Bengali Literary Society - SXC Kolkata

Bengali Literary Society - SXC Kolkata

Share

Bengali Literary Society (BLS), being one of the oldest societies in the 153 - year old St. Xavier's Xavier's College (Autonomous), has been able to spread the

বঙ্গ সাহিত্য সমিতি : ‘পুরনোর সাথে…. নতুনের পথে’
Bengali Literary Society (BLS), being one of the oldest societies in the 153 - year old St.

17/05/2025

আগ্রহীদের জন্য...

22/02/2025

আজ দেখা হচ্ছে......

10/09/2024

— "কাকু, পূজাবার্ষিকীটা বেরিয়েছে?"
— "যারা-যারা অষ্টমীর অঞ্জলি দিতে চান, এক্ষুনি মণ্ডপে চলে আসুন!"
— "না-না, ষষ্ঠীর দিন রিংকির সাথে বেরোবো ভাই, তোরা অন্যদিন চল!"
— "এই ভলান্টিয়ার-গুলোর জন্য মা'র মুখটাই দেখতে পেলাম না।"
— "এই জামাটা ঠাম্মা দিয়েছে, এই প্যান্টটা–"
বাঙালির ঘরে-বাইরে শরৎকাল অনেকটা এরকম শুনতে লাগে। পুজো আসছে, তার আগে-আগে এসে গেল বঙ্গ সাহিত্য সমিতির আয়োজিত 'বোধন২৪'। সাম্প্রতিক কিছু ঘটনার জন্য মনে-প্রাণে আমরা ভালো নেই… তাই এই অস্থির সময়ে সকলে বেঁধে বেঁধে থাকার অঙ্গীকার নিয়ে আবারও একবার সম্মিলিত হওয়া যাক এবারের 'বোধন'-এ।

২৩ সেপ্টেম্বর, নিমন্ত্রণ রইল..!!

Photos from Bengali Literary Society - SXC Kolkata's post 25/02/2024

জগন্নাথ হল
ঢাকা বিশ্ববিদ্যালয়

Photos from Bengali Literary Society - SXC Kolkata's post 25/02/2024

বঙ্গ সাহিত্য সমিতি। নামটার সঙ্গে জড়িয়ে থাকা কত আবেগ, কত ভালোবাসা। এই আবেগের শিকড় গাঁথা আছে আমাদের ভাষার মধ্যে, বাংলায় কথা বলতে পেরে হাঁফ ছেড়ে বাঁচার মধ্যে। এই আবেগ তো আর একদিনে তৈরি হয়নি।

'বাংলা'

পৃথিবীর কোনো এক প্রান্তে কিছু মানুষ এই একটা ভাষায় কথা বলতে চেয়েছিল বলে পৃথিবীর প্রতিটি ভাষা নিজের দিন পেল। বুক চাপড়ে বলার মতো কথা তো বটে বাপু।

লাখো মায়ের কোল খালি হয়ে, শত সহস্র শাহাদাতের বিনিময়ে এই দিন আমরা পেয়েছিলাম যাদের জন্য, তাদের স্মরণ করতে 'বঙ্গ সাহিত্য সমিতি' পৌঁছে গিয়েছিল কাঁটাতার পেরিয়ে।

সংযোগ
কলকাতা-ঢাকা
১৫ ফেব্রুয়ারি, ২০২৪

21/02/2024

তখন আমি ঠিক এতটা হইনি বুড়ো
দুচোখে ঘুরছি নিয়ে কাচের গুঁড়ো

কলেজ লাইফ জীবনের সবচেয়ে স্মরণীয় অথচ সবচেয়ে সংক্ষিপ্ত সময়। তিন-চার বছরের এই ছোট্ট সময়টুকুতে আমরা যেন ঝপ করে বড় হয়ে যাই। কখনও ভবিষ্যতের ভাবনা ভুলে উড়ব বলে ঝাঁপ দিই, কখনও শুকনো ডাঙায় আছাড় খাই, কখনও রংধনু ঢুকে যায় চোখে। প্রেম, পড়াশুনো, ভবিষ্যতের চিন্তা, আবার সব বাধা ভেঙে উড়ে যাওয়া— সবই এই বয়সটার লক্ষণ। আসলে বয়েস্টাই খারাপ, বুঝলেন তো!

এই বয়েসটাকে নিয়ে, এই বয়েসের গান নিয়ে আসছেন দেবদীপ মুখার্জি। গান, গিটার, স্বপ্ন… ২২ শে ফেব্রুয়ারি, বিকেল পাঁচটা, ফাদার ডেপেলচিন অডিটোরিয়াম। দেখা হবে!

19/02/2024

শিল্প কী? শুধুই বিনোদন? নাকি আরো কিছু? পুজোর ছুটি, আনন্দমেলার পাতায় রাপ্পা রায় তুলে আনে তীক্ষ্ণ ব্যঙ্গ; ইন্দুবালার হোটেলে ভাত খেয়ে যায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক অবস্থানের মানুষ; অ্যাকাডেমির মঞ্চে গর্জে ওঠে বীরাঙ্গনারা; কলকাতা শহরে হেঁটে বেড়ায় ড্রাকুলা স্যার, বাদামী হায়েনার দল; গানে গানে বেজে ওঠে মধ্যবিত্ত ছাপোষা, অবাক জলে ডুবে থাকা মানুষের কথা, ছুটির দিনে স্কুলের গেটে দাঁড়িয়ে থাকা গোবেচারা প্রেমিকের স্বপ্ন।

শিল্পের পিছনে থাকা এই গভীরতর ভাবনা, ব্যঞ্জনা, উদ্দেশ্যকে তুলে ধরতেই Xavউল্লাসের বিকেলে ফাদার ডেপেলচিন অডিটোরিয়ামে উপস্থিত থাকবেন পাঁচ শিল্পক্ষেত্রের পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্ব। গল্প হবে, কথা হবে, গান হবে। থাকবেন কিন্তু সক্কলে।

16/02/2024

বাকি মাত্র ৫ দিন আর...

06/02/2024

ঠাণ্ডাটা খানিক কমেছে, শীত যাচ্ছে, বসন্ত আসছে। সমস্ত শীতের পরে হয়তো বসন্ত আসে না, কিন্তু Xavউল্লাস আসছে, তিন বছর পরে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সমস্ত কাঁটাতারের বাধা না মেনেই আসছে, দেশ, কাল, ভাষা, সংস্কৃতি— সমস্ত বাঁধন ভেঙেই আসছে, দিগন্তের হাতছানিতে সাড়া দিতে, নতুন সূর্যের সন্ধানে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা।

St. Xavier's College Calcutta Alumni Association

Events registration link:
https://forms.gle/M5xjRCeZZ53j8tJW6

28/01/2024

Xavউল্লাসের আর বেশিদিন বাকি নেই। বোধনের সাফল্যের পর Xavউল্লাসে প্রতিযোগিতামূলক ইভেন্ট সংখ্যায় আরো বেশি, আরও মজাদার।

ইভেন্টের রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/M5xjRCeZZ53j8tJW6

এবারের Xavউল্লাসে থাকছে—

খোরাক (Stand up comedy)
অন্ত্যাক্ষরী (Antyakshari)
লেখায় রেখায় (Extempore Drawing and Writing)
মুখোশ মানুষ (Face Painting)
হাজির জবাব (Quiz)
নিখাদ বাঙালি (Extempore Speech)
সৃষ্টিসুখ (Creative Writing)
আঁচড় (Painting)
ফ্রেমবন্দী (Photography)
কল্কা (alpona)
গালগল্প (Audio Story)
এবং
উদ্ভাস (Theme Walk)

রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি (Feb 11), তার মধ্যেই সেরে ফেলতে হবে সমস্ত রেজিস্ট্রেশন। আর রেজিস্টার করার আগে অবশ্যই দেখে নিতে হবে Xavউল্লাসের Events Rulebook.

যেকোনো প্রয়োজনে যোগাযোগ:
মৌসম নন্দী 8116890560
সাগ্নিক ভট্টাচার্য 6290964707

St. Xavier's College Calcutta Alumni Association

21/01/2024

টিনের তলোয়ারে উৎপল দত্তকে যখন ম্যাথর প্রশ্ন করেছিল, “মাইকেল কে?” উত্তরে বেণীমাধব চাটুজ্জ্যে বলেছিলেন, “মহাকবি! দুই বৎসর হয় আমাদের সকলকে শোকসাগরে নিমজ্জিত করে তিনি মহাপ্রয়াণ করেছেন।”

তো, বস্তুতই দুই নয়, দুইশত বৎসর আগে তিনি ধরাধামে অবতীর্ণ হন আর পাল্টে দ্যান গোটা বঙ্গ সাহিত্যের এবং নাটকের ভুবনকে। তারপর থেকে অনেক জল গড়িয়েছে, দেশ স্বাধীন হয়েছে, সরকার এসেছে, গ্যাছে, অনেক ভাঙা-গড়া হয়েছে। মাইকেল গত হয়েছেন, উৎপল দত্তও আর নেই, তবু রঙ্গমঞ্চের উপর টিনের তলোয়ার নিয়ে ছেলেমানুষী করার অভ্যেসটা আমাদের যায়নি।

যে বঙ্গ সাহিত্য সমিতি থেকে উৎপল দত্তের পথচলা শুরু, যে সমিতির মঞ্চে অভিনীত প্রথম নাটক বনফুলের ‘শ্রী মধুসূদন’, সেই সমিতির সৃজনেই মাইকেল দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে আসছে ‘ভূতের মুখে রামনাম‘, তৈরি তো সবাই?

12/01/2024

St. Xavier's College Calcutta Alumni Association St. Xavier's College (Calcutta) Alumni Association in collaboration with Bengali Literary Society - SXC Kolkata is all set to spice up the event-filled February with the ever sprinkling evening of 'Dashobhuja Bangali 2024 - Thirteenth Edition' where Rev. Dr. Dominic Savio, SJ, Principal, St. Xavier's College (Autonomous) Kolkata and President, SXCCAA, will felicitate eminent Bengali Personalities across fields.
Just tightens your seat belt and stay in touch with us for more updates soon.

St. Xavier's College Autonomous, Kolkata St. Xavier's College Calcutta Alumni Association



Want your school to be the top-listed School/college?

Telephone

Website

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Friday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00