Comments
আলহামদুলিল্লাহ,🇧🇩
আজও প্রখ্যাত হাদিস বিশারদ,সাবেক সংসদ সদস্য , শাইখুল হাদীস আল্লামা উবায়দুল হক (এমপি) উজিরপুরী রহ: -এর নামে প্রতিষ্ঠিত আর্তমানবতা ও সমাজ সেবামূলক সামাজিক সংগঠন ‘আল্লামা উবায়দুল হক রহ: ফাউন্ডেশন’ -এর অঙ্গসংগঠন লন্ডনভিত্তিক আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ‘আল উবায়েদ ফাউন্ডেশন ইউক' Al Ubayd Foundation এর উদ্যোগে জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের জামডহর ও লাফাকোনা গ্রামের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
মহান আল্লাহ পাক সবাই জাযায়ে খাইর দান করূন। আরো অনেকে আছেন যাদের নাম জানা নেই, তাদের অক্লান্ত পরিশ্রমে জন্য, মন থেকে দোআ করছি, মহান আল্লাহ তাদের এই পরিশ্রম গুলোকে কবুল করুন এবং তাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আমিন,
জাযাকাল্লাহ !
Jamea Ubaydul Haque - RH Uzirpur, Zakiganj,Sylhet - জামিয়া উবায়দুল হক রহ.
আল ওবায়েদ ফাউন্ডেশনের পক্ষ থেকে Jamea Ubaydul Haque - RH Uzirpur, Zakiganj,Sylhet - জামিয়া উবায়দুল হক রহ. তে ইফতারের আয়োজন..
Al Ubayd Foundation
Jamea Ubaydul Haque - RH Uzirpur, Zakiganj,Sylhet - জামিয়া উবায়দুল হক রহ.
আল-উবায়েদ ফাউন্ডেশন ইউ.কে.র মাধ্যমে মৌলভীবাজার জেলাধীন জামেয়াতুল ফালাহ আল ইসলামিয়া শেরপুর মাদরাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এ দুপুরের খাবার আয়োজন সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ।
একজন বোন উনার হাজত পূরণের জন্য সাদাকার উদ্দেশ্যে শিক্ষার্থীদের একটি খাসি দিয়ে খাওয়ানোর জন্য আমাদের কাছে টাকা পাঠিয়েছেন, সেটি আমরা প্রথিতযশা নবীণ আলেম, ইসলামী চিন্তাবিদ মুফতী ওযীরুল ইসলাম রাহমানী সাহেবর পরিচালনাধীন প্রতিস্টান জামিয়াতুল ফালাহ ও এতিমখানা শেরপুর মৌলভীবাজারের মাদ্রাসায় আয়োজন করেছি আলহামদুলিল্লাহ।
সেখানে শিক্ষক এবং ছাত্রসহ সর্বমোট ১৭০জন আয়োজনে শরিক হয়েছেন। আলহামদুলিল্লাহ।
আপনাদের আমানতগুলো যথাযথভাবে আদায় করার চেষ্টা করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাদের সকল সাদাকা এবং কাফফারা কবুল করুক, মহান আল্লাহ যেন এই বোনের সমস্ত হাজত কে পুরণ করূন, উনার সন্তানদেরকে মাতাপিতার অনুসরন করার তাওফিক দান করূন। আমীন। আমরা যেন সকল আয়োজন যথাযথভাবে আদায় করতে পারি, সেজন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।