যোগ্য শিক্ষক ব্যতীত যোগ্য শিক্ষার্থী গড়ে উঠতে পারে না।
ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল গালি
Nearby schools & colleges
Khulna
Cenr, Sylhet
Khulna, Khulna
Dhaka, Dhanbari
Dhaka
Dhaka
Dhaka
Sirajganj
Mirpur
Dhaka DHAKA-1000
Chittagong, Banskhali
comilla, Comilla
Nawabganj 6300
Dhaka 1219
Comments
তিনি দাঁড়িয়ে বললেন, জেনে রাখো! রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের মাঝে দাঁড়িয়ে বললেন, জেনে রাখো! তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব বাহাত্তর দলে বিভক্ত হয়েছে এবং এ উম্মাত অদূর ভবিষ্যতে তিয়াত্তর দলে বিভক্ত হবে। এর মধ্যে বাহাত্তর দল জাহান্নামে যাবে এবং একটি জান্নাতে যাবে। আর সে দল হচ্ছে আল-জামা’আত। ইবনু ইয়াহ্ইয়া ও ‘আমর (রহঃ) বলেনঃ “বিষয়টি হল, আমার উম্মাতের মধ্যে এমন এমন দলের আবির্ভাব ঘটবে যাদের সর্বশরীরে (বিদ’আতের) প্রবৃত্তি এমনভাবে অনুপ্রবেশ করবে যেমন পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগীর সর্বশরীরে সঞ্চারিত হয়।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৫৯৭
হাদিসের মান: হাসান হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব।
Operating as usual
'রক্তের ভাই সম্পত্তির অংশ পায় আর দ্বীনী ভাই দ্বীনের অংশ পায়'।
🎙️ প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

আমিরে জামায়াত, প্রফেসর ডঃ মুহাম্মদ আসাদুল্লাহ আলো গালিব স্যার (হাফিঃ)❤️


#এই সেই সাধারন মানুষটা!!!যার এত মর্যাদা, কিন্তু আমরা বুঝি না!!যিনি আগেও যা, এখনও তাই।পোশাকের কোনোই পরিবর্তন নাই। যার চশমাতেও কোনো আধুনিকতা নেই....!!একেবারে সেকেলে চশমা।গলার সাথে কেমন জানি একটা মাফরাল...!!ইনিই কি Bangla.প্রায় ৩-৩:৫০কোটি মানুষের আমীর....!!যিনি আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের সিনিয়র প্রফেসর। পাঁচ ভাষার সমমানের পণ্ডিত।★মুহতারাম আমীরে জামা'আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব★মহান আল্লাহ্, তার প্রতি রহম করুন।তাকে হায়াতে ত্বয়্যিবা দান করুন। আমীন!!!

১১ই এপ্রিল,২০১৪..

🔴 আলহামদুলিল্লাহ, 🇸🇦 আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ সউদী আরব, আল কাছিম শাখা কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা ও পৃষ্টপোষকঃ
হাফেয মুহাম্মাদ আখতার মাদানী
সহ-সভাপতি, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ,
সউদী-আরব 🇸🇦
➡️ পরিষদ মন্ডলিঃ
আবু যাইনাব সাদ্দাম,
সভাপতি, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, আল কাছিম শাখা, সউদী আরব 🇸🇦
কবীর হোসাইন
সহ-সভাপতি, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, আল কাছিম শাখা, সউদী আরব 🇸🇦
রাজিব বিন হাবীব
সাধারণ সম্পাদক, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, আল কাছিম শাখা, সউদী আরব 🇸🇦
শফিক বিন আব্দুস সালাম
সাংগঠনিক সম্পাদক , আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, আল কাছিম শাখা, সউদী আরব 🇸🇦
হাবিবুর রহমান
অর্থ সম্পাদক, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, আল কাছিম শাখা, সউদী আরব 🇸🇦
আবুল কাশেম
প্রশিক্ষণ সম্পাদক, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, আল কাছিম শাখা, সউদী আরব 🇸🇦
আব্দুল্লাহ বিন রুস্তম
সমাজ কল্যাণ সম্পাদক , আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, আল কাছিম শাখা, সউদী আরব 🇸🇦
আল আমিন মুন্সি
প্রচার সম্পাদক , আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, আল কাছিম শাখা, সউদী আরব 🇸🇦
শহিদুল্লাহ বিন নুর
শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, আল কাছিম শাখা, সউদী আরব 🇸🇦
ফারুক হোসেন
যুব বিষয়ক সম্পাদক , আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, আল কাছিম শাখা, সউদী আরব 🇸🇦
নজরুল ইসলাম
সাহিত্য ও পাঠাগার সম্পাদক , আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, আল কাছিম শাখা, সউদী আরব 🇸🇦
মাহফুজ
দফতর সম্পাদক , আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, আল কাছিম শাখা, সউদী আরব 🇸🇦।
➡️উপদেষ্টাঃ
মোস্তফা ভূঁইঞা
মুহাম্মাদ রাসেল
মুহাম্মাদ ইসমাইল
মুহাম্মাদ মোহসিন

এক আসাদুল্লাহ আল গালিব সাংগঠনিকভাবে আহলে হাদীছদেরকে একটা শক্ত ভিত্তি দিয়েছেন। আহলে হাদীছ থিসিস লিখে আহলে হাদীছদের পিঠ থেকে বোঝা সরিয়েছেন। লিখেছেন নবীদের কাহিনী ও সীরাতুর রাসূলের মত বাংলা ভাষার অনন্য গ্রন্থ। জেল খেটেছেন তিন বছর প্রায়।
এক শহীদুল্লাহ্ খান মাদানী মৃত প্রায় জমিয়তকে ঘুম থেকে জাগিয়ে তুলেছেন। এখনো তুলতেছেন। এদেশের সবচেয়ে পুরাতন মাতৃতুল্য সংগঠন জমিয়তের যেমন রয়েছে অর্থ তেমনি আছে জায়গা জমি তেমনি আছে বিশাল বিশাল প্রতিষ্ঠান। এই মৃত প্রায় নদীতে একবার স্রোত ঘটাতে পারলে আবারো কাফি সাহেবের ইতিহাস পুণরাবৃত্তি ঘটবে। সেই চেষ্টায় হয়তো করে যাচ্ছেন তিনি।
এক আব্দুর রাযযাক বিন ইউসুফ শিরক ও বিদাতের বিরুদ্ধে হুংকার দিয়ে এদেশে তাদের ভিতকে কাপিয়ে দিয়েছেন। তার একেকটা বক্তব্য ডাইরেক্ট বুকে গিয়ে আঘাত করে। কলিজা নাড়া দিয়ে যায়। জামেআ সালাফিয়া দিয়ে জাতির সন্তানদের ভবিষ্যতের ইলমী দরজার ব্যবস্থা করেছেন। এই জন্যই তো তার নামে মামলা, সম্মেলনে নিষেধাজ্ঞা আরোপ ইত্যাদি জুলুম চেপে আসতেছে।
এক ডঃ মুসলেহুদ্দিন আহলে হাদীছদের কঠিন বিপদের সময়ে ২০০৫ সাল থেকে ২০০৮ দীর্ঘ তিন বছর কান্ডারি হয়ে বিপদসংকুল তরীকে তীরে ভিড়িয়েছেন। এর জন্য অনেক কুরবানীও দিতে হয়েছে তাকে। চাকরি বাড়ি সব ছাড়তে হয়েছে। ঢাকার রাজপথে তার হুংকার আহলে হাদীছরা এখনো মিস করে।
এক মুযাফফর বিন মুহসিন কলমের আঘাতে চু্র্ণ করে দিয়েছেন শিরকী বিদাতিদের কেল্লা। জাল হাদীছের কবলে রাসুলের ছালাত, ভ্রান্তির বেড়াজালে ইকামতে দ্বীনের মত দালিলিক গ্রন্থ উপহার দিয়ে যাচ্ছেন।
শাইখ মতিউর রহমান মাদানি যার কথা যত বলব ততই কম। যিনি একের পর এক বিদ-আতিদের সঠিক দলিল উপস্থাপন করে তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন, যার কারনে বিদ-আতিরা তাকে সহ্য করতে পারে না।
শায়খ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ একেকটা প্রশ্নের উত্তর দালিলিকভাবে দিয়ে বিদাতিদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছেন তার অবদানও ভুলার মত নয়। তিনি সমাজে উপহার দিয়েছেন তাফসীরে জাকারিয়া তার লিখিত একটি বই মদিনায় পাঠ্যপুস্তকে অবদান রাখছে।
ডঃ মনজুর এলাহি তিনি যেভাবে তরুণদেরকে আহবান করছেন। তার লিখিত গ্রন্থগুলো এখনো সমাজে নাড়া দিয়ে যায়।
আরো অনেকে আসেন যারা আহলে হাদিস নামক বা সালাফি মোহাম্মদী যেটাই বলেন না কেন। একেক জন একেক রকম ফুল একেক রকম সুগন্ধি ছড়াচ্ছেন***
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন **
আমাদের আক্বীদা এক, আমাদের মানহায এক, আমাদের দাওয়াত এক, শুধু আমাদের কয়েকটি সাইনবোর্ড আলাদা, মূলত আমরা একই আছি।
আমরা সাংগঠনিক বিভক্তির জন্য নিজেদের মধ্যে কাদা ছড়াছরি করতে পারি না**
মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সবাইকে কবুল করুক আমিন ❤️
সুপ্রিম কোর্টে গ্রিক দেবীর মূতিই সরিয়ে কুরআন আয়াত এর ক্যালিওগ্রাফি স্থাপন।
জরুরী খুশির সংবাদ
সুপ্রিম কোর্টে গ্রিক দেবীর মূতিই সরিয়ে কুরআন আয়াত এর ক্যালিওগ্রাফি স্থাপন
মহাপবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআনের সুরা ‘নিসা’র ১৩৫ নম্বর আয়াত।
আলোচক: প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
Prof. Dr. Muhammad Asadullah Al-Ghalib
ন্যায় বিচারের প্রতীক হিসেবে এবার কোনো গ্রিক পৌরাণিক কাহিনীতে উল্লিখিত দেব-দেবীর মূর্তি নয়। স্থাপন করা হয়েছে পবিত্র কোরআনের অমীয় বাণী। যার বাংলা অর্থ: ‘হে মুমিনগণ। তোমরা ন্যায়বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর সাক্ষীস্বরূপ; যদিও ইহা তোমাদের নিজেদের অথবা পিতা-মাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়; সে বিত্তবান হোক অথবা বিত্তহীন হোক আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর। সুতরাং তোমরা ন্যায়বিচার করতে প্রবৃত্তির অনুগামী হইও না। যদি তোমরা পেঁচালো কথা বল অথবা পাশ কাটিয়ে যাও তবে তোমরা যা কর আল্লাহ তো তার সম্যক খবর রাখেন।’ উৎকলন করা হয়েছে মহাপবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআনের সুরা ‘নিসা’র ১৩৫ নম্বর আয়াত।
বিশ্বখ্যাত শিল্পী জহিরুল হকের হাতে লেখা দৃষ্টিনন্দন এ ক্যালিগ্রাফি দৃষ্টি এড়িয়ে যাওয়ার জো নেই কারোর।
এ বিষয়ে আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, সুপ্রিম কোর্ট হচ্ছে ন্যায় বিচারের প্রাণকেন্দ্র। দেশের মানুষের বিচারের শেষ আশ্রয়স্থল। এ কারণে প্রবেশপথে কোরআনের ন্যায় বিচারের বাণীসম্বলিত সুরা নিসার আয়াতের ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। সুপ্রিম কোর্টের নিজস্ব অর্থায়নে ক্যালিগ্রাফিটি তৈরি করা হয়েছে।
গত বৃহস্পতিবার এটি স্থাপন করা হয়। এর মধ্যে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ক্যালিগ্রাফি দেখে এসেছেন। সন্তোষ প্রকাশ করেছেন। হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার এস কে তোফায়েল হাসান ও আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার এম এম মোর্শেদ ক্যালিগ্রাফি স্থাপনের বিষয়টি সমন্বয় করেছেন।
মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের হেদায়েত দান করুক!
রাজশাহী বিমান বন্দরে, আমিরে জামাআত।।।।।

পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামত কে উপেক্ষা করে কেবলমাত্র কুরআন ও সহীহ হাদিস মেনে চলতে চায় তারাই আহলে হাদিস। বহুপূর্ব থেকেই বলে আসছি আমরা জাতিগত মুসলিম,আক্বিদায় সালাফি, বৈশিষ্টে আহলে হাদিস। আহলে হাদিস কোন দল বা মতের নাম নয়,কেবল মাত্র বিশুদ্ধ ইসলামপন্থীরাই আহলে হাদিস।
ফিরে দেখা.. তাবলীগী ইজতেমা ২০২২ ইং, ট্রাক টার্মিনাল, নওদাপাড়া, আমচত্তর, রাজশাহী।

যেভাবে শিরক ও বেদআত মুক্ত হচ্ছে বাংলাদেশের যুব সমাজ , আলহামদুলিল্লাহ হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত বইয়ের দোকানে উপচে পড়া ভিড় । ক্রেতাদের চাহিদার শীর্ষে ছিল প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব স্যার এর লিখা বই
পুরুষে পুরুষে বিয়ে! পৃথিবী চলছে গরু ছাগলের মতো! Dr: Asadullah Al Galib. মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব।
পুরুষে পুরুষে বিয়ে! পৃথিবী চলছে গরু ছাগলের মতো! Dr: Asadullah Al Galib. মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব।


আলহামদুলিল্লাহ্
সর্বদা ভালোবাসি আল্লাহর জন্য।
মুহতারাম আমীরে জামায়াত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব স্যার🌸❤️
মহান রব নেক হায়াত বাড়িয়ে দিক।

🔰 সাতক্ষীরা যেলা সভাপতি
🔴🎙️ মওলানা মুহাম্মাদ আব্দুল মান্নান
হার্টের সমস্যাজনিত কারণে অসুস্থ।
তাই তাঁকে দেখার জন্য উপস্থিত হয়েছেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের মুহতারাম
🔰🎙️আমীরে জামাআত প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব,
প্রচার সম্পাদক ড.মুহাম্মদ সাখাওয়াত হোসাইন,
প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন সহ অন্যান্য দায়িত্বশীল ও সুধীবৃন্দ।
আমরা দো'আ করি আল্লাহ্ যেন আব্দুল্ মান্নান সাহেবকে দ্রুত আরোগ্য দান করেন-আমীন!
🕋 অসুস্থ ব্যক্তির জন্য দোআ:
أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
হে আল্লাহ, হে মানুষের প্রতিপালক, অসুবিধা দূর করুন, সুস্থতা দান করুন, আপনিই শিফা বা সুস্থতা দানকারী, আপনার শিফা (সুস্থতা প্রদান বা রোগ নিরাময়) ছাড়া আর কোনো শিফা নেই, এমনভাবে শিফা দান করুন যার পরে আর কোনো অসুস্থতা-রোগব্যাধি অবশিষ্ট থাকবে না।
আল্লা-হুম্মা রাব্বান না-স, আয্হিবিল বা-’স, ইশ্ফি, আনতাশ শা-ফী, লা- শিফা- আ ইল্লা- শিফা-উকা, শিফা-আন লা- ইউগা-দিরু সাক্কামান। [বুখারী]

আলহামদুলিল্লাহ, সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সম্মেলন ।

📚জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতা ২০২৩
আয়োজনে : বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ
📖নির্বাচিত বই :
🔰🖋️প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব লিখিত এবং
📒 ১৯৯৭-২০১৫ সাল পর্যন্ত মাসিক আত-তাহরীক-এ প্রকাশিত সম্পাদকীয় সংকলন,
📒দিগদর্শন-১ ও
📗দিগদর্শন-২
🔥পুরষ্কার :
১ম পুরষ্কার : ১২,০০০/- (সনদসহ)
২য় পুরষ্কার : ৮,০০০/- (সনদসহ)
৩য় পুরষ্কার : ৬,০০০/- (সনদসহ)
বিশেষ পুরষ্কার : ১,০০০/- (১০টি সনদসহ)
☎️সার্বিক যোগাযোগ :
০১৭২৩-৬৮৮৪৪৩, ০১৭৭৪-৫৮৫৭৯৪
🟡নিবন্ধনের শেষ তারিখ ৩০শে জানুয়ারী ২০২৩।
নিবন্ধন লিংক : https://forms.gle/ZzVZUZLtMUVcAjvq8
নিবন্ধনের পর আমাদের ফেইজবুক গ্রুপে যুক্ত হতে হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা উক্ত গ্রুপে দেওয়া হবে।
গ্রুপ লিংক : https://www.facebook.com/groups/218876466470950/
🔥 বই দুটি কিনতে যোগাযোগ করুন:
🔥 রাজশাহী অফিস :
হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ বই বিক্রয় বিভাগ
নওদাপাড়া (আমচত্ত্বর)
📠 ০১৭৭০-৮০০৯০০, ০১৮৩৫-৪২৩৪১০
🔰🔥ঢাকা অফিস-
হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ
২২০বংশাল রোড়,২য় তলা ঢাকা-১১০০
📱মোবাইল- ০১৮৩৫৪২৩৪১১

🔥 সময় কম শেয়ার করে সবাইকে জানিয়ে দিন
🔥 মৃত সুন্নাত জিন্দা করুন
🌒🌙আজ ২৫ শে অক্টোবর মঙ্গলবার বিকালে সূর্যগ্রহণ হবে
🔰 সূর্যগ্রহণ নামাজ ছালাতুল কুসূফ আদায় করুন!
🔰 কবরের আযাব থেকে মুক্তি প্রার্থনার উত্তম সুযোগ গ্রহণ করুন!
🇧🇩 বাংলাদেশে সূর্য গ্রহণের সময়সূচি :
◾ঢাকা বিভাগ : বিকেল ৪টা ৪৯ মিনিট শুরু হয়ে ৫টা ২৪ মিনিট পর্যন্ত।
◾ময়মনসিংহ বিভাগ : বিকেল ৪টা ৪৮ মিনিট শুরু হয়ে ৫টা ২৩ মিনিটে পর্যন্ত।
◾চট্টগ্রাম বিভাগ: বিকেল ৪টা ৪৪ মিনিট শুরু হয়ে ৫টা ২০ মিনিটে পর্যন্ত।
◾সিলেট বিভাগ : বিকেল ৪টা ৪২ মিনিট শুরু হয়ে শেষ হবে ৫টা ১৭ মিনিট পর্যন্ত।
◾খুলনা বিভাগ: বিকেল ৪টা ৫৪ মিনিট শুরু হয়ে ৫টা ২৮ মিনিট পর্যন্ত।
◾বরিশাল বিভাগ: বিকেল ৪টা ৫০ মিনিট শুরু হয়ে ৫টা ২৫ মিনিট পর্যন্ত।
◾রাজশাহী বিভাগ: বিকেল ৪টা ৫৫ মিনিট শুরু হয়ে ৫টা ৩০ মিনিট পর্যন্ত।
◾রংপুর বিভাগ: বিকেল ৪টা ৫২ মিনিট, ৫টা ২৬ মিনিট ৪৮ পর্যন্ত। সূর্য গ্রহণ হবে।
🔰সূর্য ও চন্দ্র গ্রহণের ছালাত আদায়ের পদ্ধতি:
📚🖋️ প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
🔰🖋️সূর্য ও চন্দ্র গ্রহণের ছালাত:
সূর্য ও চন্দ্র গ্রহণ কালে যে নফল ছালাত আদায় করা হয়, তাকে ছালাতুল কুসূফ ও খুসূফ বলা হয়। সূর্য ও চন্দ্র গ্রহণ আল্লাহর অপার কুদরতের অন্যতম নিদর্শন। এই গ্রহণ শুরু হ’লে আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও ভীতি সহকারে এর ক্ষতি থেকে বাঁচার উদ্দেশ্যে জামা‘আত সহ দু’রাক‘আত ছালাত দীর্ঘ ক্বিরাআত ও ক্বিয়াম সহকারে আদায় করতে হয় এবং শেষে খুৎবা দিতে হয়।[1] এই ছালাতের বিশেষ পদ্ধতি রয়েছে। যাতে দু’রাক‘আত ছালাতে (২+২) ৪টি রুকূ হয় এবং এটিই সর্বাধিক বিশুদ্ধ।[2]
🔰🖋️পদ্ধতি : আব্দুল্লাহ ইবনে আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ)-এর সময়ে একবার সূর্য গ্রহণ হ’লে আল্লাহর রাসূল (ছাঃ) ছালাত আদায় করেন ও লোকেরাও তাঁর সাথে ছালাত আদায় করে। প্রথমে তিনি ছালাতে দাঁড়ালেন এবং (সূরা ফাতিহা পাঠের পর) সূরা বাক্বারাহর মত দীর্ঘ ক্বিরাআত করলেন। অতঃপর (১) দীর্ঘ রুকূ করলেন। তারপর মাথা তুলে ক্বিরাআত করতে লাগলেন। তবে প্রথম ক্বিরাআতের চেয়ে কিছুটা কম ক্বিরাআত করে (২) রুকূতে গেলেন। এবারের রুকূ প্রথম রুকূর চেয়ে কিছুটা কম হ’ল। তারপর তিনি রুকূ থেকে মাথা তুলে সিজদা করলেন। অতঃপর সিজদা শেষে তিনি উঠে দাঁড়ালেন এবং লম্বা ক্বিরাআত করলেন। তবে প্রথমের তুলনায় কিছুটা ছোট। এরপর তিনি (৩) রুকূ করলেন, যা আগের রুকূর চেয়ে কম ছিল। রুকূ থেকে মাথা তুলে পুনরায় ক্বিরাআত করলেন। যা প্রথমের তুলনায় ছোট ছিল। অতঃপর তিনি (৪) রুকূ করলেন ও মাথা তুলে সিজদায় গেলেন। পরিশেষে সালাম ফিরালেন।
ইতিমধ্যে সূর্য উজ্জ্বল হয়ে গেল। অতঃপর ছালাত শেষে দাঁড়িয়ে তিনি খুৎবা দিলেন এবং হামদ ও ছানা শেষে বললেন যে, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দু’টি বিশেষ নিদর্শন। কারু মৃত্যু বা জন্মের কারণে এই গ্রহণ হয় না। যখন তোমরা ঐ গ্রহণ দেখবে, তখন আল্লাহকে ডাকবে, তাকবীর দিবে, ছালাত আদায় করবে ও ছাদাক্বা করবে। ... আল্লাহর কসম! আমি যা জানি, তা যদি তোমরা জানতে, তাহ’লে তোমরা অল্প হাসতে ও অধিক ক্রন্দন করতে’। অন্য বর্ণনায় এসেছে যে, এর মাধ্যমে আল্লাহ স্বীয় বান্দাদের ভয় দেখিয়ে থাকেন। অতএব যখন তোমরা সূর্য গ্রহণ দেখবে, তখন ভীত হয়ে আল্লাহর যিকর, দো‘আ ও ইস্তেগফারে রত হবে।[3]
🔰🖋️বিজ্ঞানের যুক্তি : সূর্য ও চন্দ্র গ্রহণের সময় চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় চলে আসে। ফলে সূর্য ও চন্দ্রের আকর্ষণী শক্তি বেশী মাত্রায় পৃথিবীর উপরে পতিত হয়। এর প্রচন্ড টানে অন্য কোন গ্রহ থেকে পাথর বা কোন মহাজাগতিক বস্ত্ত পৃথিবীর দিকে ধেয়ে আসলে পৃথিবী ধ্বংসের একটা কারণও হ’তে পারে। ১৯০৮ সালের ৩০ শে জুন ১২ মেগাটন টিএনটি ক্ষমতা সম্পন্ন ১৫০ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকার জ্বলন্ত পাথর (মিটিওরাইট) রাশিয়ার সাইবেরিয়ার জঙ্গলে পতিত হয়ে ৪০ মাইল ব্যাস সম্পন্ন ধ্বংসগোলক সৃষ্টি করেছিল। আগুনের লেলিহান শিখায় লক্ষ লক্ষ গাছপালা পুড়ে ছাই হয়ে গিয়েছিল।[4]
‘কুসূফ’ ও ‘খুসূফ’-এর ছালাত আদায়ের মাধ্যমে সূর্য ও চন্দ্র গ্রহণের ক্ষতিকর প্রভাব হ’তে আল্লাহর নিকটে পানাহ চাওয়া হয়। এই ছালাতের অন্যতম উদ্দেশ্য হ’ল, আল্লাহর এই সব সৃষ্টিকে পূজা না করা এবং ভয় না করা। আল্লাহ বলেন, لاَ تَسْجُدُوْا لِلشَّمْسِ وَلاَ لِلْقَمَرِ وَاسْجُدُوْا ِللهِ الَّذِيْ خَلَقَهُنَّ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُوْنَ ‘তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও না। বরং সিজদা কর আল্লাহকে, যিনি এগুলি সৃষ্টি করেছেন। যদি তোমরা সত্যিকার অর্থে তাঁরই ইবাদত করে থাক’ (হা-মীম সাজদাহ/ফুছছিলাত ৪১/৩৭)।

❝মানুষের দুনিয়াবী স্বার্থ যখন প্রবল হয়!❞
তখন সে মানবিক মূল্যবোধ থেকে বিচ্যুত হয় এবং সে হিংস্রতম পশুর চাইতে নিম্নস্তরে চলে যায়।
✅🎙️ প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব (হাফিয্ব)
নারায়ে তাকবির, আল্লাহু আকবার, এটি কাদের শ্লোগান!
প্রফেসর ডঃ আসাদুল্লাহ আল গালিব। Professor Dr Asadullah Al Galib..


🔴🕌আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে
🇧🇩 বাংলাদেশের সর্ব বৃহৎ সালাফী সম্মেলন রাজশাহী
🔴৩৩তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৩-এর
📌তারিখ : ২৩ ও ২৪ শে ফেব্রুয়ারী
📌রোজ : বৃহস্পতি ও শুক্রবার
📢স্থান : ট্রাক টার্মিনাল ময়দান, নওদাপাড়া, রাজশাহী।
🟢 উদ্বোধন: ১ম দিন সকাল ১০-টা
🔴সভাপতিত্ব করবেন :
🔰🎙️প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
◼️-আমীর, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ

আমিরে জামাআত ❤️❤️

ইসলামী সমাজ বিপ্লবের আবশ্যিক পূর্বশর্ত হ’ল দু’টি।-
(১) প্রথমে আক্বীদায় বিপ্লব আনা
(২) নির্ভেজাল তাওহীদী আক্বীদায় বিশ্বাসী নিবেদিতপ্রাণ বিপ্লবী কর্মীদের একটি জামা‘আত গঠন করা।
Prof. Dr. Muhammad Asadullah Al-Ghalib

ুমিল্লা_বুড়িচং_সালাফিয়া মাদরাসা মাঠ
তারিখঃ ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার সময়ঃ দুপুর ২ ঘটিকা থেকে
স্থানঃ বুড়িচং সালাফিয়া মাদরাসা মাঠ কুমিল্লায়।
্মেলনে_বক্তব্য প্রদান করবেন, প্রফেসর ড.মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর নেতৃবৃন্দ এবং দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ।
াবিক_যোগাযোগঃ 01798260062
01814757655
্ত_ইসলামী সম্মেলনকে সফল করতে সকলেই উপস্থিত হয়ে সার্বিক সহযোগীতা করুন এবং কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী জীবন গড়ার শপথ নিন। সেই সাথে বজ্রকন্ঠে আওয়াজ তুলুন-
িধান বাতিল কর
অহীর বিধান কায়েম কর।
মুক্তির একই পথ
দাওয়াত ও জিহাদ।
ুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।
শাইখ প্রফেসর ড. আসাদুল্লাহ আল-গালিব হাফিয্বাহুল্লাহ্ এর বড় বোন আজ সকাল ৮:০০ টায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজ্বিউন।

ঈদে মীলাদুন্নবী সম্পূর্ণ বিদআত, তাতে কোন সন্দেহ নাই। প্রফেসর ডঃ মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব।
প্রিয়নবী মুহাম্মাদ (ﷺ) তার উম্মতের জন্য দুইটা ঈদ রেখে গেছেন। তাই কথিত ঈদে মীলাদুন্নবী সুস্পষ্ট বিদাত ⛔। কোন মুসলিম তা পালন করতে পারে না।

🛑ইন্না-লিল্লাহ
আল ফুরক্বান মসজিদ এন্ড ইসলামিক সেন্টার
ঢাকা নবাবগঞ্জের শিকারীপাড়ার মানিকান্দায়
নির্মাণাধীন প্রথম আহলে হাদিস মসজিদ,ভেঙ্গে ফেলেছে!
মসজিদটি নির্মাণের পর থেকে বিভিন্ন ভাবে বাধার সম্মুখিন হন,
গতকাল রাত 9 টায় মাসজিদের ঘর ভাংচুর করছে।
আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক আর নয়তো কঠিন শাস্তির ব্যবস্থা করুক।
আহলে হাদিস জঙ্গি নয় খাটি মুসলমান কাউকে করে না আঘাত দিয়ে হাত ও জবান।


হক্বের দাওয়াত ছড়িয়ে পড়ুক পশ্চিমাদের মাঝে 🥰
ছালাতুর রাসূল (ছাঃ) English version:- ১০০০কপি, Ahlehadith movement what & why ৫০ কপি, নবীদের কাহিনী সেট ২০ কপি (U.S.A) আমেরিকাতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ
তথ্যবহুল বইগুলোর লেখক প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব (মুহতারাম আমীরে জামা'আত)-কে দয়াময় আল্লাহ উত্তম প্রতিদান করুন আমীন।
ভবিষ্যৎ সম্পর্কে অজ্ঞ মানুষ যখন নিজেরা ভবিষ্যৎ কল্যাণের জন্য আইন রচনা করে, তখন সেখানে খুঁৎ থেকে যায়।
ড.গালিব

আলেম সমাজ এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী

স্বনামধন্য আহলেহাদীছ প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের পাঁচরুখী দারুল হাদীছ আস-সালাফিয়াহ মাদ্রাসা কার্যালয়ে উক্ত মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং জমঈয়তে আহলেহাদীসের মিডিয়া ও তাবলীগ বিষয়ক সম্পাদক জনাব মাসঊদ আলম উমরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়। উক্ত বৈঠকে পারস্পারিক বোঝাপড়া বৃদ্ধি এবং বাতিল শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী এবং নারায়নগঞ্জ যেলা আন্দোলন সভাপতি মাওলানা শফীকুল ইসলাম ও যুবসংঘ সভাপতি ঈমরান হাসীনসহ যেলা দায়িত্বশীলবৃন্দ।
# আড়াইহাজার, নারায়ণগঞ্জ। ২২.৯.২০২২ইং

বাংলাদেশ জমঈয়তে আহলেহাদীছ এর প্রতিষ্ঠাতা
মুহাম্মাদ আব্দুল্লাহিল কাফী আল কুরাইশী (রহঃ)-এর ভাতিজা ও ড. আব্দুল বারী (রহঃ) এর ভাই
🔰🖋️মুহাম্মাদ আব্দুল হাদী মুহাম্মাদ আনওয়ার আল কুরাইশী (৮৬) এর সাথে মতবিনিময় করছেন এবং মুহতারাম আমীরে জামা'আত ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব স্যার।
আজ জুম'আর খুৎবা শুনতে আসেন তিনি।
আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত ও পরকালে জান্নাত নফিব করেন,আমীন।
Videos (show all)
Location
Category
Website
Address
Jeddah
Think Lab makes learning fun! It is a franchise program that teaches children thinking, social, and
Al Zahra
Jeddah, [email protected]
رحلات تعليمية وبرامج صيفية للصغار وتنسيق للدراسة مع م?
Jeddah, 21424
Jeddah Grammar International School is introducing its sister relation Jeddah Grammar Academic Schoo
Jeddah, 23743
بسم الله الرحمن الرحيم. I am Mohammad Redwan Hassan Maruf. Hafez in the Qur'an. I
Jeddah
we teach online Quran to kids and adults for more details please contact for trial class this number