আজ ডঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন। তাঁর স্মরণে আমাদের ছাত্রীরা।
Beltala Girls' Morning High School
A renowned institution where each student's skill is developed with care..
Members of the Child Cabinet 2024
বেলতলা গার্লস মর্ণিং স্কুলের পক্ষ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা,ভালোবাসা আর আশীর্বাদ জানাই সব ছাত্রীদের।
নববর্ষের পরদিন পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের বিশেষ উদ্যোগে একটু অন্যরকম খাওয়ার আয়োজন। মেনুতে ছিল ফ্রায়েড রাইস,ডিম সেদ্ধ ,আলুর দম আর লাড্ডু।
সাদা খাতায় কালো কালির আঁকিবুকি তার মাঝে হঠাৎই আনমনা কিশোরী মন উচ্ছ্বল হয়ে ওঠে রঙের ছোঁয়ায়। রঙ পেন্সিলে আঁকে কল্পনা আর স্বপ্নকে ভালোবেসে। আজ বসন্তের আহ্বানে একটু রঙের ছোঁয়া ওদের নীল সাদা ড্রেসের বাইরে এসে। সবার মনের কালিমা ধুয়ে মুছে যাক রঙের ছোঁয়ায়। আজ বসন্ত জাগ্ৰত দ্বারে।
সরস্বতী পুজো ২০২৪
করোনার পর গত দুবছর একটু ম্লান ছিল যেন সরস্বতী পুজোর দিনটা। আজ আবার স্কুলে বর্তমান আর প্রাক্তন ছাত্র ছাত্রী এবং শিক্ষিকাদের সমাগমে বসলো চাঁদের হাট আর দিনটা হয়ে উঠলো ঝলমলে। প্রাক্তন কিছু ছাত্রীদের সাথে এলো তাদের কুচোকাচারাও। এককালে যারা মেয়ে ছিল আজ তারা মা হয়েছে। এভাবেই শিক্ষার নদী প্রবহমান থাক প্রজন্মের পর প্রজন্মে। আজকের সরস্বতী পুজোর কিছু মুহূর্ত।
অঞ্জলি চলছে
বেলতলা গার্লস মর্ণিং হাইস্কুলের সরস্বতী পুজো
আগামীকাল সরস্বতী পুজো,প্রতিবারের মত এবারও বাগদেবীর আরাধনায় মেতেছে বিদ্যালয়ের কুচোকাচার দল এবং শিক্ষিকাগণ। নবাগতা শিক্ষিকা জয়িতার নির্দেশনায় মেয়েদের হাতের কাজে সম্পূর্ণ হল সুন্দর ভাবে ডেকোরেশনের কাজ। সমস্ত ছাত্রীদের এবং শিক্ষিকাদের আমন্ত্রণ জানাই বাগদেবীর আরাধনায়।
On the occasion of 23rd January.
Republic Day Celebration
Swami Vivekananda's Birthday Celebration and prize distribution.
Sports Day
Graduation certificate distribution and guardians meeting.
Tree plantation
Poster making and exhibition on the occasion of students week.
Celebrating Students Week
Food and fun on 6.1.24
Food Festival
Sessions on lifestyle skills by renowned madhubani artist Pragnaparamita.
5.1.2024
Preparation of Teaching learning material.
5.1.24
Students week
Exposure to locality
Celebration of Students Week.
Debate competition.5.1.24
3.1.2024
Quiz Competition
Observation of students' week
2.1.2024 Book day.
নতুন শিক্ষাবর্ষের সূচনায় ছাত্রীদের বই,খাতা এবং মাননীয়া মুখ্যমন্ত্রীর সই করা শুভেচ্ছাপত্র দেওয়া হল।
শিখুক ওরা,বাঁচুক ওরা হেসে খেলে আনন্দে। আজ শিশুদিবসে অনেক আদর আর ভালোবাসা তোদের জন্য। সত্যি হোক সবার স্বপ্ন,বেড়ে ওঠ তোরা পেয়ে আমাদের যত্ন।
আজ(১০.১০.২০২৩) হাব স্কুল আয়োজিত ইতিহাসের কুইজ অনুষ্ঠানে আমরা।
দীর্ঘ বত্রিশ বছর নয় মাসের চাকরি জীবন সাফল্যের সাথে শেষ করলেন বেলতলা গার্লস মর্ণিং হাইস্কুলের শিক্ষিকা( বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছিলেন)কঙ্কনা সাহা রায়। আজ তার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলাম আমরা বর্তমান শিক্ষিকারা এবং আমাদের অবসর প্রাপ্ত প্রাক্তন শিক্ষিকারাও। মন ভারাক্রান্ত হলেও জাগতিক নিয়মে সবার জীবনেই অবসরের ক্ষণ আসে কোন না কোন দিন। দিদির শারীরিক সুস্থতা কামনা করি। আজকের কিছু স্মৃতি ধরে রেখেছে আমাদের ছোট বোন জয়িতা।
বৃষ্টি ভেজা আজ সকালে গাছপালা হয়েছে আরও সবুজ,সুন্দর এই প্রকৃতি মনকে করে তুললো অবুঝ। বিদ্যালয়ের হল এবং হস্টেল বিল্ডিং।
আমার মাটি আমার দেশ অনুষ্ঠানে দেশাত্মবোধক গানের সাথে নাচ।
আমার মাটি আমার দেশ অনুষ্ঠানে ছাত্রীদের গান।
আজ 30.9.23 আমার মাটি আমার দেশ অনুষ্ঠান পালিত হল বিদ্যালয়ে।
নতুন জামা হাতে পেতে প্রায় বছর হল শেষ তবুও ওদের হাসিমুখ দেখতে লাগে বেশ।
Uniform distributed.
Videos (show all)
Website
Address
Kolkata