Saferk dawah institute

Saferk dawah institute

Share

hello dear, welcome to our informative fb page, here you will watch all updates about saferk institute.

12/01/2025

ইন্না-লিল্লাহ

03/11/2024

#জনগনের মনের কথা—

20/10/2024

My brother tried to sing a nasheed 😳

19/10/2024

#মসজিদ হলো মুসলমানদের উপাসনালয়, যেখানে তারা আল্লাহর ইবাদত করার জন্য নামাজ আদায় করে। এটি শুধু নামাজের স্থান নয়, বরং শিক্ষাদান, ধর্মীয় আলোচনা, এবং সামাজিক সমাবেশের কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়।

মসজিদের বৈশিষ্ট্য:

1. মিহরাব: কিবলার দিকে ইমামের অবস্থানের জন্য নির্দিষ্ট স্থান।

2. মিনার: আজানের জন্য ব্যবহৃত উঁচু স্থাপনা।

3. মিম্বার: ইমাম জুমা এবং অন্যান্য খুতবা দেওয়ার জন্য যে স্থানে দাঁড়ান।

4. ওজুখানা: নামাজের পূর্বে অজু করার ব্যবস্থা।

মসজিদ মুসলমানদের দৈনন্দিন জীবন এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে একসঙ্গে নামাজ আদায়ের মাধ্যমে ভ্রাতৃত্ব ও ঐক্য গড়ে ওঠে।

16/10/2024

#নামাজের প্রকার কী কী ও কেনো—

13/10/2024

#জীবন নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর কিছু অনুপ্রেরণামূলক হাদীস মানুষকে দুনিয়ার প্রকৃতি বুঝতে ও সঠিকভাবে জীবন যাপন করতে সহায়তা করে। নিচে একটি গুরুত্বপূর্ণ হাদীস উল্লেখ করা হলো:

হাদীস:

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
"الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ وَجَنَّةُ الْكَافِرِ"
(সহীহ মুসলিম, হাদীস নং ২৯৫৬)

বাংলা অনুবাদ:

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত।"

ব্যাখ্যা:

এই হাদীসের মাধ্যমে বুঝানো হয়েছে যে, মুমিনদের জন্য দুনিয়া পরীক্ষার স্থান, যেখানে তারা নানান কষ্ট ও সীমাবদ্ধতার মধ্যে থাকে এবং আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলে। কিন্তু কাফিরদের জন্য এই দুনিয়া একধরনের আরামের জায়গা, কারণ তারা আখিরাতের শাস্তির চিন্তা না করে দুনিয়ার ভোগ-বিলাসে লিপ্ত থাকে।

এখানে মুমিনদের জীবনের উদ্দেশ্য হলো ধৈর্য ধারণ করে আল্লাহর পথে থাকা এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা, যেখানে প্রকৃত পুরস্কার ও মুক্তি অপেক্ষা করছে।

13/10/2024

#জীবন সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর অনেক গুরুত্বপূর্ণ হাদীস রয়েছে, যেগুলো মানুষকে দুনিয়ার জীবনের প্রকৃতি এবং আখিরাতের জন্য প্রস্তুতির বার্তা দেয়। এর মধ্যে একটি হলো:

হাদীস:
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: "كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ"
(সহীহ বুখারি, হাদীস নং ৬৪১৬)

বাংলা অনুবাদ:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, "এই দুনিয়াতে তুমি এমনভাবে বসবাস কর, যেন তুমি একজন বিদেশি বা পথিক।"

ব্যাখ্যা:
এই হাদীস থেকে বোঝা যায়, দুনিয়ার জীবন অস্থায়ী। একজন পথিক যেমন কোনো জায়গায় অল্প সময় অবস্থান করে এবং নিজের গন্তব্যের দিকে অগ্রসর হয়, তেমনি আমাদেরও এই দুনিয়াতে অস্থায়ীভাবে থাকতে হবে এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে।

এই হাদীস মানুষকে দুনিয়ার লোভে পড়ে না থেকে আখিরাতমুখী হতে এবং আল্লাহর প্রতি দায়িত্বশীল জীবনযাপনের পরামর্শ দেয়।

10/10/2024

#নামাজ কী ও কেনো —

06/10/2024

#তকদীর কী ও কেনো —

18/03/2020

welcome everyone to our safe rk fb page

Want your school to be the top-listed School/college in Khobar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Khobar