তারা স্বেচ্ছায় রোজা রেখেছে। মাশাআল্লা। তাদের নিয়ে BM LAB School আয়োজন করেছে Ramadan Celebration অনুষ্ঠান। অনুষ্ঠানের চমৎকার এই সেশনে তাদের হাতে তুলে দেওয়া হয় উৎসাহমূলক পুরস্কার। আল্লাহ তাদের কবুল করুন।
SSB Academy
৫ম থেকে ১০ শ্রেণির একাডেমিক কোচিং এর জন্য নির্ভর যোগ্য প্রতিষ্ঠান
Operating as usual
আমরা করবো জয়...
নতুন শিক্ষা কারিকুলাম
👉সাপ্তাহিক ছুটি ২ দিন।
👉ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
👉ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই!
👉 এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
👉সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।
✍️ হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি:
কিন্তু এস এস সি তে পরীক্ষা হবে ৫ টি
- বাংলা
- ইংরেজি
- গণিত
- জীবন ও জীবিকা
- বিজ্ঞান
- সামাজিক বিজ্ঞান
- ডিজিটাল প্রযুক্তি
- ধর্মশিক্ষা
- ভালো থাকা
- শিল্প ও সংস্কৃতি
২০২৬ এ এইচএসসি
২০২৪ এ নবম শ্রেণি
ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।
প্রিয় স্কুলের প্রি এডমিশন শুরু...
আপনাদের প্রিয় বিএম ল্যাব স্কুলের আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম তো শুরু হচ্ছে ১লা ডিসেম্বর থেকে। তবে ‘প্রি এডমিশন’ শুরু হয়েছে। চলবে ১৬নভেম্বর থেকে ৩০নভেম্বর পর্যন্ত। প্রি এডমিশনে থাকছে স্পেশাল গিফট প্যাকেজও।
সিদ্ধান্ত আপনার, পরিচর্যা আমাদের।
আপনি চাইলে আপনার সন্তানকে ইসলামি পরিবেশে জেনারেল ও টেকনিক্যাল শিক্ষায় সু-শিক্ষিত করে গড়ে তুলতে পারেন এবং প্রস্তুত করতে পারেন দুনিয়া ও আখেরাতের জন্য।
প্রি এডমিশন ফরম লিংক—
https://forms.gle/hjTPbKV9RNBevqHd6
আপনার সন্তানকে আমাদের এখানে কেন ভর্তি করাবেন?
বিস্তারিত—
https://m.facebook.com/story.php?story_fbid=122121842252075230&id=61552256926099&mibextid=Nif5oz
🌀ক্যাম্পাস : পাকড়ি জামে মসজিদের পশ্চিমপাশে, দরবস্ত, জৈন্তাপুর, সিলেট।
BM LAB SchoolBM LAB School
বিএম ল্যাব স্কুল’র শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি। আজ থেকে আবেদন শুরু। চলবে ২৫শে নভেম্বর পর্যন্ত।
সাপোর্টের জন্য—
Official WhatsApp : 01641249672
Call : 01759609770
আসসালামু আলাইকুম
প্রিয় দরবস্ত-জৈন্তাবাসী!
ইতোমধ্যে আপনারা নিশ্চয় জানতে পেরেছেন যে, শিল্প, বিজ্ঞান, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘বাতায়ন’ ক্রমশ তার স্বপ্নযাত্রা-২০২৮ পানে এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ১৬ থেকে ২৩, খুব একটা দীর্ঘ না হলেও ৭বছর কিন্তু কম না৷ এই সাত সাতটি বছরের শিক্ষা ও সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় আমাদের আরো একটি ড্রিম প্রজেক্ট “বাতায়ন মডেল ল্যাবরেটরি স্কুল” যাত্রা করছে ইনশাআল্লাহ। স্কুলটি আমাদের এই বৃহত্তর এলাকার জন্য সম্পূর্ণ ব্যতিক্রম ও স্বতন্ত্র। পরিচালিত হবে ইসলামি পরিবেশে জেনারেল ও টেকনিক্যাল শিক্ষার অপূর্ব সমন্বয়ে।
আপনি নিশ্চয়ই আনন্দিত হবেন যে, আপনার সন্তান এখন জেনারেল শিক্ষার পাশাপাশি দীনের জরুরি বিষয়াবলীও শতভাগ গুরুত্বের সাথে শিখতে পারবে ইনশাআল্লাহ। আজকের ছোট্ট শিশুটি যখন বড় হবে, ডাক্তার-ইঞ্জিনিয়ার কিংবা অন্যকিছু হবে। তখন সে যেনো তার মূলকে ভুলে না যায়, দূরে সরে না যায় দীন থেকে, সেই চেতনায় আপনার সন্তানকে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
আমরা চাই আপনার সন্তান যেনো শুধুমাত্র মুখস্থকরণে অভ্যস্ত না হয়। সে যেনো পড়ালেখার পাশাপাশি তার ব্যবহারিক দিকও প্রাক্টিস করতে পারে৷ এজন্য আমরা তৈরি করছি একাধিক শিশুতোষ ল্যাবরেটরি। যেখানে তারা যা শিখবে তার এক্সপেরিমেন্ট করতে পারবে ইনশাআল্লাহ। তাই আমাদের কোনো স্টুডেন্টকেই আর প্রাইভেট পড়তে হবে না৷
আপনার সন্তানের মেধার যথাযথ বিকাশের জন্য আমাদের যাকিছু করার তার সর্বোচ্চটুকু করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আপনাদের সুপরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রত্যাশী।
আসছে ১লা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম। আপনি সচক্ষে সার্বিক ব্যবস্থাপনা দেখার জন্য হলেও আমাদের আঙিনায় স্বাগতম!
✅ আমাদের এই বৃহত্তর এলাকায় আমরাই প্রথম এবং আমরা কেন অনন্য?
👉 উন্নত যোগাযোগ ব্যবস্থায় মনোরম ও সিসিটিভি কভারড নিরাপদ ক্যাম্পাস, ওয়েব বেইজড সফটওয়্যার ম্যানেজমেন্ট এবং স্মার্ট ক্লাসরুম।
👉 ন্যাশনাল কারিকুলামের সাথে নিজস্ব সিলেবাস।
👉 সেমিস্টার সিস্টেমসহ বিশেষজ্ঞ প্যানেল প্রবর্তিত বিশ্বমানের পদ্ধতিতে শিক্ষাদান।
👉 পাক্ষিক-সাময়িক বার্ষিক মূল্যায়ন ও পুরস্কার প্রদান।
👉 সায়েন্স ও কম্পিউটারসহ একাধিক সমৃদ্ধ শিশুতোষ ল্যাবরেটরি।
👉 ‘দেখে-শুনে' ও ‘গল্পে-ছন্দে' বাস্তব ও কর্মমুখী পাঠদান।
👉 সুসজ্জিত ইনডোর ও আউটডোর খেলাধুলা ও শরীরচর্চা।
👉 জরুরি দীনশিক্ষার মাধ্যমে নৈতিক, মানবিক গুণাবলী অর্জন ও ইসলামি মূল্যবোধে গড়ে তোলার সর্বাত্মক প্রয়াস।
👉 শুদ্ধ বাংলা-ইংরেজি-আরবিতে কথোপকথন ও প্রাক্টিস।
👉 স্মার্ট হাতের লেখার ওপর নিয়মিত স্পেশাল ট্রেনিং ।
👉 তেলাওয়াত, সংগীত, আবৃত্তি ও বক্তব্য প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ।
👉 জাতীয় ও আন্তর্জাতিক দিবসের পাশাপাশি বাতায়ন ঘোষিত ‘ফুড ইভেন্ট' সহ বিভিন্ন দিবস উদযাপন।
🌀ক্যাম্পাস : পাকড়ি জামে মসজিদের পশ্চিমপাশে, দরবস্ত, জৈন্তাপুর, সিলেট।
এসএসবিয়ান রিইউনিয়ন-২০২৩ এর আরো কিছু স্থিরচিত্র।
বিস্তারিত—https://m.facebook.com/story.php?story_fbid=782024367267625&id=100063802071845&mibextid=Nif5oz
আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
৫ অক্টোবর স্টুডেন্ট সার্ভিস অফ বাতায়ন একাডেমি’র পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে “এসএসবিয়ান রিইউনিয়ন-২০২৩” এর কিছু স্থিরচিত্র।
আজ ৬অক্টোবর, শুক্রবার, সকাল সাড়ে ৯টায়, একাডেমির প্রধান ক্যাম্পাসে আয়োজিত এই মিলনমেলায় বেশকিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে সামনে রেখে “প্রাক্তন এসএসবিয়ান” নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়।
প্রাক্তন স্টুডেন্ট রাজু আহমদকে আহ্বায়ক ও নাহিদ হাসান বিজয়কে সদস্য সচিব করে ১৩সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
হোসনা আক্তার, মার্জিয়া বেগিম, জনি বেগম, ফাহিমা আক্তার লাভলী, ফাহাদ আহমদ, আবু তালহা, সুমি বেগম, সুমাইয়া বেগম, জান্নাতুন নূর নিশি, আয়শা বিনতে শরীফ তাবাসসুম, আব্দুল্লাহ আল নুমান।
ছবিতে স্যারদের সাথে নবগঠিত আহ্বায়ক কমিটি।
আসসালামু আলাইকুম
প্রিয় শিক্ষার্থীরা!
আশাকরি ভালো আছো!
দেখতে দেখতে তোমাদের একাডেমি আজ ৫অক্টোবর পদার্পণ করছে পঞ্চম বর্ষে৷ সেই উপলক্ষে আগামীকাল শুক্রবার, সকাল সাড়ে ৯টায়, এসএসবি একাডেমি, প্রধান ক্যাম্পাসে (আবুবকর কমপ্লেক্স, দরবস্ত বাজার) প্রাক্তন এসএসবিয়ানদের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে “এসএসবিয়ান রিইউনিয়ন-২০২৩” শিরোনামে একটি মিলনমেলা।
আশাকরি সবাই সময়মত উপস্থিত থাকবে৷
Model Institute of Science & Technology Ltd গাজীপুর ক্যাম্পাসে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি চলছে...
MIST বিশ্বব্যাংক মঞ্জুরিকৃত দেশের শীর্ষতম বেসরকারি ডিপ্লোমা প্রতিষ্ঠান। বিশাল একটি ইঞ্জিনিয়ারিং ফার্ম। একাধিক সরকারি মন্ত্রণালয়ে রেজিস্টার্ড।
প্রতিষ্ঠানটির অধীনে রয়েছে সুপার কম্পিউটার সমৃদ্ধ বৃহৎ একটি ল্যাব সহ একাধিক বিষয়ে উপমহাদেশের বৃহত্তম কয়েকটি ল্যাবরেটরি। যা আমার সচক্ষে দেখা নয় শুধু, হাত দিয়ে ছুয়ে দেখার সৌভাগ্যও হয়েছে।
প্রতিষ্ঠাতা পরিচালক (সম্মানী) শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ Abdul Mannan স্যার। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-ডুয়েট এর দীর্ঘ ২০বছরের ডিন (ইইই), বিভাগীয় প্রধান (ইইই) ও সিন্ডিকেট মেম্বার।
স্যার একজন ইসলামিক স্কলার, সমাজ সংস্কারক ও রাজনৈতিক বিশ্লেষকও।
এছাড়াও স্যারের শুধুমাত্র পরিচয়ের জন্য আমাকে একটা প্রবন্ধ লিখতে হবে। আর যদি তার কর্মপরিধি নিয়ে লিখি তাহলে তো একটা বই হয়ে যাবে।
যাহোক, এসএসসি/দাখিল/এইচএসসি/আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে চাইলে যোগাযোগ করুন।
Batayon বাতায়ন কিংবা “স্টুডেন্ট সার্ভিস অফ বাতায়ন ( SSB) একাডেমি” রিলেটেড শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। অফিসিয়াল প্যাডে একটি প্রত্যয়নপত্র নিয়ে যাবেন। তোমাদের জন্য থাকবে অফিসিয়ালি স্পেশাল ডিসকাউন্ট।
➡️৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সসমূহ—
* ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
* ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
* ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
* ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
* ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
* ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
* ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
* ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
* ডিপ্লোমা ইন আর্কিটেকচার
* ডিপ্লোমা ইন ডাটা টেলিকমিউনিকেশ এন্ড নেটওয়ার্কিং
* ডিপ্লোমা ইন গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ণ মেকিং
* ডিপ্লোমা ইন ফুড টেকনোলজি
* ডিপ্লোমা ইন সার্ভেয়িং
ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে—
https://m.facebook.com/story.php?story_fbid=322544990295663&id=100076204928456&mibextid=Nif5oz
শুভকামনা❤️
এখানে অনেকগুলো প্রিয়মুখ দেখা যাচ্ছে। যারা “স্টুডেন্ট সার্ভিস অফ বাতায়ন (SSB) একাডেমি” এর গর্বিত স্টুডেন্ট। দুআ নিরন্তর❤️
আজ ১৬আগস্ট। ২০২০ সালের আজকের এই দিনেই এসএসবি একাডেমি, ডেমা শাখা ক্যাম্পাসটির পথচলা শুরু হয়।
হাঁটি হাঁটি পা পা করে ৩য় বর্ষের ইতি টেনে ৪য় বর্ষে পদার্পণ করেছে আমাদের প্রিয় এই ক্যাম্পাসটি।
নাতিদীর্ঘ এ যাত্রায় যারা সঙ্গী হয়েছেন অভিভাবক, শুভাকাঙ্ক্ষী,ভশিক্ষক ও শিক্ষার্থীসহ সবার প্রতি আমরা কৃতজ্ঞ।
এসএসবি একাডেমি ডেমা ক্যাম্পাসের ৪র্থ বর্ষের পথচলায় আপনাদের দুয়া ও ভালোবাসা কামনা করছি।
তত্ত্বাবধায়ক
রাসেল মাহফুজ
পরিচালক
Md Almas Uddin
১৬.০৮.২০২৩
এসএসসি-দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের আন্তরিক অভিনন্দন এবং অকৃতকার্যদের জন্য দুআ ও ভালোবাসা নিরন্তর।
তোমরা এগিয়ে যাও লক্ষ্যবিন্দুকে ফলো করে।
শুভ কামনা!
SSB Academy
Batayon বাতায়ন
Videos (show all)
Contact the school
Telephone
Website
Opening Hours
Monday | 09:00 - 17:00 |