতা পড়তে পারে।
অনুবাদ নিয়ে কিছু বলতে চাই। অনুবাদে মার্ক হলো ম্যাথের মতো তাই অনুবাদ লিখবেন সুন্দর ও সাবলীল ভাষায় তবে বেশি সময় নিয়ে লিখতে পারবেন না, সময় কম দিয়ে মানে ভালো করে অনুবাদ লিখতে হবে। ভাবানুবাদ লেখার চেষ্টা করবেন। আক্ষরিক অনুবাদ সর্বদা মঙ্গলজনক নয়।
#গণিতঃ
গণিতের জন্য আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। আপনি যেটা উত্তর বের করছেন এটাই ঠিক এই ধারনা নিয়ে হল থেকে বের হবেন, পরের টা পরে। না হলে উত্তর করে পাশের জনকে জিজ্ঞেস করবেন উত্তর কত তখন যদি তার সাথে উত্তর না মিললে, আপ তো গায় ভাইসাহাব🤪
ম্যাথ করার আগে প্রশ্নটি দুইবার পড়বেন, মনোযোগ দিয়ে দেখবেন আসলে তারা কি জানতে চেয়েছে, ভাসা ভাসা দেখলে, পরীক্ষার হল থেকে বের হয়ে বলবেন, ও ভাই মারো মুঝে মারো......
ম্যাথ সব পারতে হবে এমন না, যে কয়টা পারবেন সেটাই এনাফ তাই কার কয়টা হলো পরীক্ষার হলে জিজ্ঞেস করার কোন দরকার নেই। বিবি এডি তে একটাও ম্যাথ হয়নি অথচ ভাইভা দিয়েছেন এমনও আছে। তাই ম্যাথ না হলে ফেল এসব চিন্তা বাদ দিন।
আমি আবারো বলছি ম্যাথ সবার প্রথমে না করেন তবে সবার শেষে করতে যাবেন না, পারা ম্যাথও পারবেন না।
#সাধারণ_জ্ঞানঃ
চাকরি প্রত্যাশিদের কাছে বর্তমান সময়ে সাধারণ জ্ঞান এক আতংকের নাম। এই আতংক থেকে বাচঁতে হলে নিয়মিত পত্রিকা পড়বেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখবেন। অতি সাম্প্রতিকসহ সাম্প্রতিক বিষয়াবলী গুলো নিজের আয়ত্তে নিয়ে নিবেন।
ব্যাংকে চাকরি করবেন অথচ কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক কোনটি সেটা না জানলে হয়?
সব মুখস্ত করা সম্ভব নয় তাই যেগুলো না পড়লেই নয় সেগুলো দেখে যাবেন। ব্যাংকের সাথে জড়িত সকল টার্ম দেখে যাবেন যেমন BACH, CTR, STR, SWIFT ইত্যাদি।
মাথা ঠাণ্ডা রেখে যারা দুই ঘন্টা ভালো খেলতে পারবেন তারাই হবেন আগামীদিনের ব্যাংকার।
পরিশেষে সকলের জন্য অনেক অনেক শুভ কামনা রইল।
লেখকঃ চৌধুরী মোহাম্মদ ইমরান
ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক।
সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক (সুপারিশপ্রাপ্ত)।
Spouses(husband and wife) বলতে স্বামী স্ত্রী দুজনকেই বুঝায় কিন্তু Spouse( husband or wife) বলতে স্বামী স্ত্রীর যেকোন একজনকে বুঝায়।
Siblings( brother and sister) বলতে ভাই বোন দুজনকেই বুঝায় কিন্তু Sibling( brother or sister) বলতে ভাই বোন দুজনের যেকোন একজনকে বুঝায়।
* Parents ( father and mother)বলতে পিতা-মাতা দুজনকেই বুঝায়। কিন্তু
parent ( father or mother)বলতে পিতা-মাতার যেকোন একজনকে বুঝায়।
* যে শিশু অসাধারণ মেধাবী তাকে বলে wonder child.।
মানসপুত্র কে ইংরেজিতে বলে brainchild ( idea)
যে শিশু জন্মায়নি তাকে বলে unborn child । যে
শিশু মৃত জন্মেছে তাকে বলে stillborn child।
তবে, বিবাহবহির্ভুত সন্তানকে বলে love child।
* ঘরের সিঁদ কেটে চুরি করলে সেই চোরকে বলে burglar. কিন্তু দোকান থেকে চুরি করলে তাকে বলে shoplifter.. এবং ব্যাংক থেকে যারা চুরি করে তাদেরকে বলে robbers…….
* বজ্র-বিদ্যুৎ সহযোগে ঝড় হলে তাকে electrical storm বলে।
কিন্তু চিন্তার ঝড় বুঝাতে brainstorm ব্যবহৃত হয়।
তবে, এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করা বুঝাতে barnstorm বসে।
নিজের স্ত্রীকে হত্যা করলে Uxoricide
নিজের স্বামীকে হত্যা করলে mariticide
নিজের বোনকে হত্যা করলে Sororicide
নিজের ভাইকে হত্যা করলে fratricide
নিজের পিতাকে হত্যা করলে patricide
নিজের মাতাকে হত্যা করলে matricide
পুরো জাতিকে হত্যা করলে genocide,
মানব হত্যাকে বলে homicide
শত্রুকে হত্যা করলে হয় hosticide
তবে পরিবেশের ব্যাপক ক্ষতি করা হলে তাকে ecocide বলে।
কার্টেসিঃ লতিফ স্যার
Focus suggession